Mahboob Al Shahed

  • Home
  • Mahboob Al Shahed

Mahboob Al Shahed Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Mahboob Al Shahed, Medical and health, .

03/05/2025

ড. ইউনূস কই হাত দিছে জানেন ⁉️
কুমিরের মুখ থেকে বাংলাদেশকে উদ্ধার করেছে!!

রেন্ডিয়া একতরফাভাবে ১০ টি প্রকল্প হাসিনাকে চাপিয়ে দিয়ে নিজের স্বার্থ হাসিল করতে চাইছিল। যা ছিলো বাংলাদেশের মানুষের মরণ ফাঁদ, আর রেন্ডিয়ার কৌশলগত ও অর্থনৈতিক স্বার্থ।

*ত্রিপুরা-চট্টগ্রাম রেল সংযোগ প্রকল্পে হয়েছিল যেখানে ভারত পেত বিনামূল্যে ট্রানজিট সুবিধা, অথচ বাংলাদেশ এই সংযোগের কৌশলগত হুমকির মুখে পড়ত।

* চট্টগ্রাম ও মংলা বন্দর ব্যবহারের চুক্তি এতোটাই ভয়ংকর ছিলো যেখানে কৌশলে বঙ্গোপসাগর দখলে নিয়ে যেতো। যা বাংলাদেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তার জন্য হুমকি হতে পারত।

*সিলেট-শিবচর সংযোগ সড়ক নির্মাণ প্রকল্প।
যা ভারতের উত্তর-পূর্ব অঞ্চলে সরাসরি প্রবেশের সুযোগ করে দিত। এখানে তাদের ফাইদা হলো সেভেন সিস্টার্সকে নিজেদের কবজায় রাখা।

*পেট্রোলিয়াম পাইপলাইন সম্প্রসারণ প্রকল্পও স্থগিত করা হয়েছে, যেখানে ভারত ত্রিপুরা থেকে বাংলাদেশের জ্বালানি বাজারে প্রবেশের চেষ্টা করছিল।
মানে আপনাকে কিনতে বাধ্য করা হতো। ৫ টাকার জিনিস বাধ্য হয়ে ৫০ টাকা দিয়ে কিনতে হতো। আপনি চাইলেই চীন থেকে ১০ টাকা দিয়ে কিনতে পারতেন না।

*অভয়পুর-আখাউড়া রেলপথ প্রকল্পে ভারতের সামরিক ও বাণিজ্যিক পণ্য পরিবহনের সুবিধা থাকলেও বাংলাদেশ কোনো কৌশলগত লাভ পেত না।

*আশুগঞ্জ-আগরতলা করিডর, এইডা ছিলো আরেক মরণ ফাদ। বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে যেখানে দিল্লি থেকে সরাসরি কম খরচ ও সময়ে সেভেন সিস্টার্সে যেতো।

*ফেনী নদী জল ব্যবস্থাপনা।এতো দিন ইচ্ছেমতো পানি ব্যবহার করেছে। তাদের লাভে নদী থেকে পানি তুলে নিতো এখানে আমরা পর্যাপ্ত পানি পেতাম না।

*ফারাক্কাবাদ সংস্কারসহ মোট ১০টি প্রকল্প সরাসরি ভারতের স্বার্থে পরিচালিত হচ্ছিল। উত্তরবঙ্গের মানুষ কি পরিমাণ সাফারার একমাত্র তারাই বলতে পারবে।
বন্য ,খরা দুটাই রীতিমতো উপভোগ করে। চীন চেয়েছিলো কাজটা করে দিবে কিন্তু ভারত সাপও মারে আবার সাপের লেজও জীবিত রাখে।

কথা হইলো সবকিছু বাস্তবায়ন হলে প্রতিরক্ষা বাহিনীরের দায়িত্ব বেড়ে যেতো অর্থাৎ সারাদিন ভারতকে ট্যাকেল দিতে দিতে হুশ থাকতো না। ঐ সুযোগে মাদক চোরাচালান, চোর বাটপার, বিশেষ করে র এর এজেন্টরা ইজিলি প্রবেশ করতো। সবচেয়ে বড় কথা হলো যদি কখনো যুদ্ধ হতো তাহলে আমার দেশের ভূমি ব্যবহার করেই আমাদের মাইর দিতো।

এই সাহসী সিদ্ধান্তের ফলে বাংলাদেশ নতুন করে তার কৌশলগত স্বাধীনতা ও জাতীয় স্বার্থ রক্ষার কাজ করবে।

১০ টি প্রকল্প থেকে সরে আসছে মানে বাংলাদেশের
“স্বাধীনতার পর সবচেয়ে শক্ত অবস্থান”।
এমন শক্তিশালী দেশই তো আমরা চেয়েছিলাম যারা অপরাধীদের টুটি চেপে ধরবে।

হাসিনা একটা কথা বলছিলো, "ভারতকে আমরা যা দিয়েছি সারাজীবন মনে রাখবে", হাইরে আপা,আপনার দেশ বিক্রি করে দিয়ে নিজের উন্নয়ন দেখালেন এদিকে পরবর্তী প্রজম্মের চিন্তা করলেন না দুঃখজনক!!!

We love our Country more then life 🇧🇩.
Bangladesh only our land!!

জুলাইয়ে ভাইরাল হওয়া এই ছবিটার কথা আপনাদের মনে থাকার কথা। সারা দেশের সবাই ক্ষোভে ফেটে পড়েছিল ছবির ছেলেটাকে গ্রেফতার করায়।...
19/04/2025

জুলাইয়ে ভাইরাল হওয়া এই ছবিটার কথা আপনাদের মনে থাকার কথা। সারা দেশের সবাই ক্ষোভে ফেটে পড়েছিল ছবির ছেলেটাকে গ্রেফতার করায়।

ছবির ছেলেটা Hasnatul Islam Faiyaz। ঢাকা কলেজে ইন্টারমিডিয়েট পড়ছে। হাসিনা এই ছেলেটার বিরুদ্ধে পুলিশ হত্যা মামলা দিয়েছিল।

হাসিনার পতনের প্রায় ৯ মাস হয়ে গেলেও ওর বিরুদ্ধে পুলিশ হত্যার হাস্যকর মিথ্যা মামলাটা প্রত্যাহার করা হয় নাই।

ওর মামলার প্রধান দুই আসামী ডেমরা থানা ছাত্রদলের সভাপতি এবং সেক্রেটারি। পুলিশ অমানুষিক নির্যাতন চালিয়ে এই দুইজনের কাছ থেকে ১৬৪ ধারায় স্বীকারোক্তি আদায় করে।

সেই জবানবন্দীর অজুহাত দেখিয়ে পুলিশ এই মামলা প্রত্যাহার করছে না। তারা বলছে আসিফ নজরুল এই মামলা প্রত্যাহার করার ব্যাপারে গ্রিন সিগন্যাল বা আদেশ দেয় নাই।

16/04/2025

এতগুলো বছরেও এদেশের মানুষের শিক্ষা হয়নি, আর কোনদিন হবে বলে মনে হয়না, যদি এখন না হয়। দেশসেবার নামে মস্ত এক ক্ষুদার্থ রাক্ষস আস্ত দেশ গিলে খাওয়ার অপেক্ষায়। খাওয়া শুরু করেও ফেলেছিলো, শুধু চুড়ান্ত লাইসেন্স বাগিয়ে নেয়ার অপেক্ষা, পাছে মানুষ ক্ষেপিয়ে বদনাম না হয়। তর সইছেনা আর কোন ভাবেই। আহা নির্বাচন, আহা দেশপ্রেম! বাসস্ট্যান্ড, টেম্পোস্ট্যান্ড, হাট বাজার, রাস্তা ঘাট, বন্দর, ফুটপাত, এইতো??? কেন এদেশের মানুষ এত বোকা। কি লেখা আছে এদেশের গর্দভ মুর্খ জাতীর কপালে। কেন এত সহজে অতীত ভুলে যায়। কেন এদেশে যুগে যুগে হামিদুর রহমান, জাহাঙ্গীর আলম, মতিউর রহমান বা এ প্রজন্মের আবু সাইদের জীবন দান ব্যার্থ হয়ে যায়। কেন?????

🇩🇪 জার্মান সুপারশপগুলোতে ১ লিটারের চেয়ে বড় তেলের বোতল পাওয়া যায় না। বাংলাদেশে যেখানে ৫ লিটারের সয়াবিন তেলের বোতল পাওয়া য...
13/04/2025

🇩🇪 জার্মান সুপারশপগুলোতে ১ লিটারের চেয়ে বড় তেলের বোতল পাওয়া যায় না। বাংলাদেশে যেখানে ৫ লিটারের সয়াবিন তেলের বোতল পাওয়া যায়, জার্মানি এত ধনী দেশ হওয়া সত্বেও এক লিটারের বোতলে কেবল সয়াবিন পাওয়া যায় কেনো? 🇩🇪

জার্মানির মানুষজন তেল অত বেশি খায় না। তেল মারেও না,তেল খায় ও না। জার্মানদের মাঝে অলিভঅয়েল খাওয়ার অভ্যাস বেশি, তাও ডুবো তেলে ভাজা না। খাবারের উপর একটু ব্রাশ দিয়ে লাগিয়ে এয়ার ফ্রায়ারে ফ্রাই করে ফেলে।
৮০% জার্মানরা বাসায় রান্না করে না, এই কারনে জার্মানিতে রেস্টুরেন্ট বিজনেস একদম টপ ক্লাস।

জার্মানরা মূলত ঘাস,লতাপাতা খায়। এদের খাবারে না আছে চিনি,না আছে মরিচ।

08/04/2025

আমাদের নিদারুণ ভবিষ্যৎ! অতি সহজ ও এসথেটিক্যালি ফুটে উঠেছে এই চলচ্চিত্রে।
Marichika" (Mirage) is a brief animated film that explores the confusing nature of choices we encounter in our lives. It highlights how our fascination with imaginary worlds can sometimes prevent us from seeing the actual reality that surrounds us. The film brings to light the paradoxical situations we face, where the allure of fantasy can obscure the truths of our existence.
Story and Direction - Upal Sengupta
Creative Producers - Debaditya Chatterjee, Pushan Chakravarty, Udayan Bhattacharyya, Upal Sengupta
Character Design - Upal Sengupta

16/12/2024
01/10/2024

৩৫বছর, একদমই না।৩২ করা যেতে পারে l আর ৫৫অবসরের বয়স l শুধু বয়স বাড়ালেই হবে না চাকরির জন্য নতুন পোস্ট ক্রিয়েট করা লাগবে l ৩৫ এর আশায় বেকারত্ব আরো বাড়বে l৩৫ করলে বরঞ্চ আরো বেশি ক্ষতি হবে। সরকারি চাকরির আশায় শিক্ষার্থীদের জীবনের অনেক মূল্যবান সময় ও কর্মঘন্টা নষ্ট হবে।
বিশ্ববিদ্যালয় জীবনে শুধুমাত্র সেশনজটের সম্মুখীন না হলে একজন শিক্ষার্থী যথেষ্ট সময় পাবে সরকারি চাকরির প্রস্তুতির জন্য।তবে দেশের এই বিশাল জনগুষ্টি কে কাজে লাগাতে হলে কারিগরী শিক্ষার উপর বেশি গুরুত্তারোপ করতে হবে l

10/09/2024

খুবই অসাধারণ এবং ক্রিয়েটিভ একটি কাজ হয়েছে।

খু*নিদের একেবারে প্রমাণসহ তালিকা হাজির। লিঙ্ক দেয়া আছে। এটি আপডেট হতে থাকবে। ঘুরে আসুন লিঙ্কে।

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Mahboob Al Shahed posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your practice to be the top-listed Clinic?

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram