Dr. Sr Khan

Dr. Sr Khan Welcome To My Page

03/08/2025

সংসারে রহমত ও বরকত বৃদ্ধি করতে চাচ্ছেন?রাতে নিজে ঘুম থেকে উঠুন,স্ত্রীকেও জাগিয়ে তুলুন,দুজন মিলে তাহাজ্জুদ পড়ুন।

10/07/2025

যদি উত্তেজিত অবস্থায় ৩.৫+ ইঞ্চি হয় → মি-লনে সমস্যা হয় না❤️

04/06/2025

ফজরের আগে ১০০ বার ইস্তেগফার করলে রিজিক ও জীবনের direction বদলে যেতে পারে।
পরীক্ষত❤️

31/05/2025

আল্লাহর কাছে দাম্পত্য সুখ ও যৌন স্বাস্থ্য চেয়ে দোয়া করলে, তিনি কখনো ফিরিয়ে দেন না।
“যে আল্লাহকে বেশি ডাকে, আল্লাহ তার সব চাহিদা পূরণ করেন।”

29/05/2025

অশ্লীলতা শুধু চোখে নয়, মুখেও দাগ ফেলে যায়।
যারা বিরত আছেন আলহামদুলিল্লাহ বলুন।

26/05/2025

যৌ-ন শক্তি দীর্ঘসময় ধরে রাখতে ২০ টি গোপন খাবার – জানলে আপনি অবাক হবেন!

১. কলা:
এতে আছে পটাশিয়াম ও এক বিশেষ এনজাইম (bromelain), যা রক্ত চলাচল বাড়িয়ে যৌন শক্তি বাড়ায়।

২. বাদাম (আখরোট, কাঠবাদাম):
ওমেগা-৩ ও আর্জিনিন থাকায় শুক্রাণুর মান ভালো করে ও স্ট্যামিনা বাড়ায়।

৩. ডার্ক চকোলেট:
মেজাজ ভালো করে, রক্তনালিতে নাইট্রিক অক্সাইড বাড়ায় – ফলে উত্তেজনা বাড়ে।

৪. তরমুজ:
এটাকে বলা হয় প্রাকৃতিক ভায়াগ্রা! এতে থাকা সিট্রুলিন যৌন উত্তেজনায় সাহায্য করে।

৫. ডিম:
উচ্চ প্রোটিন ও ভিটামিন B6 হরমোন ব্যালান্স করে, ক্লান্তি দূর করে।

৬. মধু:
এতে আছে বোরন ও প্রাকৃতিক চিনি – টেস্টোস্টেরন হরমোন বাড়ায় ও এনার্জি দেয়।

৭. রসুন:
রসুনে থাকা এলিসিন রক্ত চলাচল বাড়িয়ে দীর্ঘস্থায়ী পারফরম্যান্সে সাহায্য করে।

৮. গরুর কলিজা:
আয়রন ও জিংক থাকায় শুক্রাণুর সংখ্যা ও শক্তি বাড়ায়।

৯. অ্যাভোকাডো:
ভিটামিন ই ও স্বাস্থ্যকর ফ্যাট যৌন শক্তি ও কামনা বাড়াতে সাহায্য করে।

১০. দুধ ও খেজুর:
এই প্রাচীন কম্বিনেশন পুরুষের যৌন শক্তি ও শুক্রাণুর গুণমান বাড়ায়।

১১. Sea Food বা সামুদ্রিক মাছ
এগুলোতে থাকে প্রচুর জিংক – যা টেস্টোস্টেরন বাড়ায় ও লিবিডো (s*x drive) বাড়ায়।

১২. কাঁচা দুধে ভেজানো খেজুর ও আখরোট:
এটা প্রাচীন আয়ুর্বেদিক রেসিপি – পুরুষের বীর্য ঘন করতে ও যৌন দুর্বলতা কাটাতে দারুণ কার্যকর।

১৩. অলিভ অয়েল:
হৃদযন্ত্রের স্বাস্থ্য ভালো রাখে, রক্ত চলাচল বাড়িয়ে যৌনাঙ্গে বেশি রক্ত সরবরাহ করে।

১৪. মৌরি ও কালোজিরা:
Testosterone হরমোনের প্রাকৃতিক উৎস।

১৫. পেঁয়াজ (কাঁচা বা সেদ্ধ):
পুরুষের জন্য “ভিরিলিটি ফুড” বলা হয় – বীর্য বাড়াতে ও শরীর গরম রাখতে সহায়ক।

১৬. চিঁড়া ও মধুর শরবত:
পুরাতন বাংলার এক গোপন শক্তিবর্ধক পানীয়।

১৭. কাঁচা হলুদ ও দুধ:
রাতে ঘুমানোর আগে খেলেই মস্তিষ্ক, হরমোন ও যৌনক্ষমতা তিনটিই উন্নত হয়।

১৮. বীজ জাতীয় খাবার (Pumpkin seeds, Flax seeds):
Zinc, Magnesium & Omega-3 – এই তিন উপাদানে যৌন হরমোন প্রাকৃতিকভাবে বাড়ে।

১৯. তিসি বীজ (Flaxseed):
Testosterone-boosting খাবার হিসেবেই পরিচিত – বিশেষত শরীর দুর্বল থাকলে।

২০. কালোজাম ও আঙুর:
Antioxidant-rich – যা শরীরের ক্লান্তি দূর করে এবং যৌন ইচ্ছা বাড়ায়।

আপনার সামার্থ অনুযায়ী খাবার খেতে হবে
সেটা অল্প হোক কিন্তু নিয়মিত সেবন করুন সম্ভব হলে একটু ব্যায়াম ও করুন।
আশাকরি ভালো ফল পাবেন ইনশাআল্লাহ।

নিজের জন্য নয়, প্রিয় মানুষের জন্য হলেও সেভ করে রাখুন।
কমেন্ট করুন ‘Power Foods’ – পুরো লিস্ট ইনবক্সে পাবেন!”❤️❤️ আপনার প্রিয় ফল কোনটি?

20/05/2025

আপনি জানেন কি??

কিভাবে বুঝতে পারবেন কোন ধরনের শীতলতা

১.সকাল বেলা শক্ত হয়
কিন্তু অন্য সময়ে হয়না
Psychogenic

2.সকালেও শক্ত হয়না
Organic

3.যৌ-ন আগ্রহ কমে যায় বা ভালো লাগছে না
এমনকি বিরক্ত লাগে
তাহলে বুঝবেন
হরমোনাল ইস্যু
Testosterone কমে যেতে পারে।

৪.হঠাৎ করে শীতল হয়ে যাচ্ছে Mental Anxiety

5.ধীরে ধীরে শীতল হয়ে যাচ্ছে
Blood flow কম।

৬.রোগীর ডায়াবেটিস, ব্লাড প্রেশার থাকলে
Vascular diseases সন্দেহ করা হয়।

৭.মন চাই কিন্তু শক্ত হয়না
erectile dysfunction

৮.মনের মধ্যে কোন আকর্ষন
নেই
লো লিবিডো

৯.মিলনের সময় অনেক ব্যথা হয় তাই এড়িয়ে চলি
Dyspareunia

১০.আমার লজ্জা ভয় লাগে মনে হয় মরে যাবো
মনে হয় অনেক ব্যথা পাবো
Vaginismus Disease

১১.স্বামী অনেক চেষ্টা করে কিন্তু আমি কখনো শেষ করতে পারিনা।
Anoragasmia

১১.রাতে ঘুমাতে গেলে ঘুমের মধ্যে বের হয়ে যায়
যৌন স্বপ্ন বা স্বপ্ন ছাড়াই
Nocturnal Emissions

১২.মাথার মধ্যে শুধু যৌ চিন্তা ঘুরপাক পাক খায়, কোননকাজেই মন দিতে পারিনা
Hypers-exuality

১৩.আমি মিলনের কথা ভাবতে পারিনা
খুব বিরক্ত লাগে
S-exual Aversion disorder
কোনটার সাথে আপনি পরিচিত??

প্রাকৃতিক টোটকা চিকিৎসাকোন পুরুষ এভাবে এই উপাদান গুলো দিয়ে পান খেয়ে স্ত্রীর বিছানায় গেলে দীর্ঘ সময় সহবাস করতে পারবেউপা...
12/05/2025

প্রাকৃতিক টোটকা চিকিৎসা
কোন পুরুষ এভাবে এই উপাদান গুলো দিয়ে পান খেয়ে স্ত্রীর বিছানায় গেলে দীর্ঘ সময় সহবাস করতে পারবে
উপাদান:-একটা পান , ১ চামুচ কালোজিরা, এক কোয়া রসুন ৩ টোকরো হাতিশুড় গাছের শিকড় ১ চামুচ মধু।
#টোটকা #চিকিৎসা #ঘরোয়া #পদ্ধতি #

01/05/2025

°°পুরুষদের যৌবন ও স্বাস্থ্য ভালো রাখার ৫ টি গুরুত্বপূর্ণ পরামর্শ°°

১. টে-স্টো-স্টে-রন বাড়াবেন কিভাবে? -একটি নির্দিষ্ট খাদ‍্যতালিকা করে নিন।কার্বোহাইড্রেট জাতীয় খাবার কম খান,জাঙ্ক ফুড এড়িয়ে চলুন।ডিম, মাছ, বাদাম, মধু ও খেজুর বেশি করে খান।ভিটামিন ডি ও জিংক সমৃদ্ধ খাবার খান। -নিয়মিত ব্যায়াম, বিশেষ করে ওয়েট লিফটিং ও স্কোয়াট করুন।কেগেল এক্সারসাইজ মাস্ট। -মস্তিষ্ককে আরাম দিন,পর্যাপ্ত বিশ্রাম নিন। অন্ততপক্ষে ৭-৮ ঘণ্টা। -মানসিক চাপ কমানো জরুরী,কোনোকিছু নিয়ে অতিরিক্ত চিন্তা করবেন না।মানসিক শান্তি থাকবেনা এমন জায়গাগুলো এড়িয়ে চলুন।

২. দ্রুত বী-র্য-পা-ত এড়াতে করণীয় কি? -কেগেল এক্সারসাইজ (PC মাংসপেশি শক্তিশালী করা) করুন নিয়মিত। -পিপ (Pause & Play) টেকনিক ফলো করুন, ধীরস্থির ভাবে নিজের লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা করুন। -শ্বাস নিয়ন্ত্রণ করুন,যখনই মনে হবে অতিরিক্ত উত্তেজনা বোধ করছেন তখনই থেমে যান। -ধূমপান এবং নে-শা থেকে নিজেকে সংযত রাখুন।

৩. যৌ-ন শক্তি বাড়ানোর জন্য কি কি খাবার খেতে পারেন? -মধু,কালোজিরা,দুধ,খেজুর,কাঠবাদাম,কাজুবাদাম,কিসমিস,ছোলা,দুধ এবং ডিমের কুসুমের মিল্কশেক ইত‍্যাদি।

৪. সুস্থ শুক্রাণু উৎপাদনের জন্য কি করনীয়? -মোবাইল ও ল্যাপটপের অতিরিক্ত রেডিয়েশন এড়িয়ে চলুন। -ঢিলেঢালা অন্তর্বাস পড়ুন। -অতিরিক্ত গরম পানিতে গোসল না করে ঠান্ডা পানিকে প্রাধান্য দিন। -নিজেকে চিন্তামুক্ত রাখুন।

৫. লিবিডো বা যৌ-ন ইচ্ছা বাড়ানোর জন্য কি কি করনীয়? -এই অংশে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নিজের সঙ্গীর প্রতি আকর্ষণ বাড়ানো। তার প্রতি মনোযোগী হওয়া এবং রোম‍্যান্টিক সময় কাটানো। এতে দুজনের মধ্যে বন্ধুত্ব তৈরি হয় এবং সম্পর্ক মজবুত করতে আপনাআপনিই যৌ-ন আকাঙ্ক্ষা চলে আসে।

-এছাড়াও মানসিক চাপ কমানো,শারীরিকভাবে ফিট থাকা,বোরিং রুটিন পরিবর্তন করাও গুরুত্বপূর্ণ। এগুলো ছাড়াও কোনো নির্দিষ্ট বিষয়ে জানতে চাইলে কিংবা নিজের কোনো প্রশ্ন থাকলে আমাকে ইনবক্সে ম‍্যাসেজ পাঠাতে পারবেন।

24/04/2025

আল্লাহর সাথে সম্পর্ক গড়ার উপায়

১. নামায – আল্লাহর সাথে সংলাপ।
২. দোয়া – সরাসরি অনুরোধ করার লাইসেন্স।
৩. কুরআন – আল্লাহর বার্তা।
৪. জিকির – হৃদয়ের স্পর্শ।
৫. সবর – আল্লাহর প্রতি আস্থা।

22/04/2025

"একজন স্ত্রীর চাহিদা তখনই বেড়ে যায় যখন স্বামীর সাথে তার দুরত্ব বেড়ে যায়।

তখন সে গহনা, শাড়ি, দামী জিনিস এসবের প্রতি ভালোলাগা খুঁজে পায়।

-"স্ত্রী হলো মাটির মত আর ভালোবাসা হলো জল, আপনি দুটোকে একসাথে মিশিয়ে ইচ্ছে মত আকৃতি দিতে পারবেন।

-"আপনার স্ত্রী কখনোই আপনার কাছে লক্ষ্য টাকা দামের জিনিস চাইবেনা, যদি আপনি মাঝে মধ্যে স্ত্রীকে নিয়ে রাস্তার পাশে ৩০ টাকা দামের ফুচকা খান।

-"আপনার স্ত্রী কখনোই আপনাকে বলবেনা, আমাকে দামী গাড়ী কিনে দাও, যদি আপনি মাঝে মধ্যে স্ত্রীকে নিয়ে হুট খোলা রিকশায় এই শহরটা একটু ঘুরে বেড়ান।

-"পুরো সংসারের কাজ করার পরেও আপনার স্ত্রী বলবেনা আমার কষ্ট হচ্ছে,

যদি আপনি আপনার স্ত্রীর কে ভালোবেসে কপালে একটা চুমু খান, তাঁর কাজে একটু হাত বাড়ান এবং বলেন সারাদিন অনেক করেছো।

-"ভালোবাসা তো শুধু দামী জিনিসের মধ্যেই লুকিয়ে থাকেনা,

-"মাঝে মধ্যে ভালবাসা ১৫ টাকা দামের গোলাপ আর রাস্তার পাশে বিক্রি হওয়া ৩০ টাকা দামের কাচের চুড়ির মধ্যেও লুকিয়ে থাকে,

-" কেয়ার থাকলে সংসার যুদ্ধ ক্ষেত্র না হয়ে, হবে স্বর্গ..... তাই নিজের স্ত্রীকে উত্তম ভালবাসাটা দিন.!!

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Sr Khan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr. Sr Khan:

Share