Sharthopor - স্বার্থপর

  • Home
  • Sharthopor - স্বার্থপর

Sharthopor - স্বার্থপর ভালবাসার সুন্দর যদি মানুষটা সঠিক হয়, রূপে গরমে অনেক ভালবাসা পাশের রুমের ভাই নিয়ে গেছে।

09/02/2024
হাজার টাকা খরচ করে গার্লফ্রেন্ড/বয়ফ্রেন্ড কে গিফট না দিয়ে, পথ শিশুকে শীতের কাপড় কিনে দেন,পৃথিবীর সেরা হাসিটা দেখতে পাবে...
09/02/2024

হাজার টাকা খরচ করে গার্লফ্রেন্ড/বয়ফ্রেন্ড কে গিফট না দিয়ে, পথ শিশুকে শীতের কাপড় কিনে দেন,
পৃথিবীর সেরা হাসিটা দেখতে পাবেন.🥰🥰
আমি প্রতি নিয়ত দেখি
আলহামদুলিল্লাহ্

05/02/2024

Sorry বললে হইতো প্রেমটা থেকে যেতো

তুমি অন্য কারো হয়ে গেলে, খুব বেশি যে ক'ষ্ট পাবো তা'না। তুমি অন্য কারো হয়ে গেলে বড়জোর ডানা ভে'ঙে যাওয়া  পাখিটার মতো তী'ব্...
03/02/2024

তুমি অন্য কারো হয়ে গেলে, খুব বেশি যে ক'ষ্ট পাবো তা'না। তুমি অন্য কারো হয়ে গেলে বড়জোর ডানা ভে'ঙে যাওয়া পাখিটার মতো তী'ব্র য'ন্ত্র'ণার চো'টে ছ'টফ'ট-ছ'টফ'ট করবো। সারা মরুভূমির মাঝে একজন তৃষ্ণার্থের মতো হয়তো কাত'রাতে থাকবো। কিন্তু ম'রে তো আর যাবো না; তাই না!
তুমি অন্য কারো হয়ে যাওয়ার দশ কিংবা বারো বছর পর হয়তো আমারও বিয়ে হবে, বউ হবে, সংসার হবে, ছেলে-মেয়ে হবে, কেউ আমারও বুকে মাথা রাখবে; দিনশেষে আমিও কাউকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়বো।
তুমি অন্য কারো হয়ে গেলে, বেহা'য়ার মতো হয়তো একবছর কিংবা তারও একটু বেশি সময় তোমার শশুর বাড়ির আশে-পাশে ঘুর'ঘুর ঘুর'ঘুর করবো। তারপর ঠিকই কোনো একটা কাজে ব্যস্ত হয়ে যাবো খুব।
তুমি অন্য কারো হয়ে যাওয়ার দুই অথবা তিন বছরের শুরু কিংবা মাঝা-মাঝি সময়ে হুট করেই একদিন খবর পাবো তুমি প্রেগন্যান্ট; তুমি 'মা' হতে চলেছো, তোমার গর্ভে অন্য কারো সন্তান। এ খবর শোনার পর আমি কি নিঃ'শ্বা'স নিতে পারবো! তোমার কি মনে হয়!

মানবতা আজ কত নিচে নেমে গেছে.!!"🥺😓😭১০ মিনিট এর আবেগ মাগো ৫ মিনিট এর সুখ....!!😪কে তুমি মা, দেখতে দিলা না এই পৃথিবীর মুখ..!...
03/02/2024

মানবতা আজ কত নিচে নেমে গেছে.!!"🥺😓😭
১০ মিনিট এর আবেগ মাগো ৫ মিনিট এর সুখ....!!😪
কে তুমি মা, দেখতে দিলা না এই পৃথিবীর মুখ..!!
জোর করে আসি নি, তো তোর শরীরে আমি..!!
পৃথিবীতে সন্তান নাকি হয় মায়ের কাছে দামি...!!
তবে কেনো বিবেক ভুলে আমায় পেটে নিলা..!!
সুখের শেষে,কেটে ছিরে আমায় ফেলে দিলা..!!
একদিন তুমি আমার কাছে আসবে ঠিকি মা গো...!!😔
কি বলবে আল্লাহ কাছে ঠিক করে রাখো..!?
আমি তো মা বেচেই গেছি,বাঁচলো তোমার মান...!!
নয়তো সবাই বলতো, মোরে অবৈধ সন্তান..!!
পতিতা সেজে সুখ পেতে, আমায় পেটে নিলে..!!
কলঙ্কের ভয়ে কেন আমায়, ছুরে ফেলে দিলা..!!
তোমার মা ও করতো যদি, তোমার সাথে এমন..!!
বুজতা মা গো সেদিন তুমি, মৃত্যু যন্ত্রণা কেমন..??😪

03/02/2024

কাকে দেখলে
আপনার হার্টবিট
বেড়ে যায়🤔

কিছু মানুষের সাথে রক্তের সম্পর্ক না থাকলেও বা অনেক দিনের চেনাজানা না থাকলেও তারা হুট করে আপন হয়ে যায়। ঠিক তেমনই মিষ্টি। ...
02/02/2024

কিছু মানুষের সাথে রক্তের সম্পর্ক না থাকলেও বা অনেক দিনের চেনাজানা না থাকলেও তারা হুট করে আপন হয়ে যায়। ঠিক তেমনই মিষ্টি। কয়েক মিনিটেই পূর্ণতার আপন হয়ে উঠেছে। লাফিয়ে লাফিয়ে কথা বলছে, হেসে গড়িয়ে পড়ছে। এতোখন পূর্ণতার মধ্যে একটু ভয় বা সংশয় কাজ করলেও এখন মনটা ফুরফুরে তার। নিজের সমবয়সী কাউকে পেয়েছে বলেই বোধহয়।
মিষ্টির বাকি ভাইয়েরা বাসর সাজাচ্ছে। বাগান থেকে তুলে এনেছে টকটকে লাল গোলাপ এবং হলুদ গাঁদা ফুল। বিশাল রাজকীয় রুম খানায় ফুলের ছড়াছড়ি। মিষ্টি পূর্ণতাকে নিয়ে বসিয়েছে ড্রেসিং টেবিলের সামনে। বিশাল বড় একটা আয়না। আয়নার চারপাশে সুন্দর নকশা আঁকা। প্রথমবার দেখলো পূর্ণতা এতো সুন্দর আয়না। আয়নায় নিজেকে দেখে একটু লজ্জাও পেলো বোধহয় পূর্ণতা। নিজেকে কখনো এভাবে দেখা হয় নি।

আয়নার সামনেও রয়েছে বিভিন্ন ধরণের ছোট ছোট বোতল। পূর্ণতা ধারণা করে উঠতে পারে না এসব কিসের বোতল। তবে শুঘ্রাণ আসছে খুব ভালো।

মিষ্টি একটা ডিব্বা তুলে নেয়।ডিব্বার মুখটা খুলে নিজের শরীরে ফুসফুস করে মাখিয়ে পূর্ণতাকেও মাখিয়ে দেয়। কি সুন্দর ঘ্রাণ নাকে লাগছে পূর্ণতার। চোখ বন্ধ করে ঘ্রাণ শুকে নেয়।

"আমার দাভাইয়ের পারফিউম। মোম্বাই থেকে এনেছে। আমি রোজ চুরি করে মেখে স্কুলে যাই

বলেই কিটকিটিয়ে হেসে ওঠে মিষ্টি। পূর্ণতাও একটু হাসে। ইমন ভ্রু কুচকে এসে দাঁড়ায় মিষ্টির পাশে।
" আমাকে একটুখানি দে না। একটুখানি মাখবো।
হাতের আঙুল দিয়ে দেখিয়ে বলে ইমন।

মিষ্টি মুখ বাঁকায়৷
"বড়লোকী পারফিউম ছোটলোকদের গায়ে শুট করে না। ফোঁসকা পড়বে৷

ইমন মিষ্টির মাথায় চাটি মেরে নিজেই তুলে নেয় একটা পারফিউম। এবং চলে যায় খাটের পাশে। তিন ভাই ইচ্ছে মতো পারফিউম মেখে নেয়। পূর্ণতা বুঝতে পারে এই বাড়ির রাগী ছেলেটাই হচ্ছে অভিরাজ। তাকে সবাই ভালোবাসে কিন্তু তার আশেপাশে ঘেসতে পারে না। তার সাথে মিশতে পারে না।

ইফতি ক্ষণে ক্ষণে তাকাচ্ছে পূর্ণতার পাণে। পূর্ণতা এবং মিষ্টির হাসিতে পুরো রুমটাতে ঝংকার তুলছে। সেই হাসি গভীর দাগ কাটছে ইফতির মনে। মনোযোগ দিয়ে দেখছে সে এবং নিজ মনে আওড়াচ্ছে কিছু কথা।

পূর্ণতার হাসি বেশিক্ষণ স্থায়ী হয় না। কেনোনা জমিদার গিন্নি এসে দাঁড়ায় কক্ষের সামনে৷ চোখ মুখ তার ভয়ংকর।

" কি হচ্ছে এসব?

থেমে যায় পূর্ণতার হাসি। মিষ্টিও থমকে দাঁড়ায়। তিন ভাইয়ের হাত থেমে যায়। ইমন খাটের উল্টো পাশে লুকিয়ে পড়ে। জমিদার গিন্নির পাশে ছিলো রেশমা। তার চোখে মুখেও রাগের আভাস।
রেশমা বড়বড় পা ফেলে এগিয়ে যায় পূর্ণতার কাছে।

"লাজ লজ্জা নাই তোমার? হা হা করে হাসতে লজ্জা করছে না? নির্লজ্জ মেয়ে৷ জমিদার বাড়ির বউ হতে পেরে খুশি ধরে রাখতে পারছো না? এবার বাপ মা নিয়ে জমিদার বাড়িতে গেরে বসে ভালো মন্দ খেতে পারবে। বেয়াদব বেহায়া মেয়ে।

অপমানে চোখে পানি চলে আসে পূর্ণতার। জমিদার গিন্নি এগিয়ে এসে আকপটে থাপ্পড় বসিয়ে দেয় পূর্ণতার ডান গালে। স্তব্ধ হয়ে যায় সকলে। মিষ্টি জাপ্টে ধরে পূর্ণতাকে।
"তোর সাহস হলো কি করে? তোর বাড়ির ওই সস্তার খাবার আমাকে খাওয়ানোর? যে কয় লোকমা খাবার আমি মুখে তুলেছি সেই কয় আঘাত তোর পিঠে পড়বে।
জাফররর (জমিদার গিন্নির দেখাশোনার দায়িত্বে যিনি রয়েছে) আমার চাবুক নিয়ে আয়।

জাফর দরজার সামনেই দাঁড়িয়ে ছিলো। হুকুম পেতেই দৌড়ে যায়।
মিষ্টি চুপ থাকতে পারে না
" দাদিমা পূর্ণকে মারবে না তুমি।

জমিদার গিন্নি মিষ্টিকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। ছিটকে গিয়ে মিষ্টি ফ্লোরে পড়ে যায়। রেশমা খুশি হয়। মিষ্টি মরলেও সে খুশি।
পূর্ণতা মাথা নিচু করে কাঁন্না করছে। থাপ্পড়টা বেশ জোরে লেগেছে। ব্যাথায় গাল অবশ হয়ে আসছে। গরম হয়ে গিয়েছে বোধহয় গালটা।
ইফতি এগিয়ে আসে। দাঁড়ায় পূর্ণতার পাশে। চোখ রাখে মমতা বেগমের চোখে।

"তোমার সমস্যাটা আমাকে বলো৷

মমতা চোখ নামিয়ে নেয়। ইফতির চোখে চোখ রেখে কথা বলার সাহস তার নেই। দাঁতে দাঁত চেপে বলে
" পাঁচ ভাই ভাগে ভোগ করবি না কি এই ছোটলোকটাকে? এক রাত করে একেকজন?

ঘৃণায় গা রিনরিন করে ওঠে পূর্ণতার। ইফতি হাত মুষ্টিবন্ধ করে ফেলে। ইমন আর ইশান মাথা নিচু করে ফেলে।
মমতা থামে না আবার সুর তুলে বলে
"কচি মেয়ের দিকে চোখ আটকালো কেনো সবার? না কি এর তে.
বাকিটা শেষ করার আগেই জাফর চাবুক নিয়ে হাজির। মমতা চাবুক হাতে তুলে নেয়। আর তখনই অভি এসে দাঁড়ায় দরজায়। মিষ্টি অভিকে দেখে ফুঁপিয়ে কেঁদে ওঠে। দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে

" দাভাই পূর্ণকে মারবে।

অভি মিষ্টির মাথায় হাত বুলিয়ে তাকায় মমতা বেগমের দিকে। মমতা বেগম চুপসে যায়। হাতের চাবুক আড়াল করার প্রয়াস চালায়।
অভিকে দেখে পূর্ণতা একটু সাহস পায়। সে হাতের উল্টো পিঠে চোখের পানি মুছে বলে ওঠে

"আমি ইচ্ছে করে জমিদার বাড়ির বউ হই নি। আমাকে জোর করে বউ বানানো হয়েছে। জমিদার বাড়ির চেয়ে আমাদের কুড়ো ঘরে সুখ বেশি। জমিদার বাড়ির কর্তার মুখের ভাষার ঠিক নেই, কথার ঠিক নেই। ছিহহহহ

মমতা বেগম চোয়াল শক্ত করে ফেলে। ইচ্ছে করছে ঠাটিয়ে আরও একটা থাপ্পড় বসিয়ে দিতে৷ কিন্তু অভির জন্য পারছে না।
অভি গম্ভীর দৃষ্টিতে এক নজর দেখে নেয় পূর্ণতাকে। জমিদার সাহেব এসে দাঁড়িয়েছে দরজায়।
অভি বলে ওঠে

" দাদাজান আপনার বউকে আপনারা পাঁচ ভাই মিলে ভোগ করেছেন?
একেকরাত একেক ভাই? আপনার তিনটে ছেলে এবং দুটো মেয়ে কি আপনারই? না কি পাঁচ ভাই মিলে পাঁচটা বাচ্চা দিয়েছেন?

লজ্জায় মাথা নিচু করে ফেলে মমতা। সাহেব শুকনো ঢোক গিলে বউয়ের দিকে তাকায়। বাকিরা মাথা নিচু করে ফেলেছে।

"যার চরিত্র যেমন তার চিন্তা ভাবনাও তেমন। দাদিজানকে সামলান। এটাই তার লাস্ট ওয়ার্নিং। নেক্সট টাইম এমন কিছু তার মুখ থেকে বের হলে বা আমি শুনলে তাকে তার চার দেবরের সাথে বেঁধে পাড়ার জমিদার বাড়ির মূল ফটকে বসিয়ে রাখবো। মাইন্ড ইট

সাহেব চলে যায়। রেশমাও কেটে পড়ে। মমতা এক পলক তাকায় পূর্ণতার দিকে। তারপর বড়বড় পা ফেলে চলে যায়।
দরজার আড়ালে ছিলো ইফাদ। সে বাঁকা হাসে
" তোর বউকে যদি আমি না ছুঁয়েছি তো আমার নামও ইফাদ নয়।

একে একে সকলেই রুম হতে বেরিয়ে যায়। অভি শব্দ করে দরজা বন্ধ করে দেয়। পূর্ণতা কেঁপে ওঠে। বিরক্ত হয় অভি।
তেড়ে আসে পূর্ণতার দিকে। আঙুল তুলে বলে
"কাঁপা-কাঁপি করবে আমার সামনে একদম।
পূর্ণতা এক লাফে চেয়ারের ওপরে উঠে পড়ে। কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে বলে
" আমি তো কাঁপি নি। নিশ্চয় আপনার চোখ কেঁপেছে। তাই মনে হয়েছে আমি কাঁপছি।
আগে চোখ ঠিক করুন এবং ৩০ বছরের বুড়ো বর।

অভি ভ্রু কুচকে ফেলে। মেয়েটা কি বললো?

চলবে......

𝕊𝕙𝕒𝕛𝕚𝕓 𝔾𝕒𝕝𝕝𝕖𝕣𝕪
02/02/2024

𝕊𝕙𝕒𝕛𝕚𝕓 𝔾𝕒𝕝𝕝𝕖𝕣𝕪

সট ড্রেস পরে নিজের ফিগা*র গুলো পুরুষ কে দেখাবে- আর পুরুষ তোমাকে ভোগ করলেই নারী নির্যাতন -!প্রেম করবে আর কষ্ট পেলেই প্রেম...
30/01/2024

সট ড্রেস পরে নিজের ফিগা*র গুলো পুরুষ কে দেখাবে- আর পুরুষ তোমাকে ভোগ করলেই নারী নির্যাতন -!
প্রেম করবে আর কষ্ট পেলেই প্রেম কে বলবে এইসব তো বাজে জিনিস -! হারাম জিনিস এইসব করা ভালো নাহ-! সুন্দর করে সেজেগুজে বাহিরে ঢং করে হেঁটে ছেলেদের পাগল করবে - আর দিন শেষে ছেঁকা খেয়ে বলবে সব ছেলেই খারাপ-!

স্কুলে যাওয়ার কথা বলে বন্ধুদের সাথে পার্কের চিপায় বসে নেশা করবে - আর দিন শেষে বলবে ওমুক জনের কারনে আমি খারাপ-!

নিজের দেহ টা অন্য জনকে বিলিয়ে দিয়ে ঔষধের দোকান থেকে একটা পিল খেয়ে নিজের রক্তের সন্তান কে ধ্বংস করো- আর বলো ছেলেটা আমাকে এমন অবস্থাতে এনেছে-!

চেহারা সুন্দর - চুল,চোখ,দাঁড়ি, সুন্দর - ভালো পোশাক হাসি সুন্দর - আহ্ কি চোখ টা - এগুলো দেখে প্রেম করবে আর দিন শেষে বলবে-- সুন্দরের প্রতি ধিক্কার জানাই -!

তুমি নিজে অসৎ হয়ে সৎ মানুষ কে কি করে আশা করো? -

তুমি কি ভাবো নাহ- তুমি যেমন ঠিক তোমার জীবন সঙ্গী টা এমন হবে-! তাহলে নিজে একবার প্রশ্ন করে দেখো তো তুমি কেমন? -!

একটা মানুষ এর সাথে ৩/৪ বছর রিলেশন করে তাকে তোমার সমস্ত কিছু দিয়েও যখন আগলে রাখতে পারো না ঠিক তখন অন্য পুরুষ এর কাছে ছুটে যাও- দিন শেষে সেই পুরুষ তোমাকে ডিভোর্স দিলেই তুমি সবাইকে বলো পুরুষ মানুষ খারাপ🙂!

নিজের বর থাকার পরেও পর*কীয়া করো আর বর কে সান্তনা দেও - ভালোবাসি বলে? - আহ্ -!

টাকা পয়সা আছে? বড় লোক তো? দেখতে সুন্দর? হ্যানডসাম তো? আমার বর কে দেখে আরো মেয়ে প্রেমে পড়বে তো? আহ্ কত কিছু -!

বর যখন সত্যিই অন্য মেয়ের প্রতি এডেকটেড হয়ে যায় তখন বলো--- আমার মধ্যে কম কি ছিলো -!?

প্রেম করে বিয়ে করে বাড়ি থেকে বেরিয়ে যাও - দিন শেষে দেখা যায় তোমার শরীরের বিভিন্ন অঙ্গে দাগ লেগে আছে? কেন -! তুমি না ভালোবেসে বিয়ে করেছিলে?

পার্কের চিপায় বড় রেস্টুরেন্টে নিয়ে গেলেই তুমি হ্যাপি থাকো? - যদি বলা হয় চলো কোন এক সুন্দর পরিবেশে গিয়ে ১০ টাকার বাদাম কিনে খেতে খেতে গল্প করি - তখন তোমার মুখে কালো ছাপ দেখা যেতো!-

প্রেম করবা ২/৩ জনের সাথে আর বিয়ে করবে টাকা ওলা বড় লোক দেখে- -!

আহ্ সমাজ-!
পুরুষের ভালোবাসা নারী কখনো বুঝে নি-!😊আমাদের ইতিহাস গুলো পড়ে দেখলেও জানা সম্ভব -! আমি একটা ছেলে তাই বলে যে ছেলেদের কথা বলি এটা নাহ যারা আমার লেখা নিয়মিত পড়েন তারা জানে আমি নারী দের কত টা সন্মান করি-!

সত্যি কথা কখনো ভালো লাগে নাহ-!

হ্যা পুরুষ মানুষ সাধু নয় - তারাও খারাপ-!

সব পুরুষ খারাপ না আবার সব নারীও খারাপ নাহ-!

পুরুষ এর ভালোবাসা টা অন্য রকম সুন্দর -! পুরুষ এর শাসন যে নারী ভালোবাসা ভাবে নাহ তারা কখনো সুখী হতে পারবে নাহ-!

তুমি নারী তুমি থাকবে কোমল তুমি দৃষ্টির অগোচর এ লুকিয়ে থাকবে-! ইসলাম তোমাকে আড়াল করে রেখেছে আর তুমি তোমার দেহ দেখিয়ে অন্য পুরুষ এর মন ভরিয়ে দাও-!

নারী জাতি যেমন কোমল তেমন কঠিন-!

পৃথিবীর বড় বড় রাজা বাদশা রা তাদের বউ কে ভালোবেসে তাদের জন্য বড় বড় প্রাসাদ অট্রালিকা বানিয়ে গেছে যা আমাদের জন্য একটা শিক্ষা -!

প্রেম শব্দের মানে যারা বুঝে নাহ তারা এটা কে খারাপ বলে-!

নারী তুমি সুন্দরী তোমার চেহারা দেখে অনেক ছেলে পাগল - ওহে নারী তুমি কখনোই বুঝোনি অনেক ছেলে পাগল না তোমাকে ভোগ করার জন্য সবাই লাইন ধরে দাড়িয়ে আছে-

আর বো*কা নারী তুমি রুপ চর্চা করো-!
নারী তুমি সৎ ছেলে কে রেখে গা*জা খোর কে পছন্দ করো আর নিজের জীবন নিজেই ধ্বংস করো-! আর দিন শেষে বলো পুরুষ জাতি খারাপ-!

নারীদের প্রতি সন্মান রেখে কিছু বিষয় তুলে ধরলাম - আমি একটা মানুষ সেই হিসেবে আমার ভুল হতে পারে - ভুল কিছু বলে থাকলে আমাকে বুঝিয়ে দিবেন -!

এই কথা গুলো সব নারী পুরুষ এর জন্য নাহ-! কারন সবাই সমান নাহ- কিন্তুু অধিকাংশ এমন-!

Sorry Dear

30/01/2024

-"শখের পুরুষকে নিয়ে এক লাইন..!😊🌹

31/03/2022

সুন্দরী তুই তেতুল খাইলি লবণ পাইলি কই

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Sharthopor - স্বার্থপর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your practice to be the top-listed Clinic?

Share