Dr Kazy Habib

  • Home
  • Dr Kazy Habib

Dr Kazy Habib Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Dr Kazy Habib, Health & Wellness Website, Dhaka, Bangladesh, .

Dr Kazy Habibur Rahman
BHMS(GHMC)(University of Dhaka), MPH(RCH)(Bangladesh University of Health Sciences)(studying)
General Homoeopathic Physician
Ex House Physician
Govt Homoeopathic Medical College & Hospital,Dhaka
Trained in diabetic Research(ANRAP)

04/05/2025

আসসালামু আলাইকুম

আজ আমরা কথা বলব হোমিওপ্যাথি নিয়ে। আঠারো শতাব্দীতে জার্মানীতে আবিস্কৃত চিকিৎসা পদ্ধতি, যা ধীরে ধীরে সারা বিশ্বে নিজের স্থান করে নিয়েছে।

প্রায় দুশো বছর আগে জার্মান চিকিৎসক ডাঃ স্যামুয়েল হ্যানিম্যান এই চিকিৎসা পদ্ধতির উদ্ভাবন করেন। এর মূল ভিত্তি হল "সদৃশ বিধানের নীতি" - অর্থাৎ, যে পদার্থ সুস্থ শরীরে যে রোগ লক্ষণ তৈরি করতে পারে, সেই লঘু মাত্রার পদার্থই অসুস্থ শরীরে সেই রোগ সারাতে সক্ষম।

হোমিওপ্যাথির ওষুধ তৈরি হয় প্রাকৃতিক উৎস থেকে - যেমন গাছপালা, খনিজ পদার্থ, প্রাণীজ উপাদান, অনুজীব ইত্যাদি। এই ওষুধগুলি অত্যন্ত লঘু মাত্রায় প্রস্তুত করা হয়, যা এদের নিরাপদ করে তোলে এবং শরীরে মৃদুভাবে কাজ করে।

হোমিওপ্যাথির সবচেয়ে বড় গুণ হল এর সামগ্রিক দৃষ্টিভঙ্গি। এখানে শুধু রোগের লক্ষণ নয়, রোগীর শারীরিক, মানসিক এবং আবেগিক অবস্থাকেও গুরুত্ব দেওয়া হয়। একজন অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসক রোগীর সম্পূর্ণ ইতিহাস জেনে, তার ব্যক্তিগত বৈশিষ্ট্য অনুযায়ী ওষুধ নির্বাচন করেন।

বহু মানুষ দীর্ঘস্থায়ী রোগ যেমন অ্যালার্জি, হাঁপানি, আর্থ্রাইটিস, চর্ম রোগ, হজমের সমস্যা সহ দেহের প্রায় সকল অংশ ও সকল সকল ধরণের রোগ হোমিওপ্যাথির মাধ্যমে আরোগ্য পান। শিশুদের বিভিন্ন স্বাস্থ্য সমস্যা, যেমন বারবার ঠান্ডা লাগা বা পেটের গোলযোগসহ শিশুদের প্রায় সকল রোগ নিরাময়েও হোমিওপ্যাথি অত্যন্ত কার্যকর।

হোমিওপ্যাথির আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল এর পার্শ্বপ্রতিক্রিয়া প্রায় নেই বললেই চলে। লঘু মাত্রায় ওষুধ ব্যবহারের কারণে এটি শরীরের উপর কোনরকম ক্ষতিকর প্রভাব ফেলে না। তাই ছোট শিশু থেকে শুরু করে বয়স্ক মানুষ পর্যন্ত সকলেই নিশ্চিন্তে এই চিকিৎসা পদ্ধতি গ্রহণ করতে পারেন।

তবে মনে রাখা প্রয়োজন, হোমিওপ্যাথি চিকিৎসার জন্য ধৈর্য এবং একজন দক্ষ ও অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ অপরিহার্য। আপনার স্বাস্থ্য সংক্রান্ত যেকোনো সমস্যায় রেজিস্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের সাথে যোগাযোগ করুন।

হোমিওপ্যাথিক চিকিৎসা গ্রহণ করুন, সুস্থ থাকুন। আল্লাহ্ হাফেজ।

ডাঃ কাজী হাবিবুর রহমান
বিএইচএমএস (স.হো.মে.ক) (ঢা.বি.)
এমপিএইচ (প্রজনন ও শিশু স্বাস্থ্য) (বিইউএইচএস)
জেনারেল ফিজিশিয়ান, হোমিওপ্যাথিক মেডিসিন
মোবাইল+ WhatsApp: ০১৭৩৮৬১৮৮৯৪

বিশ্ব হোমিওপ্যাথি দিবস১০ এপ্রিল, হোমিওপ্যাথির জনক ডা: স্যামুয়েল হ্যানিম্যান এর জন্মবার্ষিকী• জন্ম- ১০ এপ্রিল, ১৭৫৫,মেসে...
10/04/2025

বিশ্ব হোমিওপ্যাথি দিবস

১০ এপ্রিল, হোমিওপ্যাথির জনক ডা: স্যামুয়েল হ্যানিম্যান এর জন্মবার্ষিকী

• জন্ম- ১০ এপ্রিল, ১৭৫৫,মেসেন, জার্মানি
• ১৮০৫ সালে হোমিওপ্যাথি চিকিৎসা শুরু
• মৃত্যু- ২ জুলাই, ১৮৪৩,প্যারিস

স্যামুয়েল হ্যানিম্যান এর গুরুত্বপূর্ণ কিছু অবদানঃ

• তিনি হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতি আবিষ্কার করেন যা বিশ্বের আনুমানিক ৩০০ থেকে ৫০০ মিলিয়ন মানুষ গ্রহণ করেন।
• ২২ বছর বয়সে ১১টি ভাষায় সুপন্ডিত হন
• ১৭৯৯ সালে তৎকালীন সর্বোচ্চ ডিগ্রী ডক্টরেট অব মেডিসিন বা এমডি ডিগ্রী লাভ করেন
• বিভিন্ন ভাষা হতে জার্মান ভাষায় অসংখ্য বই পত্র অনুবাদ করেন
• রসায়নবিদ হিসেবে হ্যানেমানের সুখ্যাতি ছিল
• তিনি সর্ব প্রথম পারদ এর শক্তিকরণ (Dynamization) ও ব্যবহার পদ্ধতি আবিষ্কার করেন
• তাঁকে পরীক্ষামূলক ফার্মাকোলজির জনক বলা যায় , তিনিই প্রথম চিকিৎসক যিনি
• বিশেষ উপায় ঔষধ প্রস্তুত করেন; মানুষের উপর তাদের পরীক্ষা করেন
• তাঁকে সত্যিকার অর্থে আধুনিক মনোরোগবিদ্যা (Psychiatry) এর জনক বলা যায়
• রোগ সংক্রমণ তত্ত্ব ও কলেরার কারণ প্রসংঙ্গে জীবাণুতত্ত্বের পূর্বাভাষ দেন
• তার কাজ ফার্মাকোডাইনামিক্স, আধুনিক ঔষধের ট্রায়াল, ইনডিভিজুয়ালাইজড মেডিসিন এর প্রাথমিক ভিত্তি স্থাপন করেছিল
• সর্বপ্রথম আর্সেনিকের প্রভাব এবং এর সম্ভাব্য থেরাপিউটিক ব্যবহার স্ট্যাডি করেন
• হ্যানিম্যান স্বর্ণের ক্লোরাইডের বৈশিষ্ট্যগুলি অনুসন্ধান করেন, যা চিকিৎসাশাস্ত্রে স্বর্ণ-ভিত্তিক যৌগসমূহ ব্যবহারের প্রাথমিক ধারণা দেয়।
• তৎকালীন অকার্যকর চিকিৎসা পদ্ধতিকে চ্যালেঞ্জ করার ক্ষেত্রে হ্যানিম্যানের ঐতিহাসিক ভূমিকা জনস্বাস্থ্য কৌশলের বিবর্তনে অবদান রেখেছে।
• তাঁর কাজ, তাঁর সময়ে জনস্বাস্থ্য, মহামারীর ডকুমেন্টেশন এবং ব্যবস্থাপনাকে প্রভাবিত করেছে
• হ্যানিম্যানের বিস্তারিত কেস-টেকিং এবং লক্ষণ বিশ্লেষণ পরবর্তী মহামারী এপিডেমিওলো-জিকাল পদ্ধতিগুলিকে প্রভাবিত করেছিল।

Dr Kazy Habib BHMS, MPH
General Physician, Homoeopathic Medicine

01/01/2025
Certification of seminar on  Western Medicine  Combination and Prevention  and Control  of Tropical  Disease   of Commer...
02/01/2023

Certification of seminar on Western Medicine Combination and Prevention and Control of Tropical Disease of Commerce China organized by Beijing Holy Cotec Pharmaceuticals Company Limited.

Certification of seminar on Pharmaceutical Quality Management Policy and Practice for Bangladesh Ministry of Commerce Ch...
02/01/2023

Certification of seminar on Pharmaceutical Quality Management Policy and Practice for Bangladesh Ministry of Commerce China organized by Beijing Holy Cotec Pharmaceuticals Company Limited.

আজ ১০ এপ্রিল,  হোমিওপ্যাথিক চিকিৎসা ব্যবস্থার জনক ডাঃ স্যামুয়েল হ্যানিম্যান এর জন্মবার্ষিকী।
10/04/2022

আজ ১০ এপ্রিল, হোমিওপ্যাথিক চিকিৎসা ব্যবস্থার জনক ডাঃ স্যামুয়েল হ্যানিম্যান এর জন্মবার্ষিকী।

Certification from Harvard T.H. CHAN School of Public Health of Harvard university on Type 1 Diabetes Hackathon Program ...
01/02/2022

Certification from Harvard T.H. CHAN School of Public Health of Harvard university on Type 1 Diabetes Hackathon Program October 2021

Homoeopathic medicine administration and views of Islam হোমিওপ্যাথিক ঔষধ প্রয়োগ এবং ইসলামের দৃষ্টিভঙ্গি  পার্ট -১(বিঃদ্র...
22/12/2021

Homoeopathic medicine administration and views of Islam
হোমিওপ্যাথিক ঔষধ প্রয়োগ এবং ইসলামের দৃষ্টিভঙ্গি পার্ট -১

(বিঃদ্রঃ এই সিদ্ধান্ত গুলো আমার নিজঃস্ব স্টাডি থেকে পাওয়া …একটি প্রশ্নের উত্তর খোজতে গিয়ে এই অনুধাবন টি এসেছে..নির্দিষ্ট কোন পদ্ধতি কে সমালোচনা করার উদ্দেশ্যে নয়..এটি আমার কোন ফতোয়া নয়… আরো কোন তথ্য বা মত থাকলে আপনারা শেয়ার করতে পারেন…)

“তারা তোমাকে মদ ও জুয়া সম্পর্কে জিজ্ঞেস করে। বলে দাও, এতদুভয়ের মধ্যে রয়েছে মহাপাপ। আর মানুষের জন্যে উপকারিতাও রয়েছে, তবে এগুলোর পাপ উপকারিতা অপেক্ষা অনেক বড়।……….” আল কোরআন, সূরা বাকারা, আয়াত ২১৯ ।

”হে মুমিনগণ, নিঃসন্দেহ মদ, জুয়া, প্রতিমা এবং ভাগ্য-নির্ধারক শরসমূহ এসব নিশ্চয়ই হচ্ছে অপবিত্র ,শয়তানের কাজের অন্তর্ভুক্ত,। অতএব, এগুলো থেকে বেঁচে থাক-যাতে তোমরা সফলকাম হও।” আল কোরআন, সূরা মায়িদাহ, আয়াত ৯০ ।

ইবনু ‘উমার(রাঃ) হতে বর্ণিত তিনি বলেন, ‘উমার(রাঃ) মিম্বরের উপর দাঁড়িয়ে বলেনঃ অতঃপর জেনে রাখ মদ হারাম করে আয়াত অবতীর্ণ হয়েছে। আর তা তৈরী হয় পাঁচ রকম জিনিস থেকেঃ আঙ্গুর, খেজুর, মধু, গম ও যব। আর মদ হল, যা বুদ্ধিকে বিলোপ করে।
সহীহ বুখারী (তাওহীদ) ৫৫৮১. [আহমাদ ৪৬১৯] (আধুনিক প্রকাশনী- ৫১৭২, ইসলামিক ফাউন্ডেশন- ৫০৬৮), সূনান আবু দাউদ(ইফাঃ )
৩৬৩৬ ।

ইবনু উমার (রাঃ) বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ মদ, তা পানকারী, পরিবেশনকারী বিক্রেতা, ক্রেতা, উৎপাদক ও শোধনকারী, যে উৎপাদন করায়, সরবরাহকারী এবং যার জন্য সরবরাহ করা হয়- এদের সকলকে আল্লাহ লা‘নত করেছেন।
সূনান আবু দাউদ (তাহকিককৃত) ৩৬৭৪।

মুহাম্মাদ ইবনুল মুসান্না ও মুহাম্মাদ ইবনু বাশশার(রহঃ) ..... ওয়ায়িল আল-হাযরামী(রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, তারিক ইবনু সুওয়াইদ জুকী(রাযিঃ) রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে মদ সম্পর্কে প্রশ্ন করলেন। তিনি তাকে বারণ করলেন, কিংবা মদ প্রস্তুত করাকে খুব জঘন্য মনে করলেন। তিনি [তারিক(রাযিঃ)] বললেন, আমি তো শুধু ঔষধ তৈরি করার জন্য মদ প্রস্তুত করি। তিনি বললেনঃ এটি তো(ব্যাধি নিরামক) ঔষধ নয়, বরং এটি নিজেই ব্যাধি। সহীহ মুসলিম ৫০৩৫-(১২/১৯৮৪) (ইসলামিক ফাউন্ডেশন ৪৯৭৭, ইসলামিক সেন্টার ৪৯৮৫) ।

মিশ্রিত বস্তু সম্পর্কে

কুতায়বা ইবন সাঈদ (রহঃ) ..... জাবির ইবন আবদিল্লাহ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ “রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুর এবং খেজুর মিশ্রিত করে 'নাবীয' তৈরী করতে এবং আধ-পাকা ও পাকা খেজুর মিশ্রিত করে 'নাবীয' বানাতে নিষেধ করেছেন” সূনান আবু দাউদ(ইফাঃ ) ৩৬৬১ ।

নাবীয (খেজুর ভেজানো পানি) গাঢ় হয়নি এবং নেশাগ্রস্ত হয়নি, তা পান করা বৈধ

উবাইদুল্লাহ ইবনু মুআয আম্বারী (রহঃ) ..... ইবনু আব্বাস (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, “রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য রাতের প্রথম ভাগে নাবীয প্রস্তুত করা হতো। তিনি তা পান করতেন, সেদিন সকালে, আগামী রাতে, পরবর্তী দিনে, এর পরের রাতে এবং পরদিন 'আসর পর্যন্ত। তবে যদি কিছু পরিশিষ্ট থেকে যেত, তা তিনি তার সেবাদানকারীকে পান করাতেন, কিংবা ফেলে দিতে নির্দেশ দিতেন” সহীহ মুসলিম (হাঃ একাডেমি) ৫১২১-(৭৯/২০০৪) (আরও৫১২২-৫১৩২)
(ইসলামিক ফাউন্ডেশন ৫০৫৬, ইসলামিক সেন্টার ৫০৬৬) ।

গর্হিত প্রতিষেধক সম্পর্কে

মুহাম্মদ ইবন উবাদা (রহঃ) .... আবূ দারদা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ “মহান আল্লাহ রোগ এবং ঔষধ নাযিল করেছেন। আর তিনি প্রত্যেক রোগের জন্য ঔষধ সৃষ্টি করেছেন। তাই তোমরা ঔষধ ব্যবহার করবে, তবে হারাম জিনিষ দিয়ে ঔষধ ব্যবহার করবে না” সূনান আবু দাউদ (ইফাঃ ৩৮৩০), সূনান আবু দাউদ (ইফাঃ )৩৮৩২ ।

নেশার বস্তু ব্যবহারে নিষেধাজ্ঞা সম্পর্কে।

মুসাদ্দাদ (রহঃ) ...আইশা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ “আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছিঃ প্রত্যেক নেশা সৃষ্টিকারী বস্তুই হারাম। আর যে বস্তুর অধিক পানে নেশার সৃষ্টি হয় তা এক অঞ্জলীও পান করা হারাম” সূনান আবু দাউদ(ইফাঃ ) ৩৬৪৬ ।
বিখ্যাত সুন্নি মুসলিম স্কলার শেখ আল ইসলাম (ইবনে তাইমিয়াহ) (রহঃ)বলেছেন:
যদি অ্যালকোহল জলে পড়ে এবং এটি সম্পূর্ণরূপে শোষিত হয়, তবে কেউ এটি পান করেন, তাকে মদ পান করা হিসাবে বিবেচনা করা হয় না এবং অ্যালকোহল পান করার শাস্তি তার উপর বহন করা উচিত নয়, কারণ এর স্বাদ, রঙ বা গন্ধ কিছুই থাকে না ।

বিষয়টির সংক্ষিপ্তসার হিসাবে, অ্যালকোহলে মেশানো খাবার এবং পানীয় সম্পর্কিত ক্ষেত্রে দুটি পরিস্থিতি রয়েছে:

যেখানে অ্যালকোহল খাবার বা পানীয়ের মধ্যে সম্পূর্ণরূপে শোষিত হয় এবং এতে অদৃশ্য হয়ে যায়, এমনভাবে যাতে এর সংশ্লেষ আর থাকে না এবং পানীয়, (বা খাবার) এর রঙ, স্বাদ বা শর্তাবলী হিসাবে এর কোনও সন্ধান পাওয়া যায় না গন্ধ। এ জাতীয় জিনিস খাওয়া বা পান করা মোটেই খারাপ কিছু নয়।

শায়খ মুহাম্মদ ইবনে সালেহ আল-উসাইমীন বলেছেন: যদি এই অ্যালকোহলটি কোনও কিছুর সাথে মিশ্রিত হয় এবং এটি যা মিশ্রিত হয় তাতে পুরোপুরি শোষিত হয় না এবং এতে অদৃশ্য না হয়, তবে সেই জিনিসটি হারাম হয়ে যায়, কারণ এই মিশ্রণ এটি দ্বারা প্রভাবিত হয়।
এই খাবার বা পানীয়তে অ্যালকোহলের উপস্থিতি এটিকে নিষিদ্ধ করে তোলে, এমনকি অ্যালকোহলের শতাংশ খুব কম হলেও ।

মালয়েশিয়ার ইসলামিক ধর্ম বিষয়ক জাতীয় কাউন্সিলের ফাতওয়া কমিটি ১৪, ১৬ জুলাই, ২০১১-এ খাদ্য, পানীয়, সুগন্ধি ও ওষুধে অ্যালকোহলের ব্যবহার সম্পর্কিত ফতোয়া সংশোধন করেছে।

বিশেষজ্ঞদের বিবরণ, উপস্থাপনা এবং ব্যাখ্যাগুলির ভিত্তিতে বিশেষজ্ঞদের হালাল প্রোডাক্ট রিসার্চ ইনস্টিটিউট, ইউনিভার্সিটি পুত্র মালয়েশিয়া এবং এর আগে জাতীয় কাউন্সিল ফর ইসলামিক অ্যাফেয়ার্স মালয়েশিয়ার ফতোয়া কমিটিতে অনুষ্ঠিত সংলাপের ফলাফল বিবেচনায় নিয়ে ফতোয়া কমিটি নিম্নরূপে সিদ্ধান্ত নিতে সম্মত হয়েছে:

১. সমস্ত খামার্ (মদ) (خمر) এ অ্যালকোহল থাকে। তবে সব অ্যালকোহলই খামার্ নয়। খামার্ তৈরির প্রক্রিয়া থেকে প্রাপ্ত অ্যালকোহল হলো নাজ এবং হারাম।

২. খামার্ শিল্প থেকে প্রাপ্ত অ্যালকোহল নাজ নয়, তবে এটির মূল আকারে পান করা জায়েজ নয় কারণ এটি বিষাক্ত এবং মৃত্যু হতে পারে।

৩. সফট ড্রিঙ্কস যা প্রক্রিয়াজাত করা হয় বা খামার্ তৈরির উদ্দেশ্যে তৈরি করা না হয় এবং অ্যালকোহল ১% (ভি / ভি) এর নীচে থাকে তাহলে তা পান করা যাবে ।

৪) সফট ড্রিঙ্কস যা খামার্ তৈরির উদ্দেশ্যে তৈরি করা হয় এবং এতে প্রচুর পরিমাণে বা সামান্য অ্যালকোহল বা পাতিত অ্যালকোহল থাকে, তা হারাম।

৫. প্রাকৃতিক অ্যালকোহলযুক্ত ফল বা বাদাম বা শস্য এবং এর রস, বা খাবার বা পানীয় উৎপাদন প্রক্রিয়া চলাকালীন উপজাত হিসাবে উত্পাদিত অ্যালকোহল জাতীয় খাবার বা পানীয় খাওয়া বা পান করা যাবে না ।

৬. স্থিতিশীলতার উদ্দেশ্যে অ্যালকোহলযুক্ত স্বাদকারক, ঘ্রাণকারক বা রঙকারক উপকরণসমূহ যে গুলো খামার্ (মদ্ ) উৎস থেকে উৎপন্ন নয় সেসবযুক্ত খাবার বা পানীয় গ্রহণ করা যাবে যদি চূড়ান্ত পণ্যটিতে অ্যালকোহলের পরিমাণ উন্মাদক না হলে এবং অ্যালকোহল এর হার ০.৫ % অতিক্রম না করলে ।

৭. ঔষধ এবং আতরে দ্রাবক হিসাবে যে অ্যালকোহল রয়েছে (খামার উত্স থেকে নয়) ব্যবহৃত হচ্ছে তা নাজ নয় । অর্থাৎ অনুমোদন যোগ্য ।
উপরোক্ত কোরআন , হাদীস ও ফতোয়া থেকে সারসংক্ষেপে বলা যায় –

ইসলামের দৃষ্টিতে-

১.হাদীসে বর্ণিত খামার্ উৎস (আঙ্গুর, খেজুর, মধু, গম ও যব) থেকে উৎপাদিত অ্যালকোহল দিয়ে হোমিওপ্যাথিক ঔষধ তৈরি ও ব্যবহার করা য়াবে না ।

২. অ্যালকোহল যুক্ত হোমিওপ্যাথিক ঔষধ (ডাইলুশন, মাদার টিংচার ) সরাসরি গ্রহণ ও প্রদান করা যাবে না ।

৩. অ্যালকোহল যুক্ত হোমিওপ্যাথিক ঔষধ (ডাইলুশন, মাদার টিংচার ) ডিস্টিল ওয়াটার বা অন্য কোন ভেহিকল / দ্রাবক এর সাথে প্রয়োগ করা যাবে যদি অ্যালকোহল সম্পূর্ণরূপে শোষিত হয় (এবং ভালো হয় যদি এর স্বাদ, রঙ বা গন্ধ কিছুই না থাকে ।)

৪. অ্যালকোহল যুক্ত হোমিওপ্যাথিক ঔষধ (ডাইলুশন, মাদার টিংচার ) ডিস্টিল ওয়াটার বা অন্য কোন ভেহিকল / দ্রাবক এর সাথে প্রয়োগ করলে সলুশন /ডোজ টিতে উল্লেখযোগ্য হারে (১% এর বেশি) অ্যালকোহল এর উপস্থিতি রাখা যাবে না । এবং অধিক হারে ডোজ দেওয়া থেকে বিরত থাকতে হবে ।

৫. উপরোক্ত শর্তাবলী চিকিৎসা , ঔষধ ক্রয় –বিক্রয় এমনকি যেকোন সংশ্লিষ্টতায় প্রযোজ্য হবে ।

২য় ভাগে হ্যানেমান এর এবং ক্লাসিকাল হোমিওপ্যাথির আলোকে এই অনুধাবন সমূহ যাচাই করার চেষ্টা করবো ।

ধন্যবাদ

Certification of completion and quiz competition winner (3rd) on  Communication in Public Health from Post Graduate Inst...
12/09/2021

Certification of completion and quiz competition winner (3rd) on Communication in Public Health from Post Graduate Institute of Medical Education & Research, Chandigarh (PGIMER) sponsored by Ministry of External Affairs, Government of India, a 5 day international training program on public Health.

ডেঙ্গু জ্বর কি?ডেঙ্গু জ্বর একটি ভাইরাস জনিত রোগ যা ডেঙ্গু ভাইরাস সংক্রমিত এডিস প্রজাতির মশার কামড়ের মাধ্যমে মানুষের মধ্...
28/08/2021

ডেঙ্গু জ্বর কি?

ডেঙ্গু জ্বর একটি ভাইরাস জনিত রোগ যা ডেঙ্গু ভাইরাস সংক্রমিত এডিস প্রজাতির মশার কামড়ের মাধ্যমে মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে।

ডেঙ্গুর মৃদু লক্ষণ

ডেঙ্গুর সর্বাধিক সাধারণ লক্ষণ হল জ্বর:

জ্বর এর সাথে নিম্নলিখিত এক বা একাধিক লক্ষণ থাকতে পারে :

• বমি বমি ভাব বমি
• ফুসকুড়ি
• ব্যথা (চোখের ব্যথা, সাধারণত চোখের পিছনে, মাংস পেশীতে ব্যথা , জয়েন্ট বা হাড়ের ব্যথা)
• যে কোন সতর্ক সংকেত

ডেঙ্গুর লক্ষণগুলি সাধারণত ২-৭ দিন স্থায়ী হয়। বেশিরভাগ মানুষ প্রায় এক সপ্তাহ পরে সুস্থ হয়ে উঠে।

গুরুতর ডেঙ্গু জ্বর এর সতর্ক সংকেত

জ্বর চলে যাওয়ার 24-48 ঘন্টার মধ্যে সতর্কতা লক্ষণগুলি সাধারণত শুরু হয়।

আপনার বা পরিবারের কোনো সদস্যের নিচের কোনো লক্ষণ থাকলে তাৎক্ষণিকভাবে একটি স্থানীয় ক্লিনিক বা জরুরি চিকিৎসা নিন-

• পেটে ব্যথা, কোমলতা
• বমি (24 ঘন্টার মধ্যে কমপক্ষে 3 বার)
• নাক বা মাড়ি থেকে রক্ত পড়া
• রক্ত বমি করা, বা মলের সাথে রক্ত
• ক্লান্ত, অস্থির, বা খিটখিটে অনুভূতি

ডেঙ্গু জ্বর প্রতিরোধে করণীয়

বাড়ির চারপাশ পরিস্কার রাখুন
জমে থাকা পানি ফেলে দিয়ে পরিস্কার রাখুন
ঘুমানোর সময় এবং ডেঙ্গু আক্রান্ত রোগীদের মশারি ব্যবহার করুন ।
রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিকারক খাবার গ্রহণ করুন ।

রেফারেন্স – সিডিসি









Address

Dhaka, Bangladesh

Alerts

Be the first to know and let us send you an email when Dr Kazy Habib posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr Kazy Habib:

  • Want your practice to be the top-listed Clinic?

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram