H M Emon Vai 10.

H M Emon Vai 10. Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from H M Emon Vai 10., Weight Loss Center, Kuala Lumpur.

22/07/2025

যে দেশে ছোট এক বোতল পানি কিনতে ১৫/২০ টাকা লাগে আর সেই দেশেই বিমান দু*র্ঘ*ট*না*য় আহতদেরকে র*ক্ত দিতে নিজেদের ব্লাড গ্রুপ লিখে সিরিয়াল ধরে দাঁড়িয়ে আছেন।
মাশাআল্লাহ!

এবার জননেতা তারেক রহমান মিডিয়ার সামনে আসবেন সেখানে তিনি ওই বিএনপি কর্মীকে দল থেকে বহিষ্কার করবেন এবং মৃতের পরিবারের পাশ...
12/07/2025

এবার জননেতা তারেক রহমান মিডিয়ার সামনে আসবেন
সেখানে তিনি ওই বিএনপি কর্মীকে দল থেকে বহিষ্কার করবেন
এবং মৃতের পরিবারের পাশে গিয়ে বলবেন আমরা আছি সমস্যা নেই -
আর সাথে সাথে বাকি কর্মীদের সিগন্যাল দিয়ে যাবেন তোমরা এগিয়ে যাও

কিন্তু তিনি কখনোই এমন কোন পদক্ষেপ করতে পারবে না
যার পদক্ষেপে তার প্রতিটা কর্মী অন্যায় কাজ থেকে বিরত থাকবে -

জনস্বার্থে  শেয়ার করুন, কেশবপুর উপজেলার মজিদপুর গ্রামের হতদরিদ্র ভ্যানচালক ফারুক আহমেদ এর ৯ মাস বয়সের ছেলে আব্দুল্লাহ আল...
19/05/2025

জনস্বার্থে শেয়ার করুন,
কেশবপুর উপজেলার মজিদপুর গ্রামের হতদরিদ্র ভ্যানচালক ফারুক আহমেদ এর ৯ মাস বয়সের ছেলে আব্দুল্লাহ আল মামুন একটি দুর্ঘটনার কবলে পড়ে শরীরের প্রায় তিন ভাগ ঝলসে গেছে। শিশুটি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটিতে ভর্তি রয়েছে।

শিশুটির চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন। ভ্যানচালক পিতার পক্ষে শিশুটির চিকিৎসার টাকা বহন করা সম্ভব হচ্ছে না।
অসহায় পরিবারকে সাহায্য করার জন্য অনুরোধ করছি

ফারুকের ফোন নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করছি।
০১৯৪২৩৮১৬০৮
ছেলেটা আমার ভাইপো হয় সবাই তার জন্য দোয়া করবেন

"আজ ৫ মে—বাংলার ইতিহাসে এক রক্তাক্ত দিন। ২০১৩ সালে এই দিন খুনি হাসিনা নিজের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য শাপলা চত্বরে শান্ত...
05/05/2025

"আজ ৫ মে—বাংলার ইতিহাসে এক রক্তাক্ত দিন। ২০১৩ সালে এই দিন খুনি হাসিনা নিজের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য শাপলা চত্বরে শান্তিপূর্ণ আলেম-উলামা ও তৌহিদী জনতার উপর নৃশংস হত্যাযজ্ঞ চালায়। শত শত শহীদের রক্তে রঞ্জিত হয় রাজধানীর রাজপথ। এ নির্মম গণহত্যা আজও জাতির হৃদয়ে দগদগে ক্ষত হয়ে রয়ে গেছে।" আল্লাহ তায়ালা সকল শহিদ ভাইদের কে জান্নাতের উচ্চ মাকাম দান করুক আমিন 😭🤲😭

পবিত্র একটি মঞ্চে,, হাজারো তৌহিদী জনতার উপস্থিতিতে,, সম্মানিত একজন দাওয়াতী মেহমান কে সরাসরি হুমকি,,ও অশালীন ভাষায় গালি...
24/04/2025

পবিত্র একটি মঞ্চে,, হাজারো তৌহিদী জনতার উপস্থিতিতে,, সম্মানিত একজন দাওয়াতী মেহমান কে সরাসরি হুমকি,,ও অশালীন ভাষায় গালিগালাজ করা একজন চেয়ারম্যানের পরিচয় বহন করে না।
একজন হাফেজ হিসাবে, ন্যাক্কারজনক এ ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। 💔🥀😥

ঘটনা রাজশাহী, ওই বৃদ্ধের  স্ত্রী ৮মাস  আগে মারা যায়। এরপর দুই ছেলে ও দুই মেয়ে কিছুদিন  বাবাকে রাখার পর আর রাখতে চায়না ওন...
16/04/2025

ঘটনা রাজশাহী, ওই বৃদ্ধের স্ত্রী ৮মাস আগে মারা যায়। এরপর দুই ছেলে ও দুই মেয়ে কিছুদিন বাবাকে রাখার পর আর রাখতে চায়না ওনাকে। এ নিয়ে অনেক ঝগড়া। এমনো রাত গেছে বৃদ্ধ সারারাত উঠানে ছিল ছেলেরা দরজা খুলেনি। মৃত্যুর দিন সকালে দু ছেলের বৌ এর সাথে খুব ঝগড়া হয় এবং তাকে বেড়িয়ে যেতে বলে ছেলেরাও তার জিনিশ পত্র উঠানে ফেলে দেয়। এরপর স্টেশনে ভোর থেকে বসে ছিল কিছু খান নাই। দুপুরে আত্মহত্যা করে।

আচ্ছা পৃথিবী এতো নিষ্ঠুর কেন?
কেউ বাবা নাই দেখে পাগল প্রায়,আবার কেউ আছে দেখে অবহেলা করে মৃত্যুর মুখে ঠেলে দেয়🥹
゚viralシfypシ゚viralシalシ
#কপিপোস্ট

আল্লাহ পাক আঙ্কেলকে দ্রুত সুস্থ করে আবার আমাদের মাঝে ফিরিয়ে দিক আমিন 🤲 🤲 সবাই আঙ্কেলের জন্য দোয়া করবেন 🤲🤲🤲🤲
15/04/2025

আল্লাহ পাক আঙ্কেলকে দ্রুত সুস্থ করে আবার আমাদের মাঝে ফিরিয়ে দিক আমিন 🤲 🤲
সবাই আঙ্কেলের জন্য দোয়া করবেন 🤲🤲🤲🤲

মুখের উপর জবাব দিতে শিখো কারণ,, সবাই ভালো ব্যবহারের যোগ্য না 🙂
14/04/2025

মুখের উপর জবাব দিতে শিখো কারণ,,
সবাই ভালো ব্যবহারের যোগ্য না 🙂

প্রকাশ্য সন্ত্রাসীরা মুক্তি পায় অথচ আমাদের ভাই ফারাবী এখনো মুক্তি পাচ্ছে না।নিচের লেখাটা পড়ুন! ©৪ টা প্রমাণিত খুন, ৩৩ টা...
13/04/2025

প্রকাশ্য সন্ত্রাসীরা মুক্তি পায় অথচ আমাদের ভাই ফারাবী এখনো মুক্তি পাচ্ছে না।

নিচের লেখাটা পড়ুন! ©

৪ টা প্রমাণিত খুন, ৩৩ টা মামলা, খুন করে থাইল্যান্ড পালানো একজন শীর্ষ সন্ত্রা/সী, দখলদার এবং বিখ্যাত চাঁদাবাজ ২২ বছর জেল খেটে বাইরে বের হইসে!

অথচ সংবর্ধনা দেখে মনে হইতেসে বিশ্বজয় করে দেশে ফিরসে! আগামীর বাংলাদেশ কেমন হবে এবার বুঝে নেন!

বিএনপি এখনও ক্ষমতায় যায়নি। অথচ Jamuna Television এখনই জাকির খানের নামের আগে স’ন্ত্রাসী যুক্ত করতে ভয় পাচ্ছে।

এই ভয় কিসের ইঙ্গিত দেয়?
তবে কি আগুনের দিন খুব শীঘ্রই আসছে?

নারায়ণগঞ্জের মাদক ও সন্ত্রাসের অধিপতি, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খানের আমলনামা—

১৯৯৫ সালে দেওভোগ এলাকার শীর্ষ সন্ত্রাসী দয়াল মাসুদকে শহরের সোনার বাংলা মার্কেটের পেছনে প্রকাশ্যে গু’লি করে হ’ত্যা করে শহরে পরিচিত পান জাকির।

১৯৯৬ সালে বিএনপি সরকারের শেষ দিকে শহরের খাজা সুপার মার্কেটে হাম’লা ও ভাঙ’চুরের ঘটনায় হওয়া মামলায় ৭ বছরের সশ্রম কারাদণ্ড পেয়ে কারাগারে যান জাকির খান, কিন্তু রাষ্ট্রপতির সাধারণ ক্ষমায় তিনি মুক্ত হন। তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আবদুল মতিন চৌধুরীর নাতি হিসেবে শহরে পরিচিত হয়ে ওঠেন জাকির।
১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার ৭ মাসের মাথায় কাশীপুর বাংলাবাজার এলাকায় এক ঠিকাদারের কাছে চাঁদা দাবির অভিযোগে করা মামলায় দ্বিতীয় দফায় জাকির খানের ৫ বছরের সশ্রম কারাদণ্ড হয়। আওয়ামী লীগের আমলে প্রায় ৪ বছর কারাগারে ছিলেন জাকির।

১৯৯৯ সালে স্বল্প সময়ের জন্য কারামুক্ত হয়ে জাকির খান জেলা ছাত্রদলের সভাপতির পদ পেয়ে যান। আওয়ামী লীগের শাসনামলের শেষ দিকে ২০০০ সালে শামীম ওসমান নারায়ণগঞ্জ থেকে টানবাজার ও নিমতলী যৌ’ন’পল্লী উচ্ছেদ করলে জাকিরের পরিবারের আর্থিক মেরুদণ্ড ভেঙে যায়।

২০০১ সালে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের আমলে বিশাল গাড়িবহর নিয়ে অ‘স্ত্রের মহড়া করে আবার কারাবন্দি হন জাকির। ২০০১ সালে বিএনপি ক্ষমতায় আসার পরও প্রায় ৫ মাস তিনি কারাবন্দি ছিলেন।

২০০৩ সালের ১৮ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জ বিএনপি নেতা তৈমূর আলম খন্দকারের ছোট ভাই তৎকালীন বিএকেএমইএর সহসভাপতি সাব্বির আলম খন্দকার খুন হন। ওই মামলার প্রধান আসামি ছিলেন জাকির খান। মামলার পর থেকে বিদেশে পলাতক ছিলেন তিনি।

জাকির খানের বিরুদ্ধে মোট ৩৩টি মামলা ছিল। এর মধ্যে ৩২টিতে তিনি খালাস পেয়েছেন। বাকি একটি মামলায় জামিনে আজকে তার মুক্তি হয়েছে। শীর্ষ সন্ত্রাসী জাকির খানকে বিএনপি ফুল দিয়ে বরণ করেছে। প্রতিবার জেল থেকে মুক্তি পেয়ে জাকির খান ফিরেছে আরও ভয়ংকর রূপে।

নারায়ণগঞ্জকে আবারও স’ন্ত্রাস ও মা’দকের সাম্রাজ্য হিসেবে দেশবাসী দেখবে।

Address

Kuala Lumpur

Alerts

Be the first to know and let us send you an email when H M Emon Vai 10. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to H M Emon Vai 10.:

Share