Healthy Thought

Healthy Thought The Greatest wealth is Health ❤️

25/10/2025

এখন রাতে বারো ঘন্টা একটানা ঘুমালেও এশা বা ফজর কোনো নামাজ কাজা করতে হয় না....তার উপর আজ থেকে এক ঘন্টা বাড়িয়ে দেওয়া হলো।
"এত সুন্দর শীত কাল"❤️‍🩹

07/09/2025

এক স্যার ক্লাসে খুব গল্প বলতেন। আর বলতেন দেখো পড়া ভুলে যেয়ে গল্পই মনে রেখো না যেনো বরং পড়া মনে রেখে গল্প ভুলে যেয়ো তাতে সমস্যা নেই।

গল্প গুলো ছিলো খুব ছোটো ,ছোটো সুন্দর আর বেশির ভাগ ছিলো মজার।পড়া বুঝাতেন সাথে গল্প বলতেন তার পড়ানোর ধরনটাই ছিলো এরকম।

কিছু তার বাস্তব জীবনের আর কিছু ছিলো কাল্পনিক।

স্যারকে মাঝে মাঝে বলতাম স্যার আজকে একটু কম পড়ান ,ছুটি চাই বা গল্প শুনবো এই আর কি। তা যাই হোক স্যার নিজে থেকেই অনেক গল্প বলতেন খুব ভালো পড়াতেন আর খুব জ্ঞানী ছিলেন।

তারপরেও আমরা এরকম বলতাম। তো একদিন স্যার বল্লেন তোমাদের এই বদঅভ্যেস এর জন্য আমিই দায়ি এবং এটা ঠিক করার দায়িত্ব আমার।

আমি তোমাদেরকে এখন থেকে যেই গল্প গুলো বলবো আমি আবার তোমাদেরকে পরে জিজ্ঞেস করবো কোন পরাটার সময় কোন গল্পটা বলেছিলাম।

প্রতি বছর তার বিষয় শ্রেণী কক্ষ একটাই।
কিন্তু আমাদের তো আর তা ছিলো না...!

অতপর : স্যার বুঝতে পারলেন তার শিক্ষার্থীদের পরিবর্তন... তারা অংকে আরো মনোযোগি হয়েছিলো।

প্রত্যেক টা মানুষের জীবন চক্র এক হলেও প্রত্যেকের জীবনের গল্প কিন্তু এক না.....?



゚viralfbreelsfypシ゚viral

এই আকাশ এই সমুদ্র নিরবে আমাদেরকে অনেক কিছু দিয়ে যায়। যা দর্শন এ পাওয়া যায়.....! 🛳️🌊❤️‍🩹 ゚viralfbreelsfypシ゚viral
19/08/2025

এই আকাশ এই সমুদ্র নিরবে আমাদেরকে অনেক কিছু দিয়ে যায়। যা দর্শন এ পাওয়া যায়.....! 🛳️🌊❤️‍🩹



゚viralfbreelsfypシ゚viral

ছোট্ট কাকীমা থেকে ছোট্ট আয়ানের জন্য ❤️‍🩹
01/08/2025

ছোট্ট কাকীমা থেকে ছোট্ট আয়ানের জন্য ❤️‍🩹

ছোট্ট আয়ান....🤲💌🎈🎁🤍🍰🤍এই পৃথিবীতে জন্ম থেকে আজ পর্যন্ত.... যে খাবার টা তোমার প্রধান খাবার ছিলো  "যে খাবার টা জন্মের পর থে...
31/07/2025

ছোট্ট আয়ান....🤲💌🎈🎁🤍🍰🤍

এই পৃথিবীতে জন্ম থেকে আজ পর্যন্ত....

যে খাবার টা তোমার প্রধান খাবার ছিলো "
যে খাবার টা জন্মের পর থেকে আজ পর্যন্ত "
এক দিনও না খেয়ে তুমি থাকো নি সেই খাবার টাই আজ থেকে আর কোনো দিনও তুমি খাবে না।

এ রকম করে আল্লাহর দেওয়া সকল নিয়ম মেনে চলার সকল তৈফিক মহান আল্লাহ্ রাব্বুল আলামিন তোমাকে দান করুক।

প্রত্যেক টা পরিবর্তন হোক সফলতার দিক নির্দেশনা।

'মা'তোমার জন্য অনেক দোয়া করি ইহোকাল এবং পরোকালের সকল কল্যাণ আল্লাহ্ তায়ালা তোমাকে দান করুক।

আদরের ছোট্ট সন্তান এর আজ দুই বছর পূর্ণ হলো।

মা....❤️‍🩹

Tasty moments…When times together🍰🐝
26/07/2025

Tasty moments…When times together🍰🐝



26/07/2025

কোন একটা national crisis এর সময়ই এত দল, উপদল আর এত ইস‍্যু মনে হয় পৃথিবীর কোন জাতি তৈরী করতে পারে না! My God! প্রত‍্যেক ঘন্টায় নতুন ইস‍্যু! এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি!

12/07/2025

ফেসবুকে এখন নানান কাহিনী।

- এক চাঁদাবাজ আরেক‌ চাঁদাবাজকে পাথর দিয়ে পিটিয়ে মেরে ফেলেছে।

- এক মেয়ে যে ব্যাড বয়দের পছন্দ করত সে প্রেগনেন্ট হয়ে লাইভে এসে কান্নাকাটি করছে।

- একজন টিনেজার নারসিসিস্ট বাবা মায়ের নামে মামলা করেছে।

- আরেক মেয়ে এসএসসিতে দুই সাবজেক্টে ফেল করে মাকে নিয়ে লাইভে এসে গর্ব করছে।

- এক ইমামকে পিটিয়ে রক্তাক্ত করা হয়েছে নবীজিকে কটুক্তি করার সন্দেহে। ‌

পুরা সার্কাস চলতেছে ফেসবুকে।

আমার ৪টা পরামর্শ থাকবে -

১. এখন ভাইরাল হওয়ার চিন্তা করবেন না। সব ঘটনার ভিড়ে আপনার ঘটনা হারিয়ে যাবে। ১৫ টা দিন অপেক্ষা করুন। এরপর ভাইরাল হওয়ার জন্য আজাইরা ভিডিও বা কনটেন্ট তৈরি করুন।

২. 'IELTS দিয়ে বিদেশে চলে যান' এরকম যারা বলেন সেটা বলার মোক্ষম সময় এখন। একটু প্রচারণা চালালে বাংলাদেশের অর্ধেক মানুষ এখন IELTS দিয়ে ফেলতো। ‌ এক মাস পরে কিন্তু এই হাইপ থাকবে না।‌ সময়টাকে কাজে লাগান।

৩. ফেসবুক থেকে আপাতত কিছু সময় দূরে থাকুন। নিজের মানসিক স্বাস্থ্যের জন্য ফেসবুকে আসাটা এখন ভালো সময় নয়।‌

৪. আল্লাহর নিকটবর্তী হোন। ‌ আল্লাহ ছাড়া আমাদের আসলে কোন বন্ধু নাই,‌ ভরসা নাই, কিচ্ছু নাই।



03/07/2025

আস্সালামুআলাইকুম ওয়া রহমাতুল্লাহ ।

ইনশাআল্লাহ আগামী ০৪ ও ০৫ ই জুলাই ( *ইউরোপিয়ান জনের জন্য)* এবং ০৫ ও ০৬ জুলাই *(বাংলাদেশ জনের জন্য)* ২০২৫ ইং আশুরার রোজা।
🍃আবু কাতাদাহ (রাঃ) হতে বর্ণিত-
রাসূলুল্লাহ্ (সঃ) কে *আশুরার দিনের রোজা* রাখা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন-
🍀আমি আল্লাহ্’র কাছে আশাবাদী, উক্ত দিনের *রোজাদারদের পূর্ববর্তী এক বছরের গুনাহ্ আল্লাহ্ ক্ষমা করে দিবেন।*

*সহিহ মুসলিম,*
*হাদিস নং ২৬১২,*

*বি:দ্র:* সম্মানিত মাস মুহাররম আমাদের মাঝে অতিবাহিত হচ্ছে। এই মাসের *১০ তারিখ* কে বলা হয় *আশুরা।* এই দিন আল্লাহ সুবহানুতায়ালা হযরত *মুসা ( আ 🙂 কে* ফিরাউনের কবল থেকে রক্ষা করেছিলেন সমুদ্র পার করিয়ে। তাই রাসূলুল্লাহ (সঃ ) শুকরিয়া স্বরূপ এই দিনে রোযা রাখতেন এবং আমাদেরকেও রোযা রাখতে উৎসাহিত করেছেন। তবে *ইহুদীদের আমলের সাথে পার্থক্য করার জন্যে* রাসূলুল্লাহ (সঃ ) বলেছিলেন যে আমি যদি আগামী বছর বেঁচে থাকি তাহলে *৯ তারিখেও রোযা রাখবো* । এই জন্যে আমরাও *২ টি রোযা* রাখবো ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ (সঃ ) আরো বলেছেন যে, রমাদানের রোযার পরে সবচেয়ে উত্তম রোযা হচ্ছে মুহাররম মাসের রোযা। মহান আল্লাহ তায়ালা যেন আমাদেরকে উক্ত দিনসমূহে রোযা রাখার তাওফিক দান করেন। আমিন ।



28/06/2025

কোন ফেরেশতার কাজ বেশি সহজ....?

Get togather for mid summer ……..😎💥রাত ছাড়া দিন.....!ভর্তা পার্টি...... যখন খাওয়ার পর্ব শেষ.....! সবাই কে কয় দিন খাবে না ...
21/06/2025

Get togather for mid summer ……..😎💥
রাত ছাড়া দিন.....!
ভর্তা পার্টি...... যখন খাওয়ার পর্ব শেষ.....!
সবাই কে কয় দিন খাবে না বা না খেয়ে থাকবে সেই ভাবনায় থাকে 😋🫰....!

বাসায় মেহমানদের আনা মিষ্টি মাঝে মধ্যেই একসাথে অনেক খেতাম..... 🎁🧆যা ,একদিন দেখে ননদিনী  জানতে চাইলো.... 'কিরে মনা মিষ্টি ...
16/06/2025

বাসায় মেহমানদের আনা মিষ্টি মাঝে মধ্যেই একসাথে অনেক খেতাম..... 🎁🧆

যা ,একদিন দেখে ননদিনী জানতে চাইলো....
'কিরে মনা মিষ্টি কয়টা খাইলি'

আমি বল্লাম.... মাত্র আটটটটটটা....!
কেনো তুমি খাইবা দিবো আরো.....?

ননদ : এতো মিষ্টি আমি খাই না....!


Adress

Bandstolsvägen 20lgh 1301
Uppsala
75648

Webbplats

Aviseringar

Var den första att veta och låt oss skicka ett mail när Healthy Thought postar nyheter och kampanjer. Din e-postadress kommer inte att användas för något annat ändamål, och du kan när som helst avbryta prenumerationen.

Dela

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram