06/12/2025
শয়তান মানুষকে হতাশ করার নানা কৌশল ব্যবহার করে। তার একটি সূক্ষ্ম কৌশল হলো—আমাদের মনকে ভালো কাজ থেকে সরিয়ে ভুল পথে ব্যস্ত করে রাখা।
দেখুন, দিনের যেকোনো সময় আমরা অনায়াসেই মোবাইল, ল্যাপটপ বা কম্পিউটার নিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকি। এতে সময় নষ্ট হচ্ছে কি না, কিংবা কোনো উপকার হচ্ছে কি না—এমন ভাবনা খুব কমই আমাদের মনে আসে।
কিন্তু পক্ষান্তরে, যখন মনোযোগ দিয়ে রুকইয়াহ শুনতে বসি, তখনই অস্থিরতা, মনখারাপ ও হতাশা আমাদের ভিতরে কাজ করতে শুরু করে। মনে হয।
রুকইয়াহ করে কি হবে?
এতদিন করেও তেমন উপকার তো পাচ্ছি না!
এভাবে কি সারা জীবন রুকইয়াহই শুনে যেতে হবে?
ইত্যাদি অসংখ্য নেতিবাচক চিন্তা মাথায় ভিড় জমাতে থাকে।
কিন্তু এগুলো কেন হয়?
কারণ এ ধরনের হতাশা ও দুশ্চিন্তা শয়তানের অন্যতম কৌশল। মানুষকে আল্লাহর পথে অটল রাখা তার পক্ষে সহ্য হয় না। তাই রুকইয়াহ, কুরআন তিলাওয়াত বা যেকোনো ভালো আমলের সময় সে মানুষের মনে নানাভাবে সন্দেহ, অস্থিরতা ও ক্লান্তি ঢুকিয়ে দিতে চেষ্টা করে—যদিও আমরা তা বুঝতে পারি না।
এখন নিশ্চয়ই বুঝতে পারছেন—রুকইয়াহ করার সময় আপনার ভিতরে অস্থিরতা ও হতাশা কেন কাজ করে।
Healing Nobabi Sunnah