Union Specialized Hospital, Mymensingh LTD

Union Specialized Hospital, Mymensingh LTD বিশেষায়িত স্বাস্থ্য সেবায়-শৃঙ্খলা ও সততা... Discipline and Honesty in the Specialized of Health Servi

📣আমাদের সেবা📣
☑️সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত বহুতল ভবনে সময়ুপযোগী সাজসজ্জা মণ্ডিত বিভিন্ন তলায় থাকবে l
☑️আউট ডোর ও ইন ডোর ব্যবস্থা।
☑️আউটডোর রোগীদের বসার জন্য সু প্রশস্থ ওয়েটিং লাউঞ্জ ও খাবারের ক্যান্টিন।
☑️বিশেষজ্ঞ ডাক্তারদের চেম্বার।
☑️রিসিপশন, প্যাথলজি ও ডায়াগনস্টিক সেন্টারঃ
এম আর আই, সিটি স্ক্যান,রেডিওলোজী, ডিজিটাল এক্স রে,আল্ট্রা সনোগ্রাফি, ইকো কারডিও গ্রাফি, কালার ড্রপ্লার সহ আধুনিক পরীক্ষা ব্যবস্থা।
☑️ ইনডোর সার্ভিসঃ ভি আই পি কেবিন, নরমাল কেবিন, জেনারেল বেড সহ নারী পুরুষের পৃথক আবাসন ব্যবস্থা, সর্বাধুনিক একাধিক অপারেশন থিয়েটার, পোষ্ট অপারেটিভ, নিবিড় পর্যবেক্ষণ রুম, রিকভারী রুম, করনারি কেয়ার ইউনিট, ডায়ালাইসিস রুম, সি, এম এ, সারবাক্ষনিক পরিচর্যার জন্য নার্সিং ষ্টেশন, কনফারেন্স রুম সহ বিভিন্ন ব্যবস্থা।
☑️এ ছাড়াও কার পারকিং, নিজস্ব বিদ্যুৎ ব্যবস্থা এবং জরুরি এ্যাম্বুলেন্স তো থাকবেই।
☑️এছাড়াও সি সি ক্যমেরার অাওতায় অামাদের প্রতিষ্ঠান।
💈আমাদের লক্ষ্য-
👉ন্যায্য মুল্যে আন্তর্জাতিক মানের সকল চিকিৎসায় নিজেকে এবং সর্বসাধারণকে সম্পৃক্ত করা।
👉বৃহত্তর ময়মনসিংহ এ আন্তর্জাতিক মানের স্পেশালাইজড হাসপাতাল প্রতিষ্ঠায় সহযোগিতা করা।
👉সত্যকার অর্থে জনকল্যাণমূলক কাজে নিজেকে সম্পৃক্ত করা।
👉বৈদেশিক মুদ্রার সাশ্রয় ও চিকিৎসা সংক্রান্ত গবেষণায় সহযোগিতা করা।
👉ব্যক্তিগত ও পারিবারিক পর্যায়ে চিকিৎসা সংক্রান্ত নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা।
👉স্বল্প মূল্যে নিয়মিত কমপ্লিট হেলথ চেক আপের সুবিধা।
👉আপত কালীন সময়ে বা জরুরী চিকিৎসা সেবা ক্রেডিটের মাধ্যমে করার ব্যবস্থা।
👉প্যাথলজিক্যাল পরীক্ষা, অপারেশন ও অন্যান্য বিষয়ে বিশেষ সুবিধা।
👉বাৎসরিক লভ্যাংশ ও বোনাসের ব্যবস্থা।
👉জয়েন্ট ভেঞ্চারে ব্যবসার সুবিধা।
👉চাকুরীর ক্ষেত্রে যোগ্যতার ভিত্তিতে অগ্রাধিকার।
👉ক্রেডিট বোনাসের ব্যবস্থা।
👉এছাড়াও সময় উপযোগী বিভিন্ন সুযোগ সুবিধা।
#আমাদের_ঠিকানা
৩৩৭ চরপাড়া [ চরপাড়া মোড় থেকে ২০০ গজ পশ্চিমে] ময়মনসিংহ
01958-280000
01958-280001
01845-973549

আলহামদুলিল্লাহ !!!নাক,কান,গলা বিশেষজ্ঞ ও সার্জন ডাঃ Md.Sharifuzzaman Farabi  স্যার সহকারী অধ্যাপক পদে পদোন্নতি লাভ করায় ...
30/07/2025

আলহামদুলিল্লাহ !!!
নাক,কান,গলা বিশেষজ্ঞ ও সার্জন ডাঃ Md.Sharifuzzaman Farabi স্যার সহকারী অধ্যাপক পদে পদোন্নতি লাভ করায় ময়মনসিংহ ইউনিয়ন স্পেশালাইজড হসপিটাল লিঃ- এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

17/07/2025

🧪 কোন রোগের জন্য কোন টেস্ট করাবেন? জেনে নিন, ভুল চিকিৎসা হতে নিরাপদে থাকুন!! 🧬

প্রাথমিক ভাবে ধারণা করা হয়

🔹 জ্বর বা ইনফেকশন হলে:
✅ CBC (Complete Blood Count)
✅ ESR
✅ Dengue, Malaria বা Typhoid Test (উপসর্গ অনুযায়ী)

🔹 ডায়াবেটিস সন্দেহ হলে:
✅ Fasting Blood Sugar (খালি পেটে)
✅ 2 Hours After Breakfast (2HABF)
✅ HbA1c (গত ৩ মাসের গ্লুকোজের গড়)

🔹 থাইরয়েড সমস্যা হলে:
✅ TSH
✅ T3, T4

🔹 লিভারের সমস্যা বা হেপাটাইটিস সন্দেহ হলে:
✅ LFT (Liver Function Test)
✅ HBsAg
✅ Anti-HCV

🔹 কিডনির সমস্যা হলে:
✅ Creatinine
✅ Urea
✅ Urine R/E (Urine Routine and Microscopy)

🔹 হার্টের সমস্যা বা বুক ধড়ফড় করলে:
✅ ECG
✅ Troponin I
✅ Lipid Profile
✅ Echocardiogram (ডাক্তারের পরামর্শে)

🔹 পেট ব্যথা, গ্যাস্ট্রিক বা হজমে সমস্যা হলে:
✅ USG Whole Abdomen
✅ Endoscopy (প্রয়োজনে)
✅ H. Pylori Test

🔹 মেয়েদের PCOS বা অনিয়মিত পিরিয়ড হলে:
✅ USG Lower Abdomen
✅ LH, FSH
✅ Prolactin
✅ TSH
✅ AMH (বাচ্চা নেওয়ার পরিকল্পনা থাকলে)।

🔹 প্রেগন্যান্সি টেস্ট:
✅ Urine β-hCG
✅ USG Pregnancy Profile

🔹 আর্থ্রাইটিস বা হাড়ের ব্যথা হলে:
✅ RA Factor
✅ CRP
✅ Uric Acid
✅ X-ray (প্রয়োজনে)।

🔹 রক্তস্বল্পতা (অ্যানিমিয়া) সন্দেহে:
✅ CBC
✅ Serum Iron
✅ Ferritin
✅ Vitamin B12

💡 মনে রাখবেন:
বিনা কারণে টেস্ট করানো যেমন ঠিক নয়, তেমনি দেরি করাও বিপজ্জনক। আপনার শরীরের সংকেতকে অবহেলা করবেন না। ভালো চিকিৎসার শুরু হয় সঠিক টেস্টের মাধ্যমে। তাই উপসর্গ দেখলেই দেরি না করে একজন রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ নিন এবং প্রয়োজনীয় টেস্ট করান।

08/04/2025
যাঁদের আত্মত্যাগে অর্জিত হয়েছে বাংলা ভাষা... তাঁদের জানাই বিনম্র শ্রদ্ধা...
20/02/2025

যাঁদের আত্মত্যাগে অর্জিত হয়েছে বাংলা ভাষা...
তাঁদের জানাই বিনম্র শ্রদ্ধা...

নিয়মিত রোগী দেখেন শনি থেকে বৃহস্পতিবার বিকাল ৫ টা - রাত ৯টা পর্যন্ত। যেকোন তথ্যের জন্য যোগাযোগ করুন- ০১৯৫৮-২৮০০০০,০১৩২৪-...
27/08/2024

নিয়মিত রোগী দেখেন শনি থেকে বৃহস্পতিবার বিকাল ৫ টা - রাত ৯টা পর্যন্ত।
যেকোন তথ্যের জন্য যোগাযোগ করুন- ০১৯৫৮-২৮০০০০,০১৩২৪-১৬০০৮০

নিয়মিত রোগী দেখেন শনি থেকে বুধবার দুপুর ৩ টা - রাত ৯ টা পর্যন্ত। যেকোন তথ্যের জন্য যোগাযোগ করুন- ০১৯৫৮-২৮০০০০,০১৩২৪-১৬০০...
26/08/2024

নিয়মিত রোগী দেখেন শনি থেকে বুধবার দুপুর ৩ টা - রাত ৯ টা পর্যন্ত।
যেকোন তথ্যের জন্য যোগাযোগ করুন- ০১৯৫৮-২৮০০০০,০১৩২৪-১৬০০৮০

11/08/2024
বিশ্ব ধরিত্রী সপ্তাহ: আমাদের অবশ্যই পৃথিবীর জৈবিক সম্পদে সমৃদ্ধ প্রকৃতি ও বাস্তুতন্ত্রকে রক্ষা এবং টেকসইভাবে ব্যবস্থাপনা...
27/04/2024

বিশ্ব ধরিত্রী সপ্তাহ: আমাদের অবশ্যই পৃথিবীর জৈবিক সম্পদে সমৃদ্ধ প্রকৃতি ও বাস্তুতন্ত্রকে রক্ষা এবং টেকসইভাবে ব্যবস্থাপনা করতে হবে। ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান ম্যানগ্রোভ বন সুন্দরবনসহ বাংলাদেশের গুরুত্বপূর্ণ বন ও জলাভূমি অঞ্চলগুলোকে অবক্ষয় থেকে রক্ষা করতে বাংলাদেশ সরকার এবং জনগোষ্ঠীর নেতাদের সাথে যুক্তরাষ্ট্র দূতাবাস অংশীদারিত্ব করেছে।

জেনে রাখা ভালো .....
27/04/2024

জেনে রাখা ভালো .....

Address

(চরপারা মোড় থেকে ২০০ গজ পশ্চিমে)
Mymensingh
2200

Telephone

+8801958280000

Website

Alerts

Be the first to know and let us send you an email when Union Specialized Hospital, Mymensingh LTD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Union Specialized Hospital, Mymensingh LTD:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram