29/07/2025
ব্যথার ওষুধের ব্যবহার কমানো খুব দরকার। অন্ততঃ অ্যসিক্লোফেনাক, আইবুপ্রোফেন, ডিক্লোফেনাক এইসব ওষুধ গুলোর ব্যবহার অতিরিক্ত বেড়ে গেছে। এইসব ওষুধের শরীরে মারাত্মক প্রভাব রয়েছে।
১) :: পেটে ঘা বা আলসার হবার সম্ভাবনা সবথেকে খুব বেশি। বেশির ভাগ আলসারের রোগীদের ব্যথার ওষুধ খাবার অভ্যেস থাকেই।
২) :: যাদের হাই প্রেসার তাদের বেশি ক্ষতি, কারণ এর বেশি ব্যবহার হল হাই প্রেসারের অন্যতম কারণ। তাই প্রেসারের রোগীরা যতটা পারবেন এড়িয়ে চলুন।
৩) :: কিডনির ওপর প্রভাব ফেলে। Renal Ischemia হবার সম্ভাবনা থাকে। ক্রিয়েটিনিন বাড়তে থাকলে এক সময় হাত পা মুখ ফুলতে শুরু করে।
৪) :: হাঁপানি রোগীদের জন্য এর ব্যবহার অবশ্য বর্জনীয়। কারণ সাডেন অ্যাটাক হবার সম্ভাবনা থাকে।
একদম প্রয়োজন ছাড়া বাদ রাখা ভালো। যদিও খান স্বল্প সময়ের জন্য। এর অতিরিক্ত ব্যবহার বিপদ ডেকে আনবে।
ব্যথার ওষুধ সাময়িক মুক্তি মাত্র, সমাধান নয়।