প্রবাসীদের অনলাইন হোমিও চিকিৎসা

প্রবাসীদের অনলাইন হোমিও চিকিৎসা হোমিওপ্যাথি চিকিৎসা নিন সুস্থ থাকুন প্রতিদিন।

চিকিৎসা পেতে ক্লিক করুন wa.me/601126157126
07/09/2025

চিকিৎসা পেতে ক্লিক করুন wa.me/601126157126

চিকিৎসা পেতে ক্লিক করুন wa.me/601126157126
31/08/2025

চিকিৎসা পেতে ক্লিক করুন wa.me/601126157126

🌺   #পুরুষের_অণ্ডকোষের_কিছু_সাধারণ_রোগ  # 🌺 #রোগের_তালিকা_ও_কারণ:  #হাইড্রোসিল (Hydrocele): অণ্ডকোষের চারপাশে জল বা তরল ...
26/08/2025

🌺 #পুরুষের_অণ্ডকোষের_কিছু_সাধারণ_রোগ # 🌺

#রোগের_তালিকা_ও_কারণ:

#হাইড্রোসিল (Hydrocele): অণ্ডকোষের চারপাশে জল বা তরল জমার কারণে অণ্ডকোষ ফুলে যায়। এটি সাধারণত কোনো আঘাত, সংক্রমণ, বা প্রদাহের কারণে হতে পারে।

#এপিডিডাইমিটিস (Epididymitis): এপিডিডাইমিস নামক নালীর প্রদাহ বা সংক্রমণ, যা শুক্রাণু বহন করে। এটি সাধারণত ব্যাকটেরিয়া, বিশেষ করে যৌনবাহিত রোগের কারণে হয়ে থাকে।

#অরকাইটিস (Orchitis): এক বা উভয় অণ্ডকোষে প্রদাহ হওয়া। এটি সাধারণত ব্যাকটেরিয়া বা ভাইরাসের কারণে হয়, যেমন মাম্পস (mumps) ভাইরাসের সংক্রমণ থেকে এটি হতে পারে।

#ভ্যারিকোসিল (Varicocele): অণ্ডকোষের শিরাগুলো বড় হয়ে যাওয়া, যা অনেকটা পায়ের ভ্যারিকোজ শিরার মতো। এটি সাধারণত বাম পাশে বেশি হয় এবং বন্ধ্যাত্বের কারণ হতে পারে।

#টেস্টিকুলার_টরশন (Testicular Torsion): অণ্ডকোষের শিরা বা ধমনী পেঁচিয়ে যাওয়ার কারণে রক্ত সরবরাহ বন্ধ হয়ে যায়। এটি একটি জরুরি অবস্থা এবং অবিলম্বে চিকিৎসার প্রয়োজন।

#টেস্টিকুলার_ক্যান্সার (Testicular Cancer): এটি অণ্ডকোষের কোষের অনিয়ন্ত্রিত বৃদ্ধির কারণে হয়। এর সঠিক কারণ জানা না গেলেও, কিছু ঝুঁকির কারণের মধ্যে আছে ক্রিপ্টোরকিডিজম (undescended testicle) বা বংশগত কারণ।

#হোমিওপ্যাথিক_প্রতিকার

হোমিওপ্যাথিক চিকিৎসা ব্যক্তিগত লক্ষণ, রোগীর শারীরিক ও মানসিক অবস্থার উপর ভিত্তি করে নির্ধারিত হয়। তাই, যেকোনো ঔষধ ব্যবহারের আগে একজন অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

#হাইড্রোসিল (Hydrocele):

♥️Aurum metallicum): যদি অণ্ডকোষ শক্ত ও ভারী অনুভূত হয়, তবে এটি ব্যবহার করা হয়।

❤️ রডোডেনড্রন (Rhododendron): অণ্ডকোষের প্রদাহ ও ফোলাভাব থাকলে, বিশেষত যখন ঠান্ডা বা আর্দ্র আবহাওয়ায় ব্যথা বাড়ে।

❤️পালস্যাটিলা (Pulsatilla): যদি অণ্ডকোষে ব্যথা ও ফোলা থাকে এবং রোগী মৃদু স্বভাবের হয়, তবে এটি কার্যকর হতে পারে।

#এপিডিডাইমিটিস_ও_অরকাইটিস (Epididymitis & Orchitis):

♥️ক্যালকেরিয়া কার্বোনিকা (Calcarea carbonica): পুরোনো বা দীর্ঘস্থায়ী প্রদাহের ক্ষেত্রে, যখন অণ্ডকোষে শক্ত পিণ্ড বা শক্তভাব থাকে।

♥️কলোসিন্থিস (Colocynthis): অণ্ডকোষে তীব্র, টেনে ধরা বা চিমটি কাটা ধরনের ব্যথা থাকলে।

♥️পালস্যাটিলা (Pulsatilla): যখন ব্যথা এক স্থান থেকে অন্য স্থানে সরে যায় এবং রোগী সংবেদনশীল ও আবেগপ্রবণ হয়।

#ভ্যারিকোসিল (Varicocele):

♥️হ্যামামেলিস ভার্জিনিকা (Hamamelis virginica): যখন শিরাগুলো বড় ও ফুলে থাকে এবং ব্যাথা হয়, তখন এটি একটি গুরুত্বপূর্ণ ঔষধ।

♥️Aurum metallicum): বাম অণ্ডকোষের ভ্যারিকোসিলের ক্ষেত্রে এটি ব্যবহার করা হয়।

♥️লাইকোপোডিয়াম (Lycopodium): দীর্ঘস্থায়ী ভ্যারিকোসিলের সাথে যদি হজমের সমস্যা বা গ্যাস থাকে, তবে এটি কার্যকর হতে পারে।

#টেস্টিকুলার_টরশন (Testicular Torsion):

♥️অ্যাকোনাইট (Aconitum napellus): হঠাৎ তীব্র ব্যথা, ভয় এবং অস্থিরতা থাকলে, প্রাথমিক অবস্থায় এটি ব্যবহার করা যায়। তবে, এটি একটি জরুরি অবস্থা এবং এর জন্য দ্রুত অস্ত্রোপচার প্রয়োজন।

#টেস্টিকুলার_ক্যান্সার (Testicular Cancer):

♥️ফাইটোলাক্কা ডেকান্ড্রা (Phytolacca decandra): যখন অণ্ডকোষে শক্ত, পাথরের মতো পিণ্ড বা টিউমার থাকে।


❤️কোনিয়াম ম্যাকুলেটাম (Conium maculatum): যখন অণ্ডকোষে শক্তভাব বা গ্রন্থির বৃদ্ধি থাকে, যা সাধারণত ব্যথাহীন হয়। এটি ক্যান্সারের ক্ষেত্রে একটি সহায়ক ঔষধ।

19/08/2025

হোমিওপ্যাথি ওষুধ গ্যাস্টিক যেসব সমস্যার স্থায়ী সমাধান করে।
✪ বুকজ্বালা পোড়া এবং খাবার উপরে আসা (নন ইরোসিভ রিফ্লাক্স ডিজিজ)
✪ প্রচুর পরিমানে গ্যাসের সমস্যায়।
✪ পাকস্থলীর ক্ষতের (ঘা) চিকিৎসায়।
✪ পাকস্থলীর ক্ষত সৃষ্টির ঝুঁকি হ্রাসে।
✪ জলিঞ্জার-এলিসন সিনড্রোম।
✪ হেলিকোব্যাকটার পাইলোরি নিমূলে।

★★দাদের হোমিওপ্যাথিক চিকিৎসা★★👉দাদ কি ?💎দাদ একটি সংক্রামক চর্মরোগ।ইংরেজি:Dermatophytosis তবে "Ringworm" ও "Tinea" নামেও...
13/08/2025

★★দাদের হোমিওপ্যাথিক চিকিৎসা★★

👉দাদ কি ?
💎দাদ একটি সংক্রামক চর্মরোগ।ইংরেজি:Dermatophytosis তবে "Ringworm" ও "Tinea" নামেও পরিচিত।তবে এর কারণ কোন "worm" বা ক্রিমি নয়।এর কারণ ত্বকের উপরের দিকে (superficially) ছত্রাক সংক্রমণ।
ছত্রাক ঘটিত দাদঃসাধারণত ঘামে ভেজা শরীর,অপরিষ্কার-অপরিচ্ছন্ন শরীর,দীর্ঘ সময় ভেজা থাকে এমন শরীর, ত্বকে ক্ষত আছে এমন শরীর এই ছত্রাকগুলোর স্পোর (বা,হাইফা) দ্বারা আক্রান্ত হয়।এই ছত্রাকগুলোর সুপ্তিকাল ৩ থেকে ৫ দিন।

👉প্রকারভেদ:
১.ট্রাইকোফাইটন- (Trichophyton গণ)
২.এপিডার্মফাইটন (Epidermophyton গণ)
৩.মাইক্রোস্পোরাম (Microsporum গণ)

👉সংক্রমন স্হানঃ
শরীরের যেকোন অঙ্গের চামড়ায় হতে পারে।
১.টিনিয়া ক্রুরিস =কুঁচকির (groin) দাদ
২.টিনিয়া ক্যাপাইটিস=মাথার দাদ
৩.টিনিয়া কর্পোরিস= শরীরে(trunk) বা হাত পায়ে দাদ
৪.টিনিয়া পেডিস (অ্যাথলেট'স ফুট)= পায়ের পাতায় দাদ
৫.টিনিয়া আঙ্গুয়াম= নখে দাদ
মাথায় চিরুণী দ্বারা ও পায়ে পুরোন মোজা দ্বারা সংক্রমিত হতে পারে।

👉উপসর্গঃ
প্রথমে আক্রান্ত স্থানে ছোট লাল গোটা হয় এবং সামান্য চুলকায়।
পরে আক্রান্ত স্থানে বাদামী বর্ণের আইশ হয় এবং স্থানটি বৃত্তাকারে বড় হতে থাকে।
ক্রমে সুনির্দিষ্ট কিনারা সহ বৃত্তের আকার বৃদ্ধি পেতে থাকে এবং মাঝখানে ত্বক স্বাভাবিক হয়ে আসে।
চুলকানি বৃদ্ধি পায়।
চুলকানোর পর আক্রান্ত স্থানহতে আঠালো রস বের হয়।
মাথায় হলে স্থানে স্থানে চুল উঠে যায়, নখে হলে দ্রুত নখের রঙ বদলায় এবং শুকিয়ে খণ্ড খণ্ড ভেঙ্গে যেতে পারে।

👉বিস্তারঃ
এটি সংক্রামক রোগ। অতি সহজেই রোগী থেকে সুস্থ দেহে বিস্তার লাভ করতে পারে।রোগীর চিরুনি,তোয়ালে,বিছানা ইত্যাদি ব্যবহার করলে এ রোগে আক্রান্ত হবার সম্ভবনা থাকে।তবে রোগাক্রান্ত পোষা বিড়ালের মাধ্যমে এটি বেশী ছড়ায়।

দাদের হেমিওপ্যাথিক খুব ভালো এবং পার্শ্ব প্রতিক্রিয়ায় মুক্ত চিকিৎসা রয়েছে।

👉  স্বপ্ন দোষ  👈    👉রােগ বিবরণঃ-রাতে বা দিনে ঘুমের ঘােরে স্বপ্ন দেখিয়া অনিচ্ছাকৃত বীর্যপাত হইলে তাহাকে স্বপ্ন দোষ বলে।...
08/08/2025

👉 স্বপ্ন দোষ 👈

👉রােগ বিবরণঃ-রাতে বা দিনে ঘুমের ঘােরে স্বপ্ন দেখিয়া অনিচ্ছাকৃত বীর্যপাত হইলে তাহাকে স্বপ্ন দোষ বলে। হস্তমৈথুনাদি ইহার প্রধান কারণ। হস্তমৈথুন বা স্বপ্ন দোষজনিত কারণে যে সর্বনাশ হয় তাহা বুঝিতেই পারে না। শারীরিক ও মানসিক শক্তি কমিয়া যায়। দেহ জীর্ণ শীর্ণ, যৌবনের লাবন্য হারিয়ে ফেলে, ফলে ক্ষুধা মন্দা বিষন্নতা উদাসীনতা প্রভৃতি লক্ষণ প্রকাশ পায়।

এই রোগের একমাএ পার্শপ্রতিক্রিয়া মুক্ত স্থায়ী চিকিৎসা হচ্ছে হোমিওপ্যাথি চিকিৎসা। চিকিৎসা সেবা পেতে whatsapp করুন।
+601126157126

পাকস্থলীর ক্যান্সার (Stomach Cancer), যাকে গ্যাস্ট্রিক ক্যান্সারও বলা হয়, এটি পাকস্থলীর ভিতরের আস্তরণ থেকে শুরু হয়। নি...
05/08/2025

পাকস্থলীর ক্যান্সার (Stomach Cancer), যাকে গ্যাস্ট্রিক ক্যান্সারও বলা হয়, এটি পাকস্থলীর ভিতরের আস্তরণ থেকে শুরু হয়। নিচে এর কারণ ও লক্ষণ তুলে ধরা হলো:
কারণসমূহ:
১. হেলিকোব্যাক্টার পাইলোরি (H. pylori) ব্যাকটেরিয়ার সংক্রমণ
২. দীর্ঘদিনের গ্যাস্ট্রিক বা আলসার সমস্যা
৩. খাবারে উচ্চ লবণ, প্রক্রিয়াজাত খাবার ও ধূমপান
৪. পারিবারিক ইতিহাস (জিনগত প্রভাব)
৫. বয়স ও লিঙ্গ: সাধারণত ৫০ বছর বয়সের পর বেশি দেখা যায় এবং পুরুষদের মধ্যে বেশি
৬. রক্তশূন্যতা (Pernicious anemia)
৭. অতিরিক্ত মদ্যপান ও ধূমপান
৮. পূর্বে পেটের সার্জারি করানো থাকলে
লক্ষণসমূহ:
১. বুক জ্বালা বা গ্যাস্ট্রিকের মতো অনুভব
২. খাওয়ার পর অস্বস্তি বা পূর্ণভাব অনুভব
৩. বমি বমি ভাব বা বমি
৪. ওজন কমে যাওয়া (অকারণে)
৫. ক্ষুধা হ্রাস

৬. পেটে ব্যথা বা অস্বস্তি, বিশেষত পেটের ওপরের অংশে
৭. মল কালো বা রক্তযুক্ত হওয়া (অভ্যন্তরীণ রক্তক্ষরণের ইঙ্গিত)
৮. দুর্বলতা বা ক্লান্তিভাব
পাকস্থলীর ক্যান্সার প্রাথমিক পর্যায়ে খুব একটা উপসর্গ না-ও দিতে পারে, তাই এই লক্ষণগুলো অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
খারাপ ক্যান্সার এর মধ্যে পাকস্থলীর ক্যান্সার অন্যতম। আশার কথা হলো প্রাথমীক পর্যায়ে ধরা পড়লে হোমিওপ্যাথিতে সম্পূর্ণভাবে সুস্থ হওয়া যায়।
যোগাযোগ +601126157126

27/07/2025

★★★পুরুষত্বহীনতা বা যৌন সমস্যার সহজ সমাধান

পুরুষত্বহীনতা যা পুরুষের শারীরিক অক্ষমতা বা দুর্বলতাকে বুঝায়। যা সমাজে প্রকট আকার ধারন করেছে। এতে উঠিতি বয়সের যুবকরা হতাশ। এ সমস্যা যে কোন বয়সেই হতে পারে, সে ক্ষেএে লজ্জা, অবহেলা, আজ কাল, না করে জটিল হওয়ার পূর্বেই দ্রুত চিকিৎসা নেয়া আবশ্যক।

★পুরুষত্বহীনতা কি?
ইহা পুরুষের যৌনকার্যে অক্ষমতাকে বুঝায়।
★শ্রেণীবিভাগঃ পুরুষত্বহীনতাকে তিন ভাগে ভাগ করা যায়।
১| ইরেকশন ফেইলিউরঃ পুরুষের লিঙ্গের উথ্বানে ব্যার্থতা।
২|পোনিট্রেশন ফেলিউরঃ লিঙ্গের যৌনিদ্বার ছেদনে ব্যার্থতা বা অক্ষমতা।
৩|প্রি-ম্যাচুর ইজাকুলেশনঃ সহবাসে দ্রুত বীর্যপাত তথা স্বায়ীত্বের অভাব।
★কারণঃ * অতিরিক্ত কু-অভ্যাস ( হস্তমৈথুন, পূর্নছবি,) * যৌনবাহিত রোগ( সিফিলিস, গনোরিয়া).* রক্তে সেক্স-হরমোনের ভারসাম্যহীনতা,* ডায়াবেটিস, *দুশ্চিন্তা,টেনশন, অভসাদ, ও অ-পুষ্টি, *যৌনরোগ বাএইডস ভীতি, * সেক্স-এডুকেশের অভাব. * বয়সের পার্থক্য, *পার্টনারকে অপছন্দ(দেহ-সৌষ্ঠব,ত্বক, মূখশ্রী,আচরন, ব্যক্তিত্ব). * নারীর ত্রুটিপূর্ণ যৌনাসন, * মানসিক ও শারীরিক সম্যসা।

★অনেকই হাতুড়ে ডাক্তার, ক্যান্ভাচারের নিকট থেকে হরমোন ইন্জেকশন, টেবলেট অনুমোদনহীন ক্ষতিকর ঔষধ সেবন করে,এর পার্শ্ব-প্রতিক্রিয়ায় পুরুষত্বহীনর আশন্কা অনেক বেশী যা থেকে আরোগ্য কঠিন।

*যৌন সমস্যার মধ্যে আরো রয়েছে স্বপ্নদোষ সমস্যা, লিঙ্গ অকেজো,ক্ষুদ্রাকৃতি, লিঙ্গের অসারতা, ইচ্ছা লোপ, বিবাহ ভীতি,++++++
এসব সমস্যায় ‘*হোমিওপ্যাথি *'বেশ কার্যকরভাবে কাজ করে। এর কোনো বিরূপ পাশ্ব্য প্রতিক্রিয়াও নেই। লজ্জা ও জড়তা ঝেড়ে ফেলে খোলা মনে ডাঃ এর সাথে আলাপ করুন। এ সমস্যা খুবই সাধারণ এবং এর সফল চিকিৎসাও রয়েছে।

★হোমিওপ্যাথি চিকিৎসা
হোমিও ঔষধ পাশাপাশি কাউনসিলিং এর সাহায্যে, পুরুষত্বহীনতা বা যৌনরোগের সহজ এবং স্বল্প খরচে কোন রকম পার্শ্ব প্রতিক্রিয়াহীন পাকৃতিক ভাবে শতভাগ আরোগ্য করে, অন্যদিকে মহিলাদেরও যৌন দুরবলতা, যৌনকর্মে ‍অনীহা ইত্যাদি থাকতে পারে এবং হোমিওপ্যাথিতে তারও চমৎকার চিকিৎসা আছে।

সেবা পেতে যোগাযোগ করুন
www.wasap.my/+601126157126

23/07/2025

পাই'লস এর যন্ত্রণায় ভুগছেন ❓
১৫-২০ দিনে পা'ইলস ফি'স্টুলা এবং এন্যাল ফিশার থেকে মুক্তি নিন চিরতরে সারাজীবনের জন্য

রক্তহ'রণ বন্ধ করে ✅
জ্বালা'পুড়া বন্ধ করে ✅
চুল'কানি বন্ধ করে ✅
টয়লেট পরিষ্কার করে ✅
পূজ পড়া বন্ধ করে ✅

এই সমস্যা গুলো ছেলে এবং মেয়ে উভয়েই হয়ে থাকে। এবং এই রোগ আপনার থেকে আপনার ছেলে মেয়ের ও হতে পারে যদি আপনি সময় থাকতে কিছু না করেন।
তাই আর বেশি দেরি না করে এখনই হোমিওপ্যাথিক চিকিৎসা নিন সুস্থ থাকুন প্রতিদিন।

19/07/2025

যৌন দুবর্লতায় হোমিওপ্যাথিতে সফল চিকিৎসা
****************************************

হোমিও ডাক্তারদের কাছে যৌন দুবর্লতার যত রোগী যান, তাদের প্রত্যেকেই বলেন যে, এলোপ্যাথিক বা কবিরাজি চিকিৎসায় তারা কোন সত্যিকারের উপকার পান নাই। (যতদিন ঔষধ খাই ততদিনই ভাল থাকি ; ঔষধ বন্ধ করলেই অবস্থা আগের মতো।
এক্ষেত্রে হোমিওপ্যাথি ঔষধ অত্যন্ত সুনামের সহিত ব্যবহার হয়ে আসছে কারণ হোমিওপ্যাথিতে রোগীকে পূর্ণ সুস্থ্য করা সম্ভব হয়। নিয়ম মাফিক কিছুদিন ঔষধ খেলে আপনি এ রোগ থেকে নিরাময় থাকতে পারেন। অন্যদিকে মহিলাদেরও যৌন দুরবলতা, যৌনকর্মে ‍অনীহা ইত্যাদি থাকতে পারে হোমিওপ্যাথিতে তারও চমৎকার চিকিৎসা আছে।
আবার নারী-পুরুষ উভয়েরই যৌনশক্তি মাত্রাতিরিক্ত থাকতে পারে এবং অনেকে সময়মতো বিবাহ করতে না পারার কারণে অথবা অকালে স্ত্রীর মৃত্যু-তালাক-বিধবা হওয়ার কারণে অথবা স্বামী বিদেশে থাকার কারনে তাদের যৌন চাহিদা পূরণ করতে পারেন না এবং এই সমস্যা নিয়ে তারা বিপদে পড়েন।
এসব ক্ষেত্রে হোমিও ঔষধের মাধ্যমে কিছুদিনের জন্য যৌনশক্তি কমিয়ে রাখা যায় এবং এতে আপনার শরীরের বা যৌনশক্তির কোন ক্ষতির সম্ভাবনা নাই। এ ক্ষেত্রেও হোমিওপ্যাথি সফল।
কুরিয়ার সার্ভিসে আপনার হাতে ঔষধ পৌছে দেয়া হয়।

হোয়াটসঅ্যাপ 011-2615 7126

17/07/2025

★★★পুরুষত্বহীনতা বা IMPOTENCY
(যৌন সমস্যার সহজ সমাধান)

পুরুষত্বহীনতা যা পুরুষের শারীরিক অক্ষমতা বা দুর্বলতাকে বুঝায়। যা সমাজে প্রকট আকার ধারন করেছে। এতে উঠিতি বয়সের যুবকরা হতাশ। এ সমস্যা যে কোন বয়সেই হতে পারে, সে ক্ষেএে লজ্জা, অবহেলা, আজ কাল, না করে জটিল হওয়ার পূর্বেই দ্রুত চিকিৎসা নেয়া আবশ্যক।

★পুরুষত্বহীনতা কি?
ইহা পুরুষের যৌনকার্যে অক্ষমতাকে বুঝায়।
★শ্রেণীবিভাগঃ পুরুষত্বহীনতাকে তিন ভাগে ভাগ করা যায়।
১| ইরেকশন ফেইলিউরঃ পুরুষের লিঙ্গের উথ্বানে ব্যার্থতা।
২|পোনিট্রেশন ফেলিউরঃ লিঙ্গের যৌনিদ্বার ছেদনে ব্যার্থতা বা অক্ষমতা।
৩|প্রি-ম্যাচুর ইজাকুলেশনঃ সহবাসে দ্রুত বীর্যপাত তথা স্বায়ীত্বের অভাব।

★কারণঃ * অতিরিক্ত কু-অভ্যাস ( হস্তমৈথুন, পূর্নছবি,) * যৌনবাহিত রোগ( সিফিলিস, গনোরিয়া).* রক্তে সেক্স-হরমোনের ভারসাম্যহীনতা,* ডায়াবেটিস, *দুশ্চিন্তা,টেনশন, অভসাদ, ও অ-পুষ্টি, *যৌনরোগ বাএইডস ভীতি, * সেক্স-এডুকেশের অভাব. * বয়সের পার্থক্য, *পার্টনারকে অপছন্দ(দেহ-সৌষ্ঠব,ত্বক, মূখশ্রী,আচরন, ব্যক্তিত্ব). * নারীর ত্রুটিপূর্ণ যৌনাসন, * মানসিক ও শারীরিক সম্যসা।
★অনেকই হাতুড়ে ডাক্তার, ক্যান্ভাচারের নিকট থেকে হরমোন ইন্জেকশন, টেবলেট অনুমোদনহীন ক্ষতিকর ঔষধ সেবন করে,এর পার্শ্ব-প্রতিক্রিয়ায় পুরুষত্বহীনর আশন্কা অনেক বেশী যা থেকে আরোগ্য কঠিন।

*যৌন সমস্যার মধ্যে আরো রয়েছে স্বপ্নদোষ সমস্যা, লিঙ্গ অকেজো,ক্ষুদ্রাকৃতি, লিঙ্গের অসারতা, ইচ্ছা লোপ, বিবাহ ভীতি,++++++

এসব সমস্যায় ‘*হোমিওপ্যাথি *'বেশ কার্যকরভাবে কাজ করে। এর কোনো বিরূপ পাশ্ব্য প্রতিক্রিয়াও নেই। লজ্জা ও জড়তা ঝেড়ে ফেলে খোলা মনে ডাঃ এর সাথে আলাপ করুন। এ সমস্যা খুবই সাধারণ এবং এর সফল চিকিৎসাও রয়েছে।

★হোমিওপ্যাথি চিকিৎসা+ Counselling
হোমিও ঔষধ পাশাপাশি কাউনসিলিং এর সাহায্যে, পুরুষত্বহীনতা বা যৌনরোগের সহজ এবং স্বল্প খরচে কোন রকম পার্শ্ব প্রতিক্রিয়াহীন পাকৃতিক ভাবে শতভাগ আরোগ্য করে, অন্যদিকে মহিলাদেরও যৌন দুরবলতা, যৌনকর্মে ‍অনীহা ইত্যাদি থাকতে পারে এবং হোমিওপ্যাথিতে তারও চমৎকার চিকিৎসা আছে।
সেবা পেতে যোগাযোগ করুন
www.wasap.my/+601126157126
www.wasap.my/+601160956324

17/07/2025

কোষ্ঠকাঠিন্য কি? কোষ্ঠকাঠিন্য দূর করতে হোমিও চিকিৎসা।

কোষ্ঠকাঠিন্য (Constipation) অত্যন্ত যন্ত্রণাদায়ক ও বিরক্তিকর একটা সমস্যা। সাধারণত সপ্তাহে তিনবারের কম পায়খানা অথবা মলত্যাগের বেগ হলে এবং শুষ্ক ও কঠিন পায়খানা হলে সেটাই কোষ্ঠকাঠিন্য। এ অবস্থায় পায়খানায় দীর্ঘসময় ধরে বসে থেকেও পায়খানা হয় না অথবা হলেও সম্পূর্ণ হয়নি এমন মনে হয়। এমন কোনো ব্যক্তি নেই, যার জীবনে কখনোই কোষ্ঠকাঠিন্য হয়নি কোষ্ঠকাঠিন্য নিয়ে লজ্জা না পেয়ে বরং দ্রুত হোমিও চিকিৎসকের পরামর্শ নিতে হবে। কেউ যদি পর্যাপ্ত আঁশযুক্ত খাবার খাওয়ার পরেও, সপ্তাহে তিনবারের কম পায়খানা করেন, তখন এটাকে জটিল সমস্যা বিবেচনা করে এর সঠিক কারণ নির্ণয় করতে হবে।

Address

Kualalampur
Kuala Lumpur
55100

Telephone

+601160956324

Website

Alerts

Be the first to know and let us send you an email when প্রবাসীদের অনলাইন হোমিও চিকিৎসা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to প্রবাসীদের অনলাইন হোমিও চিকিৎসা:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram