31/07/2024
Assalamu Alaikum
আজ অনেক দিন পর আর্টিকেল পোস্ট করছি।
আজকের বিষয়ঃ মেয়েদের অতিরিক্ত ফেসিয়াল হেয়ার বা অবাঞ্ছিত লোম।
সাথে আছি Dr. Romena Miraj, স্ত্রী-রোগ বিশেষজ্ঞ।
পুরুষদের মতো অনেক সময় মহিলাদের মুখে স্বাভাবিকের চেয়ে বেশি লোম দেখা দেয়। শুধু মুখেই নয়, মেয়েদের শরীরের যেসব স্থানে সাধারণত লোম থাকার কথা নয়, সেসব স্থানে লোম হলে তাকে অবাঞ্চিত লোম বলে। যেমন, ঠোঁটের উপরে, চিবুক, থুতনি, বুকে, পিঠে, বাটুক সহ শরীরের বিভিন্ন জায়গায়। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় এই অবাঞ্চিত লোম বৃদ্ধিকে “হারসুটিজম (Hirsutism)” বলা হয়।
এখন জানবো মেয়েদের অবাঞ্ছিত লোম এর সাথে হরমোনের সম্পর্ক কি?
মেয়েদের শরীরে এন্ড্রোজেন বা পুরুষ হরমোনের পরিমাণ খুবই কম থাকে। কিন্তু কখনো ডিম্বাশয় বা এড্রেনাল গ্রন্থি থেকে এই এন্ড্রোজেন বেশি পরিমাণে তৈরি হলে বা এন্ড্রোজেনের অধিক কার্যকারিতার কারণে এই রোগ দেখা দিতে পারে। হরমোনের অসামঞ্জ্যস্যতার কারণে এছাড়াও আরও বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে।
এবার জানবো হরমোনাল ইমব্যালেন্স হলে কী কী লক্ষণ প্রকাশ পায়?
১/ গলার স্বর বা কন্ঠ ভারি হয়ে যেতে পারে
২/ অতিরিক্ত ব্রণ এর সমস্যা দেখা দিতে পারে
৩/ ভ্যাজাইনাল ড্রাইনেস
৪/ শরীর এর প্রাইভেট পার্টে ডার্ক পিগমেন্টেসন
৫/ কখনো কখনো চুল পড়ে যেয়ে টাক দেখা দিতে পারে
৬/ তৈলাক্ত ত্বকের সমস্যা দেখা দেয়
৭/ ঘাড়ে, গলায়, বগল, বাটুক, ভ্যাজাইনাতে কালো দাগ দেখা দিতে পারে
কি কি কারনে মেয়েদের অবাঞ্ছিত লোম বা অতিরিক্ত ফেসিয়াল হেয়ার যে কারণে হতে পারে?
১) পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোম বা (PCOS)
২) কুশিং সিন্ড্রোম নামে এক রোগেও শরীরে অতিরিক্ত লোম হতে পারে।
৩) জন্মগত ত্রুটি বা কনজেনিটাল এড্রেনাল হাইপারপ্লাসিয়া থাকলে এড্রেনাল গ্রন্থি থেকে অতিরিক্ত স্টেরয়েড জাতীয় হরমোন যেমন এন্ড্রোজেন হরমোন, কর্টিসল হরমোন নিঃসৃত হয়। সে ক্ষেত্রে হিরসুটিজিম দেখা দিতে পারে।
৪) ওভারি অথবা এড্রেনাল গ্রন্থিতে কোন টিউমার থাকলে অতিরিক্ত এন্ড্রোজেন হরমোন নিঃসৃত হয়। সেক্ষেত্রেও হিরসুটিজম দেখা দিতে পারে, অর্থাৎ আপনার মুখে অতিরিক্ত লোম দেখা দিতে পারে।
৫) কিছু কিছু স্টেরয়েড জাতীয় মেডিসিনের অতিরিক্ত মাত্রা এবং দীর্ঘমেয়াদি ব্যবহারের জন্যেও মেয়েদের অবাঞ্ছিত লোম গজাতে পারে।
৬) অনেক সময় বংশগতভাবেও শরীরে লোমের আধিক্য হয়ে থাকে।
৭) যদি হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি নেওয়া হয়, সেক্ষেত্রেও হারসুটিজম হতে পারে।
চিকিৎসা কি কি হতে পারে?
১) ব্লাড টেস্ট, আল্ট্রাসাউন্ড এবং এক্স-রে এর মাধ্যমে যথাক্রমে রক্তে হরমোনের তারতম্য, ওভারিয়ান টিউমার বা সিস্ট এবং এড্রেনাল গ্রন্থির অসামঞ্জ্যস্যতা নির্ণয় করা যায়।
২) সঠিক রোগ নির্ণয় পদ্ধতির মাধ্যমে যদি শরীরে লোম বেড়ে যাওয়ার কারণটা বের করা যায়, তাহলে মেডিকেশনের মাধ্যমে তা নিয়ন্ত্রণে আনা সম্ভব।
৩) যদি বাড়তি ওজন থাকে, তাহলে ব্যায়াম করে ওজন নিয়ন্ত্রণে আনতে হবে। সঠিক খাদ্যাভ্যাসও গড়ে তুলতে হবে।
৪) লেজার চিকিৎসার মাধ্যমে এসব অবাঞ্ছিত লোমের গোড়া নষ্ট করে দিয়ে নতুন করে ওঠা রোধ করা যায়। তবে এই চিকিৎসা যথেষ্ট ব্যয়বহুল এবং সেই সাথে দক্ষতার প্রয়োজন। বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে এই ব্যাপারে।
**Feel free to message me for online treatment
*Stay Tuned for further gynecological tips.
**for any kind of Gynecological(স্ত্রীরোগ) help feel free to inbox me.
1. irregular period.
2. period cramp
3. vaginal itching.
4. excess vaginal discharge.
5. breast itching/lump/less milk flow.
6. constipation(toilet problem)
7. Va**nal dryness.
8. Loss of Sexual Excitement.
9. Facial Hair
10. Breast augmentation/Liposuction/enlargement/reduction
11. Labiaplasty
12. Abortion with pill or medically
13. Underarm/Va**nal/Buttock Whitening Solution
14. Smelly Va**nal Discharge
15. Acne
16. Breast Pain/Nipple Pain
17. Palpitation
18. Gerd/Acid Reflux/Gastric/Digestion Problem
19. Weight Loss
20. Painful Sexual In*******se
21. Increase sexual time duration
22. Ma********on is good or not/ What to know?
23. Weight Gain/loss of appetite
24. Gonorrhea/Leukorrhea/BV/Fungal/Candida
25. how to have orgasm/squirt?
26. Breast Enlargement without surgery(if possible)
27. Tone Up Hip Size
28. Va**na tightening possibility
29. Burning Urination
30. Unwanted Pregnancy-abortion
31. Increase breast milk flow
32. Unwanted Body hair growth
33. A**s Itching
34. PCOS/Pcod
Thank you.
Dr. Romena Miraj, MBBS, FCPS(GYN & Obs)