
31/08/2025
পশ্চিমবঙ্গ মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন ২০২৫ সালে একাধিক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
বিজ্ঞপ্তি নং – 06, 07 ও 08/2025 অনুযায়ী, কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের অধীনে সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল, ইলেকট্রিক্যাল ও মেকানিক্যাল) পদে নিয়োগ করা হবে।
🔹 সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল)
মোট শূন্যপদ: ৭৮টি
বিভাগভিত্তিক সংরক্ষণ: UR-31, EWS-08, UR(PWD)-03, SC-18, ST-05, OBC(A)-08, OBC(B)-05
শিক্ষাগত যোগ্যতা: পশ্চিমবঙ্গ স্টেট কাউন্সিল অব ইঞ্জিনিয়ারিং ও টেকনিক্যাল এডুকেশন থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং-এ ডিপ্লোমা অথবা সমমানের যোগ্যতা। উচ্চতর ডিগ্রিধারীরাও আবেদন করতে পারবেন।
বয়সসীমা: ১ জানুয়ারি ২০২৫ তারিখে সর্বোচ্চ বয়স ৩৭ বছর (নিয়ম অনুযায়ী শিথিলতা প্রযোজ্য)।
বেতন: Pay Level – 12 (ROPA 2019 অনুযায়ী)।
🔹 সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (ইলেকট্রিক্যাল)
মোট শূন্যপদ: ১৯টি
বিভাগভিত্তিক সংরক্ষণ: UR-06, EWS-02, SC-06, ST-01, OBC(A)-01, OBC(B)-02, UR(PWD)-01
শিক্ষাগত যোগ্যতা: পশ্চিমবঙ্গ স্টেট কাউন্সিল অব ইঞ্জিনিয়ারিং ও টেকনিক্যাল এডুকেশন থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং-এ ডিপ্লোমা অথবা সমমানের যোগ্যতা। উচ্চতর ডিগ্রিধারীরাও আবেদন করতে পারবেন।
বয়সসীমা: ১ জানুয়ারি ২০২৫ তারিখে সর্বোচ্চ বয়স ৩৭ বছর (নিয়ম অনুযায়ী শিথিলতা প্রযোজ্য)।
বেতন: Pay Level – 12 (ROPA 2019 অনুযায়ী)।
🔹 সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (মেকানিক্যাল)
মোট শূন্যপদ: ২৮টি
বিভাগভিত্তিক সংরক্ষণ: UR-12, EWS-03, SC-06, ST-03, OBC(A)-03, OBC(B)-01
শিক্ষাগত যোগ্যতা: মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং-এ ডিপ্লোমা (State Council of Engineering & Technical Education) অথবা সমমানের যোগ্যতা। উচ্চতর ডিগ্রিধারীরাও আবেদন করতে পারবেন।
বয়সসীমা: ১ জানুয়ারি ২০২৫ তারিখে সর্বোচ্চ বয়স ৩৭ বছর (নিয়ম অনুযায়ী শিথিলতা প্রযোজ্য)।
বেতন: Pay Level – 12 (ROPA 2019 অনুযায়ী)।
📌 আবেদন প্রক্রিয়া
নারী ও পুরুষ উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবেন।
অনলাইন আবেদন শুরু: ০২.০৯.২০২৫
অনলাইন আবেদনের শেষ তারিখ: ২২.০৯.২০২৫
প্রার্থীদের যোগ্যতা, বয়স, জাতি, PWD, EWS, এক্স-সার্ভিসম্যান ইত্যাদি সংক্রান্ত শংসাপত্র স্ক্যান করে আপলোড করতে হবে।
নথি যাচাইয়ের সময় নির্বাচিত প্রার্থীদের ৫০/- টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্প পেপারে বন্ড জমা দিতে হবে। এই বন্ডে উল্লেখ করতে হবে যে, প্রয়োজনে তারা কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন এলাকায় অস্থায়ী আবাস/শেল্টারের ব্যবস্থা করবেন এবং জরুরি ডিউটিতে অংশগ্রহণ করবেন।
💰 আবেদন ফি
UR, EWS ও OBC প্রার্থীদের জন্য: ₹150 + ₹50 (Processing fee) = ₹200
SC, ST ও PWD প্রার্থীদের জন্য: শুধুমাত্র Processing fee ₹50
ফি শুধুমাত্র অনলাইন মাধ্যমে জমা দিতে হবে।
ফি কোনো অবস্থাতেই ফেরতযোগ্য নয়।
📝 পরীক্ষা পদ্ধতি
পরীক্ষা শুধুমাত্র কলকাতা কেন্দ্রে অনুষ্ঠিত হবে এবং দুই ধাপে নেওয়া হবে:
1. লিখিত পরীক্ষা (২০০ নম্বর)
OMR ভিত্তিক, ১০০টি Multiple Choice প্রশ্ন।
প্রতিটি প্রশ্নের মান ২।
ভুল উত্তরের জন্য নেগেটিভ মার্কিং: প্রতিটি ভুল উত্তরে ১ নম্বর কাটা যাবে।
সময়সীমা: ১ ঘন্টা ৩০ মিনিট।
প্রশ্নপত্র ইংরেজি ভাষায় হবে।
2. পার্সোনালিটি টেস্ট (৪০ নম্বর)
কমিশনের অফিসে অনুষ্ঠিত হবে।
লিখিত পরীক্ষার মেধাতালিকা থেকে শূন্যপদের তিনগুণ প্রার্থীকে ডাকা হবে।
যোগ্যতার ন্যূনতম নম্বর:
General: 45%
OBC & EWS: 40%
SC, ST & PWD: 35%
চূড়ান্ত মেধাতালিকা তৈরি হবে লিখিত ও পার্সোনালিটি টেস্টের মোট নম্বরের ভিত্তিতে।
📌 একই নম্বর পেলে বয়সে প্রবীণ প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে।
📚 সিলেবাস
প্রশ্নপত্র তৈরি হবে AICTE অনুমোদিত Diploma Level Engineering কোর্স সিলেবাসের ভিত্তিতে।
👉 বয়সে শিথিলতা
SC, ST প্রার্থীদের জন্য সর্বোচ্চ ৫ বছর।
OBC প্রার্থীদের জন্য সর্বোচ্চ ৩ বছর।
PWD (৪০% বা তার বেশি অক্ষমতা) প্রার্থীদের জন্য বয়সসীমা ৪৫ বছর পর্যন্ত।
এক্স-সার্ভিসম্যানরা সেনা পরিষেবার প্রকৃত মেয়াদ বয়সের সঙ্গে যোগ করতে পারবেন।
🎯 উপসংহার
এই তিনটি বিজ্ঞপ্তির মাধ্যমে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের সিভিল, ইলেকট্রিক্যাল ও মেকানিক্যাল শাখায় একাধিক সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার নিয়োগ করা হবে।
যোগ্য প্রার্থীরা ০২.০৯.২০২৫ থেকে ২২.০৯.২০২৫ তারিখের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।