10/08/2025
প্রিয় সবাই,
গত ২০ দিন পেজের আপডেট বন্ধ থাকার জন্য দুঃখিত ❤️
ডা. জারা ম্যামের চেম্বারের এসিস্ট্যান্ট ডাক্তার সকলেই আমরা জাপানে একটি গুরুত্বপূর্ণ মেডিকেল রিসার্চ প্রজেক্টে অংশ নিতে গিয়েছিলাম।
এই সময়টাতে পেজের কাজ সাময়িকভাবে বন্ধ ছিল।
আজ থেকে আমরা আবার নিয়মিতভাবে পেজে সক্রিয় হচ্ছি — ইনশাআল্লাহ নতুন কনটেন্ট, হেলথ টিপস ও আপডেট নিয়মিত পাবেন 🌿
ধন্যবাদ সবাইকে ভালোবাসা ও ধৈর্যের জন্য 💚