
29/07/2025
✍ বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের হাতে লেখার অভ্যাস গড়ে তোলা – শেখার প্রতিটি ধাপে ভালোবাসা ও সহায়তা
শিশুদের লেখার অভ্যাস গড়ে তোলা সব বাবা-মায়ের কাছেই এক আনন্দের অধ্যায়, কিন্তু যখন শিশুদের থাকে ফাইন মোটর সমস্যার কারণে লিখতে কষ্ট হয়, অথবা শেখার ক্ষেত্রে থাকে বিশেষ চাহিদা, তখন এই সহজ কাজটাই হয়ে দাঁড়ায় এক বড় চ্যালেঞ্জ।
🖐 ফাইন মোটর স্কিল মানে হাতের ছোট ছোট মাংসপেশির ব্যবহার, যা লেখা, আঁকা, বোতাম লাগানো বা চামচ ধরার মতো কাজে লাগে। অনেক বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের এই স্কিলে সমস্যা থাকায় তারা লিখতে গেলে হাত ব্যথা করে, অক্ষর আঁকাবাঁকা হয় বা খুব ধীরে লেখে।
📚 তাদেরকে সুন্দরভাবে বা ইউনিফর্ম হ্যান্ডরাইটিং শেখানোর আগে আমাদের মনে রাখতে হবে, এই শিশুরা আগে থেকেই অনেক লড়াই করছে। তাই প্রথম পদক্ষেপ হতে হবে সহানুভূতি ও ধৈর্য। কিছু সহজ ও কার্যকর পদ্ধতি হচ্ছে— বড় বড় লাইনে লেখা অনুশীলন করানো, মোটা পেনসিল বা ট্রায়াঙ্গুলার গ্রিপ ব্যবহার করা, রং দিয়ে লিখতে অনুপ্রাণিত করা যেন লেখা আনন্দদায়ক হয়, মাঝে মাঝে হাতের ব্যায়াম করানো এবং প্রতিদিন ১০-১৫ মিনিট করে ছোট ছোট অনুশীলনের সুযোগ দেওয়া। পাশাপাশি, এই শিশুর প্রয়োজন অনুযায়ী একজন ওকুপেশনাল থেরাপিস্ট বা স্পেশাল এডুকেটরের পরামর্শ নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ, যাতে শিশুর সক্ষমতা অনুযায়ী উপযুক্ত কৌশল ও সহায়তা নিশ্চিত করা যায়।
👩🏫 মনে রাখবেন — “পরিপূর্ণতা নয়, অগ্রগতি”ই আমাদের লক্ষ্য। একটি অক্ষর সোজা না হলে কিছুই আসে যায় না, কিন্তু যদি আপনার সাপোর্টে একটি শিশু আত্মবিশ্বাস পায় — সেটাই সবচেয়ে বড় সাফল্য।
🧡 চলুন, ওদের জন্য একটু ধীর গতিতে চলি, একটু নিচু হয়ে পাশে দাঁড়াই।✨
#বিশেষচাহিদা