05/08/2025
মানুষ আপনাকে কথায় আ'ঘা'ত করবে এটাই স্বাভাবিক।
পরিবারে কেউ খোঁটা দেবে, বন্ধুরাও কথা শুনাবে।
এই সবের পরও ধৈর্য ধরতে হবে।
শুনে খারাপ লাগবে, কষ্ট হবে তবুও আপনাকে নিজেকে সামলে নিতে হবে। কারণ, যে যত বেশি ধৈর্য ধরে, সে তত বেশি শক্ত হয়।
জীবনের সবচেয়ে কঠিন সময়ে যদি নিজেকে শক্ত করতে না পারেন, তাহলে কবে পারবেন?
পরিস্থিতি ভালো হোক বা খারাপ নিজেকে শক্ত রাখতে শিখুন।
ধৈর্য না থাকলে আপনি কোনো লড়াই জিততে পারবেন না।
চলার পথে কাঁটা থাকবেই। কিন্তু কাঁটা ছাড়া যদি রাস্তা পান, তাহলে সেটা আসলে কোনও রাস্তাই না।
তাই যতই কষ্ট হোক, ভেঙে না পড়ে নিজেকে গড়ুন।
কারণ ধৈর্যই হবে আপনার সবচেয়ে বড় শক্তি।
একটি চমৎকার জীবন কাটুক আপনার। শুভ রাত্রি 🌹।