Dr Partha Chatterjee Women Health Care Professional

Dr Partha Chatterjee Women Health Care Professional DrPartha Chatterjee Women Care Clinic

27/07/2025

ভারতবর্ষের নক্ষত্র, গোপীনাথ কবিরাজ 🙏

একটি ছেলে, এম এ পাশের রেজাল্ট সবে হাতে এসেছে। বেনারসে তার বাড়ির বাইরে এপয়েন্টমেন্ট লেটার নিয়ে বসে আছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য স্যার আশুতোষ মুখারজি। নিজে কলকাতা থেকে ছুটে এসেছেন, তাঁকে বোঝাতে। ‘তুমি বাঙালি, কলকাতায় চল, অবিলম্বে অধ্যাপক পদে জয়েন কর’। লখনউ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যও একজন বাঙালি, ডঃ জ্ঞানেন্দ্র নাথ চক্রবর্তী, তিনি আরও বেশী টাকা দিতে তৈরি। লখনউ চলো। লাহোর সংস্কৃত কলেজ, আজমের মেয়ো কলেজের অধ্যক্ষরাও টেলিগ্রাম করেছেন। টাকার পরিমানেও যেন নীলাম চলছে দশটা কলেজ, বিশ্ববিদ্যালয়ের মধ্যে। কে পায় তাঁকে অধ্যাপক হিসেবে। বেনারস সংস্কৃত বিশ্ববিদ্যালয়, সবাইকে ছাড়িয়ে গেল। উত্তর প্রদেশ সরকার তাঁকে সসম্মানে বিশ্ববিদ্যালয়ের একেবারে উপাচার্য করে বসাতে চায়। মাইনে তিরিশ হাজার টাকা, এবং সালটা ১৯১৩।
কাশী সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদ সে যুগে যে কোনও বিখ্যাত পণ্ডিতের কাছেও স্বপ্নের মত। কিন্তু কাশীর বিদ্বোৎ সমাজ তাকেই চায়।
ছেলেটি সকলকে একই কথা বলল, আমি মন দিয়ে গবেষণা করতে চাই, চাকরি এখন নয়।
কিন্তু একজন সামান্য এম এ পাশ ছাত্রকে নিয়ে এরকম টানাটানি কেন, কে সে।
ছেলেটির নাম গোপীনাথ কবিরাজ।আদ্যন্ত বাঙালি। বাবা বৈকুণ্ঠনাথ কবিরাজ, ঢাকার একজন প্রখ্যাত দার্শনিক ছিলেন। কিন্তু ছেলেটি জন্মানোর আগেই বাবাকে হারায়। ঢাকার কাছে, ধামরাই গ্রামে, মামার বাড়িতে মানুষ। আই এ পরীক্ষা দিতে কলকাতা এসেছিল সে, কিন্তু কলকাতার জল হাওয়া মোটে সহ্য হল না, পেট খারাপ লেগেই থাকত। তাইতে ১৯০৬ সালে সে গেল জয়পুরে। ভর্তি হলেন জয়পুর কলেজে। কিন্তু থাকবেন কোথায়, খাবেন কি। ব্যবস্থা হয়ে গেল। জয়পুরের রাজা সোয়াই মাধো সিং এর প্রধান মন্ত্রী রায় বাহাদুর সংসার চন্দ্র সেন একজন বাঙালি। ছেলেমেয়েদের জন্য একজন গৃহ শিক্ষক খুঁজছিলেন। গোপীনাথ পড়ার সাথে পড়ান শুরু করলে, থাকা খাওয়ার ব্যবস্থা হয়ে গেল। জয়পুরের মহারাজা কলেজ থেকে আই এ পরীক্ষায় বসলেন গোপীনাথ, কিনতু একী শুধু ফার্স্ট ক্লাস ফার্স্ট ই নয়, একটা নম্বরও যে তাঁর কাটা যায়নি। অধ্যক্ষ সংজীবন গাঙ্গুলি আর ইংরেজি অধ্যাপক নবকৃষ্ণ রায় দুজনই বাঙালি, এঁরা জানতেন এরকম কিছু একটা হতে চলেছে। কারণ প্রতিদিন অধ্যাপকরা এসে অভিযোগ করেন, গোপীনাথ এমন এমন প্রশ্ন করে, যে রাতের বেলা বাড়িতে পড়াশোনা করতে হয়। একদিন অধ্যক্ষ তাঁকে পরীক্ষা করার জন্য শিক্ষা ব্যবস্থা নিয়ে লিখতে বললেন, তিনি এমন একটা আর্টিকেল জমা দিলেন, যেটা নিয়ে সরকারের দৃষ্টি আকর্ষণের জন্য পাঠাতে হল। ইংরেজি অধ্যাপক নবকৃষ্ণ রায় ব্রাউনিং এর একটি কবিতার ভাব লিখতে বললেন, গোপীনাথের লেখা দেখে নববাবু বললেন, ‘মাই গড আই কুড নট রাইট বেটার দ্যান দিস’। শুধু কি তাই, পাণিনি, ইতিহাস, সংস্কৃত, ল্যাটিন, গ্রীক, ইংরেজি, প্রত্নতত্ত্ব সব বিষয়ে সে এই বয়সে রীতিমত পন্ডিত। তার নম্বর কাটবে কে। তাঁকে পনের টাকা তখনকার দিনে বৃত্তির ব্যবস্থা করা হল, লাইব্রেরী খুলে দেওয়া হল তার জন্য।

বিএ পরীক্ষা দেবার সময় তাঁর মৌখিক পরীক্ষা নিতে এলেন কাশীর কুইন্স কলেজের অধ্যক্ষ ডঃ আরথার ভেনিস। গোপীনাথের জ্ঞান দেখে তাঁর মাথা ঘুরে গেল। যে কুইন্স কলেজে ভর্তির জন্য সবাই তদ্বির করত, সেখানে এম এ পড়ার জন্য গোপীনাথকে অনুরোধ করতে লাগলেন ডঃ ভেনিস। গোপীনাথ কাশী চলে এলেন। সেই যে এলেন, জীবনে দুবার কাশী থেকে বেরিয়েছেন, দুবারই দিল্লিতে গেছেন। একবার পদ্ম বিভূষণ নিতে, একবার সাহিত্য একাদেমি পুরস্কার নিতে।
তিনি এম এতে ডঃ ভেনিসের কাছে প্রাচীন লিপি, মুদ্রা, লেখ, ইতিহাস, সমাজ তত্ত্ব নিয়ে পড়তে শুরু করলেন। ব্রাহ্মী, কুষাণ, গুপ্ত যুগের শিলালিপির পাঠোদ্ধারের কাজ শুরু করলেন। বামাচরন ন্যায়াচারযের কাছে ন্যায় ও শাস্ত্র এবং ডঃ নরমানের কাছে পালি, প্রাকৃত, ফ্রেঞ্চ ও জার্মান ভাষা পড়া শুরু করলেন। জন মার্শালের কথা মনে আছে তো, সেই রাখালদাস বন্দ্যোপাধ্যায়ের গল্পে ছিল, পুরাতত্ত্ব বিভাগের ডিরেক্টর। তিনিও গোপীনাথের ভক্ত ছিলেন, হাতে নতুন কোনও শিলালিপি, পান্ডুলিপি এলেই গোপীনাথের খোঁজ। সে ছাড়া এর পাঠ উদ্ধার কে করবে।
এর পরেই সেই এম এ পরীক্ষা, আবার ফার্স্ট ক্লাস ফার্স্ট। এবং নিয়োগ পত্র নিয়ে সকলের লাইন। ১৯২৪ সালে অবশ্য উত্তর প্রদেশ সরকার একরকম জোর করেই তাঁকে গভর্নমেন্ট সংস্কৃত কলেজে অধ্যক্ষের পদ নিতে বাধ্য করে।

গোপীনাথ কবিরাজ ছিলেন বিশ্বের প্রথম প্রকৃত ইন্ডোলজিস্ট, ভারত তত্ত্ব বিদ। এখন যে পৃথিবীর বহু দেশে, বহু বিশ্ববিদ্যালয়ে ইন্ডোলজি পড়ানো হয়, তার রূপরেখা তৈরী করেছিলেন গোপীনাথ কবিরাজ। একাধারে প্রত্নতত্ত্ব, ইতিহাস, ভুগোল, প্রাচীন পালি, প্রাকৃত, সংস্কৃত এবং গ্রীক ও ল্যাটিন ভাষায় সুপন্ডিত হওয়ার ফলে, সিন্ধু সভ্যতা, মিশরীয়, আসিরীয় বা রোমান সভ্যতার তুলনামুলক আলোচনা। আবার ন্যায়, শাস্ত্র, যোগ, সাংখ্য, মীমাংসা বা বেদান্তের মাধ্যমে প্রাচীন ভারতীয় দর্শনের ব্যাখ্যা সব তাঁর কাছে নখ দর্পণে থাকত। তাঁর কাছে যাবার সৌভাগ্য হয়েছিল যাঁদের, তাঁদের মধ্যে একজন লিখেছেন, ‘একদিন বিকেলে গিয়ে দেখি, একটি ছোট মেয়েকে তিনি জ্যামিতির হল এন্ড স্টিভেন্সের পঞ্চম উপপাদ্য বোঝাচ্ছেন। যতবার মেয়েটি বুঝতে পারছে না, ততবার বলছেন। ধৈর্যের যেন তিনি সমুদ্র। সেদিন ব্যস্ত আছেন বলে, পরদিন গিয়ে দেখি, তিনজন বৃদ্ধ পণ্ডিতকে তিনি ব্রহ্মসূত্রের জটিল অদ্বৈত তত্ত্ব বলছেন। হাতের কাছে কোনও বই নেই, ঝড়ের মত, সুত্র সংখ্যা সহ মুখস্থ বলে যাচ্ছেন’।

ছাত্র অবস্থায় তিনি পেয়েছিলেন কয়েকজন নামকরা শিক্ষক। আর পরবর্তী জীবনে তিনজন মহাজ্ঞানী গুরু। শ্রী শিবরামানন্দ যোগত্রয়ানন্দ, যোগীরাজ শ্রী বিশুদ্ধানন্দ পরমহংস এবং মা আনন্দময়ী। শ্রী বিশুদ্ধানন্দ পরমহংস ছিলেন বিশ্বের দু একজন মানুষের একজন, যারা জ্ঞানগঞ্জে শিক্ষা লাভ করতে পেরেছিলেন (জ্ঞানগঞ্জ কি, তা জানতে চাইলে, গুগলে গিয়ে দেখতে পারেন)।
আমরা বাঙালি হিসেবে বহু মনীষীর নামে গর্ব করি। তাঁরা সত্যিই আমাদের গর্ব। কিন্তু গোপীনাথ কবিরাজের মত মানুষকে আমরা ভুলে গেলাম কি করে। তিনি ছিলেন, প্রকৃত স্থিতধী এবং স্থিতপ্রজ্ঞ ব্যাক্তি। তাঁর উননব্বই বছর বয়সের জীবনে, তাঁকে কেউ কখনও রাগ, ঘৃনা, জাত পাতের ভেদ, অহংকার, এমনকি জোরে কথা বলতেও শোনেনি। তিনি ছিলেন প্রকৃত জ্ঞান পিপাসু। জ্ঞানের সন্ধানে সমস্ত শ্রেনীর সকল মানুষের সাথে তিনি কথা বলতেন। কিন্তু কাশীর বাইরে বেরোতেন না। দশটার বেশী বিশ্ববিদ্যালয় তাঁকে ডি লিট দিয়েছে, তাঁর একটাই শর্ত ছিল, যা করার কর, কেবল এই কাশীর মাটি থেকে আমাকে বিচ্ছিন্ন করো না।
বিভিন্ন দিকের তাঁর জ্ঞান, সাধনা, অধ্যাত্ম চেতনা, অনাড়ম্বর জীবন, মানুষের প্রতি মমত্ব বোধের কারণে, তাঁকে প্রাচীন ভারতের ঋষিদের সাথে তুলনা করা হয়। আশা করি এই মহামানবকে আমরা আগামিদিনে বাঙালির গর্ব হিসেবে স্মরণ করব।
✍️ অজানা ভারতবর্ষ Discover India 🇮🇳

Normal Delivery or Cesarean Section..feeling Confused 😕 let's help me out on this.But above all it's most important that...
13/07/2025

Normal Delivery or Cesarean Section..feeling Confused 😕 let's help me out on this.
But above all it's most important that there should be safe delivery for you and your baby.
Dr Partha Chatterjee Gynaecologist (MS).

Now Cesarean section as a planned procedure(there can be emergency Cesarean section also if complications arise during the process of normal delivery) is done to adjust the risk of both baby and mother therefore it is done under special circumstances.
-Overall it is a planned or emergency event.
-It is exactly helpfull and usefull in certain risks and medical conditions.
-But recovery period is usually longer.
- Bleeding,Clotting problem,Scar of skin wound and comparatively higher infections are encountered but safer with certain medical conditions and risks of baby.

Whereas the Normal Delivery is a natural process of Childbirth and the safety of which is totally dependent upon the condition of baby,mother and the setting or health facility/Hospital where the delivery is being conducted.
As a natural process
- It has shorter Hospital stay.
- less infections but sometimes perineal wound infections. Serious infections are rare.
- In most of the delivered babies it help baby's lungs clear faster.

Therefore Always discuss about options with your health care provider as it always safety first for you and your baby 💖
Dr Partha Chatterjee Gynaecologist(MS)

The Challenges had always been there, for the journey to parenthood. But mostly its She who fights each and every battle...
07/07/2025

The Challenges had always been there, for the journey to parenthood. But mostly its She who fights each and every battle. It is a miracle that's not said much about.
Again the unspoken but resilient one is the man who needs your empathy,care,simplicity for their part. He stands beside you, fights with you.
The reproductive journey of human is full of challenges still so gracefully rewarded.
Om namah Shivayah.
Om Maa Kamakhyay namah.
/ /


/








/
/ /

🙏🙏🙏 Ganesh Ghosh ...the Savage Freedom Fighter.
23/06/2025

🙏🙏🙏 Ganesh Ghosh ...the Savage Freedom Fighter.

খুব সম্ভবত ১৯৭০ সালের আশেপাশে | বাংলায় তখন সিদ্ধার্থ জমানা | কলকাতায় তখন কংগ্রেসিদের রাজ চলছে | সেই সময়টায় দাপট ছিল কালীপুজোর | কলকাতার বেশ কয়েকটা বড় বড় কালীপুজোর উদ্যোক্তা ছিলেন কংগ্রেসি নেতারা | যত বড় কংগ্রেস নেতা তাঁর তত বড় কালীপুজো- এটাই ছিল তখনকার রেওয়াজ | আর এই পুজোতে টাকার সোর্স ছিল সাধারন মানুষ। তাই চাঁদার জন্য যে জোরজুলুম হত সেটা বলাই বাহুল্য..💥

এইরকমই এক কালীপূজোর চাঁদা নিতে কিছু চ্যাংড়া টাইপের ছেলে হাজির হয়েছে এক বামনেতার বাড়িতে | তার বয়স তখন সত্তরের আশেপাশে | ১৯৬৭ থেকে ১৯৭১ দক্ষিণ কলকাতার সাংসদ ছিলেন | সদ্য ৭১'এর লোকসভা নির্বাচনে দক্ষিণ কলকাতা সিটে ২৬ বছরের প্রিয়রঞ্জনের কাছে হেরেছেন |

যথারীতি বাড়ির মালিকের পরিচয় সেই ছেলেরা জানে না | পুজোর চাঁদা শুনেই উনি জানিয়ে দিলেন যে, পুজোতে তিনি চাঁদা দেন না কারন উনি কমিউনিস্ট | সাথে এও জানালেন যদি কোনও সমাজকল্যানমূলক কাজ হয় তবে উনি নিশ্চয়ই চাঁদা দেবেন |

কিন্তু চ্যাংড়া ছেলের দল চাঁদা নেবেই | বেশ কিছুক্ষন কথা কাটাকাটির পর কালীভক্ত চ্যাংড়া ছেলের দল রেগেমেগে কাঁটা পাইপের ছিটকিনি লাগানো মেশিন বের করে বৃদ্ধ নেতার সামনে ধরল । একটুও না ঘাবড়ে উনি ছেলেগুলোর হাত থেকে বন্দুকটা ছিনিয়ে নিয়ে নেড়েচেড়ে দেখতে লাগলেন। তারপর অল্প হেসে বললেন- "পাইপের মাপ তো বোরের সাথে ম্যাচ করছে না | ফুট দশেক গিয়েই তো বেঁকে যাবে | যে লেদ পাইপ কেটেছে আমাকে একবার সেখানে নিয়ে যাবে, মাপজোখ বলে দেবো | "

চাঁদা নিতে আসা চ্যাংড়া ভক্তকূলের অবস্থা তখন সঙ্গীন | এ ওর মুখ চাওয়াচাওয়ি করছে । অবশেষে একজন ঢোঁক গিলে জিজ্ঞাসা করল, "কে আপনি?" বিনম্র ভাবে বৃদ্ধ মানুষটি জবাব দিলেন,
“ চট্টগ্রাম অস্ত্রাগার দখলের কথা শুনেছ? মাষ্টারদা সূর্য সেনের নাম শুনেছ? মাষ্টারদা আমাকে চট্টগ্রাম অস্ত্রাগার লুন্ঠনের কমান্ডার ইন চিফ নিযুক্ত করেছিলেন | আমি গণেশ ঘোষ, চট্টগ্রাম অস্ত্রাগার দখলের কমান্ডার ইন চিফ।”👑

আজ গণেশ ঘোষের জন্মদিবসে আমাদের পক্ষ্য থেকে রইলো বিনম্র শ্রদ্ধাঞ্জলি..🌷

🌲কলমে ✒️ স্বপন সেন🌲

© এক যে ছিলো নেতা

| ে_ছিলো_নেতা |

📌 Facebook এর পাশাপাশি আমরা পথচলা শুরু করেছি YouTube এও.. আমাদের কাজ ভালো লাগলে আমাদের channel টি Subscribe করে পাশে থাকবেন..

A Pregnant mother delivered her baby at term is a miracle we see often but not so feeling miraculous about it. It is com...
23/06/2025

A Pregnant mother delivered her baby at term is a miracle we see often but not so feeling miraculous about it. It is common. When the usual things does not come as usual then we feel resentment and pain of course.
22 years was she when I met her in the crowded out patient department of a small sub Divisional government hospital.
She already lost one baby at 5months of conception.
She had been trying but again not happening.
She was not able to communicate her grief. The otherside of the world held her responsible for the loss.
I remained thankfully obliged to her and my mahadev for allowing me to have the scope to treat her at this Hospital at Serampore.
I am sincerely thankfull to all my team members, Anesthesia team, pediatrics team,nursing team and Hospital staffs.

First battle was Subfertility and then came the second challenge of potential of loss of pregnancy as happened in the previous one at 5 months. She came almost every week and ultimately we had to put her to OT at 21weeks for putting a special ligature at her uterus mouth or cervix. It was only 1.6cm and the membrane was visible and according to our understanding it was very grave. But she won it and after all the events she underwent Cesarean section at term . Went home with her adorable baby girl.

A Pregnant mother delivered her baby at term is a miracle we see often but not so feeling miraculous about it. It is com...
23/06/2025

A Pregnant mother delivered her baby at term is a miracle we see often but not so feeling miraculous about it. It is common. When the usual things does not come as usual then we feel resentment and pain of course.
22 years was she when I met her in the crowded out patient department of a small sub Divisional government hospital.
She already lost one baby at 5months of conception.
She had been trying but again not happening.
She was not able to communicate her grief. The otherside of the world held her responsible for the loss.
I remained thankfully obliged to her and my mahadev for allowing me to have the scope to treat her at this Hospital at Serampore.

First battle was Subfertility and then came the second challenge of potential of loss of pregnancy as happened in the previous one at 5 months. She came almost every week and ultimately we had to put her to OT at 21weeks for putting a special ligature at her uterus mouth or cervix. It was only 1.6cm and the membrane was visible and according to our understanding it was very grave. But she won it and after all the events she underwent Cesarean section at term . Went home with her adorable baby girl.

27/02/2025

This 46 yrs Old lady came with excessive menstrual flow with consequences of recurrent uncontrollable blood loss. Uterine Fibroid was our diagnosis, so she was posted for operation so as to remove this big tumor.

The key hole surgery or minimally invasive gynaec surgery is a great blessing for such diseases. 3 to 4 small(5mm/10mm)rents on the belly is usually done. The whole operation leaves no large scar mark on the Abdomen. Therefore a quicker recovery is attained.
The use of Gynaec Laparoscopy for pelvic Surgeries and Uterine Fibroids has radically changed the patient outcome and with less pain it is now the most popular method among patients and surgeons.

Do you know 120 million of menstruating Indian teenagers experience menstrual dysfunction, Irregularities, pain.Poor men...
24/02/2025

Do you know 120 million of menstruating Indian teenagers experience menstrual dysfunction, Irregularities, pain.

Poor menstrual hygiene can lead to urinary tract infections.
Poor menstrual hygiene can lead to reproductive tract problems which can lead to infertility and birth complications.
Cultural taboos and social norms can affect menstrual health.
Women with higher education are more likely to use hygienic methods.

Solutions providing access to safe and affordable sanitary materials, improving menstrual hygiene education, improving access to sanitary facilities, and reducing cultural taboos around menstruation.

A baby delivered before it's due time is sometimes a problem that agonises the pregnant mother.It is indeed challenging....
17/02/2025

A baby delivered before it's due time is sometimes a problem that agonises the pregnant mother.It is indeed challenging.

Delivery of a baby before 36 weeks 6 days of completed pregnancy is called Preterm Birth in our term.

The cervical weakness is one of the major contributor to this problem. Treatments targeted to overcome cervical weakness are done to protect the ongoing pregnancy from being delivered prematurely.

The causes which increase the chance include but not limited to Twins pregnancy or having a reduced length of cervix(the part of her womb or uterus which is present at the upper most part of her birth canal).

There is one medical method called "cerclage stiches"
Many a time it plays a very usefull role to prevent Preterm delivery.

What is a cervical cerclage:It is a treatment that temporarily stitches the cervix,this may help the cervix to hold the pregnancy in uterus.It is done in 2nd Trimester ,usually 18 to 20 weeks after the anomaly scan is done.

What should you expect after cervical cerclage:●Few days of light cramping.
●A more clear discharge from va**na
●Mild spotting for upto 3days.

How the stitches are placed?
: ●Through Va**na or Birth Canal
● Through Microsurgery inside your belly.

Is the stiches Removed ?
:Yes they are removed before delivery or if an unexpected labour pain starts.

A detailed discussion from your gynaec surgeon is very helpful as this helps a pregnant mother to prolong her pregnancy duration towards the due time and thus preventing the forthcoming baby from the serious risk & complications of Premature delivery.

Can Medications relieve you completetly from ovarian cyst? As most of the ovarian cysts are benign and small therefore s...
15/02/2025

Can Medications relieve you completetly from ovarian cyst?
As most of the ovarian cysts are benign and small therefore supportive therapy is the only and the best treatment option for them.

A fluid filled sac on or inside a woman's o***y is ovarian cyst. It is much more common than you can think. 20% of women experiences ovarian cyst at least once in their lifetime. Many women don't even realize they are present inside their body because benign ovarian cysts can be asymptomatic and frequently resolve their own.
Sometimes they can grow too large or rupture or cause pain or other complications. In rare cases they could become cancerous.

The treatment options include but not limited to Supportive therapy where regular monitoring to detect increase, change or complications of the ovarian cyst is done.

Next is Hormonal Medications to relieve pain and Menstruation problem plus to reduce and relieve from ovarian cyst.

Next is Laparoscopic Surgeries under experienced gynaec surgeon.

Other treatments include dietary changes such as Magnesium rich food like Almond,High fiber food like Greens Broccoli
Anti Inflammatory foodsand spices like Tomatoes and Turmeric, Almonds etc.

To sum up,Gynaecologists say paying attention to what's going on with your body can help you determine what's typical and safe for your reproductive system and assist you in staying ahead of your complications.

Nature's Care is Mother's Care.
22/10/2024

Nature's Care is Mother's Care.

Ma Lakhmi the Goddess of Wealth & Prosperity , Abundance & Good luck , both in Material & Spiritual Sense.The  journey o...
22/10/2024

Ma Lakhmi the Goddess of Wealth & Prosperity , Abundance & Good luck , both in Material & Spiritual Sense.
The journey of Woman into Motherhood is a pure bliss.
Always blessed with The Kindness of Goddess Maha Lakshmi .

Address

Serampur

Opening Hours

Monday 5am - 11pm
Tuesday 5am - 11pm
Thursday 7am - 11pm
Friday 5am - 11pm
Saturday 5am - 11pm
Sunday 5am - 9am

Telephone

+919903480466

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr Partha Chatterjee Women Health Care Professional posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr Partha Chatterjee Women Health Care Professional:

Share

Category