SHAH JALAL HOMEO HALL

SHAH JALAL HOMEO HALL কান,নাক,গলা রোগের চিকিৎসা কেন্দ্র

25/01/2025
Pharynx ✍️✍️✍️প্রকারভেদ (Divisions of Pharynx):Pharynx তিনটি অংশে বিভক্ত:1. Nasopharynx:👇নাসারন্ধ্রের পেছনে অবস্থিত।শ্বা...
06/01/2025

Pharynx ✍️✍️✍️

প্রকারভেদ (Divisions of Pharynx):
Pharynx তিনটি অংশে বিভক্ত:

1. Nasopharynx:👇

নাসারন্ধ্রের পেছনে অবস্থিত।

শ্বাসনালী ও মধ্যকর্ণের (middle ear) সাথে সংযুক্ত।

Eustachian tube এখানে খুলে যায়।

2. Oropharynx:✍️

মুখগহ্বরের পেছনে অবস্থিত।

খাবার ও বাতাস উভয় পরিবহন করে।

Tonsils এখানে অবস্থিত।

3. Laryngopharynx (Hypopharynx):💢

গলবিলের নিচের অংশ।

এটি খাদ্যনালী (esophagus) ও শ্বাসনালী (larynx) এর সাথে সংযুক্ত।

অবস্থান (Location):💫💫
Pharynx মাথার ঘাড়ের পেছনের দিকে অবস্থিত এবং এটি নাক, মুখ ও গলার অংশকে সংযুক্ত করে। এটি 12-14 সেন্টিমিটার লম্বা একটি মাংসল টিউব।

Anatomy (গঠন):💥💥

Layers of Pharynx:

1. Mucosa: ভেতরের আবরণ।

2. Submucosa: মিউকোসার নিচের স্তর।

3. Muscular layer: পেশি দিয়ে তৈরি।

4. Adventitia: বাইরের স্তর।

Muscles of Pharynx:💬💬

Constrictor muscles (Superior, Middle, Inferior)।

Longitudinal muscles (Stylopharyngeus, Palatopharyngeus)।

Physiology (কর্মপ্রণালী):✍️✍️

1. Swallowing (গলধঃকরণ):

খাবার মুখ থেকে খাদ্যনালীতে পৌঁছায়।

2. Respiration (শ্বাস-প্রশ্বাস):

বাতাস নাক থেকে শ্বাসনালীতে পৌঁছায়।

3. Speech (কথা বলা):

স্বরের উৎপাদনে সাহায্য করে।

4. Protection (সুরক্ষা):

Mucosa দিয়ে বাইরের জীবাণু আটকে রাখে।

Pathology (রোগসমূহ)👉👉

1. Pharyngitis:

গলায় প্রদাহ।

লক্ষণ: গলা ব্যথা, জ্বর।

2. Tonsillitis:

Tonsils এর প্রদাহ।

লক্ষণ: গিলে খেতে কষ্ট, গলার ফোলা।

3. Nasopharyngeal Carcinoma:

নাসোফ্যারিংক্সে ক্যানসার।

4. Obstructive Sleep Apnea:

ঘুমের সময় শ্বাসপ্রশ্বাসে বাধা।

5. Dysphagia:

গিলে খেতে অসুবিধা।

6.Laryngitis : ল্যারিন্জে প্রদাহ।

এসব সমস্যায় আলহামদুলিল্লাহ হোমিওপ্যাথি ভালো চিকিৎসা রয়েছে।
চিকিৎসা বিষয়ক যেকোনো পরামর্শে আপনার পাশে আছি।
ধন্যবাদ।

নাক,কান,গলা রোগের বিশিষ্ট হোমিও চিকিৎসক ডাঃ কবির উদ্দিন ঢাকা ও চট্টগ্রামে নিয়মিত রুগী দেখছেন।
10/02/2024

নাক,কান,গলা রোগের বিশিষ্ট হোমিও চিকিৎসক ডাঃ কবির উদ্দিন ঢাকা ও চট্টগ্রামে নিয়মিত রুগী দেখছেন।

নাক,কান,গলা রোগঃ- কানপাকা, পুজপড়া,পানিপড়া,কানে ব্যথা,কানে কমশোনা, শো শো ভো ভো করা,সাইনোসাইটিস,পলিপাস,সর্দি,হাঁচি, কাশি,শ...
17/01/2024

নাক,কান,গলা রোগঃ- কানপাকা, পুজপড়া,পানিপড়া,কানে ব্যথা,কানে কমশোনা, শো শো ভো ভো করা,সাইনোসাইটিস,পলিপাস,সর্দি,হাঁচি, কাশি,শ্বাসকষ্ট,হাপানী,শ্বাসপ্রশ্বাসে দূর্গন্দ্ব,নাকের হাড় বাঁকা,নাক দিয়ে রক্ত পড়া,ঘ্রান শক্তি হ্রাস,জিহবায় ক্ষত,গলখত,স্বরভঙ্গ, টনসিল, গলাব্যথা,গলগণ্ড, গলাফুলা,টিউমার, কন্ঠনালীতে পলিপ,তোৎলা সহ জটিল রোগের চিকিৎসক ডাঃ এস,এম কবির উদ্দিন ঢাকায় প্রতি রবিবার থেকে বৃহস্পতিবার এবং চট্টগ্রামে প্রতি শুক্র ও শনিবার নিয়মিত রুগী দেখছেন। সিরিয়ালের জন্য যোগাযোগ করুন ০১৭১৬৩১৩৭৪৩, ০১৯৩৭২৭২৩৮০

Address

Dhaka

Telephone

01716313743

Website

Alerts

Be the first to know and let us send you an email when SHAH JALAL HOMEO HALL posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to SHAH JALAL HOMEO HALL:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram