Patiya Central Hospital And Diagnostic Centre Ltd

  • Home
  • Patiya Central Hospital And Diagnostic Centre Ltd

Patiya Central Hospital And Diagnostic Centre Ltd Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Patiya Central Hospital And Diagnostic Centre Ltd, Hospital, .

13/08/2022

শুভ সকাল।। ভোরের আলোয় উৎভাসিত হোক সবার নুতন দিন।।

15/04/2021

এই আধুনিক যুগে সন্তানেরা মা-বাবা ( মর্ডান) থেকে আদর কম পাচ্ছে!!!
সন্তান প্রসব করায় সিজারে..
এর কিছুদিন পর মায়ের বুকের দুধ বন্ধ করে দেয়।
তার কিছু দিন পর সন্তানের দেখাশোনা করে গৃহকর্মী!!
গৃহকর্মীর আদরে বড় হয় শৈশব....
প্রচন্ড ব্যস্ততা দেখায় মর্ডান নারী-রা।।।।
শরীরের স্টাইল এবং তার নিজস্ব প্রতিযোগিতার প্রভাব পরে সন্তান এর উপর!!
বড় হয়ে ছেলে মেয়ে কাদের সাথে মিশিতেছে সেটার কোন খোঁজ খবর নেই!!
পারলে মা মেয়ে দুজন ই মর্ডান থেকে পোষ্ট-মর্ডান হয়ে যায়!!
এইভাবে নৈতিক শিক্ষা থেকে দূরে থাকে তাদের সন্তান।
ঐশী নামক মেয়েদের উৎপত্তি এইরকম ঘর থেকে..
ডিজে টাইপের ছেলের আবির্ভাব এই ঘর থেকে.....
দেশের মেধাবীরা কোন ঘর থেকে উঠে এসেছে একটু ভেবে দেখেন.....
৯৫% গরীব ঘরের!!
নৈতিক শিক্ষায় মা বাবা-র সঠিক আদরে বড় হয়ে তারা আজ দেশের নানা প্রান্তে মেধার সাক্ষরতা রাখিতেছ......

প্রাইভেট এ সন্তানদের লেখা পড়া করিয়ে সফলতা কিছুই নেই...
সবকিছু পেয়ে কেন তারা আজ গরীব মেধাবী সন্তানদের কাছে হেরে যায়......

একটু রোদ তাদের শরীরে অনেক কষ্ট হয় আর গরীব মেহনতী সন্তানদের তাপ কোন বিষয় হয়না
বিষয় হয় সফলতা অর্জন।

তারা হয়ত রকমারি খাবার খেয়ে বড় হয় কিন্তু গরীব ঘরের সন্তানেরা নুন ভাত হলে খুশি হয়!!

জীবন যুদ্ধ গরীবরা প্রতিনিয়ত করে.....
শরীরের এর ঘামে ভেজা কাপড় বলে দেয় জীবন মানে কি??

এইভাবে সংগ্রাম করতে করতে তারা সফলতার মুখ দেখে......

স্যালুট আপনাদের ✊✊

15/04/2021

রোজায় চিকিৎসা:
১. রোজা অবস্থায় ইনহেলার, নাকের স্প্রে ব্যবহার করা যাবে।
২. রোজা অবস্থায় চোখ, ও কানের ড্রপ ব্যবহার করা যাবে।
৩. হার্টের এনজাইনার সমস্যার জন্যে বুকে ব্যথা উঠলে ব্যবহৃত নাইট্রোগ্লিসারিন ট্যাবলেট বা স্প্রে জিহবার নিচে ব্যবহার করলে রোজা নষ্ট হবে না।
৪. রোজা রেখে শিরাপথে খাদ্য-উপাদান ছাড়া কোনো ওষুধ ত্বক, মাংসপেশি বা হাড়ের জোড়ায় ইনজেকশান হিসেবে প্রয়োগ করলে রোজার কোনো ক্ষতি হবে না।
৫. রোজা রাখা অবস্থায় স্যালাইন বা গ্লুকোজ জাতীয় কোনো তরল শিরাপথে গ্রহণ করা যাবে না।
৬. চিকিৎসার প্রয়োজনে রোজা রেখে অক্সিজেন কিংবা চেতনা নাশক গ্যাস গ্রহণে রোজা নষ্ট হবে না।
৭. চিকিৎসার প্রয়োজনে ক্রিম, অয়েনমেণ্ট, ব্যাণ্ডেজ, প্লাস্টার ইত্যাদি ব্যবহার করলে এবং এসব উপাদান ত্বকের গভীরে প্রবেশ করলেও রোজার কোনো সমস্যা হবে না।
৮. রোজা রেখে দাঁত তোলা যাবে। দাঁতের ফিলিং করা যাবে এবং ড্রিল ব্যবহার করা যাবে। এছাড়া দাঁত পরিষ্কার করার সময় অসাবধানতাবশত কিছু গিলে ফেললে রোজা নষ্ট হবে না।
৯. রোজা রেখে রক্ত পরীক্ষার জন্যে রক্ত দিতে বাধা নেই।
১০. কাউকে রক্তদানে এবং রক্তগ্রহণেও বাধা নেই।
১১. চিকিৎসার জন্যে যোনিপথে ট্যাবলেট কিংবা পায়ুপথে সাপোজিটোরি ব্যবহার করলে রোজার কোনো ক্ষতি হয় না।
১২. পরীক্ষার জন্যে যোনিপথ কিংবা পায়ুপথে চিকিৎসক বা ধাত্রী আঙুল প্রবেশ করালেও রোজার সমস্যা হবে না।
১৩. রোজা রেখে জরায়ু পরীক্ষার জন্যে হিস্টেরোস্কপি এবং আই.ইউ.সি.ডি ব্যবহার করা যাবে।
১৪. হার্ট কিংবা অন্য কোনো অঙ্গের এনজিওগ্রাফি করার জন্যে কোনো রোগ নির্ণয়কারক দ্রবণ শরীরে প্রবেশ করানো হলে রোজার ক্ষতি হবে না।
১৫. কোনো অঙ্গের আভ্যন্তরীণ চিত্রধারণের জন্যে সেই অঙ্গের প্রবেশপথে কোনো ক্যাথেটার বা নালীর মাধ্যমে প্রয়োজনীয় তরল রঞ্জক প্রবেশ করালে রোজা নষ্ট হবে না।
১৬. রোগ নির্ণয়ের জন্যে এণ্ডোস্কোপি বা গ্যাস্ট্রোস্কোপি করলেও রোজা নষ্ট হয় না। তবে এণ্ডোস্কোপি বা গ্যাস্ট্রোস্কোপি করার সময় ভেতরে তরল কিংবা অন্য কোনো কিছু প্রবেশ করানো যাবে না যার খাদ্যগুণ রয়েছে।
১৭. রোজা রাখা অবস্থায় না গিলে মাউথওয়াশ, মুখের স্প্রে ব্যবহার করা যাবে এবং গড়গড়া করা যাবে।
১৮. রোজা রাখা অবস্থায় লিভারসহ অন্য কোনো অঙ্গের বায়োপসি করা যাবে।
১৯. রোজা রাখা অবস্থায় পেরিটোনিয়াল কিংবা মেশিনে কিডনি ডায়ালাইসিস করা যাবে।
রোজা রাখা অবস্থায় চিকিৎসা সংক্রান্ত কী কী করা যাবে আবার কী কী করা যাবে না তা নিয়ে যেমন সাধারণ রোগীদের মধ্যে জ্ঞান ও সচেতনতার অভাব রয়েছে, তেমনি নানা সংশয় ও বিভ্রান্তি রয়েছে চিকিৎসকদের মাঝেও। এ সমস্ত বিভ্রান্তি দূর করার জন্যে ১৯৯৭ সালের জুন মাসে মরক্কোতে অনুষ্ঠিত নবম ফিক্বহ-চিকিৎসা সম্মেলন থেকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এ সম্মেলনে জেদ্দা ইসলামিক ফিকহ একাডেমি, আল আজহার ইউনিভার্সিটি, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, আলেকজান্দ্রিয়া, মিশর এবং ইসলামিক শিক্ষা বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা (আইএসইএসসিও) প্রতিষ্ঠানের বিজ্ঞ প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন। এই সম্মেলনের মূল আলোচনার বিষয় ছিল--রোজা অবস্থায় যেসব পরীক্ষা-নিরীক্ষা এবং ওষুধ প্রয়োগে রোজা নষ্ট হবে না সে বিষয়ে একটা সঠিক দিকনির্দেশনা দেওয়া। এ লক্ষ্যে ইসলামিক চিন্তাবিদগণ চিকিৎসা বিজ্ঞানের সংশ্লিষ্টদের সাথে আলোচনা ও গবেষণা করে রোজা অবস্থায় ওষুধ প্রয়োগ ও পরীক্ষা-নিরীক্ষা সম্পর্কে সুচিন্তিত তথ্য উপস্থাপন করেন যা ২০০৪ সালে বিখ্যাত ব্রিটিশ মেডিকেল জার্নালে (বিএমজে) বৈজ্ঞানিক নিবন্ধ হিসেবে প্রকাশিত হয়।
(তবে নাকের ড্রপের ব্যাপারে অনেক স্কলার আপত্তি করেন। অনেকসময় এসব ফিক্বহী বিষয়ে বিভিন্ন স্কলারদের মধ্যে মতপার্থক্য থাকতে পারে। সব স্কলারের মতামতের প্রতিই আমাদের শ্রদ্ধা থাকা প্রয়োজন।)
Collected

24/03/2021

সবাই সুস্থ থাকুন।।
সবসময় স্বাস্থ্যবিধি মানুন।।

19/03/2021

আমাদের ডাক্তারসমূহঃ
অধ্যাপক ডাঃ সৈয়দ সাইফুল ইসলাম (হাঁড় জোড়া আঘাত বিশেষজ্ঞ)
ডাঃ খোরশেদ আলম (হৃদরোগ বিশেষজ্ঞ)
ডাঃ দেলোয়ার হোসেন (শিশু বিশেষজ্ঞ)
ডাঃ জয়দত্ত বড়ুয়া (শিশু বিশেষজ্ঞ)
ডাঃ গিয়াসউদ্দিন (শিশু বিশেষজ্ঞ)
ডাঃ দিদারুল মনির রুবেল (শিশু বিশেষজ্ঞ)
ডাঃ কাজী ফারহানা নুর (মহিলা ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ)
ডাঃ ওয়াহিদ হাসান (মেডিসিন বিশেষজ্ঞ)
ডাঃ আইয়ুব নবী (মেডিসিন)
ডাঃ সাইফুদ্দিন খালেদ (মেডিসিন ও শিশু)
ডাঃ মানব কুমার চৌধুরী (নাক,কান, গলারোগ বিশেষজ্ঞ
ডাঃ রাজিবুল ইসলাম রানা (হৃদরোগ বিশেষজ্ঞ)
ডাঃ মিনি বড়ুয়া (মহিলা ও প্রসূতি)
ডাঃ মাসউদ শহীদ (চোখ)
ডাঃ এম নাসিমুজ্জামান ( বাত ব্যথা ও এনেস্থিসিয়া)
ডাঃ সৌমেন বড়ুয়া (এনেস্থিসিয়া)
ডাঃ আজগর (এনেস্থিসিয়া)

যোগাযোগঃ০১৮৮৩২৭৫৭৯১-৯২

জানুন
05/03/2021

জানুন

28/04/2020

করোনা থেকে সতর্ক থাকুন। হাত-মুখ -পা ধুয়ে নিন সবসময়।

29/03/2020

পটিয়ার সবাই করোনা মুক্ত থাকুক। এই কামনায়। হাত, মুখ ও পরিবেশ পরিস্কার রাখুন। নিরাপদ দুরত্ব বজায় রাখুন।

27/03/2020

আমরা আছি আপনার পাশে। প্রয়োজনে যোগাযোগ করুন। ০১৮৮৩২৭৫৭৯০-২।

13/02/2020

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Patiya Central Hospital And Diagnostic Centre Ltd posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your practice to be the top-listed Clinic?

Share