08/24/2025
ইস্তিগফার—জীবনের সকল সমস্যার একমাত্র পরিপূর্ণ সমাধান
আপনার কি চাকরির দরকার? ব্যবসার মূলধন নেই? রিজিকের চিন্তায় অস্থির? বিয়ে হচ্ছে না? সন্তান না হওয়া, ফসল ভালো না হওয়া, দুঃখ-কষ্ট, বিপদ-আপদ, দুশ্চিন্তা—সব সমস্যার একটাই সহজ ও নিশ্চিত সমাধান: ইস্তিগফার।
ইস্তিগফার মানে—আল্লাহর কাছে নিজের গুনাহের জন্য ক্ষমা চাওয়া, অনুতপ্ত হওয়া, ও তার দিকে ফিরে যাওয়া। এটি শুধু গুনাহ মোচনের আমল নয়, বরং কুরআন ও হাদীস অনুযায়ী, জীবনের জটিলতম সমস্যার চাবিকাঠি।
ইস্তিগফারের উপকারিতা হাদীস ও কুরআনের আলোকে:
রাসূল (সা.) বলেছেন—
“যে ব্যক্তি ইস্তিগফারকে অভ্যাসে পরিণত করবে, আল্লাহ তার জন্য প্রতিটি সংকট থেকে মুক্তির পথ খুলে দেবেন, তার দুশ্চিন্তা দূর করবেন এবং এমন উৎস থেকে রিজিক দেবেন যা সে কল্পনাও করতে পারেনি।”
[আবু দাউদ: ১৫১৭]
হাসান বসরী (রহ.)-এর ঘটনা:
এক ব্যক্তি খরার কারণে ফসলহানির অভিযোগ করলে, তিনি বললেন: “ইস্তিগফার করো।”
আরেকজন রিজিক না পাওয়ার কথা বললে, বললেন: “ইস্তিগফার করো।”
তৃতীয়জন সন্তান না হওয়ার কথা বললে, তাকেও বললেন: “ইস্তিগফার করো।”
ছাত্ররা অবাক হয়ে জিজ্ঞেস করলে তিনি বললেন, "আমি কিছু বলিনি; আল্লাহই কুরআনে এ শিক্ষা দিয়েছেন।" তারপর তিনি সুরা নূহ এর এই আয়াত তিলাওয়াত করলেন:
> فَقُلْتُ اسْتَغْفِرُوا رَبَّكُمْ إِنَّهُ كَانَ غَفَّارًا...
“তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও। তিনি অতি ক্ষমাশীল। তিনি আকাশ থেকে প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন, ধন-সম্পদ, সন্তান-সন্ততি দেবেন, তোমাদের জন্য বাগান সৃষ্টি করবেন, নদীনালা প্রবাহিত করবেন।”
[সূরা নূহ: ১০-১২]
ইস্তিগফারের কয়েকটি গুরুত্বপূর্ণ দোআ:
১.
আরবি: أَسْتَغْفِرُ اللّٰهَ
উচ্চারণ: আস্তাগফিরুল্লাহ
অর্থ: আমি আল্লাহর কাছে ক্ষমা চাই।
[মিশকাত: ৯৬১]
২.
আরবি: أَسْتَغْفِرُ اللّٰهَ وَأَتُوْبُ إِلَيْهِ
উচ্চারণ: আস্তাগফিরুল্লাহ ওয়া আতূবু ইলাইহি
অর্থ: আমি আল্লাহর কাছে ক্ষমা চাই এবং তাঁর দিকেই ফিরে যাচ্ছি।
[বুখারী: ৬৩০৭]
৩.
আরবি: رَبِّ اغْفِرْ لِيْ وَتُبْ عَلَيَّ إِنَّكَ أَنْتَ التَّوَّابُ الرَّحِيمُ
উচ্চারণ: রাব্বিগফিরলী, ওয়া তুব আলাইয়্যা...
অর্থ: হে প্রভু, আপনি আমাকে ক্ষমা করুন, নিশ্চয় আপনি ক্ষমাকারী ও করুণাময়।
[আবু দাউদ: ১৫১৬]
৪.
আরবি: أَسْتَغْفِرُ اللّٰهَ الَّذِي لَا إِلٰهَ إِلَّا هُوَ الْحَيُّ الْقَيُّوْمُ وَأَتُوْبُ إِلَيْهِ
উচ্চারণ: আস্তাগফিরুল্লাহ... হাইয়্যুল কাইয়্যুম
অর্থ: আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, তিনি ছাড়া কোনো মা‘বূদ নেই, তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী।
[তিরমিযি: ৩৫৭৭]
৫. সাইয়্যিদুল ইস্তিগফার (ক্ষমা প্রার্থনার শ্রেষ্ঠ দোআ):
আরবি ও উচ্চারণ:
اللَّهُمَّ أَنْتَ رَبِّي... إلى آخره
অর্থ: হে আল্লাহ, তুমিই আমার রব। তুমি ছাড়া উপাস্য নেই। আমি তোমার বান্দা... (সম্পূর্ণ দোআ পূর্বোক্ত অংশে আছে)
ফজিলত: কেউ সকাল-বিকাল এ দোআ অর্থসহ পড়ে যদি সেদিন/রাতে মারা যায়, সে জান্নাতে যাবে।
[বুখারী: ৬৩০৬]
শেষ কথা:
ইস্তিগফার কেবল গুনাহ মাফের উপায় নয়—এটা জীবনের সকল অশান্তি, রিজিক সংকট, দাম্পত্য জটিলতা, সন্তান-সন্ততির অভাব, এমনকি দুনিয়াবি অগ্রগতির জন্যও এক অলৌকিক অস্ত্র। আজ থেকেই এই বরকতময় আমলটি নিয়মিত করে ফেলুন। ইস্তিগফারকে বানিয়ে ফেলুন জীবনের স্থায়ী অভ্যাস।
ইস্তিগফার করুন, আল্লাহর রহমত ডেকে আনুন।
সংগৃহীত ©️