DXN international

DXN international Health wealth and happiness
( Financial Freedom)

10/01/2026

আজকে একটা গল্প শেয়ার করি।
এটা অনুপ্রেরণার গল্প।

৮৮ বছর বয়সে, যখন বেশিরভাগ মানুষ দিনের শুরুতেই ক্লান্ত হয়ে পড়ে, তখন শিগেরু ফুজিমোতো ভোর ২টায় ঘুম থেকে ওঠেন।

হালকা স্ট্রেচিং করেন, এক কাপ কফি বানান, তারপর তিনটা কম্পিউটার মনিটর চালু করেন।

তিনি আমেরিকার স্টক মার্কেট দেখেন, রিপোর্ট পড়েন, খবর বিশ্লেষণ করেন, তারপর ধীরে ধীরে জাপানের বাজার কোন দিকে যাবে সেটা বোঝার চেষ্টা করেন।

সব কিছু আন্দাজের ওপর না, বছরের পর বছর শেখা অভিজ্ঞতার ওপর।

এখন তার হাঁটার সময় লাঠি লাগে।
চোখে সমস্যা, তাই কখনো ম্যাগনিফাইং গ্লাস ব্যবহার করেন।
কিবোর্ডে টাইপ করেন এক আঙুল দিয়ে, ভুলও হয়, লসও হয়।
তবুও প্রতিদিন আবার বসেন।

আজ তার সম্পদের পরিমাণ ২ বিলিয়ন ইয়েনের বেশি।
কিন্তু তার জীবনে বিলাস নেই।
মোবাইল ফোন নেই, গাড়ি নেই।
১৫ বছর আগের একটা টুপি এখনো পরেন, যেটা তার স্ত্রী বারবার সেলাই করে দিয়েছেন।

কারণ তার কাছে টাকা মানে দেখানোর জিনিস না।

** টাকা মানে মনোযোগ, শৃঙ্খলা আর দায়িত্ব। **

৬৬ বছর বয়সে তিনি প্রথম কম্পিউটার ব্যবহার করা শিখেছিলেন।
এর আগে কখনো পিসি ছুঁয়েও দেখেননি।
তবুও তিনি বলেছিলেন, “চেষ্টা না করলে তো শূন্যই থেকে যাবে।”

জিরো গুণ জিরো করলে ফলাফলও জিরোই হয়।

তিনি বলেন, “আমি সাতবার না, প্রায় পঞ্চাশবার হোঁচট খেয়েছি।

কিন্তু বসে থাকিনি। কারণ দুঃখে ডুবে থাকলে পরের সুযোগটা চোখের সামনে দিয়েই চলে যায়।”

তার সবচেয়ে শক্ত কথাটা ছিল, “আমি মারা যাওয়ার দিনই অবসর নেব।”

এই পোস্টটা তাদের জন্য, যারা ভাবেঃ
- এখন বয়স হয়ে গেছে
- এখন শুরু করে কী হবে
- সময় তো আর আগের মতো নেই।

সত্যিটা খুব সাধারণ।

** শেষ তখনই হয়, যখন আপনি নিজে থামেন। **

শুরু করার জন্য বয়স না, সাহস লাগে।

আর একটা সঠিক সিদ্ধান্তই অনেক সময় যথেষ্ট।

ধন্যবাদ।

🌍 পৃথিবীতে এমন খুব কম কোম্পানি আছে যারা নিজেদের অর্গানিক ও হারবাল পণ্য ব্যবহার করে সুস্থ থাকার সুযোগ দেয়  আবার একই সাথে...
10/01/2026

🌍 পৃথিবীতে এমন খুব কম কোম্পানি আছে
যারা নিজেদের অর্গানিক ও হারবাল পণ্য ব্যবহার করে সুস্থ থাকার সুযোগ দেয় আবার একই সাথে সম্মানজনক ও হালাল ইনকামের একটি শক্তিশালী প্ল্যাটফর্ম তৈরি করে দেয়।

🌍 পৃথিবীর যেকোনো দেশ থেকে যেকোনো কাজের পাশাপাশি আপনি চাইলে এই বিজনেস শুরু করতে পারেন।

আপনি যদি জানতে চান?
👉 এই পণ্য গুলো ব্যবহার করে কীভাবে সুস্থ থাকা যায়?
👉 এই সিস্টেম থেকে কীভাবে ইনকাম করা যায়?

বিস্তারিত জানতে কমেন্ট বা ইনবক্স করুন।

অথবা নিচে দেওয়া লিংকে ক্লিক করে আপনার ডকুমেন্ট সাবমিট করে সরাসরি যুক্ত হয়ে যেতে পারেন আমাদের সাথে। সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করব ইনশাআল্লাহ।

https://eworld.dxn2u.com/s/accreg/en/161052557

🫢 ফ্রি........ফ্রি.........ফ্রি........নতুন বছরে নতুন অফার এখনই লুফে নিন যে সকল ডি এক্স এন মেম্বার  ভাই-বোন আমার সাথে যো...
10/01/2026

🫢 ফ্রি........ফ্রি.........ফ্রি........

নতুন বছরে নতুন অফার এখনই লুফে নিন

যে সকল ডি এক্স এন মেম্বার ভাই-বোন আমার সাথে যোগাযোগ করে প্রডাক্টস ব্যবহার অথবা বিজনেস করেন তাদের জন্য একটি করে
পেঁপে ফেসিয়াল স্ক্রাব একদম ফ্রি
🤨শর্ত হলো ১৩০০ পিভি অর্জন করে কার্ড একটিভ করতে হবে।

এই সুযোগ জানুয়ারির ১ থেকে ৩০ তারিখ পর্যন্ত থাকবে

💁‍♀️শীতে ত্বকের যত্নে DXN Papaya Facial Scrub ✨
প্রাকৃতিক উপাদানে তৈরী স্ক্রাব, ত্বকের যত্নে এক অনন্য সমাধান!

💛 মূল উপাদান ও কার্যকারিতা:
1️⃣ পেঁপের নির্যাস (Papaya Extract):
🔹 প্রাকৃতিকভাবে মৃত কোষ দূর করে, ত্বক উজ্জ্বল ও দাগহীন করে।

2️⃣ অ্যালোভেরা (Aloe Vera):
🔹 ত্বকে ঠান্ডা অনুভূতি দেয়, আর্দ্রতা বজায় রাখে ও র‍্যাশ/জ্বালাপোড়া কমায়।

3️⃣ ভিটামিন ই (Vitamin E):
🔹 বয়সের ছাপ কমিয়ে ত্বককে রাখে তরুণ ও উজ্জ্বল।

4️⃣ প্রাকৃতিক স্ক্রাব কণা (Natural Exfoliants):
🔹 ত্বককে মসৃণ করে ও গভীর থেকে পরিষ্কার করে।

🌸 বিশেষ উপকারিতা:
✅ ব্ল্যাকহেড ও হোয়াইটহেড দূর করে
✅ পিগমেন্টেশন ও ডার্ক স্পট হ্রাস করে
✅ স্কিন টোন করে সমান ও প্রাণবন্ত
✅ ত্বককে রাখে সফট, স্মুথ ও গ্লোইং
✅ স্কিনকে রিনিউ করে প্রাকৃতিকভাবে

🧴 ব্যবহার বিধি:
সপ্তাহে ২-৩ বার মুখে ব্যবহার করুন। হালকা করে ম্যাসাজ করে ১-২ মিনিট পর পানি দিয়ে ধুয়ে ফেলুন।

📢 ত্বকের যত্নে প্রাকৃতিক বিকল্প – DXN Papaya Facial Scrub


🌿 যদি প্রোডাক্ট ব্যবহার করে লাইফটাইম ইনকাম পাওয়া যায়, কেমন হয় তাহলে! 💸
👉 DXN হচ্ছে এমন একটি সিস্টেম বিজনেস যেখানে শুধু প্রোডাক্ট ইউজ করেই সারাজীবন ইনকাম করার সুযোগ পাচ্ছেন!

✨ DXN প্রোডাক্ট 100% ন্যাচারাল, অর্গানিক ও হালাল।
এখানে পাবেন—
🧴 সাবান
🧼 শ্যাম্পু
🪥 টুথপেস্ট
🧖 ফেসওয়াশ, ফেসিয়াল স্ক্রাব
💆 হেয়ার অয়েল
☕ কোকুজি, হরলিক্স, কফি ইত্যাদি

🍄 DXN-এর সব প্রোডাক্ট ওষুধি মাশরুম থেকে তৈরী, সম্পূর্ণ স্বাস্থ্যসম্মত ও পার্শ্বপ্রতিক্রিয়ামুক্ত।

📍পৃথিবীর যে কোনো দেশ থেকে এই বিজনেস সম্পর্কে জানতে ইনবক্স করুন অথবা ফোন করুন 👇
+601116238744
+60172191734

🌿 DXN Sitopan Syrup এর উপকারিতা✅ ১. শুকনো কাশি ও ভেজা কাশি কমাতে সহায়কপ্রোডাক্টটির মূল উপাদান Sitopaladi কাশি দ্রুত উপশ...
01/01/2026

🌿 DXN Sitopan Syrup এর উপকারিতা

✅ ১. শুকনো কাশি ও ভেজা কাশি কমাতে সহায়ক

প্রোডাক্টটির মূল উপাদান Sitopaladi কাশি দ্রুত উপশম করতে সাহায্য করে।
মধু গলা ঠান্ডা করে ও কাশি কমায়।

✅ ২. ঠান্ডা, জ্বর, সর্দি ও গলা ব্যথায় আরাম দেয়

হারবাল ফর্মুলা গলা পরিষ্কার করে এবং ইনফ্লামেশন কমায়।

✅ ৩. শ্বাসযন্ত্রকে (Lungs) শক্তিশালী করে

নিয়মিত ব্যবহার শ্বাসনালী পরিষ্কার রাখে এবং শ্বাসকষ্ট/অ্যালার্জি টাইপ কাশিতে উপকার দেয়।

✅ ৪. দ্রুত আরাম (Fast Relief)

বাক্সেই উল্লেখ আছে—Helps in Fast Relief
অর্থাৎ কাশি ও সর্দির সমস্যা দ্রুত কমাতে সাহায্য করে।

✅ ৫. ঘুম ভাব আনে না (No Drowsiness)

অনেক কাশির সিরাপে ঘুম পায়, কিন্তু DXN Sitopan ঘুম ভাব ছাড়াই আরাম দেয়।

✅ ৬. ১০০% হারবাল ও নিরাপদ Ayurvedic Formula

কোনো রাসায়নিক ঘুমের প্রভাবকারী উপাদান নেই, তাই নিরাপদ।

---

⭐ কারা ব্যবহার করতে পারবেন?

যাদের শুকনো কাশি

যাদের সর্দি–কাশি দীর্ঘদিন ধরে

ঠান্ডা লাগলে

অ্যালার্জির কারণে কাশি

ধুলোবালির কাশি
সব বয়সেই সাধারণত ব্যবহারযোগ্য (শিশুর ক্ষেত্রে নির্দেশনা অনুযায়ী)।

---

🥄 ব্যবহারবিধি (সাধারণভাবে)

বড়দের: দিনে ২–৩ বার ১–২ চামচ

বাচ্চাদের: বয়স অনুযায়ী কম পরিমাণে
(সঠিক ডোজ প্যাকেটে দেওয়া থাকে)
+601116238744

Good Morning DXN!X-TRA ORDINARY EXCLUSIVE REWARD!!1 January 2026 – 30 April 2026RM100,000 CASH POOL & WIN A BRAND NEW PR...
01/01/2026

Good Morning DXN!

X-TRA ORDINARY EXCLUSIVE REWARD!!
1 January 2026 – 30 April 2026

RM100,000 CASH POOL & WIN A BRAND NEW PROTON PERSONA

This is not ordinary rewards.
This is for those who go X-TRA ORDINARY!

Achieve more. Qualify more.
More entries. More chances. Bigger wins.

How to Qualify

4 × 500PPV → 1 Cash Pool Sharing
8 × 500PPV → 2 Cash Pool Sharing + 1 Car Lucky Draw
10 × 500PPV → 2 Cash Pool Sharing + 2 Car Lucky Draw
12 × 500PPV → 3 Cash Pool Sharing + 3 Car Lucky Draw

Important Notes:
X-TRA ORDINARY Qualifiers must attend
DXN Malaysia 33rd Anniversary Celebration
to be eligible for the Car Lucky Draw & Recognition.

Scan QR code for full T&C.

Assalamu Alaikum & Good Morning 🌿❤️ *Daehsan Bangladesh Pvt. Ltd.*warmly wishes you a Happy, True, and Lovely *New Year ...
31/12/2025

Assalamu Alaikum & Good Morning 🌿

❤️ *Daehsan Bangladesh Pvt. Ltd.*
warmly wishes you a Happy, True, and Lovely *New Year 2026.* 🌹

✅ As we step into this new year,🎁 we extend our heartfelt gratitude to our honorable Core Leaders,
Dedicated Diamonds,
Valued Stockists,
All Super active team leaders / members and our ever-supportive
Staffs who stand beside us 24/7. ✨

Your😇 trust, commitment, and teamwork over the last *24 remarkable years* have been the foundation of our journey and success. 🎖️

We🎊 truly appreciate your continuous support and look forward to achieving greater milestones together in the future, In Sha Allah.

May 2026 bring growth, prosperity, good health, and endless success for you and your family.

Good luck, good morning, and *best wishes to the entire DXN family.* 🌟

One Income = One Risk ❌ | Secondary Income = Financial Freedom ✅প্রত্যেকটি মানুষের জীবনে Secondary Income থাকা উচিত।কারণ...
31/12/2025

One Income = One Risk ❌ |
Secondary Income = Financial Freedom ✅

প্রত্যেকটি মানুষের জীবনে Secondary Income থাকা উচিত।
কারণ একমাত্র ইনকামের উপর নির্ভরশীলতা সবসময় ঝুঁকিপূর্ণ।

🌍 পৃথিবীর সকল সফল ও ধনী মানুষ কখনোই শুধু এক ইনকামের উপর নির্ভর করে না—
তারা একাধিক Income Source তৈরি করে।
আর এই অতিরিক্ত ইনকামের পথকেই বলা হয় Secondary Income 💼💰

👉 আপনি চাইলে DXN Business এর মাধ্যমে খুব সহজেই আপনার Secondary Income এর রাস্তা তৈরি করতে পারেন।

সঠিক সিস্টেম, সঠিক গাইডলাইন এবং নিয়মিত কাজ আপনাকে নিয়ে যেতে পারে ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটির দিকে।

📩 কিভাবে DXN থেকে Secondary Income তৈরি করবেন বিস্তারিত জানতে ইনবক্স করুন।

1) Change the food.2) Change the thinking.3) Revenge of the friend.4) Replace toothpaste used while brushing teeth.5) In...
27/12/2025

1) Change the food.
2) Change the thinking.
3) Revenge of the friend.
4) Replace toothpaste used while brushing teeth.
5) Instead of bathing soap.
6) Change of oil rubbing on head.
7) Daily drinking tea, coffee juice in exchange.
8) Daily use facial products replaced.
9)Let's take a lot of time left in dictionary.
10) Time is very important so invest in a positive place as much as you have 15 minutes 30 minutes 1 hour left (invest in diction).
11) Always stay away from negative friends.
12) Don't negative, think, torture anyone.
13) Be aware of such people who can pretend to make you fail with good deeds. Always keep in mind that success is a mixture of thousands of obstacles, so continue to work hard to achieve success in your work. GOOD MORNING DXN?
"ONE WORLD ONE MARKET"
What is Dixon? Read the following things and understand properly. This product must be eaten by all the people of the world. For more information send SMS to inbox. Thank you +601116238744

27/12/2025
🔥 Hello মাগুরা! DXN লিডারদের মহামিলন 🔥আর মাত্র ৬ দিন পরেই ইনশাল্লাহ দেখা হচ্ছে👉 02 January 2026👉 সময়: সকাল 10টা – বিকাল ...
27/12/2025

🔥 Hello মাগুরা! DXN লিডারদের মহামিলন 🔥
আর মাত্র ৬ দিন পরেই ইনশাল্লাহ দেখা হচ্ছে
👉 02 January 2026
👉 সময়: সকাল 10টা – বিকাল 5টা
📌 Day Long Training & Celebration Program
📌 DXN-এর অভিজ্ঞ ও সফল লিডারদের সাথে
📌 থাকবে Full Day Training + Celebration + Lunch 🍽️
নতুন বছরের একদম শুরুতেই
মাগুরায় একটি শক্তিশালী, স্থায়ী ও সফল DXN মার্কেট তৈরির যাত্রা শুরু হতে যাচ্ছে, ইনশাল্লাহ 💚
এই প্রোগ্রামটি
✔️ নতুনদের জন্য দিকনির্দেশনা
✔️ পুরনোদের জন্য মোটিভেশন
✔️ লিডারদের জন্য নেটওয়ার্কিং
✔️ এবং ভবিষ্যৎ গ্রোথের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ
🎟️ টিকেট: মাত্র ২৫০ টাকা (Lunch সহ)
📍 লোকেশন:
৫ম তলা, আর এর ভবন, জেলা স্টেডিয়াম, মাগুরা সদর
👥 কে কে আসছেন?
কমেন্টে জানান 👇
আপনার টিম মেম্বার ও বন্ধুদের ট্যাগ করে ইনভাইট করুন
📞 যোগাযোগ: Magura DXN Service Centre
📱 01830-177752
👉 DXN মানেই One World, One Market 🌍
👉 এই সুযোগ মিস করবেন না ❌


Address

46-7th, Berjaya Times Square, Mall, Jalan Imbi, Imbi, Federal Territory Of
Kuala Lumpur
55100KUALALUMPUR,FEDERALTERRITORYOFKUALALUMPUR

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Friday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+601116238744

Alerts

Be the first to know and let us send you an email when DXN international posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to DXN international:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram