12/05/2023
লাভার_নাকি_ভিলেন?
পার্টঃ৩০
লেখিকাঃ Snigda Hossain Mona
আকাশঃ হইছে নিজের চাপা টা এবার বন্ধ করুন মিস মেঘলা।
যা এবার আমার পাশের রুম টা ইরার জন্য খুলে দে আর পরিষ্কার করে দে....
মেঘলাঃ আমি কেন করব?
আকাশঃ তুই ইরার কাজের মেয়ে তাই....দেখ মেঘলা এমনিতেই অনেক মার খেয়েছিস আর মারতে চাচ্ছিনা তাই মুখে মুখে কথা বলাটা এবার ছেড়ে দে বলেই আকাশ মেঘলাকে টেনে নিয়ে গেল তারপর কাজ করতে জোর করল।
ইরার ঘর টা একদম আকাশের পাশের রুম আর মেঘলার রুমের মুখোমুখি এ ঘরের দরজা খোলা থাকলে মেঘলার ঘর থে সব দেখা যাবে।
মেঘলার ঘর গোছানো শেষ হতে না হতেই আকাশ বলল যা গিয়ে আমাদের জন্য রান্না কর।
মেঘলাঃ আমি কি রান্না করি নাকি? তাহলে আজ আমি কেন রান্না করব...
আকাশ মেঘলাকে থাপ্পড় মেরে বলল মুখে মুখে কথা বলতে বারন করেছি না? যা বলছি রান্না কর, একটু এদিক থেকে ওদিক হলে তোকে আমি পাগলাগারদে পাঠাব....
মেঘলা গালে হাত দিয়ে মনে মনে আকাশকে বকা দিতে দিতে রান্না ঘরে গিয়ে রান্না শেষ করে আকাশ আর ইরাকে খেতে দিল।
আকাশ ইরার হাত ধরে নিয়ে নিচে নামছে
আকাশ আর ইরাকে পাশাপাশি দেখে মেঘলার মুখের হাসি মিলিয়ে গেল মুখটা ফ্যাকাশে হয়ে গেছে...
মেঘলাঃ আমি তো আকাশ কে ভালবাসি না তাহলে কেন ইরা আপুকে আকাশের পাশে মানতে পাড়ছি না বুকের বাম পাশে কেন চিন চিন ব্যাথা অনুভব করছি?
আকাশ এসে বলল মেঘলা খাবার দে...
মেঘলা ২ টা প্লেটে খাবার দিচ্ছে দেখে ইরা বলল আরে মেঘলা ২ প্লেটে খাবার দিচ্ছ কেন আমরা তো এক প্লেটে খাব আকাশ আমায় খাইয়ে দিবে তাই না বেবি?
মেঘলাঃ কি আজব ঘটনা তোমার হাতে কি মরিচা ধরেছে নাকি ভাইয়ার কেন খাইয়ে দিতে হবে?
আকাশঃ ওই ইরা তোর ভাবি হতে চলেছে এসব কি ভাষায় কথা বলছিস ভদ্রভাবে কথা বল।আর হ্যা আমি খাইয়ে দিব তাতে তোর কিসের প্রবলেম তুই কথা বলছিস কেন...???
আকাশঃ বল মেঘলা বল প্লিজ... বলে দে মেঘলা তুই আমায় ভালবাসিস তাই তুই চাস না আমি ওকে খাওয়াই বল মেঘলা প্লিজ বল (মনে মনে)
মেঘলাঃ প্রবলেম টা তো আমারেই আপনার নয় তাই আমি কথা বলছি।যখন সবাই বলবে মেঘলার ভাই একটা প্রতিবন্ধীকে বিয়ে করেছে আমার ভাবি একটা প্রতিবন্ধী শুনতে কেমন লাগবে...
মেঘলা সত্যিটা বলল না জন্য আকাশের খুব রাগ হল ধমক দিয়ে মেঘলাকে চুপ করিয়ে দিল তারপর মেঘলার উপড় রাগ করে ইরাকে খায়িয়ে দিতে শুরু করল।
এসব ন্যাকামি মেঘলার সহ্য হল না তাই সেখান থেকে চলে গেল।
আকাশঃ খুব খারাপ লেগেছে তাই না? মুখ টা দেখেই