24/09/2024
তুফানগেঞ্জর বেকার ছেলেমেয়েদের জন্য সুখবর । অনলাইন মেডিসিন পাকিং,স্ক্যানিং,ডিজিটাল মার্কেটিং এর কাজে প্রচুর কর্মী নিয়োগের বিজ্ঞাপ্তি প্রকাশিত হয়েছে । যেখানে তুফানগেঞ্জর 25টি অঞ্চলের পুরুষ ও মহিলা উভয় প্রাথী আবেদন করতে পারবেন । চলুন বিস্তারিত জেনে নিই, কিভাবে আবেদন করবেন? শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, আবেদন প্রক্রিয়া, বেতন, বয়স, নিয়োগ প্রক্রিয়া ইত্যাদি সম্পর্কে। নাম:ডিজিটাল মার্কেটিং ,প্রোডাক্ট পাকিং। শিক্ষাগত যোগ্যতা: উচ্চমাধ্যমিক শিক্ষাগত যোগ্যতায় আবেদন করতে পারবেন । তবে উচ্চ শিক্ষিতরাও আবেদন করতে পারবেন । বয়স: প্রাথীদের বয়স ১৮-৪৫ বছরের মধ্যে হলে আবেদন করতে পারবেন । তবে কোনো বয়সের ছাড় নেই । বেতন: প্রতি মাসে 3000/-থেকে 12500/- টাকা বেতন দেওয়া হবে । সাথে ESI/PF/OT -র সুবিধা পাবেন কোম্পানির তরফ থেকে । কাজের বিবরণ: অনলাইন অডার প্রডাক্ট পাকিং,স্ক্যানিং করাই মূল কাজ ।আরও জানতে অফিসের ফোন নম্বরে কল করে বিস্তারিত জানতে পারবেন । কাজের সময়: প্রতিদিন ৮ (আট) ঘন্টা করে কাজ করতে হবে । কারা আবেদনের যোগ্য:তুফানগেঞ্জর প্রতিটি অঞ্চলের পুরুষ ও মহিলা উভয় প্রাথী আবেদন করতে পারবেন । তবে কাজের স্থান হবে তুফানগঞ্জ, পালপাড়া । নিয়োগ পদ্ধতি: প্রাথীদের শুধুমাত্র ইন্টারভিউ ও ডকুমেট ভেরিফিকেশন-এর মাধ্যমে নিয়োগ করানো হবে ।আবেদন পদ্ধতি: আগ্রহী প্রাথীদের আলাদা করে কোনো আবেদন করতে হবে না । সরাসরি HR - কে কল করে কিভাবে এবং কবে ইন্টারভিউ দিতে যাবেন সেটা জেনে নিতে পারবেন । কারণ ইন্টারভিউয়ের শেষ তারিখ কবে সেটা জানানো হয়নি । তাই আপনি যদি আগ্রহী হয়ে থাকেন তাহলে তাড়াতাতি কল করে নিতে পাবেন নিচে দেওয়া ফোন নম্বরে ।8927305941 H.R 1 )PABIR PAUL+91 8101833665 2)RATNA SAHA:8927305941 TRAINMYLIFE MARKETING PVT.LTD ANDARANFULBARI,D.B.ROAD,PAUL PARA.