
15/12/2023
🟢 ফাইব্রোস্ক্যান কি?
ফাইব্রোস্ক্যান একটি অত্যাধুনিক যন্ত্র যা দিয়ে একই সাথে লিভারের স্টিফনেস বা লিভার কতটা শক্ত হয়েছে তা পরীক্ষা করা যায় এবং CAP (Controlled Attenuation Parameter) প্রযুক্তির মাধ্যমে লিভারে কতটুকু চর্বি আছে তা পরিমাপ করা যায়। লিভার স্টিফনেসের কয়েকটি পর্যায় রয়েছে যার সর্বশেষ অবস্থা হচ্ছে সিরোসিস। ফাইব্রোস্ক্যানের মাধ্যমে সিরোসিস সহ প্রতিটি পর্যায় নিখুঁতভাবে নির্ণয় করা যায়।
পাশাপাশি এই যন্ত্রের মাধ্যমে স্ত্রীনের স্টিফনেস পরিমাপ করা যায় যা পোর্টাল হাইপারটেনশানকে নির্ণয় করার ক্ষেত্রে একটি যুগান্তকারী আবিষ্কার।
ফ্রান্সের প্রতিষ্ঠান echosens এই প্রযুক্তির আবিষ্কারক যা VCTE (Vibration Controlled Transient Elastography) নামে পরিচিত। বর্তমানে আমেরিকা, কানাডা, ইউরোপীয়ান দেশ সমুহ, জাপান, অস্ট্রেলিয়া সহ পৃথিবীর ১০০ টিরও বেশি দেশে ফাইব্রোস্ক্যান ব্যবহৃত হচ্ছে।
যন্ত্রটি ২০০৩ সালে ইউরোপে প্রথম বাজারজাত করা হয় এবং বাংলাদেশে ২০০৮ সাল থেকে ফাইব্রোস্ক্যান সার্ভিস দেয়া হচ্ছে।
🟢 ফাইব্রোস্ক্যান কেন করবেন?
লিভারের বিভিন্ন ধরনের দীর্ঘমেয়াদী রোগ হয়ে
থাকে। যেমনঃ
• ক্রনিক হেপাটাইটিস (বি.সি) 'এলকোহোলিক লিভার ডিজিজ ফ্যাটি লিভার
• প্রাইমারি বিলিয়ারি কোল্যাঞ্জাইটিস
• নন আলকোহলিক হেপাটাইটিস
• অটো ইমিউন হেপাটাইটিস .
• HCV-HIV কো-ইনফেকশন
এই ধরণের রোগের কারনে লিভার স্টিফ বা লিভার টিস্যু শক্ত হয়ে যায় যা পরবর্তীতে সিরোসিসে রূপ নিতে পারে। সুতরাং এই সমস্ত রোগ হলে ফাইব্রোস্ক্যান পরীক্ষা করা প্রয়োজন। এ ছাড়াও লিভারের অবস্থা জানার জন্য যে কোনো সুস্থ্য ব্যাক্তিও রুটিন টেস্ট হিসাবে ফাইব্রোস্ক্যান পরীক্ষা করাতে পারেন।
🟢 ফাইব্রোস্ক্যান এর সুবিধাগুলো কি কি?
• সহজে পরীক্ষা করা যায়, কোন প্রকার অপারেশনের প্রয়োজন হয়না। • • কম সময় লাগে (৫ থেকে ৮ মিনিট)
• নির্ভরযোগ্য ও বিশ্বাসযোগ্য
•যে কোন সময় করা যায়, তবে পরীক্ষ করার ২ ঘন্টা পূর্বে ভারী খাবার খাওয়া থেকে বিরত থাকুন
• সব বয়সের মানুষের জন্য উপযোগী (শিশু থেকে বৃদ্ধ)
• যারা বায়োপসি করাতে ভয় পান তাদের জন্য উপযোগী
• বার বার করা যায়, পার্শ্বপ্রতিক্রিয়া নেই
• হাসপাতালে থাকার প্রয়োজন হয় না
• লিভারের ফলোআপের জন্য খুব কার্যকর
• লিভারের রুটিন পরীক্ষা হিসেবে ব্যবহার করা যায় এবং প্রাথমিক অবস্থায় ফাইব্রোসিস সনাক্ত করা গেলে সঠিক চিকিৎসা পেতে সুবিধা হয়
• পোর্টাল হাইপারটেনশান নির্ণয় করা যায়!