An-Neesa

03/12/2025

Abu Taw Haa Muhammad Adnan এবং Sabiqun Nahar Sarah এর পুনরায় বিয়ে করে সংসারে ফেরা নিয়ে যাদের চুলকাচ্ছে এদের প্রত্যেকের মূলত শরীয়তের এই হালাল নিয়ম নিয়েই চুলকানি হচ্ছে ।

আরে ভাই শরীয়ত তো বলেই দিয়েছে ৩ তালাক না হলে এবং কোনো কারণে বিয়ে ভেঙে গেলে সেটা পুনরায় পড়িয়ে সংসার করা যাবে । তাহলে কিছু লেবাসধারি হুজুরদের শরীয়তের এই নিয়ম নিয়ে এত চুলকানি সৃষ্টি হলো কেনো?

03/12/2025

যে যেটাই বলুক না কেনো Abu Taw Haa Muhammad Adnan এবং Sabiqun Nahar Sarah আবারো বিয়ে পড়িয়ে মিলে যাওয়াটা আমার কাছে খুবই স্বস্তির এবং প্রশান্তির মনে হয়েছে । আসলে দূরত্ব মানুষকে তার প্রিয়জনের গুরুত্ব বুঝিয়ে দেয় । ফেসবুকে ব্যক্তিগত বিষয় সামনে এনে লাভ হয়নি তবে দোষ ত্রুটি যার মধ্যে ছিল যার লজ্জা থাকলে হয়তো শুধরে যাবে এবং কিছু তৃতীয় পক্ষ ঝরে যাবে।

অনেকেই নোংরামি ছড়াচ্ছে তাদের ব্যক্তিগত সিদ্ধান্তকে নিয়ে। কিন্তু কেনো ভাই? আপনাদের সমস্যা কোথায়? খোলা তালাক এবং কোনো কারণে বিয়ে ভেঙে গেলে অবশ্যই সংসারে ব্যাক করার রাস্তা খোলা থাকে । তাহলে আপনাদের সমস্যা কোথায়? তাদের সন্তান যদি বাবা হারা হয়ে বড় হয় আপনি কি তাদের বাবার দায়িত্ব পালন করতেন? একটা সন্তান বাবা ছাড়া বড় হওয়া সেই সন্তানের মানসিক বিকাশে কতটুকু বাধা দেয় সেটা আপনি কিভাবে বুঝবেন?যাদের বাবা বেঁচে আছে তারা কখনোই বুঝবেন না।

আসলে আমরা কেও কারো ভালো সহ্য করতে পারিনা! বিচ্ছেদের এই শহরে আমরা সবাই অন্যের বিচ্ছেদের ঘটনা খুজতে থাকি । সাবিকুন নাহার যদি সব জুলুম ভুলে গিয়ে সংসার করতে পারে বাচ্চাদের জন্য সেখানে আপনি আমি আমরা ট্রল করার কে ভাই?
যারা তাদের মিলে যাওয়া নিয়ে কটাক্ষ করছেন তারা মূলত শরীয়তের নিয়মকে নিয়েই কটাক্ষ করছেন। তারা শরীয়ত মেনে যদি এক হয় শেখানে আপনি প্রশ্ন তুলার কে? শরীয়ত মানতে কি লোক লজ্জার ভয়ে বিচ্ছেদ মেনে নিতে হয়?

04/11/2025

আল্লাহর সাথে সম্পর্ক আগে ঠিক করুন, বাকিটা আল্লাহ নিজেই ঠিক করে দিবেন যদি আপনি সৎ হয়ে থাকেন
ইনশাআল্লাহ।
An-Neesa

22/10/2025

জীবনে অনেক মূল্যবান কিছু হারানোর পর যদি বুঝতে পারেন যাদুগ্রস্থ হয়ে হারিয়েছেন তখন অনুভূতি কেমন হবে?

22/10/2025

বদ-নজর থেকে সাবধান ।

18/10/2025
10/10/2025

আজ জুমুআর দিন, দুআ কবুল হওয়ার দিন। 📌
জ্বীন যাদু গ্রস্থ এবং আইন হাসাদে আক্রান্ত ব্যক্তিরা বেশি বেশি দুআ করুন সুস্থতার জন্য ।
দুআর মাধ্যমে সুস্থতা চেয়ে নিন আল্লাহর কাছে ।
যাদের রিযিক নিয়ে পেরেশানি আছে তারাও দুআর মাধ্যমে উত্তম রিযিক চেয়ে নিন ।
An-Neesa

09/10/2025

#পাগল_করার জাদুতে আক্রান্ত ব্যক্তিদের কিছু কমন লক্ষণ হলো -
📌সম্পর্ক বিচ্ছেদ ঘটে যাওয়া
📌মাথা প্রচুর ব্যথা করা,
📌ঘুমে ব্যাঘাত ঘটা
📌পড়াশোনায় মনোযোগ না বসা
📌প্রচুর রাগ উঠতে থাকা
📌ধৈর্য শক্তি একেবারেই কমে যাওয়া
📌পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে না চাওয়া

09/10/2025

ঘরে যেকোনো কীটপতঙ্গের অতিরিক্ত বিস্তারের মূল কারণ অতি মাত্রায় আইন হাসাদে আক্রান্ত হওয়া ।

06/10/2025

মানুষের অভিশাপ, বদ'দু'আ, নিঃশব্দে দু'ফোটা চোখের পানি, আকাশের দিকে তাকিয়ে একটা ভারি দীর্ঘশ্বাস- খুবই ভয়াবহ জিনিস!

আল্লাহ্‌ রাব্বুল ইযযাতের দরবারে যদি একটা বদ'দু'আ কবুল হয়ে যায়, যদি এক ফোটা চোখের পানি আরশ মহলে পৌঁছায়, সেটাই আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে!

'হাসবুনাল্লা-হু ওয়া নি'মাল ওয়াকীল'!

স্বামী স্ত্রীর সংসারের  মধ্যে হাসাদের /হিংসা  সমস্যা হলে যে সমস্যা গুলি হয়।প্রথমে জেনে নেই স্বামী স্ত্রী হাসাদে আক্রান্ত...
06/10/2025

স্বামী স্ত্রীর সংসারের মধ্যে হাসাদের /হিংসা সমস্যা হলে যে সমস্যা গুলি হয়।

প্রথমে জেনে নেই স্বামী স্ত্রী হাসাদে আক্রান্ত হলে কি কি সমস্যা হয় বা লক্ষণ দেখা দেয়।

------- ------- ------

(১)ক্রমাগত অস্বস্তি ও দুঃখের অনুভূতি।

(২)কোন কারণ ছাড়াই স্ত্রীর ক্রমাগত কান্নার প্রবণতা।

(৩)স্বামী স্ত্রী উভয় শ্বাসকষ্ট অনুভব করা।

(৪) ক্রমাগত হতাশা এবং কিছু করতে অনিচ্ছার অনুভূতি।

(৪)শারীরিক উচ্চ তাপমাত্রা

(৫) সব সময় এবং সামান্য কারণে নিজেকে খুব নার্ভাস বোধ করা ছোট সমস্যা গুলিকে খুব বড় মনে করা।

(৬) স্বামী-স্ত্রীর একে অপরের ইচ্ছার অবসান ঘটা দুরত্ব বেড়ে যাওয়া। কখনো এক পক্ষ থেকে বিচ্ছিন্নতা /তালাক চাওয়ার পরিস্থিতি হওয়া

(৬) আর্থিক অবস্থার উল্লেখযোগ্য অবনতি এবং সর্বদা আর্থিক সংকটের মুখোমুখি।

(৭)যৌক্তিকতা ছাড়াই স্বামী / স্ত্রীর মধ্যে সমস্যা তৈরি করা।

(৮) সব সময় অলস এবং অলসতা বোধ করা এবং কিছু করতে মনে না চাওয়া ।

(৯)কারণ ছাড়াই হঠাৎ রোগের সংস্পর্শে আসা শরীর মোটেও চিকিৎসায় সাড়া দেয় না।

(১০)কিছু মানসিক রোগের সমস্যা যা চিকিত্সা করা কঠিন।

(১১)বুকে বর্ধিত এবং অনিয়মিত হৃদস্পন্দন বা হার্টবিট বেড়ে যাওয়া ।

(১২)স্বামী বা স্ত্রীর থেকে বিচ্ছিন্ন বোধ এবং বৈবাহিক সম্পর্ক সামনে এগিয়ে নিতে অনিচ্ছুক।

(১৩)বাড়িতে কার সঙ্গে বসতে ইচ্ছে না করা একা থাকা পছন্দ করা ।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when An-Neesa posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram