Dr. Marufa Hossain Infertility and Pregnancy Care

  • Home
  • Dr. Marufa Hossain Infertility and Pregnancy Care

Dr. Marufa Hossain Infertility and Pregnancy Care Insaf Barakah Kidney & General Hospital, 13 Shahid Taz Uddin Ahmed Sarani, (near Mogbazar rail cross

05/06/2023
বন্ধ্যাত্বের 2 বছর শেষে মিসেস তৃষ্ণা মা হলেন নরমাল ডেলিভারীর মাধ্যমে। বিষয়টা আমার জন্য চ্যালেঞ্জিং ছিল কারন রোগীর আত্মীয...
24/01/2023

বন্ধ্যাত্বের 2 বছর শেষে মিসেস তৃষ্ণা মা হলেন নরমাল ডেলিভারীর মাধ্যমে। বিষয়টা আমার জন্য চ্যালেঞ্জিং ছিল কারন রোগীর আত্মীয়রা আশা করছিলেন সিজারিয়ান অপারেশনের। তৃষ্ণার একটু ডায়াবেটিসের ভাব ছিল( GDM) ,ইনসুলিন দিচ্ছিলাম; তবে 9 মাসের মাথায় হঠাৎ সুগার ইনসুলিন ছাড়াই নিয়ন্ত্রণ হয়ে গেল। গর্ভস্থ পানি (AFI ) নিচের দিকে ছিল এবং ব্লাড প্রসার বাড়ছিল। সিজারিয়ান অপারেশনের তারিখ ঠিক করলাম কিন্তু ঔষধ দিয়ে ব্লাড প্রেসারও নিয়ন্ত্রণ হয়ে গেল । আমি নরমাল ডেলিভারীর প্ল্যান করলাম এবং নরমাল ডেলিভারী করালাম; আলহামদূলিললাহ। এখানে মায়ের কষ্ট সহ্য করার বিশেষ ক্ষমতা ছিল যেটা বেশিরভাগ মায়েদের থাকে । সবাই আশীর্বাদ করবেন তৃষ্ণা ও পরিবারের জন্য।

স্বামী বিদেশ থেকে কয়েক মাসের জন্য দেশে  আসবেন এবং মাঝে মাঝে এমন কি এক মাসের জন্য ও দেশে আসেন এবং সেই সময়ের মধ্যে বাচ্চা...
20/01/2023

স্বামী বিদেশ থেকে কয়েক মাসের জন্য দেশে আসবেন এবং মাঝে মাঝে এমন কি এক মাসের জন্য ও দেশে আসেন এবং সেই সময়ের মধ্যে বাচ্চা নিতে চাচ্ছেন ,এমন দম্পতির সংখ্যা বন্ধ্যাত্ব বিভাগে অসংখ্য। সময় স্বল্পতার জন্য এ ধরনের রোগীর চিকিৎসা বেশ দ্রুত এবং মাঝে মাঝে IUI এর সাহায্য নিতে হয় ।তেমনই এক Pregnant রোগী যার চিকিৎসায় আলহামদূলিললাহ সফলতা এসেছিল ; স্বামী এখন বিদেশে কিন্তু অনেক দূর থেকে চেকআপের জন্যও এসেছেন তিনি । ঝুঁকির কথা বিবেচনায় ওনাকে নিকটস্থ হাসপাতালে চেকআপের জন্য বলা হয়েছে । সময়টুকু ভাল কাটুক এবং আল্লাহর রহমতে মা ও বাচ্চা সহি সালামতে থাকুক সেই দোয়া করি ।

Poly Cystic O***y বন্ধ্যাত্বের কারনগুলোর মধ্যে সবচেয়ে Common  ও সফলতার দিক থেকেও সবচেয়ে এগিয়ে এই PCO এবং রোগীদের কাছে...
16/01/2023

Poly Cystic O***y বন্ধ্যাত্বের কারনগুলোর মধ্যে সবচেয়ে Common ও সফলতার দিক থেকেও সবচেয়ে এগিয়ে এই PCO এবং রোগীদের কাছেও এটি অধিক পরিচিত । Poly Cystic O***y তে একজন বিশেষজ্ঞের কাছে সবচেয়ে Challenging হলো পরিপূর্ণ ডিম্বানুর পরিসফুটন ঘটানো । আমার এক PCO রোগী সিনথিয়া, যার চিকিৎসায় সফলতা পেয়েছিলাম আলহামদূলিললাহ সাত মাসের মাথায় । আজকে মা ,কন্যা ও শাশুড়ী আমার চেম্বারে । আল্লাহ সবাই কে ভাল রাখূন।

প্রায় সাত বছরের বৈবাহিক জীবনে বাচ্চা নিতে চাচ্ছিলেন প্রায় পাঁচ বছর থেকে । অনেক চিকিৎসার পর অবশেষে প্রথমবার IUI করে আমা...
14/01/2023

প্রায় সাত বছরের বৈবাহিক জীবনে বাচ্চা নিতে চাচ্ছিলেন প্রায় পাঁচ বছর থেকে । অনেক চিকিৎসার পর অবশেষে প্রথমবার IUI করে আমার কাছে আল্লাহর রহমতে Pregnant হয়েছেন। এখন 16 সপ্তাহ চলছে ।মি: ফরিদ দম্পতির (ছদ্মনাম)জন্য দোয়া করবেন যাতে সুস্থভাবে Pregnancy সময়টুকু পার করতে পারেন ।আমীন।

38 বছর বয়সী মিসেস রহিমা ( ছদ্মনাম) যখন এসেছিলেন তখন ওনার ডিম্বানুর রিজার্ভ অনেক কম ছিল যাকে বলা হয় DOR (Decreased Ovar...
25/08/2022

38 বছর বয়সী মিসেস রহিমা ( ছদ্মনাম) যখন এসেছিলেন তখন ওনার ডিম্বানুর রিজার্ভ অনেক কম ছিল যাকে বলা হয় DOR (Decreased Ovarian reserve) .বয়সের সাথে সাথে কমে যেতে পারে ডিম্বানুর সংখ্যা । কিছু ঔষধ দেয়া হলো ডিম্বানুর Sensitivity বাড়ানোর জন্য ।স্বামীর রিপোর্ট ও ডিম্বনালীর পরীক্ষা করা হলো ।একপাশের ডিম্বনালী বন্ধ আসলো । বাচ্চা হওয়ার ইঞ্জেকশন দেয়ার 2 মাসের মধ্যে রহিমা Conceive করলেন। আলহামদূলিললাহ। রহিমা এখন 30 সপ্তাহের গর্ভবতী। সবাই দোয়া করবেন যাতে বাকী সময়টা উনি আল্লাহর ইচ্ছায় ভালভাবে কাটাতে পারেন।

আমার Mono follicular pregnancy rate বেশী ।আলহামদূলিললাহ। Multiple pregnancy তে ঝুঁকি থাকে ,তাই চেষ্টা করি এমনভাবে Drugs ...
21/08/2022

আমার Mono follicular pregnancy rate বেশী ।আলহামদূলিললাহ। Multiple pregnancy তে ঝুঁকি থাকে ,তাই চেষ্টা করি এমনভাবে Drugs ব্যবহারের যাতে Single pregnancy আসে ।
ছবি তে আমার একজন patient যার Twin baby হয়েছিল কিন্তু সেটা একটি নিষিক্ত ডিম্বানু থেকে ,Monozygotic twin ( Monochorionic Diamniotic ). ফলে বাচ্চাদের Structure, Sex,blood group একই ।

বন্ধ্যাত্ব চিকিৎসার জন্য স্বামী স্ত্রীকে একসাথে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে । অনেক নারী এসে বলেন তার স্বামী পরীক্ষা করাতে...
16/08/2022

বন্ধ্যাত্ব চিকিৎসার জন্য স্বামী স্ত্রীকে একসাথে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে । অনেক নারী এসে বলেন তার স্বামী পরীক্ষা করাতে চান না; এমনটা হওয়া উচিত নয় । বন্ধ্যাত্বের কারণের মধ্যে সাধারণত নারী দায়ী শতকরা ৪০ ভাগ ক্ষেত্রে, পুরুষ দায়ী ৪০ ভাগ ক্ষেত্রে,উভয়েই দায়ী ১০ ভাগ এবং ১০ ভাগ ক্ষেত্রে কারণ অজানা ।।।

-ডাঃ মারুফা হোসাইন
বন্ধ্যাত্ব, গাইনী, ও প্রসুতিরোগ বিশেষজ্ঞ
এমবিবিএস, ডিজিও (বিএসএমএমইউ), এফসিপিএস
রিপ্রোডাকটিভ, এন্ডোক্রাইনোলজি ও ইনফার্টিলিটি বিভাগ
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (পিজি হাসপতাল)
কনসালটেন্ট, ইনসাফ বারাকাহ কিডনি এন্ড জেনারেল হাসপাতাল,
১১ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা।
সিরিয়াল: 09613445544, 01978 098 088, 01716-306631

15 আগষ্ট শোক দিবস স্মরণে ইনসাফ বারাকাহ হাসপাতালে ফ্রি মেডিকেল ক্যাম্পে আজ সকালে ।
15/08/2022

15 আগষ্ট শোক দিবস স্মরণে ইনসাফ বারাকাহ হাসপাতালে ফ্রি মেডিকেল ক্যাম্পে আজ সকালে ।

06/08/2022
আমার কিছু বন্ধ্যাত্ব রোগীর কোলে আল্লাহর রহমতে বাচ্চা দিতে পেরে বাবা মায়েদের মতো আমি ও অত্যন্ত আনন্দিত। ভালো থাকুক সবাই।
06/08/2022

আমার কিছু বন্ধ্যাত্ব রোগীর কোলে আল্লাহর রহমতে বাচ্চা দিতে পেরে বাবা মায়েদের মতো আমি ও অত্যন্ত আনন্দিত। ভালো থাকুক সবাই।

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Marufa Hossain Infertility and Pregnancy Care posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your practice to be the top-listed Clinic?

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram