Noakhali Grameen Community Eye Hospital & Phaco Center

  • Home
  • Noakhali Grameen Community Eye Hospital & Phaco Center

Noakhali Grameen Community Eye Hospital & Phaco Center আলোর খনির সন্ধান

23/09/2024
21/09/2024
মানুষের দেখার জন্য চোখের কর্নিয়া ও লেন্স খুবই প্রয়োজনীয়। চোখের স্বচ্ছ লেন্স বয়সজনিত বা অন্যকোনো কারণে অস্বচ্ছ হলে দৃষ্টি...
12/08/2024

মানুষের দেখার জন্য চোখের কর্নিয়া ও লেন্স খুবই প্রয়োজনীয়। চোখের স্বচ্ছ লেন্স বয়সজনিত বা অন্যকোনো কারণে অস্বচ্ছ হলে দৃষ্টিশক্তি কমে যায় ও স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হয়। চোখের লেন্স অস্বচ্ছ হওয়াকে ছানি বলে। বয়স বাড়ার সাথে, আঘাত লাগলে চোখে অন্য কোনো প্রদাহ হলে, ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপ হলে, দীর্ঘদিন চোখে কিছু ড্রপ ব্যবহার করলে চোখে ছানি পড়ে। ছানি প্রধানত তিন ধরনের হয়- ১) নিউক্লিয়ার, ২)কর্টিক্যাল ও ৩) সাব ক্যাপসুলার

ছানির চিকিৎসা কী?
ছানির একমাত্র চিকিৎসা অপারেশন, ওষুধ কিংবা চশমা দিয়ে ছানির চিকিৎসা সম্ভব নয়।

ছানির জন্য কি অপারেশন করা হয়?
ছানি অপারেশনে চোখের ভেতরের অস্বচ্ছ লেন্স বের করে তার জায়গায় কৃত্রিম লেন্স বসানো হয়। ছানির অপারেশন বিভিন্নভাবে করা হয়। যেমন- ফ্যাকো সার্জারি ও প্রচলিত ছানি অপারেশন (SICS)। ছানির চিকিৎসা না করলে দৃষ্টি ধীরে ধীরে কমতে থাকবে। বেশি দেরি করলে গুকোমা বা চোখের প্রেসার, চোখে প্রদাহ ও তীব্র ব্যথাসহ পুরোপুরি অন্ধ হওয়ার মতো মারাত্মক জটিলতা বয়ে আনতে পারে।

ফ্যাকো সার্জারি কী?
ছানিকে গলিয়ে বের করে চোখে কৃত্রিম লেন্স বসানো হয়।
ফ্যাকো সার্জারি চালু হওয়ায় ছানি অপারেশনে বিরাট পরিবর্তন এসেছে। এটা যদি আমরা তুলনামূলক বিচার করি তাহলেই পরিষ্কার হয়ে যাবে।
ফ্যাকো অপারেশন-
১) এখানে লেন্সকে গলিয়ে বের করা হয়।
২) এ পদ্ধতিতে রক্তক্ষরণ হয় না।
৩) ২.৫-৩ মি. মি. ছিদ্র করা হয়।
৪) সেলাইবিহীন
৫) অপারেশনের সঙ্গে সঙ্গেই বাড়ি যাওয়া যায়।
৬) এ অপারেশনে শুধুমাত্র ৭ দিন চোখে পানি দেয়া নিষেধ।
৭) দ্রুত সেরে উঠে।

ফ্যাকো সার্জারির সুবিধাসমূহ:
(১) সেলাইবিহীন; (২) দ্রুত সেরে ওঠে; (৩) ৩-৪ দিনের মধ্যে স্বাভাবিক কাজকর্ম করতে পারা, এর মধ্যে - গাড়ি চালানো, লেখাপড়া করা, টিভি দেখা, অফিস করা; (৪) অপারেশনের কিছু সময় আগে ভর্তি হওয়া; (৫) অপারেশনের পর বাসায় চলে যাওয়া; ৬) Surface/Local Anaesthesia এর মাধ্যমে অপারেশন করা হয়; (৬) যে সমস্ত রোগী সহযোগিতা করতে পারেন তাদের ইনজেকশন না দিয়ে শুধুমাত্র ড্রপের মাধ্যমে অপারেশন করা হয়; (৭) ইনজেকশন না দিলে এবং ডাক্তার উপযুক্ত মনে করলে অপারেশনের পর চোখে ব্যান্ডেজ না দিয়ে বাড়ি পাঠাতে পারেন; (৮) জটিলতা হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে এবং (৯) অপারেশনের পরপরই স্বাভাবিক খাবার খেতে পারবেন।

অপারেশন করতে হলে কী করতে হবে?
চক্ষু ডাক্তারগন অপারেশন করার উপদেশ দিলে, পরামর্শ মতো অপারেশনের পূর্বে ৩-৪টি বিভিন্ন পরীক্ষা করতে হবে। যেমন- (ক) ডায়াবেটিসের জন্য ব্লাড সুগার; (খ) ই.সি.জি.; (গ) চোখে যে লেন্স বসানো হবে তার মাপের জন্য বায়োমেট্রিক; (ঘ) চোখের কর্ণিয়ার মাপের জন্য কেরাটোমেট্রি; (ঙ) চোখের প্রেসার পরীক্ষা ও (চ)
syringing পরিক্ষা (SPT)

ফোল্ডেবল লেন্স:
১) এই লেন্স, লেন্সের সর্বশেষ সংস্করণ। ২) এই লেন্স নরম এবং ভাঁজ করা যায়। ৩) এই লেন্সের ক্ষেত্রে মাত্র ২.৫-৩ মি.মি. কাটতে হয়। ৪) এক্ষেত্রে অপারেশনের পর লেন্সের পেছনে অস্বচ্ছ হওয়ার সম্ভাবনা থাকে না। ৫) এক্ষেত্রে চোখ অতি দ্রুত সেরে ওঠে।

অপারেশন পরবর্তী করণীয়:
(১) অপারেশনের পর ডাক্তারের কাছ থেকে ছাড়পত্র বুঝে নিয়ে বাড়ি যেতে হয়। (২) ছাড়পত্রে লিখিত ওষুধ নিয়ম মাফিক ব্যবহার করা। (৩) ৭ দিন চোখে সরাসরি পানি না লাগানো। (৪) অপারেশনের পরের দিন, ৭ দিন পর এবং একমাস পর মোট তিনবার ডাক্তারের কাছে আসতে হবে। এর মধ্যে যে কোনো সময় কোনো অসুবিধা দেখা দিলে ডাক্তারের পরামর্শ গ্রহণ করতে হয়।

আপনার মা-বাবা—আত্মীয়স্বজনের ছানি অপারেশনের কথা ভাবছেন!!🔘ছানি কী?—আমাদের দেশে অন্ধত্বের প্রধান কারণ হচ্ছে— ছানি। মূলত বয়স...
12/08/2024

আপনার মা-বাবা—আত্মীয়স্বজনের ছানি অপারেশনের কথা ভাবছেন!!

🔘ছানি কী?
—আমাদের দেশে অন্ধত্বের প্রধান কারণ হচ্ছে— ছানি। মূলত বয়সজনিত কারণে চোখের সৃষ্টিকর্তা প্রদত্ত লেন্স সাদা হয়ে ঘোলা হয়ে যায়। যার কারণে মানুষ দিনকে দিন ঝাপসা দেখে। এবং এক সময় এসে শুধু লাইটের আলো (𝗣𝗟) দেখে।

🔘ছানিরোগের প্রতিকার?
— ছানি রোগের একমাত্র চিকিৎসা হচ্ছে কৃত্রিম লেন্স সংযোজন। সহজ করে বললে অপারেশনের মাধ্যমে ঘোলা লেন্স বের করে কৃত্রিম লেন্স (𝗜𝗢𝗟) লাগিয়ে দেওয়া।

🔘 ছানি অপারেশনের পদ্ধতি?
— ছানি অপারেশন দুইটা পদ্ধতিতে করা যায়—
এক. ম্যানুয়াল (𝗠𝗮𝗻𝘂𝗮𝗹)
দুই. ফ্যাকো (𝗣𝗛𝗔𝗖𝗢)

🔘 ফ্যাকো সার্জারি কী?
— মেশিনের সাহায্যে লেন্স বের করে কৃত্রিম লেন্স লাগানোটাই মূলত ফ্যাকো সার্জারি।

🔘 প্রিমিয়াম ফ্যাকো সার্জারি কী?
— শুধু চোখের ড্রপের সাহায্যে, ইঞ্জেকশন ছাড়া, কাঁটাছেড়া ছাড়া, ব্যান্ডেজ ছাড়া এবং সেলাই ছাড়া অত্যাধুনিক মেশিনের সাহায্যে ছানি অপারেশনই মূলত প্রিমিয়াম ফ্যাকো সার্জারি (𝗣𝗿𝗲𝗺𝗶𝘂𝗺 𝗣𝗵𝗮𝗰𝗼 𝗦𝘂𝗿𝗴𝗲𝗿𝘆)

🔘 প্রিমিয়াম ফ্যাকোতে সুবিধা?
— লোকাল এনেসথেশিয়ার ভয় নেই।
— উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিক রোগীর জন্য একদম পারফেক্ট— যেহেতু কাঁটাছেঁড়া নেই।
— ব্যান্ডেজ, সেলাই ইত্যাদি নেই।
— ১ সপ্তাহের মধ্যে সুস্থ হয়ে উঠে।
— শুধু সরকার অনুমোদিত ও ব্রান্ডেড লেন্স (𝗜𝗢𝗟)

🔘 ফ্যাকো বুকিং—
+8801760482206

১০০ভাগ নির্ভুল চশমার পাওয়ারের নিশ্চয়তা পেতে আমাদের থেকে অন্তত একবার সেবা নিন।📞কলঃ +8801760482206
11/08/2024

১০০ভাগ নির্ভুল চশমার পাওয়ারের নিশ্চয়তা পেতে আমাদের থেকে অন্তত একবার সেবা নিন।
📞কলঃ +8801760482206

ছানি অপারেশনের সর্ব আধুনিক প্রযুক্তি ব্যাবহার করে আমেরিকার বিশ্ববিখ্যাত কোম্পানি alcon এর loreate মেশিনের মাধ্যমে নোয়াখা...
25/06/2024

ছানি অপারেশনের সর্ব আধুনিক প্রযুক্তি ব্যাবহার করে আমেরিকার বিশ্ববিখ্যাত কোম্পানি alcon এর loreate মেশিনের মাধ্যমে নোয়াখালী গ্রামীণ কমিউনিটি চক্ষু হাসপাতাল ও ফ্যাকো সেন্টারে স্বল্প মুল্যে ফ্যাকো অপারেশন করানো হয়।

বিস্তারিত তথ্য জানতে আমাদের সাথে যোগাযোগ করুক।

18/06/2024

আমেরিকার বিশ্ব বিখ্যাত কোম্পানি Alcon এর Laureate মেশিন দ্বারা নোয়াখালী গ্রামীণ কমিউনিটি চক্ষু হাসপাতাল ও ফ্যাকো সেন্টার সুলভ মূল্যে ফ্যাকো সার্জারি করানো হয়।

ফ্যাকো সার্জারি হলো ছানি অপারেশনের সর্বাধুনিক প্রযুক্তি যার মাধ্যমে ছানিকে গলিয়ে বের করে চোখে কৃত্রিম লেন্স বসানো হয়। ফ্যাকো সার্জারি চালু হওয়ায় ছানি অপারেশনে বিরাট পরিবর্তন এসেছে।

ফ্যাকো অপারেশন-
১) এখানে লেন্সকে গলিয়ে বের করা হয়।
২) এ পদ্ধতিতে রক্তক্ষরণ হয় না।
৩) ২.৫-৩ মি. মি. ছিদ্র করা হয়।
৪) সেলাইবিহীন
৫) অপারেশনের সঙ্গে সঙ্গেই বাড়ি যাওয়া যায়।
৬) এ অপারেশনে শুধুমাত্র ৭ দিন চোখে পানি দেয়া নিষেধ।
৭) দ্রুত সেরে উঠে।

ফ্যাকো সার্জারির সুবিধাসমূহ:
(১) সেলাইবিহীন; (২) দ্রুত সেরে ওঠে; (৩) ৩-৪ দিনের মধ্যে স্বাভাবিক কাজকর্ম করতে পারা, এর মধ্যে - গাড়ি চালানো, লেখাপড়া করা, টিভি দেখা, অফিস করা; (৪) অপারেশনের কিছু সময় আগে ভর্তি হওয়া; (৫) অপারেশনের পর বাসায় চলে যাওয়া; ৬) Surface/Local Anaesthesia এর মাধ্যমে অপারেশন করা হয়; (৬) যে সমস্ত রোগী সহযোগিতা করতে পারেন তাদের ইনজেকশন না দিয়ে শুধুমাত্র ড্রপের মাধ্যমে অপারেশন করা হয়; (৭) ইনজেকশন না দিলে এবং ডাক্তার উপযুক্ত মনে করলে অপারেশনের পর চোখে ব্যান্ডেজ না দিয়ে বাড়ি পাঠাতে পারেন; (৮) জটিলতা হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে এবং (৯) অপারেশনের পরপরই স্বাভাবিক খাবার খেতে পারবেন।

ফ্যাকো সার্জারি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে আমাদের সাথে যোগাযোগ করুন।
যোগাযোগ ঠিকানাঃ নোয়াখালী গ্রামীণ কমিউনিটি চক্ষু হাসপাতাল ও ফ্যাকো সেন্টার। পপুলার ডায়াগনস্টিক সেন্টারের বিপরীত পাশে, নতুন বাস স্ট্যান্ড, মাইজদী কোর্ট, সদর, নোয়াখালী।
মোবাঃ +8801760482206

নোয়াখালী গ্রামীণ কমিউনিটি চক্ষু হাসপাতাল ও ফ্যাকো সেন্টারের পক্ষ থেকে সবাইকে জানাই নববর্ষে শুভেচ্ছা।
14/04/2024

নোয়াখালী গ্রামীণ কমিউনিটি চক্ষু হাসপাতাল ও ফ্যাকো সেন্টারের পক্ষ থেকে সবাইকে জানাই নববর্ষে শুভেচ্ছা।

নোয়াখালী গ্রামীণ কমিউনিটি চক্ষু হাসপাতাল ও ফ্যাকো সেন্টার পক্ষ থেকে সবাইকে ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ঈদ মো...
11/04/2024

নোয়াখালী গ্রামীণ কমিউনিটি চক্ষু হাসপাতাল ও ফ্যাকো সেন্টার পক্ষ থেকে সবাইকে ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ঈদ মোবারক।🫂
ঈদ সবার জীবন আনাবিল শান্তি, সমৃদ্ধি ও সুখ বয়ে আনুক।

খালি চোখে সূর্যগ্রহণ দেখা যে কারণে বিপজ্জনকসূর্যগ্রহণ আসলে একটি বর্ণিল আর আকর্ষণীয় মহাজাগতিক ঘটনা। চাঁদ যখন পৃথিবীর কক্...
08/04/2024

খালি চোখে সূর্যগ্রহণ দেখা যে কারণে বিপজ্জনক

সূর্যগ্রহণ আসলে একটি বর্ণিল আর আকর্ষণীয় মহাজাগতিক ঘটনা। চাঁদ যখন পৃথিবীর কক্ষপথে ঘোরে, তখন তার প্রদক্ষিণ পথে কখনো কখনো চাঁদ এসে পড়ে সূর্য ও পৃথিবীর মাঝখানে।

তখন তারা থেকে আলোর বিচ্ছুরণ বাধাগ্রস্ত হয়, ফলে ঘটে সূর্যের গ্রহণ। চাঁদ এ সময় পৃথিবীকে তার ছায়ায় ঢেকে ফেলে। চাঁদ যখন সূর্যের আংশিক ঢেকে রাখে তখন সংঘটিত হয় আংশিক সূর্যগ্রহণ।

অনেকেই হয়তো জানেন, খালি চোখে সূর্যগ্রহণ দেখা চোখের জন্য ক্ষতিকর। তবে এটি কি সত্যিই নাকি প্রচলিত কল্পকথা? এটি শুধু একটি মিথ নয় বরং এর বৈজ্ঞানিক প্রমাণও আছে।

বিশেষ করে আপনি যদি খালি চোখে সূর্যগ্রহণ দেখার চেষ্টা করেন তাহলে চোখের রেটিনার ক্ষতি হতে পারে, বলে জানাচ্ছে বিভিন্ন বৈজ্ঞানিক গবেষণা।

বিজ্ঞাপন

খালি চোখে সূর্যগ্রহণ দেখলে সৌর রেটিনোপ্যাথি হতে পারে। আলোর এই এক্সপোজার রেটিনার (চোখের পেছনে) কোষগুলোর ক্ষতি করতে পারে বা এমনকি ধ্বংস করেও দিতে পারে।

এক্ষেত্রে চোখে কোনো ব্যথা না হলেও অন্ধত্ব, বিকৃত দৃষ্টি, পরিবর্তিত রং ইত্যাদি সমস্যা হতে পারে। সূর্যগ্রহণ প্রত্যক্ষ করারকয়েক ঘণ্টা থেকে কয়েকদিন সময় লাগতে পারে চোখের দৃষ্টিতে সমস্যা হয়েছে কি না তা বুঝতে। আপনি যদি সূর্যগ্রহণ দেখার পর চোখে কোনো পরিবর্তন দেখেন তাহলে বিশেষজ্ঞের পরামর্শ নিন।

সূর্যগ্রহণে সময় চোখের সুরক্ষায় কী করবেন?

সম্পূর্ণ সূর্যগ্রহণের সময় বিশেষ কোনো সুরক্ষাকবচ ছাড়াই আপনি নিরাপদে সূর্যগ্রহণ দেখতে পারবেন। এটি তখনই ঘটে যখন চাঁদ সম্পূর্ণরূপে সূর্যকে ঢেকে দেয়।

তবে যথাযথ নিরাপত্তা সরঞ্জাম বা কৌশল ছাড়া আংশিক সূর্যগ্রহণ দেখা নিরাপদ নয়। এক্ষেত্রেও চোখের ক্ষতি হতে পারে। নিরাপদে সূর্যগ্রহণ দেখার কয়েকটি সাধারণ উপায় জেনে নিন-

নিরাপদে সূর্যগ্রহণ দেখার উপায় হলো টেলিভিশনে বা প্ল্যানেটরিয়ামে।

সূর্যগ্রহণ দেখার সময় যা করবেন না

স্মার্টফোন ব্যবহার করে

স্মার্টফোনের ক্যামেরায় সূর্যগ্রহণ দেখা বা ছবি তোলার সমঢ ক্যামেরা লাইনআপ করতে গিয়ে ভুলক্রমে সূর্যের দিকে চোখ যেতে পারে। এক্ষেত্রে চোখ ও স্মার্টফোনের ক্যামেরা দুটোরই ক্ষতি হবে। তাই কোনো ঝুঁকি নেবেন না।

A healthy life is a blessing that only sick people can see.
07/04/2024

A healthy life is a blessing that only sick people can see.

Address


Telephone

01760482206

Website

Alerts

Be the first to know and let us send you an email when Noakhali Grameen Community Eye Hospital & Phaco Center posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your practice to be the top-listed Clinic?

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram