Homeo Aid BD

Homeo Aid BD Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Homeo Aid BD, Medical and health, .

31/01/2023
ব্রণের কিছু কার্যকরী হোমিওপ্যাথি ওষুধঃ Calceria Picreta১৩-২০ বছরের ছেলে মেয়েদের মুখের ব্রণ দূর করার একটি কমন হোমিওপ্যাথি...
23/07/2022

ব্রণের কিছু কার্যকরী হোমিওপ্যাথি ওষুধঃ

Calceria Picreta
১৩-২০ বছরের ছেলে মেয়েদের মুখের ব্রণ দূর করার একটি কমন হোমিওপ্যাথিক ঔষধ হল ক্যালকেরিয়া পিক্রেটা (Calceria Picreta) 3x বা 30 ।

Kali Brom
কেলি ব্রম (Kali Brom): যাদের মুখে, বুকে, শরীরের বিভিন্ন স্থানে ছোট ছোট ব্রণ হয় কেলি ব্রম (Kali Brom) 3x, 30 খুব ভালো কাজ করে। ব্রণ থেকে যদি ভাতের মতো পদার্থ বের হয় তাহলে কেলি ব্রম (Kali Brom) কার্যকরী। এছাড়াও মুখে, বুকে, কাধে এবং ঘাড়ের ব্রণ দূর ক্ষেত্রে কেলি ব্রম (Kali Brom) ৩০ শক্তি সর্বোৎকৃষ্ট হোমিওপ্যাথিক ঔষধ । ব্রিটিশ হোমিও চিকিৎসা বিজ্ঞানী ডাঃ ক্লার্কের মতে, ”খুব কম ব্রণই আছে যা কেলি ব্রম (Kali Brom) নিরাময় হয় না।” সাধারণ মুখের ব্রণ ও চর্মস্ফীতিযুক্ত বয়ঃব্রণের ক্ষেত্রে ব্রম (Kali Brom) একটি উত্তম ঔষধ। কেলি ব্রম অতিরিক্ত যৌণচর্চা ও হস্তমৈথুনকারী ব্যক্তিদের বয়ঃব্রণ দূর করার চিকিৎসায় কার্যকরি একটি শ্রেষ্ঠ হোমিওপ্যাথিক ঔষধ।

Pulsatilla
পালসেটিলা (Pulsatilla) যদি ব্রণ রিচ ফুড/সমৃদ্ধ খাবার (সমৃদ্ধ খাদ্য যা ক্যালরিতে ভরা হওয়ার কারণে অল্পেই পেট ভরে যায়) বা চর্বিযুক্ত খাবার খাওয়ার পর থেকে খারাপ হয় এবং গরমে বা উত্তাপে বৃদ্ধি হয় তখন পালসেটিলা (Pulsatilla)। এটি বিশেষত বয়ঃসন্ধিকালীন সময়ে বা ‍ঋতুস্রাবের কাছাকাছি সময়ে ব্রণ ফেটে যায়, রোগীর গরম পছন্দ নয় এবং তাজা বাতাসে পছন্দ ।

Calcarea Sulph
মুখে পুঁজযুক্ত বা রক্তের ছিটযুক্ত ফুস্কুড়ি জন্মাতে থাকলে ক্যালকেরিয়া সালফ (Calcarea Sulphurica) ১২X ভাল কাজ করে।

Calcarea Phos
ক্যালকেরিয়া ফস (Calcarea Phos): মেয়েদের মুখের ব্রণের কার্যকরী বায়োকেমিক ঔষধ।

Sanguinaria Canadensis
স্যাঙ্গুইনেরিয়া (Sanguinaria Can) ৩০ – যে সকল নারীদের অল্প ঋতুস্রাব হয় এবং যাদের রক্ত সঞ্চালন ক্ষীণ (লো প্রেসার) তাদের ব্রণে স্যাঙ্গুইনেরিয়া (Sanguinaria Can) ৩০।

Sulphur Iod
সালফার আয়োড (Sulphur Iod) তরুন-তরুনীদের মুখে ব্রণ, ব্রণে পুঁজ সহ প্রচন্ড ব্যথা হলে সালফার আয়োড (Sulphur Iod) 30 বা ২০০.

Bovista
কসমেটিক বা প্রসাধনী সামগ্রী ব্যবহার করার ফলে ব্রণ হয় হলে বোভিষ্টা (Bovista) 30 দিন ২ বার করে সেব্য।

Thuja occi
থুজা অক্সিডেন্টালিস (Thuja occi) ২০০: মুখের ব্রণের জন্য থুজা একটি ভাল হোমিওপ্যাথিক ঔষধ। ব্রণের ভেতর থেকে যদি চালেম মত বের হয় তাহলে Thuja প্রয়োগ।

19/07/2022

# এপিস মেল ঔষধ টি সেবনের পরপর শুয়ে পরা নিষধ।
# আর্সেনিক এই ঔষধ টি খাবারের পরপরই ব্যবহার করা উচিৎ।
# এব্রোটেনাম ঔষধ টি রাতে প্রয়োগ নিষেধ।
# সালফার সোরিনাম ঔষধ সকালে খালি পেটে ব্যবহার উত্তম।
# অরাম মেট ঔষধটি রাতে প্রয়োগ নিষেধ।
# ক্যালকেরিয়া কার্ব ঔষধ পূর্ণিমা অমাবস্যায় নিষেধ।
# ইউফ্রেসিয়া ঔষধটি খাবারের পরই ভাল কাজ করে।
# জেলসিমিয়াম ঔষধটি প্রস্রাব হলুদ অবস্থায় প্রয়োগ নিষেধ।
# হিপার সালফার ঔষধটি খুব সকালে প্রয়োগ নিষেধ।
# ইগনেশিয়া ঔষধটি খুব সকালে ভালো কাজ করে।
# কেলি মিউর সকালে ঘুম থেকে উঠার পর প্রয়োগ নিষেধ।
# মার্ক সল ঔষধটি রাতে প্রয়োগ নিষেধ।
# নাক্স ভোমিকা রাতে ভালো কাজ করে।
# ফসফরাস ঔষধটি খাবারের পূর্বে অথবা ঘুমানোর পূর্বে প্রয়োগ নিষেধ।
# সাইলেসিয়া অমাবস্যা পূর্ণিমায় প্রয়োগ নিষেধ।
# থুজা ভালো ফলাফলের জন্য রাতে শুইতে যাওয়ার পূর্বে প্রয়োগ করুন।
# মেডোরিনাম ভালো ফলাফলের জন্য রাতে শুতে যাওয়ার পূর্বে প্রয়োগ করুন।
# সিপিয়া ঔষধ টি সন্ধ্যার পরপরই ভালো কাজ করে।
সংগৃহীত ৷

03/07/2022

কোন রোগের জন্য কি টেষ্ট করা হয়ঃ
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
🔴CBC যে যে রোগে করা হয়ঃ
"""''''''''""""""""""""""'"''"'""""'''''''''"
⏩জ্বর হলে কি কারণে হচ্ছে তার ধারণা নেয়ার জন্য।অনেক সময় blood culture করতে হয়।
⏩শরীরে রক্তের পরিমাণ কেমন আছে জানার জন্য।
⏩রক্তের ঘাটতি থাকলে সেটা আয়রণ বা ভিটামিনের অভাবে হচ্ছে কিনা জানার জন্য।
⏩শরীরে এলার্জি কেমন তার ধারণা পাওয়া যায়।
⏩রক্তে ইনফেকশন বা প্রদাহ কেমন তার ধারণা পাওয়া যায়।
⏩রক্ত জমাট বাধার উপাদান কি পরিমাণ আছে তা জানা যায়।
⏩ব্লাড ক্যান্সার হয়েছে কিনা তার ব্যাপারে ধারণা পাওয়া যায়।

🔵Urine R/E প্রস্রাব টেস্ট যে যে কারনে করা হয়ঃ
""'''''''''''''''''''''''''''""""""""""""""""""
👉ইনফেকশন আছে কিনা,থাকলে সিভিয়ারিটি কতটুকু
👉ডায়াবেটিস আছে কিনা
👉প্রোটিন যায় কিনা
👉রক্ত যায় কিনা
👉কিডনীতে পাথর আছে কিনা

🔴RBS-Random Blood Sugar: ডায়াবেটিস আছে কিনা তার ধারণা করার জন্য প্রাথমিক টেস্ট।

🔵Serum Creatinine:যেইসব রোগীর কিডনীর সমস্যা হতে পারে বলে ধারণা করা হয় এ টেস্ট তাদের করা হয়।(প্রেশার ও ডায়াবেটিস রোগীর জন্য বাধ্যতামূলক টেস্ট। ব্যথার ঔষধ দেয়ার আগেও এটেস্ট করা উচিত)

🔴Lipid profile: রক্তে চর্বির পরিমাণ বুঝার জন্য এটা করা হয়।হার্টের ও প্যানক্রিয়াটাইটিস রোগীর জন্য এটা খুব জরুরি।

🔵Serum Bilirubin: জন্ডিস আছে কিনা দেখা হয়।একদম প্রাথমিক টেস্ট।জন্ডিস হয়ে গেলে আরো টেস্ট করতে হয়।

🔴SGPT/SGOT: লিভারের কন্ডিশন বুঝার জন্য এটা করা হয়।লিভার কতটুকু এনজাইম উৎপন্ন করছে তা দেখা হয়।

🔵Serum Electrolyte: রক্তে খনিজের পরিমাণ জানার জন্য এটা করা হয়।শরীর দূর্বল লাগলে,বেশীবমি, ডায়রিয়া এসব ক্ষেত্রে এ পরীক্ষা করা হয়।

🔴HBsAG: জন্ডিস এবং লিভার কন্ডিশন বুঝার জন্য এ পরিক্ষা করা হয়।
🔵HBA1c: ডায়বেটিস বা রক্তে গ্লুকোজ নির্ণয়ের জন্য করা হয়।

🔴S. Uric Acid: কিডনির কার্যক্ষমতা নির্ণয় করারা জন্য এ পরিক্ষা দেওয়া হয়।

🔵LFT: লিভারের সমস্যা বুঝতে এ পরিক্ষা করা হয়।

🔴BT CT: রক্তরােগের ব্যাপারে ধারণা পাওয়া যায়।

🔵Via Test: সার্ভিক্সের ইনফেকশন বা ক্যান্সার নির্ণয়ের জন্য এ পরিক্ষা করা হয়।

🔴TSH: Thyroid stimulating hormone এই পরিক্ষা হরমন নির্ণয়ের জন্য করা হয়।

🔵EcG: হৃদরােগের অবস্থা বুঝার জন্য প্রাথমিক টেস্ট।

🔴chestX-ray: বুকের ও হার্টের কন্ডিশন ব

03/07/2022

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Homeo Aid BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your practice to be the top-listed Clinic?

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram