25/05/2025
কখনো_মেঘ_ঢাকা_কখনও_আলো_মাখা
আপনারা আপনাদের যে পুরানো ব্যবহার যোগ্য পোশাক দিয়ে ছিলেন, এবং যে টুকুনি অর্থসাহায্য করেছিলেন,তারপর ভরসা করেই িবার_25-শে #মে_আমরা_স্মৃতিসুধা_পরিবার সকাল সকাল পৌঁছে গেছিলাম #কুলপির_Ash*t_ইট_ভাটায়,
#ওখানকার_মানুষদের_হাতে_আপনাদের_দেওয়া_পুরানো_পোশাক_তুলে_দিতে_আর_বাচ্চা_গুলোর_হাতে_কেক_বিস্কুট_চকলেট #তুলে_দিতে।
আপনারা সকলেই অবগত যে, আজ সকাল থেকেই পরিবেশ ছিল থমথমে বৃষ্টি মুখর,কখনও মেঘে ঢাকা,কখনও আলো মাখা তখনও Kulpi তে পৌঁছতে প্রায় ঘন্টা খানেক দেরি, আলো মাখা আকাশ ক্ষণিকের মধ্যেই ঢেকে গেল কালো মেঘে শুরু হলো মুসললধারে বৃষ্টি, সেই বৃষ্টি মাথায় নিয়েই সকাল 10 টা নাগাদ আমার পৌঁছে গেছিলাম, আজকের কর্মকাণ্ডের অধ্যায় শুরু করেছি, Facebook এ Live করতেও শুরু করেছি, কিছুক্ষণের মধ্যে আবার বৃষ্টি.... ব্যাস সব কাজ পণ্ড।
তবুও আপনাদের ভালবাসা আর ভগবানের অসীম করুণায়, ওই কিছুক্ষনের মধ্যে প্রায় শতাধিক মানুষের হাতে তুলে দিতে পেরেছি, আপনাদের পাঠানো পুরানো ব্যবহার যোগ্য পোশাক সাথে মুড়ি বাতাসা আর বাচ্চাদের দিলাম চকলেট,বিস্কুট,কেক। আমাদের পরিবারের নবীনতম সংযোজন " #সবুজায়ন" প্রকল্পের মধ্যে দিয়ে গাছও বসিয়েছি খান দশেক।
কিন্তু দুঃখের সাথে জানাতে বাধ্য হচ্ছি যে প্রাকৃতিক দুর্যোগের কারণে আজ আমাদের আজকের এই কর্মকাণ্ড অর্ধেকটা করেই ফিরতে বাধ্য হয়েছি, এখনো অনেক পোশাক আমাদের কাছে থেকে গেলো, দিতে পারলামনা। আপনাদের কথা দিলাম, আগামী 2 সপ্তাহের মধ্যে এই কর্মকাণ্ড সম্পুর্ণ করে, আমাদের এই ' #ব্যবহারযোগ্য_পুরানো_পোশাক_বিতরণ_মেলা '
আপনাদের কাছে এই টুকুনী মিনতি, আপনারা আমাদের আশীর্বাদ করুন যাতে করে এইরকম প্রকল্প আমরা বারে বারে করতে পারি, এবং আপনাদের দেওয়া সাহায্য সঠিক মানুষদের হাতে তুলে দিতে পারি।
আমাদের আজকের অর্ধ সফল কর্মকাণ্ডের কিছু ছবি আপনাদের কাছে তুলে ধরছি।
ধন্যবাদ । 🙏🏻