30/06/2025
#হ্ঠাৎ পুড়ে গেলে কি করবেন :
# হালকা পুড়ে গেলে সেই স্থান 15-20 মিনিট ধরে পানি ঢেলে ধুয়ে নিতে হবে, সম্ভব হলে টেপের পানির ( প্রবাহমান )নিচে রেখে আক্রান্ত অংশ ধুয়ে নিতে হবে
# শরীরের পুড়ার অংশ বেশি হলে অনেকসময় 30 মিনিটের চেয়ে বেশি সময় ধরে ধুয়ে নিতে হবে, যতবেশি পরিস্কার পানি ব্যবহার করা যাবে তত ভাল
#পরিস্কার কাপড় বা গজ পিস দিয়ে আক্রান্ত স্থান ঢেকে রাখতে পারেন যাতে বাহিরের ধুলাবালি না পড়ে
#রোগী যদি খেতে পারে প্রচুর পরিমানে তরল খাবার, লেবুর শরবত , ডাবের পানি ইত্যাদি দেয়া যেতে পারে
#ব্যথা থাকলে প্যারাসিটামল বা ব্যথানাশক ( আইবোপ্রাফেন জাতীয় )সেবন করা যেতে পারে
যা করা যাবেনা:
-ক্ষতস্থানে বা পোড়া অংশে ডিম, টুথপেস্ট, তুলা, মলম বা ক্রিম, গোবর, লতাপাতার রস, চুলার মাটি, ছাই ইত্যাদি লাগাবেন না
-ফোসকা হলে তা ফুটো করবেন না, ইনফেকশন বেড়ে যাবে
#দ্রুত নিকটস্থ হাসপাতালে প্রেরণ করতে হবে এবং বিজ্ঞানভিত্তিক চিকিৎসা গ্রহণ করতে হবে
সংশ্লিষ্ট চিকিৎসক রোগীর শরীরের পুড়ার ব্যাপকতা ( ডিগ্রী )এবং ঝুকি নির্ণয় করবেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন
🔻কখন হাসপাতালে ভর্তি হতে হবে :
সাধারণত অল্প পোড়ার ক্ষেত্রে বার্ন ড্রেসিংসহ অন্যান্য পরামর্শ দিয়ে বাসায় পাঠিয়ে দেওয়া হয় , কিন্তু কিছু কিছু ক্ষেত্রে হাসপাতালে ভর্তি আবশ্যক এবং প্রয়োজনে বিশেষায়িত সেন্টারে রোগীকে রেফার করা লাগতে পারে
- মাথা, মুখমণ্ডল ,চোখ , গলা ও শ্বাসনালী পুড়ে গেলে
- হাত, পা, জয়েন্ট বা জয়েন্ট এর আশে পাশে তীব্র মাত্রায় পুড়ে গেলে
-নিতম্ব, যৌনাঙ্গ ও মলদ্বারের আশে পাশে পুড়ে গেলে
- শিশুদের ক্ষেত্রে > 10% বার্ন হলে
- বয়স্কদের ক্ষেত্রে >15% বার্ন হলে
-কেমিকেল বার্ন হলে
- ইনহেলেশান ইঞ্জুরি ( বাহির হতে পোড়া অংশ দেখা না গেলেও ধোয়ার কারনে শ্বাসকষ্ট হলে )
- ইলেক্ট্রিক বার্ন হলে যা চামড়ার নীচে ব্যাপক ক্ষতি করে যা ফলে
জটিলতা হয়ে রোগী মৃত্যুবরণ করতে পারে তাই এসব ক্ষেত্রে অবশ্যই ভর্তি হয়ে দ্রুত চিকিৎসা গ্রহণ করতে হবে
🔻জটিলতা কি কি হতে পারে :
তা নির্ভর করে রোগীর অবস্থা ,আগুনের ব্যাপকতা ও কার্যকরী ফার্স্ট এইড সহ অন্যান্য চিকিৎসা যত দ্রুত শুরু করা যাবে তার উপর , এরপর ও শরীর হতে অতিরিক্ত আমিষ বের হয়ে যাওয়া, রক্ত ও পানিশুন্যতা, কিডনি বিকলতা, ফুসফুসের জটিলতা , সেপসিস সহ ইত্যাদি কিছু কারনে রোগী হ্ঠাৎ খারাপ হয়ে যেতে পারে বা বার্ন পরবর্তী অনেক জটিলতা দেখা দেয় যার জন্য সমন্বিত চিকিৎসা গ্রহন করতে হবে