Azman Aroma and Gift House

Azman Aroma and Gift House If you have any queries, let us know.

Aroma and Hobbies Care Center BD is a provider Gift Items, Decorative Plants, Watches and Jewelries, Quality Perfumes, Healthcare Products, Aquariums (Aquatic plants and Fancy Fishes) and other hobby related services.

যে যতো ধনী হোক কিংবা দরিদ্র,শেষ পরিনতি একই হবে প্রত্যেকেরই।স্রষ্টা সহায় হোক, সুখী হোক সবাই। #অ্যারোমা_কেয়ার
23/09/2024

যে যতো ধনী হোক কিংবা দরিদ্র,
শেষ পরিনতি একই হবে প্রত্যেকেরই।

স্রষ্টা সহায় হোক, সুখী হোক সবাই।

#অ্যারোমা_কেয়ার

 #ত্বকের_যত্নে_মধুঃমধু প্রাকৃতিকভাবেই ব্যাকটেরিয়াবিরোধী, মধুতে আছে এন্টিসেপ্টিক, এন্টিব্যাক্টেরিয়াল ও এন্টিইনফ্লেমেটরি উ...
13/08/2021

#ত্বকের_যত্নে_মধুঃ

মধু প্রাকৃতিকভাবেই ব্যাকটেরিয়াবিরোধী, মধুতে আছে এন্টিসেপ্টিক, এন্টিব্যাক্টেরিয়াল ও এন্টিইনফ্লেমেটরি উপাদান। তাই এটি ব্রণ সারায় এবং ব্রণ প্রতিরোধ করে। এটি ত্বককে ময়েশ্চারাইজ করে ও ত্বকের উজ্জ্বলতা বাড়ায়। এছাড়াও মধুতে আছে প্রচুর পরিমাণে এন্টিঅক্সিডেন্ট যা ত্বকের বুড়িয়ে যাওয়া রোধ করে। ত্বকের লোমকূপের মুখ খুলে লোমকূপের গোড়ার ময়লা পরিষ্কারে সাহায্য করে।
এছাড়াও মধুর অন্যান্য জৈব উপকারিতা আছে।

খাঁটি মধু পেতে যোগাযোগ করুন আমাদের সাথে।

মুখ থেকে অযাচিত এবং ক্ষতিকারক সমস্ত কিছু দূর করতে এবং সুন্দর ও উজ্জ্বল ত্বক ফেরাতে রাতে অবশ্যই ত্বক পরিষ্কার করা প্রয়োজ...
11/08/2021

মুখ থেকে অযাচিত এবং ক্ষতিকারক সমস্ত কিছু দূর করতে এবং সুন্দর ও উজ্জ্বল ত্বক ফেরাতে রাতে অবশ্যই ত্বক পরিষ্কার করা প্রয়োজন।

ত্বকের ছিদ্রগুলি পরিষ্কার করে সারা দিনের পর সঠিকভাবে ত্বকের যত্ন না নেওয়া হলে, ধুলোবালি এবং মৃত ত্বকের কোষগুলি আপনার ত্বকের ছিদ্রতে আটকে যেতে পারে। এছাড়াও, আমরা যে মেক-আপ পণ্যগুলি ব্যবহার করি তা ত্বকের ছিদ্রগুলির ভেতরে ঢুকে যায় এবং দীর্ঘ সময়ের জন্য মুখ পরিষ্কার না করা হলে, ত্বকের ছিদ্রগুলি বন্ধ হয়ে যায়। তাই, রাতে ভালভাবে মুখ পরিষ্কার করুন, মুখ থেকে সমস্ত ময়লা সরিয়ে ফেলুন।

#প্রাকৃতিক_প্রসাধনী_পেতে_ইনবক্স_করুন।

পিরিয়ড চলাকালীন সময়ে নিচের কাজগুলো অবশ্যই বর্জন করুন।লজ্জা নয়, জানতে হবে।* পিরিয়ড চলাকালীন সময়ে ঠান্ডা জল, কোমল পানীয় এ...
11/08/2021

পিরিয়ড চলাকালীন সময়ে নিচের কাজগুলো অবশ্যই বর্জন করুন।
লজ্জা নয়, জানতে হবে।
* পিরিয়ড চলাকালীন সময়ে ঠান্ডা জল, কোমল পানীয় এবং নারিকেল খাবেন না।
গবেষণায় দেখা গিয়েছে, পিরিয়ড চলাকালীন সময়ে ঠান্ডা জল পান করার ফলে পিরিয়ডের রক্ত বের না হয়ে জরায়ু প্রাচীরে জমাট বাঁধতে পারে। যা পরবর্তী ৫ থেকে ১০ বছরের মধ্যে জরায়ুর টিউমার বা ক্যা’ন্সারের আকার ধারণ করতে পারে। তাই কুসুম কুসুম গরম জল খাবেন।

* এইসময় মাথায় শ্যাম্পু ব্যাবহার করবেন না। কারণ পিরিয়ডের সময় চুলের গোড়া আলগা হয় ফলে লোমকূপ উন্মুক্ত হয়ে পড়ে। শ্যাম্পু ব্যবহার এসময় অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং দীর্ঘস্থায়ী মাথাব্যথার কারণ হতে পারে।
* এইসময় শশা খাবেন না। কারণ শশার রস পিরিয়ডের রক্ত জরায়ুর প্রাচীরে আটকে দিতে পারে। যার ফলে আপনার বন্ধ্যা হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
* এছাড়াও লক্ষ্য রাখবেন, পিরিয়ডের সময় যেন শরীরে শক্ত কিছুর আঘাত না লাগে, বিশেষত পেটে। পিরিয়ডের সময় জরায়ু খুব নাজুক থাকে, ফলে অল্প আঘাতেই মারাত্মক ক্ষতি হতে পারে। যার ফলে পরবর্তীতে জরায়ু ক্যান্সার, জরায়ুতে ঘাঁ কিংবা বন্ধ্যাত্যের ঝুঁকি থাকে।

দয়াকরে এই তথ্যটুকু আপনার স্ত্রী, মা, বোন, কন্যা সকলের কাছে পৌঁছে দিন যেকোন মাধ্যমে। একজন নারীও উপকৃত হলে সেটাই পরম পাওয়া।
জরায়ু ক্যান্সার ও বন্ধ্যান্ত মুক্ত হোক আমাদের মা, বোনেরা।

আরোও জানতে ইনবক্স করুন।

মেসেজ থেরাপি আপনার রক্তচলাচল ঠিক রাখে।রক্তসঞ্চালন ঠিক থাকলে স্কিন এবং পেশীগুলো সতেজ ও ত্রুটিমুক্ত থাকে।
16/03/2021

মেসেজ থেরাপি আপনার রক্তচলাচল ঠিক রাখে।
রক্তসঞ্চালন ঠিক থাকলে স্কিন এবং পেশীগুলো সতেজ ও ত্রুটিমুক্ত থাকে।

A slim body is an Asset,to keep you happy and healthy.Ask us for any suggestion.
12/12/2020

A slim body is an Asset,
to keep you happy and healthy.
Ask us for any suggestion.

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Azman Aroma and Gift House posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram