শমসেরনগর ব্লাড ডোনার্স ক্লাব

শমসেরনগর ব্লাড ডোনার্স ক্লাব (জাহাঙ্গীর) 01751734519

✿ রক্ত নিয়ে কিছু জানা-অজানা তথ্য ✿

►► রক্ত তৈরি করা যায় না।।
এরমানে,কারো যদি রক্ত লাগে তবে শুধুমাত্র
একজন ইচ্ছুক ব্যাক্তিই পারেন ঐ
মানুষটিকে রক্ত দিয়ে সাহায্য করতে।।

►► গবেষণায় দেখা গেছে, জীবিত মানুষদের
মধ্যে ২৫% লোকের
জীবনে কোনো না কোনো সময়ে রক্তের প্রয়োজন
হয়।।

►► আপনার বয়স ১৮ বছরের
বেশি হলে এবং আপনার ওজন ৫০ কেজির
বেশি হলে আপনি রক্তদান কর্মসূচীতে অংশ
নিতে পারেন।।

►► এক ব্যাগ রক্ত দিতে

সময় লাগে 10
থেকে 15 মিনিট।।

►► রক্তদানের পর যেটুকু রক্ত আপনি দিন
তা পুনরায় আপনার শরীরে তৈরি হতে সময় নেয়
মাত্র ২৪-৪৮ ঘণ্টা।।

►► সর্বনিম্ন প্রতি ১২০ দিন পরপর একজন
সুস্থ ব্যাক্তি রক্তদান করতে পারে।




রক্তের প্রয়োজনে এই পেজে পোষ্ট করতে হলে অবশ্যই নিচের বিষয়গুলো অবলম্বন করুনঃ-

1. রোগির সমস্যা।
2. রক্তের গ্রুপ ও কত ব্যাগ লাগবে।
3. হাসপাতালের নাম ও ঠিকানা।
4. কেবিন/ওয়ার্ড নং।
5. কোন সময়ের মধ্যে লাগবে।
6. যোগাযোগের জন্যে মোবাইল নাম্বার ।
7. রক্তের ব্যবস্থা হলে অবশ্যই আমাদের জানাবেন।
8. রক্ত চেয়ে যিনি আবেদন করবেন তার সঠিক নাম, মোবাইল নাম্বার।

বি: দ্র: রোগী দেখা ছাড়া কেউ রক্ত দান করবেন না।

Address

Shamsher Nagar Bazar

Telephone

+8801747878811

Website

Alerts

Be the first to know and let us send you an email when শমসেরনগর ব্লাড ডোনার্স ক্লাব posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to শমসেরনগর ব্লাড ডোনার্স ক্লাব:

Share