Engineering Ki Medicine

  • Home
  • Engineering Ki Medicine

Engineering Ki Medicine TO CONNECT WITH ME,FOLLOW-
1. CIVIL KI MEDICINE YOUTUBE CHANNEL
https://www.youtube.com/c/civilkimed

পশ্চিমবঙ্গ মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন ২০২৫ সালে একাধিক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।বিজ্ঞপ্তি নং – 06, 07 ও 08/2025 অনুযায়ী, ক...
31/08/2025

পশ্চিমবঙ্গ মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন ২০২৫ সালে একাধিক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
বিজ্ঞপ্তি নং – 06, 07 ও 08/2025 অনুযায়ী, কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের অধীনে সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল, ইলেকট্রিক্যাল ও মেকানিক্যাল) পদে নিয়োগ করা হবে।

🔹 সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল)

মোট শূন্যপদ: ৭৮টি

বিভাগভিত্তিক সংরক্ষণ: UR-31, EWS-08, UR(PWD)-03, SC-18, ST-05, OBC(A)-08, OBC(B)-05

শিক্ষাগত যোগ্যতা: পশ্চিমবঙ্গ স্টেট কাউন্সিল অব ইঞ্জিনিয়ারিং ও টেকনিক্যাল এডুকেশন থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং-এ ডিপ্লোমা অথবা সমমানের যোগ্যতা। উচ্চতর ডিগ্রিধারীরাও আবেদন করতে পারবেন।

বয়সসীমা: ১ জানুয়ারি ২০২৫ তারিখে সর্বোচ্চ বয়স ৩৭ বছর (নিয়ম অনুযায়ী শিথিলতা প্রযোজ্য)।

বেতন: Pay Level – 12 (ROPA 2019 অনুযায়ী)।

🔹 সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (ইলেকট্রিক্যাল)

মোট শূন্যপদ: ১৯টি

বিভাগভিত্তিক সংরক্ষণ: UR-06, EWS-02, SC-06, ST-01, OBC(A)-01, OBC(B)-02, UR(PWD)-01

শিক্ষাগত যোগ্যতা: পশ্চিমবঙ্গ স্টেট কাউন্সিল অব ইঞ্জিনিয়ারিং ও টেকনিক্যাল এডুকেশন থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং-এ ডিপ্লোমা অথবা সমমানের যোগ্যতা। উচ্চতর ডিগ্রিধারীরাও আবেদন করতে পারবেন।

বয়সসীমা: ১ জানুয়ারি ২০২৫ তারিখে সর্বোচ্চ বয়স ৩৭ বছর (নিয়ম অনুযায়ী শিথিলতা প্রযোজ্য)।

বেতন: Pay Level – 12 (ROPA 2019 অনুযায়ী)।

🔹 সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (মেকানিক্যাল)

মোট শূন্যপদ: ২৮টি

বিভাগভিত্তিক সংরক্ষণ: UR-12, EWS-03, SC-06, ST-03, OBC(A)-03, OBC(B)-01

শিক্ষাগত যোগ্যতা: মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং-এ ডিপ্লোমা (State Council of Engineering & Technical Education) অথবা সমমানের যোগ্যতা। উচ্চতর ডিগ্রিধারীরাও আবেদন করতে পারবেন।

বয়সসীমা: ১ জানুয়ারি ২০২৫ তারিখে সর্বোচ্চ বয়স ৩৭ বছর (নিয়ম অনুযায়ী শিথিলতা প্রযোজ্য)।

বেতন: Pay Level – 12 (ROPA 2019 অনুযায়ী)।

📌 আবেদন প্রক্রিয়া

নারী ও পুরুষ উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবেন।

অনলাইন আবেদন শুরু: ০২.০৯.২০২৫

অনলাইন আবেদনের শেষ তারিখ: ২২.০৯.২০২৫

প্রার্থীদের যোগ্যতা, বয়স, জাতি, PWD, EWS, এক্স-সার্ভিসম্যান ইত্যাদি সংক্রান্ত শংসাপত্র স্ক্যান করে আপলোড করতে হবে।

নথি যাচাইয়ের সময় নির্বাচিত প্রার্থীদের ৫০/- টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্প পেপারে বন্ড জমা দিতে হবে। এই বন্ডে উল্লেখ করতে হবে যে, প্রয়োজনে তারা কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন এলাকায় অস্থায়ী আবাস/শেল্টারের ব্যবস্থা করবেন এবং জরুরি ডিউটিতে অংশগ্রহণ করবেন।

💰 আবেদন ফি

UR, EWS ও OBC প্রার্থীদের জন্য: ₹150 + ₹50 (Processing fee) = ₹200

SC, ST ও PWD প্রার্থীদের জন্য: শুধুমাত্র Processing fee ₹50

ফি শুধুমাত্র অনলাইন মাধ্যমে জমা দিতে হবে।

ফি কোনো অবস্থাতেই ফেরতযোগ্য নয়।

📝 পরীক্ষা পদ্ধতি

পরীক্ষা শুধুমাত্র কলকাতা কেন্দ্রে অনুষ্ঠিত হবে এবং দুই ধাপে নেওয়া হবে:

1. লিখিত পরীক্ষা (২০০ নম্বর)

OMR ভিত্তিক, ১০০টি Multiple Choice প্রশ্ন।

প্রতিটি প্রশ্নের মান ২।

ভুল উত্তরের জন্য নেগেটিভ মার্কিং: প্রতিটি ভুল উত্তরে ১ নম্বর কাটা যাবে।

সময়সীমা: ১ ঘন্টা ৩০ মিনিট।

প্রশ্নপত্র ইংরেজি ভাষায় হবে।

2. পার্সোনালিটি টেস্ট (৪০ নম্বর)

কমিশনের অফিসে অনুষ্ঠিত হবে।

লিখিত পরীক্ষার মেধাতালিকা থেকে শূন্যপদের তিনগুণ প্রার্থীকে ডাকা হবে।

যোগ্যতার ন্যূনতম নম্বর:

General: 45%

OBC & EWS: 40%

SC, ST & PWD: 35%

চূড়ান্ত মেধাতালিকা তৈরি হবে লিখিত ও পার্সোনালিটি টেস্টের মোট নম্বরের ভিত্তিতে।

📌 একই নম্বর পেলে বয়সে প্রবীণ প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে।

📚 সিলেবাস

প্রশ্নপত্র তৈরি হবে AICTE অনুমোদিত Diploma Level Engineering কোর্স সিলেবাসের ভিত্তিতে।

👉 বয়সে শিথিলতা

SC, ST প্রার্থীদের জন্য সর্বোচ্চ ৫ বছর।

OBC প্রার্থীদের জন্য সর্বোচ্চ ৩ বছর।

PWD (৪০% বা তার বেশি অক্ষমতা) প্রার্থীদের জন্য বয়সসীমা ৪৫ বছর পর্যন্ত।

এক্স-সার্ভিসম্যানরা সেনা পরিষেবার প্রকৃত মেয়াদ বয়সের সঙ্গে যোগ করতে পারবেন।

🎯 উপসংহার
এই তিনটি বিজ্ঞপ্তির মাধ্যমে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের সিভিল, ইলেকট্রিক্যাল ও মেকানিক্যাল শাখায় একাধিক সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার নিয়োগ করা হবে।
যোগ্য প্রার্থীরা ০২.০৯.২০২৫ থেকে ২২.০৯.২০২৫ তারিখের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

LIST OF CANDIDATES RECOMMENDED FOR APPOINTMENT TO THE POST OF JUNIOR ENGINEER (ELECTRICAL) ON THE BASIS OF THE RESULTS O...
04/10/2024

LIST OF CANDIDATES RECOMMENDED FOR APPOINTMENT TO THE POST OF JUNIOR ENGINEER (ELECTRICAL) ON THE BASIS OF THE RESULTS OF JUNIOR ENGINEERS (CIVIL/MECHANICAL/ELECTRICAL) RECTT. EXAM.,2022- ELECTRICAL BRANCH, ADVT. NO.09/2022

SCHEDULE OF INTERVIEW FOR RECRUITMENT TO THE POST OF DEPUTY DIRECTOR (ENGINEERING) IN RIVER RESEARCH INSTITUTE UNDER THE...
10/07/2024

SCHEDULE OF INTERVIEW FOR RECRUITMENT TO THE POST OF DEPUTY DIRECTOR (ENGINEERING) IN RIVER RESEARCH INSTITUTE UNDER THE IRRIGATION & WATERWAYS DEPARTMENT, GOVT. OF WEST BENGAL., ADVT. NO. 08/2022

01/12/2023
Admit card download link for KMC SAE 2023
14/06/2023

Admit card download link for KMC SAE 2023

SCHEDULE OF SCREENING TEST OF ASSISTANT DIRECTOR OF ITI
05/05/2023

SCHEDULE OF SCREENING TEST OF ASSISTANT DIRECTOR OF ITI

KMC JUNIOR ASSISTANT WRITTEN RESULT
10/03/2023

KMC JUNIOR ASSISTANT WRITTEN RESULT

Address


Alerts

Be the first to know and let us send you an email when Engineering Ki Medicine posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Engineering Ki Medicine:

  • Want your practice to be the top-listed Clinic?

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram