23/07/2022
ব্রণের কিছু কার্যকরী হোমিওপ্যাথি ওষুধঃ
Calceria Picreta
১৩-২০ বছরের ছেলে মেয়েদের মুখের ব্রণ দূর করার একটি কমন হোমিওপ্যাথিক ঔষধ হল ক্যালকেরিয়া পিক্রেটা (Calceria Picreta) 3x বা 30 ।
Kali Brom
কেলি ব্রম (Kali Brom): যাদের মুখে, বুকে, শরীরের বিভিন্ন স্থানে ছোট ছোট ব্রণ হয় কেলি ব্রম (Kali Brom) 3x, 30 খুব ভালো কাজ করে। ব্রণ থেকে যদি ভাতের মতো পদার্থ বের হয় তাহলে কেলি ব্রম (Kali Brom) কার্যকরী। এছাড়াও মুখে, বুকে, কাধে এবং ঘাড়ের ব্রণ দূর ক্ষেত্রে কেলি ব্রম (Kali Brom) ৩০ শক্তি সর্বোৎকৃষ্ট হোমিওপ্যাথিক ঔষধ । ব্রিটিশ হোমিও চিকিৎসা বিজ্ঞানী ডাঃ ক্লার্কের মতে, ”খুব কম ব্রণই আছে যা কেলি ব্রম (Kali Brom) নিরাময় হয় না।” সাধারণ মুখের ব্রণ ও চর্মস্ফীতিযুক্ত বয়ঃব্রণের ক্ষেত্রে ব্রম (Kali Brom) একটি উত্তম ঔষধ। কেলি ব্রম অতিরিক্ত যৌণচর্চা ও হস্তমৈথুনকারী ব্যক্তিদের বয়ঃব্রণ দূর করার চিকিৎসায় কার্যকরি একটি শ্রেষ্ঠ হোমিওপ্যাথিক ঔষধ।
Pulsatilla
পালসেটিলা (Pulsatilla) যদি ব্রণ রিচ ফুড/সমৃদ্ধ খাবার (সমৃদ্ধ খাদ্য যা ক্যালরিতে ভরা হওয়ার কারণে অল্পেই পেট ভরে যায়) বা চর্বিযুক্ত খাবার খাওয়ার পর থেকে খারাপ হয় এবং গরমে বা উত্তাপে বৃদ্ধি হয় তখন পালসেটিলা (Pulsatilla)। এটি বিশেষত বয়ঃসন্ধিকালীন সময়ে বা ঋতুস্রাবের কাছাকাছি সময়ে ব্রণ ফেটে যায়, রোগীর গরম পছন্দ নয় এবং তাজা বাতাসে পছন্দ ।
Calcarea Sulph
মুখে পুঁজযুক্ত বা রক্তের ছিটযুক্ত ফুস্কুড়ি জন্মাতে থাকলে ক্যালকেরিয়া সালফ (Calcarea Sulphurica) ১২X ভাল কাজ করে।
Calcarea Phos
ক্যালকেরিয়া ফস (Calcarea Phos): মেয়েদের মুখের ব্রণের কার্যকরী বায়োকেমিক ঔষধ।
Sanguinaria Canadensis
স্যাঙ্গুইনেরিয়া (Sanguinaria Can) ৩০ – যে সকল নারীদের অল্প ঋতুস্রাব হয় এবং যাদের রক্ত সঞ্চালন ক্ষীণ (লো প্রেসার) তাদের ব্রণে স্যাঙ্গুইনেরিয়া (Sanguinaria Can) ৩০।
Sulphur Iod
সালফার আয়োড (Sulphur Iod) তরুন-তরুনীদের মুখে ব্রণ, ব্রণে পুঁজ সহ প্রচন্ড ব্যথা হলে সালফার আয়োড (Sulphur Iod) 30 বা ২০০.
Bovista
কসমেটিক বা প্রসাধনী সামগ্রী ব্যবহার করার ফলে ব্রণ হয় হলে বোভিষ্টা (Bovista) 30 দিন ২ বার করে সেব্য।
Thuja occi
থুজা অক্সিডেন্টালিস (Thuja occi) ২০০: মুখের ব্রণের জন্য থুজা একটি ভাল হোমিওপ্যাথিক ঔষধ। ব্রণের ভেতর থেকে যদি চালেম মত বের হয় তাহলে Thuja প্রয়োগ।