প্রবাসীদের অনলাইন হোমিও চিকিৎসা

প্রবাসীদের অনলাইন হোমিও চিকিৎসা হোমিওপ্যাথি চিকিৎসা নিন সুস্থ থাকুন প্রতিদিন।

🩸আপনার কি মলদ্বার দিয়ে রক্ত আসে?টয়লেটের সময় মলদ্বার দিয়ে মাংস পিন্ড বের হয়ে আসে? 🩸মলদ্বারে জ্বালা পোড়া এবং ফুলে যায়?🩸মলদ...
02/11/2025

🩸আপনার কি মলদ্বার দিয়ে রক্ত আসে?
টয়লেটের সময় মলদ্বার দিয়ে মাংস পিন্ড বের হয়ে আসে?
🩸মলদ্বারে জ্বালা পোড়া এবং ফুলে যায়?
🩸মলদ্বার দিয়ে পুজ পড়ে?
🩸দীর্ঘদিন ধরে কষা?

মালয়েশিয়া প্রবাসী ভাইয়েরা যেকোন রোগের পরামর্শের জন্য অথবা মেডিসিন পাওয়ার জন্য যোগাযোগ করুন।
ডাঃ শহীদুল হক।
বি এ অর্নাস
ডি,এইচ,এম,এস-(ঢাকা)
বি,এইচ,বি-(ঢাকা)
গভ রেজি-৩৩২৪৪
www.wasap.my/+8801711658043
www.wasap.my/+601126157126

যন্ত্রণাদায়ক নখকুনি থেকে বাঁচতে এ সময় করণীয়নখকুনির সমস্যায় অনেকেই কষ্ট ভোগ করেন। বর্ষায় এ সমস্যা আরও বেড়ে যায়। এক্ষেত্রে...
18/10/2025

যন্ত্রণাদায়ক নখকুনি থেকে বাঁচতে এ সময় করণীয়
নখকুনির সমস্যায় অনেকেই কষ্ট ভোগ করেন। বর্ষায় এ সমস্যা আরও বেড়ে যায়। এক্ষেত্রে নখের চারপাশে লালচে হয়ে ফুলে যায়। যা প্রচণ্ড ব্যথার সৃষ্টি করে। বিশেষজ্ঞদের মতে, ব্যকটেরিয়া সংক্রমণের ফলেই নখকুনি হয়।

প্রয়োজনে যোগাযোগ করুন নিচের নাম্বারে
www.wasap.my/+8801711658043
www.wasap.my/+601126157126

মার্কিন যুক্তরাষ্ট্রের ওহাইওর ‘ক্লিভল্যান্ড ক্লিনিক’-এর পোডিয়াট্রিস্ট (বিশেষজ্ঞ চিকিৎসক) জিওরজিয়ানি বুটেক জানান, নখের আশপাশের ক্ষুদ্র কোনো ফাটল বা ক্ষতের মাধ্যমে সহজেই ব্যাকটেরিয়া প্রবেশ করতে পারে।

নোংরা পানি বা ঘাম, ময়লা, ধূলাবালি ইত্যাদি কারণে ক্ষতিকর ব্যাকটেরিয়া নখে সংক্রমণ সৃষ্টি করে। এর ফলে নখকুনির সৃষ্টি হয়।

নখকুনি হওয়ার আরও যত কারণ

>> অনেকেরই নখ কামড়ানোর অভ্যাস আছে, এক্ষেত্রে নখের চারপাশের ত্বক ক্ষতিগ্রস্ত হয়। এ সুযোগে ব্যাকটেরিয়া প্রবেশ করে ত্বকের ওই স্থান দিয়ে।

>> এছাড়া ছোট করে নখ কাটা বা ম্যানিকিউর করতে গিয়ে ক্ষত সৃষ্টির কারণেও নখে সংক্রমণ ঘটতে পারে।
>> এর পাশাপাশি টাইট ফিটিং জুতা পরার কারণেও এ সমস্যা হতে পারে।

>> নখের চারপাশের কোথাও কেটে গেলে কিংবা নখ সব সময় আর্দ্র অবস্থায় থাকার কারণে সহজেই ক্ষতিকর ব্যাকটেরিয়ার সংক্রমণে নখকুনি হওয়ার ঝুঁকি বেড়ে যায়।

নখকুনির লক্ষণ

নখকুনি হলে নখে প্রচণ্ড ব্যথা, লাল হয়ে ফুলে যাওয়ার মতো লক্ষণ। যদি প্রাথমিক পর্যায়ে নখকুনি নিয়ে অবহেলা করা হয়; তাহলে এর থেকে ইনফেকশন পর্যন্ত হতে পারে।

আর ইনফেকশন হলে নখের চারপাশ অতিরিক্ত ফুলে গিয়ে পুঁজ ও রক্ত বের হতে পারে। প্রাথমিক পর্যায়ে ঘরোয়া চিকিৎসার মাধ্যমেই নখকুনির সমস্যার সমাধান করতে পারেন।

নখকুনি প্রতিরোধে করণীয়

>> নখ কাটার সময় গোলাকার ভাবে না কেটে সোজা ভাবে কাটুন। বিশেষ করে গোলাকার ভাবে কাটা নখের কোনা আঙ্গুলের ভেতর ঢুকে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে।

>> সঠিক মাপের জুতা পরুন। টাইট জুতা পরার ফলে পায়ের নখে অনেক বেশি চাপ পড়ে, ফলে নখ আঙ্গুলের ভেতর ঢুকে যায়।

>> নখ কাটার জন্য কখনোই ব্লেড, কাঁচি বা এমন অপ্রচলিত কিছু ব্যবহার করবেন না। এ ছাড়া নখের ভেতর কাঠি বা কলমের ডগা ইত্যাদি দিয়ে খোঁচাবেন না। নেইল কাটার সেট পাওয়া যায়, সেখানে বিভিন্ন মাপের নেইলকাটার থাকে।

>> পা খোলামেলা রাখার চেষ্টা করুন। ধুলো বালি থেকে দূরে থাকার চেষ্টা করুন। সারাদিন জুতা-মোজা পরে থাকবেন না। নিতান্তই বাধ্য হলে কিছুক্ষণ পর পর মোজা খুলে পায়ে বাতাস লাগার সুযোগ করে দিন।

>> প্রতিদিন গোসলের সময় পায়ের নিচের শক্ত চামড়া পরিষ্কার করতে হবে।

>> বর্ষায় বৃষ্টিতে চলাফেরার কারণে নখকুনির সমস্যা বাড়তে পারে। এজন্য ভালো মানের জুতা পরুন ও নোংরা পানিতে পা ভেজাবেন না।

প্রয়োজনে যোগাযোগ করুন
https://www.wasap.my/+8801711658043

শ্বেতী রোগ, যৌন রোগ, সোরিয়াসিস, দাদ, একজিমা, ফাঙ্গাল ইনফেকশন, থাইরয়েড, পাইলস-ফিস্টুলা, ডায়াবেটিস, টিউমার, জরায়ু টিউমার, ব্রেস্ট টিউমার, পলিপাস, টনসিল, মেহ প্রমেহ, আঁচিল, ব্রণ, বন্ধ্যাত্বর চিকিৎসা।

সায়োটিকা বাত রোগের হোমিওপ্যাথিক চিকিৎসা।----------------------------------------------------------------------সায়াটিকা এ...
13/10/2025

সায়োটিকা বাত রোগের হোমিওপ্যাথিক চিকিৎসা।
----------------------------------------------------------------------
সায়াটিকা একটা বেদনাদায়ক অবস্থার প্রতি নির্দেশ করে যা শরীরে সায়াটিক নার্ভ-এ (স্নায়ু) কোনও আঘাতের দ্বারা সৃষ্ট হয়। উপসর্গগুলির মধ্যে রয়েছে একটা অসাড় অবস্থার অনুষঙ্গী হয়ে পিঠের নীচের অংশে ব্যথা যা একটা পা বেয়ে নীচের দিকে বিকীর্ণ হয়। এটা প্রধানতঃ দু’ধরণের – স্নায়ুতান্ত্রিক ব্যথা এবং প্রতিফলিত ব্যথা । উপসর্গগুলি আচমকা প্রকাশ পায় এবং অত্যন্ত অসুখকর হতে পারে। কয়েকটি বিষয় থাকতে পারে যা সায়াটিকার দিকে চালিত করতে পারে।

সায়োটিকা বাতের উপসর্গ :-
* পিঠের নীচের অংশে, নিতম্বের হাড়ে, পায়ের পিছনে, এবং নিতম্বের দুটো গোলাকার মাংসল অংশে ব্যথা।
* পা গুলিতে জ্বলুনির সংবেদন।
* একটা পা বা পায়ের পাতায় ঘন ঘন অসাড়তা।
* একটা পায়ে দুর্বলতা।
* নীচের দিকে বিকীর্ণ হওয়া ব্যথা।
* পা অথবা পায়ের পাতা নড়াচড়ায়, দাঁড়িয়ে থাকায় অথবা হাঁটায় অসুবিধা।
* পায়ের পাতাগুলিতে যন্ত্রণাদায়ক সংবেদন যা নড়াচড়ায় ব্যাঘাত করে।
* পাগুলিতে দীর্ঘকালীন অসাড়তা।
* মূত্রত্যাগ এবং মলত্যাগে নিয়ন্ত্রণ হারানো।
* পায়ে দুর্বলতা।
* চলাফেরা করার চেষ্টা করলে ব্যথা।
* সায়াটিকার উপসর্গগুলি বেশির ভাগ যুক্ত সীমিত সক্রিয়তা এবং একটা খোঁচা বা জ্বলনের সংবেদন সহ গুরুতর ব্যথা যা পিঠ, পা, এবং পায়ের পাতাসহ শরীরের নীচের অংশে কয়েক মিনিটের মধ্যে চলে যায়।
* গর্ভাবস্থার মত অবস্থা গুলিতে পিঠের নীচের অংশে ব্যথা অনুভব করা হতে পারে।

সায়োটিকার কারণ: – নিউরাইটিসের কারণরূপে বর্ণিত সকল কারনেই ইহার উদ্ভব হইতে পারে । অধিকিন্তু অত্যধিক হাঁটাহাঁটি, কোষ্ঠবদ্ধতা, উপদংশ, মেরুদণ্ডের নিচের অংশে বা বস্তিপ্রদেশের অস্থিসমূহের ক্ষয়রোগ বা টিউবারকিউলোসিস, বস্তিমধ্যে অর্বুদ বা ভ্রুনের চাপ অথবা অস্থি-সন্ধিসমূহের প্রদাহ, উরু-সন্ধির ব্যাধি বা হিপ-জয়েন্ট ডিজিজ, অস্থিসমূহের গঠন-বিকৃতি, খাদ্যদ্রবে ভিইটামিনের অভাব, প্রভৃতিও ইহার কারণের মধ্যে পরিগণিত । সাধারণত বয়স্ক বা অ্যাডলট পুরুষগনই এই রোগে অধিক আক্রান্ত হয় । সন্তান প্রসবের পর প্রসূতিরও এই ব্যাধির অনুরূপ লক্ষণাদি প্রকাশ পাইতে পারে ।

ভোগ কাল :– সাধারণত এই রোগ দুর্দমনীয় ; ইহার ভোগকাল কয়েক মাস, এমন কি হ্রাস-বৃদ্ধি সহ কয়েক বৎসর ধরিয়া চলিতে পারে । একবার আক্রমণ হইলে ইহার পুনরাক্রমণ বিরল নহে এবং একপার্শ্বের স্নায়ুর আক্রমণ প্রতিরুদ্ধ হইয়া অপর পার্শ্বের স্নায়ু আক্রান্ত হইতে পারে । রোগ বৃদ্ধিপ্রাপ্ত হইলে রোগী শয্যাগত হইয়া পড়ে ।

হোমিওপ্যাথিক চিকিৎসা – রোগের কারণ নির্ধারণ করিয়া তাহার সংশোধন চিকিৎসার প্রধান লক্ষ্য হওয়া উচিত । গ্রন্থিবাত ও বহুমূত্রের সহিত সংশ্লিষ্ট রোগে উক্ত রোগসমূহের চিকিৎসা সমভাবে প্রয়োজন । রোগীর সম্পূর্ণ বিশ্রাম বিশেষ প্রয়োজন – এজন্য তাহার আক্রান্ত পা যে অবস্থানে রাখিয়া সে বিশেষ স্বস্তি বোধ করে সেই অবস্থায় তাহাকে শয়ন করাইয়া রাখিতে হইবে । সেঁক তাপে যন্ত্রণার আরাম হইলে সেঁক দেওয়ার ব্যবস্থা করিতে হইবে । ধাতুদোষ নিরাকরনের চেষ্টা ও সাধারণ স্বাস্থ্যবিধি পালন বিশেষ প্রয়োজন । লক্ষণ সাদৃশ্যে হোমিও ঔষধ প্রয়োগ করিতে পারিলে অল্প সময়ের মধ্যে রোগী আরোগ্য হয় । পুনর্বার আক্রমণের সম্ভাবনাও কম থাকে । নিন্মে সায়াটিকার কতকগুলি প্রয়োজনীয় ঔষধের সংক্ষিপ্তসার প্রদত্ত হইলঃ –
* একোনাইট – ঠাণ্ডা লাগিয়া হঠাৎ বেদনাসহ আক্রান্ত অঙ্গের পদাঙ্গুলি পর্যন্ত ঝিনঝিন ও অসাড়তা বোধ হয়।
* এমন মিউর – বাম পার্শ্বের সায়াটিকা ; বসিয়া থাকিলে বেদনা অত্যধিক বৃদ্ধিপ্রাপ্ত হয় ও চলিবার সময় কিঞ্চিৎ পরিমাণে এবং শয়ন করিলে সম্পূর্ণ উপশম বোধ হয়।
* আর্সেনিক – ইহা সায়াটিকার একটি বিশেষ নির্ভরযোগ্য ঔষধ । প্রত্যহ মধ্যরাত্রির পর বেদনা বৃদ্ধি পাইয়া অসহনীয় হইয়া উঠে ও তৎসহ জ্বালা বোধ হয়।
* বেলেডোনা – হঠাৎ বেদনার আক্রমণ ; স্নায়ুর গতিপথে বেদনা, স্পর্শে অসহনীয়, মৃদ বায়ু স্পর্শ বা ঝাঁকি লাগিলে বেদনার বৃদ্ধি।
* ব্রায়োনিয়া – স্থির থাকিলে বেদনার উপশম ও নড়াচড়া করিলে বেদনার বৃদ্ধি ; আক্রান্ত পার্শ্ব চাপিয়া অবস্থানে উপশম ।
* ক্যামোমিলা – বাম পার্শ্বের সায়াটিকা ; তীব্র বেদনা সহ বেদনার তীব্রতায় রোগী উম্মাদের ন্যায় ব্যবহার করে ও সকলের প্রতি রুঢ় ব্যবহার করে ।
* কলোসিন্থ – দক্ষিণ পার্শ্বের সায়াটিকা । বেদনা হটাৎ আক্রমণ করিয়া স্থিরভাবে অবস্থান করে এবং মধ্যে মধ্যে বৃদ্ধি পাইয়া অসহনীয় হইয়া উঠে।
* ফেরাম মেট – সন্ধ্যা হইতে মধ্যরাত্রি পর্যন্ত বাম উরু বা হিপ-সন্ধি মধ্যে তীব্র বেদনা ;রোগীর মুখমণ্ডল রক্তহীন হইলেও সহজেই তাহা আরক্তিম হয় ।
* ন্যাফেলিয়াম – বেদনা উপশম হইলে অসাড়তা ও চলিতে অক্ষমতা, পা ঝুলাইয়া চেয়ারে বসিলে উপশম ।
* হাইপেরিকাম – পড়িয়া গিয়া মেরুদণ্ডাস্থির নিম্নদেশ আঘাত লাগা হেতু তীব্র সায়াটিকা, পদতলে সূচীবিঁধনবৎ যন্ত্রণা ।
* ইগ্নেসিয়া – দীর্ঘকালস্থায়ী সায়াটিকা ; গ্রীষ্মকালে উপশম, শীতকালে বৃদ্ধি ; উরু-সন্ধি মধ্যে দপদপানি বেদনা।
* ক্যালি বাইক্রোম – বাম পার্শ্বের সায়াটিকা ; চলিবার কালে ও পা মুড়িয়া রাখিলে উপশম।
* ল্যাকেসিস – প্রধানতঃ বাম পার্শ্বের আক্রমণ ; নিদ্রামধ্যে বেদনার বৃদ্ধি ; বেদনা পুনঃপুনঃ স্থান পরিবর্তন করিয়া কখনও মস্তকে, কখনও দন্তে।
* লিডাম – বেদনা পদতল হইতে ঊর্ধ্বমুখে ধাবিত হয় ও তৎসহ পদতলে অত্যধিক স্পর্শকাতরতা।
* ম্যাগ্নেসিয়া ফস – শয়ন করিলেই তীব্র বেদনার জন্য কেবলই দাঁড়াইয়া থাকিতে বাধ্য হয়; উত্তাপ প্রয়োগে উপশম ।
* মার্ক সল – রাত্রিকালে, বিশেষতঃ শয্যার উত্তাপে বেদনার বৃদ্ধি সহ অস্থিরতা ও উপশম বিহীন প্রচুর ঘর্ম ; জিহ্বায় দাঁতের ছাপযুক্ত, মুখমধ্যে দুর্গন্ধ।

তাছাড়া ইচ্ছা করলে আপনিও আমাদের থেকে জার্মানী ঔষধ দ্বারা চিকিৎসা সেবা ও পরামর্শ নিতে পারেন। আমাদের চিকিৎসা সেবা পৃথিবীর সকল দেশে পার্সেলে ঔষধ পাঠানোর ব্যবস্থা রয়েছে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে।
বিস্তারিত জানতে যোগাযোগ করুন।
প্রয়োজনে -imo & WhatsApp
+6011 60956324
★★★ভালো লাগলে শেয়ার করুন★★★

★★★ভালো লাগলে শেয়ার করুন★★★

দাঁতের পোকা(ব্যাকটেরিয়া) ধরায় হোমিওপ্যাথি--,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,...
28/09/2025

দাঁতের পোকা(ব্যাকটেরিয়া) ধরায় হোমিওপ্যাথি--
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
দাঁত মানব দেহের অত্যান্ত মূল্যবান সম্পদ। ইহা মুখের সৌন্দর্য বর্ধন করে থাকে ও খাবার চিবিয়ে খেতে সাহায্য করে থাকে।
কিন্তু অনেক সময় দাঁত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে থাকে যার মধ্যে দাঁতের পোকা ধরা অন্যতম। শিশুদের মধ্যে এই রোগে বেশি আক্রান্ত হতে দেখা যায়।

রোগ লক্ষণ অনুযায়ী হোমিওপ্যাথি ঔষধ সমুহঃ...................................... ...............................

* Kreosotum: ইহা দাঁতের পোকা ধরায় অন্যতম প্রধান ঔষধ। দাঁতের পোকা ধরা, দাঁতের ব্যাথা, দাঁতের গোড়ায় ক্ষত ইত্যাদি লক্ষণে kreosotum উৎকৃষ্ঠ অব্যর্থ ঔষধ।
Kreosotum q দাঁতের গোড়ায় ব্যবহার করলে দ্রুত দাঁতের ব্যাথা দুর হয়ে যায়।

* Antim crud: দাঁতের গোড়ায় পোকা ধরে কিন্তু দাঁত কালো হয় না, রাতের বেলায় দাঁতের বেদনা বৃদ্ধি ইত্যাদি লক্ষণে antim crud শ্রেষ্ঠ ঔষধ।

* Silicea : দাঁতের অপুষ্টির জন্য দাঁত সহজে ভেঙে গেলে, দাঁতের গোড়ায় ক্ষত ও পুঁজ দেখা গেলে সেথায় silicea চমৎকার কাজ করে থাকে।

* Merc sol : দাঁতের মাড়ি শক্ত ও পুঁজ রক্ত বাহির হইলে, দাঁতে পোকা ধরা ও মুখে দুর্গন্ধ ইত্যাদি লক্ষণে mercsol অব্যার্থ ফলাফল প্রদান করে থাকে।

* Staphysag: দাঁতের গোড়া ফুলে যাওয়া, দাঁতের ব্যাথা, দাঁত পোকা ধরা ও দাঁত কালো হয়ে যাওয়া ইত্যাদি লক্ষণে staphysag সুন্দর কাজ করে থাকে।

* Hecla lava: দাঁতের অপুষ্টি, দাঁতের অসহ্য ব্যথা বেদনা ও দাঁতের পোকা ধরায় hacla lava চমৎকার কাজ করে থাকে।

* Carbo veg: দাঁত দিয়ে রক্ত পরলে দাঁতে ব্যাথা হলে একে স্মরণ করতে পারেন।

এছাড়াও আরো অসংখ্য ঔষধ আছে লক্ষন সদৃশ্য যেইটা রোগীর সাথে মিলবে সেইটাই প্রয়োগ করবেন। লক্ষন না মিললে কখনও অনুমানের উপর ঔষধ প্রয়োগ করে রোগীর ক্ষতি করবেন না।

পাইলস রোগ থেকে স্থায়ী সমাধান পেতে যোগাযোগ করুন নিচের নাম্বারে। চিকিৎসা পেতে ক্লিক করুন wa.me/601126157126
26/09/2025

পাইলস রোগ থেকে স্থায়ী সমাধান পেতে যোগাযোগ করুন নিচের নাম্বারে। চিকিৎসা পেতে ক্লিক করুন wa.me/601126157126

যত নতুন পুরাতন জটিল কঠিনপাইলস, অর্শ্ব, ভগন্দর, গেজ, পিস্টু-লার, র-ক্ত পড়ামল-দ্বার ফুলে যাওয়ামল-দ্বারের যে কোন রোগ হোক না...
25/09/2025

যত নতুন পুরাতন জটিল কঠিন

পাইলস, অর্শ্ব, ভগন্দর, গেজ, পিস্টু-লার, র-ক্ত পড়া

মল-দ্বার ফুলে যাওয়া

মল-দ্বারের যে কোন রোগ হোক না কেন, ইনশাআল্লাহ বিনা অপা-রেশনে আমাদের ঔষধ সেবনের দিন থেকেই পরিবর্তন লক্ষ্য করতে পারবেন।

৭-১০ দিনের মধ্যেই যে পরিবর্তনগুলো পাবেনঃ-

র-ক্তপাত সম্পূর্ণরূপে বন্ধ করে দেয়।

আক্রান্ত ফোলা স্থান সংকুচিত করে সম্পুর্নভাবে সারিয়ে তুলবে।

চিকিৎসা পেতে নিচে ক্লিক করুন।

✅ কোলেস্টেরল বাড়লে যে পাঁচটি লক্ষণ দেখা যায় ::১। বুক ধড়ফড় বা বুকে ব্যথা হয়।২। হাত-পা অসাড় বা দুর্বল লাগে।৩। চোখের চা...
22/09/2025

✅ কোলেস্টেরল বাড়লে যে পাঁচটি লক্ষণ দেখা যায় ::
১। বুক ধড়ফড় বা বুকে ব্যথা হয়।
২। হাত-পা অসাড় বা দুর্বল লাগে।
৩। চোখের চারপাশে চর্বি জমা (জাইল্যানথোমা) হয়।
৪। দৃষ্টিশক্তি ঝাপসা হয়।
৫। হালকা কাজেই ক্লান্তি বা শ্বাসকষ্ট হয়।

এসব লক্ষণ দেখা গেলে অবহেলা করবেন না। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন।স্বাস্থ্যকর জীবন যাপন করুন সুস্থ থাকুন। ভালো থাকুন ধন্যবাদ। 🕒🙏

👁️ ক্যালাজিওনের জন্য হোমিওপ্যাথি 🌿চোখের পাতায় ছোট, শক্ত গুটি বা ফোলাভাবই হলো ক্যালাজিওন (Chalazion)। এটা সাধারণত চোখের ত...
16/09/2025

👁️ ক্যালাজিওনের জন্য হোমিওপ্যাথি 🌿

চোখের পাতায় ছোট, শক্ত গুটি বা ফোলাভাবই হলো ক্যালাজিওন (Chalazion)। এটা সাধারণত চোখের তেলের গ্রন্থি ব্লক হয়ে গেলে হয়। অনেক সময় ব্যথাহীন থাকে, আবার কখনো লাল হয়ে ফুলে যায়, ব্যথা করে, এমনকি পুঁজও হয়।

হোমিওপ্যাথি শুধু গুটি গলাতে সাহায্য করে না, বরং বারবার হওয়ার প্রবণতাও কমায়। নিচে কিছু কার্যকর ওষুধের কথা বলছি—

---

🔹 Conium Maculatum – শক্ত গুটি গলাতে
যখন ক্যালাজিওন শক্ত গুটির মতো লাগে আর চোখ ভারী লাগে, তখন এটি কার্যকর। ধীরে ধীরে গুটি ছোট হয়ে গলে যায়।

---

🔹 Calcarea Fluor – পাথরের মতো শক্ত গুটি হলে
যদি ক্যালাজিওন একেবারে শক্ত হয়, Calcarea Fluor সেটিকে নরম করে ধীরে ধীরে গলিয়ে দেয়।

---

🔹 Thuja Occidentalis – চোখের পাতায় ভারীভাব থাকলে
ক্যালাজিওনের সাথে যদি চোখে ভারীভাব থাকে, আর গুটি মোটা ও শক্ত হয়, Thuja ভালো ফলদায়ক।

---

🔹 Staphysagria – বারবার ক্যালাজিওন হলে
যাদের একটার পর একটা ক্যালাজিওন হয়, তাদের জন্য এটি দারুণ কাজ করে। নতুন চালাজিওন হওয়া প্রতিরোধ করে।


---

🔹 Silicea – সংক্রমিত ক্যালাজিওনের জন্য
যদি ক্যালাজিওন লাল, ফুলে যায়, ব্যথা করে এবং পুঁজ জমে, তবে Silicea সবচেয়ে কার্যকর।

---

🌿 অভিজ্ঞ হোমিওপ্যাথের পরামর্শ নিয়ে এগুলো ব্যবহার করলে দ্রুত ও নিরাপদ ফল পাওয়া যায়।
হোমিওপ্যাথি শুধু বর্তমান ক্যালাজিওন নিরাময় করে না, ভবিষ্যতেও আবার যেন না হয়, সেটিও প্রতিরোধ করে।

14/09/2025

★★★পুরুষত্বহীনতা বা যৌন সমস্যার সহজ সমাধান
পুরুষত্বহীনতা যা পুরুষের শারীরিক অক্ষমতা বা দুর্বলতাকে বুঝায়। যা সমাজে প্রকট আকার ধারন করেছে। এতে উঠিতি বয়সের যুবকরা হতাশ। এ সমস্যা যে কোন বয়সেই হতে পারে, সে ক্ষেএে লজ্জা, অবহেলা, আজ কাল, না করে জটিল হওয়ার পূর্বেই দ্রুত চিকিৎসা নেয়া আবশ্যক।
★পুরুষত্বহীনতা কি?
ইহা পুরুষের যৌনকার্যে অক্ষমতাকে বুঝায়।
★শ্রেণীবিভাগঃ পুরুষত্বহীনতাকে তিন ভাগে ভাগ করা যায়।
১| ইরেকশন ফেইলিউরঃ পুরুষের লিঙ্গের উথ্বানে ব্যার্থতা।
২|পোনিট্রেশন ফেলিউরঃ লিঙ্গের যৌনিদ্বার ছেদনে ব্যার্থতা বা অক্ষমতা।
৩|প্রি-ম্যাচুর ইজাকুলেশনঃ সহবাসে দ্রুত বীর্যপাত তথা স্বায়ীত্বের অভাব।
★কারণঃ * অতিরিক্ত কু-অভ্যাস ( হস্তমৈথুন, পূর্নছবি,) * যৌনবাহিত রোগ( সিফিলিস, গনোরিয়া).* রক্তে সেক্স-হরমোনের ভারসাম্যহীনতা,* ডায়াবেটিস, *দুশ্চিন্তা,টেনশন, অভসাদ, ও অ-পুষ্টি, *যৌনরোগ বাএইডস ভীতি, * সেক্স-এডুকেশের অভাব. * বয়সের পার্থক্য, *পার্টনারকে অপছন্দ(দেহ-সৌষ্ঠব,ত্বক, মূখশ্রী,আচরন, ব্যক্তিত্ব). * নারীর ত্রুটিপূর্ণ যৌনাসন, * মানসিক ও শারীরিক সম্যসা।
★অনেকই হাতুড়ে ডাক্তার, ক্যান্ভাচারের নিকট থেকে হরমোন ইন্জেকশন, টেবলেট অনুমোদনহীন ক্ষতিকর ঔষধ সেবন করে,এর পার্শ্ব-প্রতিক্রিয়ায় পুরুষত্বহীনর আশন্কা অনেক বেশী যা থেকে আরোগ্য কঠিন।
*যৌন সমস্যার মধ্যে আরো রয়েছে স্বপ্নদোষ সমস্যা, লিঙ্গ অকেজো,ক্ষুদ্রাকৃতি, লিঙ্গের অসারতা, ইচ্ছা লোপ, বিবাহ ভীতি,++++++
এসব সমস্যায় ‘*হোমিওপ্যাথি *'বেশ কার্যকরভাবে কাজ করে। এর কোনো বিরূপ পাশ্ব্য প্রতিক্রিয়াও নেই। লজ্জা ও জড়তা ঝেড়ে ফেলে খোলা মনে ডাঃ এর সাথে আলাপ করুন। এ সমস্যা খুবই সাধারণ এবং এর সফল চিকিৎসাও রয়েছে।
★হোমিওপ্যাথি চিকিৎসা
হোমিও ঔষধ পাশাপাশি কাউনসিলিং এর সাহায্যে, পুরুষত্বহীনতা বা যৌনরোগের সহজ এবং স্বল্প খরচে কোন রকম পার্শ্ব প্রতিক্রিয়াহীন পাকৃতিক ভাবে শতভাগ আরোগ্য করে, অন্যদিকে মহিলাদেরও যৌন দুরবলতা, যৌনকর্মে ‍অনীহা ইত্যাদি থাকতে পারে এবং হোমিওপ্যাথিতে তারও চমৎকার চিকিৎসা আছে।
সেবা পেতে যোগাযোগ করুন
www.wasap.my/+601126157126

14/09/2025

চিকিৎসা পেতে ক্লিক করুন wa.me/601126157126

★★দাদের হোমিওপ্যাথিক চিকিৎসা★★
👉দাদ কি ?
💎দাদ একটি সংক্রামক চর্মরোগ।ইংরেজি:Dermatophytosis তবে "Ringworm" ও "Tinea" নামেও পরিচিত।তবে এর কারণ কোন "worm" বা ক্রিমি নয়।এর কারণ ত্বকের উপরের দিকে (superficially) ছত্রাক সংক্রমণ।
ছত্রাক ঘটিত দাদঃসাধারণত ঘামে ভেজা শরীর,অপরিষ্কার-অপরিচ্ছন্ন শরীর,দীর্ঘ সময় ভেজা থাকে এমন শরীর, ত্বকে ক্ষত আছে এমন শরীর এই ছত্রাকগুলোর স্পোর (বা,হাইফা) দ্বারা আক্রান্ত হয়।এই ছত্রাকগুলোর সুপ্তিকাল ৩ থেকে ৫ দিন।
👉প্রকারভেদ:
১.ট্রাইকোফাইটন- (Trichophyton গণ)
২.এপিডার্মফাইটন (Epidermophyton গণ)
৩.মাইক্রোস্পোরাম (Microsporum গণ)
👉সংক্রমন স্হানঃ
শরীরের যেকোন অঙ্গের চামড়ায় হতে পারে।
১.টিনিয়া ক্রুরিস =কুঁচকির (groin) দাদ
২.টিনিয়া ক্যাপাইটিস=মাথার দাদ
৩.টিনিয়া কর্পোরিস= শরীরে(trunk) বা হাত পায়ে দাদ
৪.টিনিয়া পেডিস (অ্যাথলেট'স ফুট)= পায়ের পাতায় দাদ
৫.টিনিয়া আঙ্গুয়াম= নখে দাদ
মাথায় চিরুণী দ্বারা ও পায়ে পুরোন মোজা দ্বারা সংক্রমিত হতে পারে।
👉উপসর্গঃ
প্রথমে আক্রান্ত স্থানে ছোট লাল গোটা হয় এবং সামান্য চুলকায়।
পরে আক্রান্ত স্থানে বাদামী বর্ণের আইশ হয় এবং স্থানটি বৃত্তাকারে বড় হতে থাকে।
ক্রমে সুনির্দিষ্ট কিনারা সহ বৃত্তের আকার বৃদ্ধি পেতে থাকে এবং মাঝখানে ত্বক স্বাভাবিক হয়ে আসে।
চুলকানি বৃদ্ধি পায়।
চুলকানোর পর আক্রান্ত স্থানহতে আঠালো রস বের হয়।
মাথায় হলে স্থানে স্থানে চুল উঠে যায়, নখে হলে দ্রুত নখের রঙ বদলায় এবং শুকিয়ে খণ্ড খণ্ড ভেঙ্গে যেতে পারে।
👉বিস্তারঃ
এটি সংক্রামক রোগ। অতি সহজেই রোগী থেকে সুস্থ দেহে বিস্তার লাভ করতে পারে।রোগীর চিরুনি,তোয়ালে,বিছানা ইত্যাদি ব্যবহার করলে এ রোগে আক্রান্ত হবার সম্ভবনা থাকে।তবে রোগাক্রান্ত পোষা বিড়ালের মাধ্যমে এটি বেশী ছড়ায়।
দাদের হেমিওপ্যাথিক খুব ভালো এবং পার্শ্ব প্রতিক্রিয়ায় মুক্ত চিকিৎসা রয়েছে।

চিকিৎসা পেতে ক্লিক করুন wa.me/601126157126
07/09/2025

চিকিৎসা পেতে ক্লিক করুন wa.me/601126157126

চিকিৎসা পেতে ক্লিক করুন wa.me/601126157126
31/08/2025

চিকিৎসা পেতে ক্লিক করুন wa.me/601126157126

Address

Kualalampur
Kuala Lumpur
55100

Telephone

+601160956324

Website

Alerts

Be the first to know and let us send you an email when প্রবাসীদের অনলাইন হোমিও চিকিৎসা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to প্রবাসীদের অনলাইন হোমিও চিকিৎসা:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram