14/05/2024
হিজামা Cupping therapy
কার্যকরী ন্যাচারাল চিকিৎসা পদ্ধতি
সারা পৃথিবীতে কাপিং (হিজামা) থেরাপির ট্রেন্ডটা বেশ ভাল মতই চালু আছে বলা যায়! প্রেসিডেন্ট থেকে এথলেট, সেলিব্রিটি কিংবা সাধারণ মানুষ, কারাতে প্লেয়ার, পেইন রিলিফ থেকে শুরু করে সৌন্দর্য চর্চা - কাপিং এর প্রতি প্রতিনিয়ত বাড়ছে মানুষের আগ্রহ এবং নির্ভরতা!কাপিং বা হিজামা শারীরিক সুস্থতার জন্য যে কেউ করতে পারে, এতে কোন সাইড এফেক্ট নেই।
হিজামাতে যে সকল সমস্যায় উপকার হয়:
(১) রক্তদূষণ, উচ্চরক্তচাপ,
(২) ঘুমের ব্যাঘাত, স্মৃতিভ্রষ্টতা, মানসিক সমস্যা,
(৩) মাইগ্রেন জনিত দীর্ঘমেয়াদী মাথা ব্যাথা, অস্থি সন্ধির ব্যাথা, পিঠে ব্যাথা, হাঁটু ব্যাথা, দীর্ঘমেয়াদী সাধারণ মাথা ব্যাথা, ঘাড়ে ব্যাথা, কোমর ব্যাথা, পায়ে ব্যাথা, মাংসপেশীর ব্যাথা, দীর্ঘমেয়াদী পেট ব্যথা, হাড়ের স্থানচ্যুতি জনিত ব্যাথা।
(৪) সাইনুসাইটিস
(৫) ব্রণ
(৬) কোলেস্টেরল
(৭) হাঁপানি
(৮) গ্যাস্ট্রিক পেইন, গ্যাস্ট্রিক আলসার
(৯) বিষক্রিয়া
(১০) দীর্ঘমেয়াদী চর্মরোগ
(১১) ত্বকের নিম্নস্থিত বর্জ্য নিষ্কাশন
(১২) ফোঁড়া-পাঁচড়া
(১৩) চুল পড়া
(১৪) স্পোর্টস ইঞ্জুরি
(১৫) হরমোনাল সমস্যা
(১৬) ইরেক্টিল ডিসফাংশন [ই.ডি],
(১৭) মাদকাসক্ত এবং আরও অনেক সমস্যার জন্য হিজামা কার্যকরী ইনশাআল্লাহ।
হযরত আবু হুরাইরা রাঃ থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “জিবরীল আমাকে জানিয়েছেন যে, মানুষ চিকিৎসার জন্য যতসব উপায় অবলম্বন করে, তম্মধ্যে হিজামাই হল সর্বোত্তম।” আল-হাকিম, হাদীছ নম্বর: ৭৪৭০
হযরত আবদুল্লাহ বিন উমর রাঃ থেকে বর্ণিত আছে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওযাসাল্লাম বলেছেন, খালি পেটে হিজামাই সর্বোত্তম। এতে শেফা ও বরকত রয়েছে এবং এর মাধ্যমে বোধ ও স্মরণশক্তি বৃদ্ধি পায়।” সুনানে ইবনে মাজা, হাদীছ নম্বর: ৩৪৮৭
হিজামা নিয়ে আপনাদের যদি আরো কোনো প্রশ্ন থাকে তবে কমেন্ট করে আমাদের জানাতে পারেন।
#মাস্কাটের ভিতর হোম সার্ভিস নিতে চাইলে এপয়েন্টম্যান্ট নিতে 78266370 নাম্বারে মেসেজ দিন #