10/22/2022
গবেষকরা জানিয়েছেন, শরীরে রক্ত চলাচল বাড়লে যৌ"ন উদ্দীপনাও বাড়ে। তরতাজা ও ফরমা-লিনমুক্ত শাক সবজিতে প্রচুর পরিমানে ভিটা"মিন ও ম্যাগনে-সিয়াম পাওয়া যায় যা শরীরে র'ক্ত চলাচল বৃদ্ধি করে। এছাড়া বিভিন্ন রকম শাক, ব্রকলি, লেটুস, ফুলকপি, বাঁধাকপি এগুলোতে রয়েছে ফলেট, ভিটা;মিন বি সহ অন্যান্য অ্যান্টি'অক্সিডেন্ট। এছাড়া মিষ্টি আলু খুব ভালো একটি সে-ক্স ফুড। এটি নারীদের যো"নি এবং ইউটে;রাসের আকার ভালো রাখে। তাছাড়া এটা সে!ক্স হর*মোন তৈরিতেও সাহায্য করে।
এগুলোর পাশাপাশি প্রতিদিন গাজর খাবেন। গাজরে ভিটা-মিন ‘এ’ আছে যা পুরুষদের হর+মোন তৈরিতে সাহায্য করে। গাজরে যৌ'ন অক্ষমতা দূর হবে এবং সে"ক্স পাওয়ার বাড়বে। আর প্রাকৃতিক উপায়ে জন-নাঙ্গে'র স্বাস্থ্যের উন্নতি করতে প্রতিদিন সালাদের সঙ্গে বিট খেতে হবে। বিট খাওয়ার ফলে র-ক্তের সঙ্গে বিশুদ্ধ অক্সি_জেন জন"নাঙ্গে প্রবেশ করে যৌন"শক্তি বৃদ্ধি পায়।