30/08/2025
Archibel-এর হোমিও রেপার্টরি সফটওয়্যার (মোবাইল ভার্সন) সম্পূর্ণ বিনামূল্যে!
সাথে পূর্ণাঙ্গ ব্যবহার প্রশিক্ষণ, কেস টেকিং, ওষুধ নির্বাচনের কৌশল, মনোরম শীততাপ নিয়ন্ত্রিত (AC) পরিবেশ, দুপুরের খাবার—সবকিছু একই সেমিনারে!
🎉 বাংলাদেশ হোমিওপ্যাথিক প্র্যাকটিশনার্স অ্যাসোসিয়েশন (BHPA) এর উদ্যোগে এক অনন্য সুযোগ! 🎉
⚕️ হোমিওপ্যাথিক কেস টেকিং ও সফটওয়্যার লার্নিং সেমিনার
একদিনের এই সেমিনার হতে পারে আপনার ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট! সময় বাঁচিয়ে সহজে শিখুন, দক্ষতা বাড়িয়ে আত্মবিশাসী ও সফল হোমিও চিকিৎসক হয়ে উঠুন!
🔍 আগে কেস বিশ্লেষণে সময় লাগত ঘণ্টার পর ঘণ্টা, এখন মাত্র কয়েক সেকেন্ডে!
Archibel-এর হোমিও রেপার্টরি সফটওয়্যার ব্যবহার করে আধুনিক প্রযুক্তির মাধ্যমে দ্রুত ও নির্ভুলভাবে কেস সলভ করুন।
📌 এই প্রোগ্রাম কেন অনন্য?
✅ ফ্রি সফটওয়্যার: Archibel (Synthesis Base) সফটওয়্যার বিনামূল্যে দেওয়া হবে (বাজারমূল্য ~১২,৫০০ টাকা)।
✅ সম্পূর্ণ ব্যবহার প্রশিক্ষণ: কেস টেকিং থেকে ফলোআপ পর্যন্ত হাতে-কলমে শেখানো হবে।
✅ সঠিক কেস টেকিং পদ্ধতি: অর্গাননের মূলনীতি অনুসারে মানসিক, শারীরিক ও পারিবারিক ইতিহাস নেওয়ার কৌশল।
✅ সুবিন্যস্ত নোট তৈরির পদ্ধতি: রুব্রিক নির্ধারণ সহজ করতে রঙিন কালি ব্যবহার করে নোট নেওয়ার টেকনিক।
👥 কারা অংশগ্রহণ করতে পারবেন?
DHMS/BHMS-এর সকল বর্ষের ছাত্র-ছাত্রী
নতুন ও অভিজ্ঞ হোমিও চিকিৎসক
রেপার্টরি শিখতে আগ্রহী যেকোনো ব্যক্তি
হোমিও শিক্ষক ও সাধারণ আগ্রহীরা
📅 তারিখ: ০৬ সেপ্টেম্বর ২০২৫, শনিবার
⏰ সময়: সকাল ৯টা – বিকেল ৩টা
📍 স্থান: হলিডে ইন রেস্টুরেন্ট চৌরঙ্গী মার্কেট এর তৃতীয় তলায় , সাভার বাস স্ট্যান্ড সংলগ্ন, বিরুলিয়া রোড, সাভার, ঢাকা
💸 রেজিস্ট্রেশন ফি: মাত্র ৩০০ টাকা (খাবারসহ)।
📞 যোগাযোগ: 01732-535949
🚀 এই সেমিনার মিস করবেন না! আপনার হোমিওপ্যাথিক প্র্যাকটিসকে নতুন উচ্চতায় নিয়ে যান।