23/06/2025
৩৩ বছর সংসার জীবন পার হয়ে গেল। একজন স্বামী এবং পিতা হিসেবে নিজের জীবনের উপলব্ধি থেকে সংসার জীবনে আছেন বা প্রবেশ করবেন যারা, তাদের প্রতি করজোড়ে নিবেদন আমার।
আদব-কায়দাহীন, মূল্যবোধ আর নৈতিক অবক্ষয়, ধ্বংস প্রাপ্ত বিবেচনা বোধ, ধ্বংস প্রাপ্ত ধর্মীয় চেতনা, পারস্পরিক অসন্মান, প্রতিহিংসা, নোংরা রাজনীতি, দুর্নীতি, মিথ্যাচার, লোভ লালসা, সহানুভূতিহীন এই সমাজ ব্যবস্থায় আপনার সর্ব প্রথম এবং প্রধান দায়িত্ব হচ্ছে, আপনার সন্তানকে ভাল মানুষ হিসেবে গড়ে তোলা। এতে রাষ্ট্র একজন সুনাগরিক পাবে।
আপনার সন্তানকে ভাল মানুষ হিসেবে গড়ে তোলায় সমাজ, শিক্ষা প্রতিষ্ঠান এবং রাষ্ট্র সম্পূর্ণ ব্যর্থ। তাই এই দায়িত্ব একান্ত আপনার, আপনার পরিবারের।
সেজন্য দরকার সুস্থ পারিবারিক এবং শান্তিময় পরিবেশ। পিতা হিসেবে সন্তানদের ভালভাবে মানুষ করতে হলে, প্রথম দরকার তাদের সত্যবাদী হিসেবে মানুষ করা। এরপর অতি প্রয়োজনীয় হচ্ছে আপনার স্ত্রীকে যথাযথ সন্মান ও মর্যাদা দেয়া, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও ভালবাসা কায়েম করা।
আপনার সন্তানদের সামনে তাদের মাকে কখনোই অসন্মান, অপমান এবং নির্যাতন করবেন না। আপনাকে ধরে নিতেই হবে, মেনে নিতেই হবে, মেয়েরা খুব আবেগ প্রবণ এবং সেনসিটিভ হয়। সে একটা জীবন, বাবা মা, ভাই বোনকে ফেলে একা এসে আপনার সাথে যুক্ত হয়েছে। মেয়েরা আবেগ আর ভালবাসা দিয়ে সবকিছু বিচার করে। সেটা আপনাকে ধৈর্যের সাথে মোকাবেলা করতে হবে। তাদের আবেগের মিনিমাম দামটুকু আপনাকে দিতেই হবে। তবেই আপনার সংসার শান্তির হবে।
স্ত্রী আপনার প্রতিপক্ষ নয়, আপনার শত্রু নয়। সে আপনাকে সামলায়, সংসার সামলায়, বাচ্চাদের সামলায়। ধৈর্য ধরে তার এই অপার ক্ষমতা লক্ষ্য করুন, উপলব্ধি করুন। তাকে ভালবাসুন, কারণ সে আপনার স্ত্রী। তাকে ভালবাসুন, কারণ সে আপনার বাচ্চাদের মা।
সে রাগ করলে, আপনি অবহেলা বা অবজ্ঞা করবেন না। আরও কাছে ঘেঁষে যান, জোর করে জড়িয়ে ধরুন তাকে। ফলাফল দেখুন কী হয়! স্ত্রীর কাছে হেরে যাওয়া মানে বড় জিতে যাওয়া। এতে জিতে যাবে আপনার বাচ্চারাও।
ঝগড়াঝাটি, কাউয়া-ক্যাচাল, চিৎকার, চেচামেচি করে সংসারকে নরক বানাবেন না। নরক বানাবেন না আপনার সন্তানের জীবনকে। এমনিতেই বাইরের সব নরক হয়ে আছে। আগলে রাখুন আপনার স্ত্রীকে, আগলে রাখুন সন্তানদের।
সব শেষ হয়ে যাচ্ছে পরকীয়ায়। আপনি দুনিয়ায় জাহান্নাম বেছে নিলে, কারো ক্ষমতা নেই তা' আটকায়।
এত কথা বললাম, কারণ আমি তা মেনে চলেছি অক্ষরে অক্ষরে। ৩৩ বছর পার হল, দুই একবার নীরব অভিমান ছাড়া স্ত্রীর সাথে একবারের জন্যও ঝগড়া করিনি। উচ্চস্বরে চিৎকার করে কথা বলিনি। অমর্যাদা অসন্মান করিনি। আমার মাথার মুকুট সে। সে যে আমার দুই মেয়ের মা। মহান রব অপার শান্তিতে রেখেছেন আমাদের। আলহামদুলিল্লাহ।
©Mahbub Kabir Milon