14/08/2025
শুভ স্বাধীনতা দিবস
শ্রী অনিকেত
আজ ভারতের স্বাধীনতা দিবস। আজ সব ভারতীয়দের গর্বের দিন।১৫ অগস্ট, ১৯৪৭ সালে ভারত স্বাধীনতা লাভ করেছিল।প্রথমেই আপনাদের জানাই স্বাধীনতা দিবসের শুভেচ্ছা|
রামকৃষ্ণ মঠ ও মিশনের অনুরাগী আমি গর্বিত যে আমার সংঘ এবং সংঘ জননী ছিলেন বহু বিপ্লবীর আদৰ্শ ও অনুপ্রেরনা এবং সেকালে বিপ্লবীদের কাছে গীতা এবং স্বামী বিবেকানন্দর বই ছিলো অনুপ্রেরণা।এই প্রসঙ্গে সিস্টার নিবেদিতা লেখা থেকে জানা যায় ‘সকল মহান জাতীয়তাবাদীই শ্রীশ্রী মার চরণ স্পর্শ করে যেতেন।
স্বদেশ প্রেম এবং জাতীয়তা বাদ সম্পর্কে সিস্টার নিবেদিতা লিখছেন, ‘সব দলগুলিই ঐক্যবদ্ধ হইয়া বলিতেছে, রামকৃষ্ণ-বিবেকানন্দের নিকট হইতে নূতন প্রেরণা আসিতেছে। কারাগার হইতে মুক্তিলাভ করিয়া দলে দলে সকলে শ্রী মাকে প্রণাম করিয়া যাইতেছে’।
বিশেষ করে উল্লেখ করা যায় ১৯০৯ সালে, বিশেষ করে আলিপুর বোমা মামলার রায় প্রকাশের পরে বাগবাজারে মায়ের বাড়িতে যেন বিপ্লবীদের ঢল নেমেছিল। সবাই মায়ের আশীর্বাদ চান। তখনই নিবেদিতা সারদামণিকে বলেছিলেন, ‘‘মা, ঠাকুর বলেছিলেন, কালে আপনি বহু সন্তান লাভ করবেন। মনে হয় তার সময় অতি নিকট। সমগ্র ভারতবর্ষই আপনার সন্তান।’’
স্বামীজী স্বাধীন ভারত বর্ষ সম্পর্কে অত্যান্ত আশাবাদী ছিলেন। তার স্বপ্নের ভারতে জাতীভেদ, বর্ণ ভেদ এবং সাম্প্রদায়িক চিন্তার কোনো স্থান নেই। আদর্শ ভারত হবে মানবতাবাদী এবং বিশ্ব গুরু।
আজ স্বাধীনতা দিবসে আসুন সেই ভারত গড়ার অঙ্গীকার করি।মা সরদার জয়, ঠাকুর রামকৃষ্ণর জয়|জয় হিন্দ|বন্দে মাতারাম|ভালো থাকুন স্বাধীনতা দিবস পালন করুন|নমস্কার|