29/06/2025
Song 1
হো'ও হো'ও হো... ও ; আ'আ আ'আ আ.....'আ...
হু'উ হু'উ হু'....উ.... হা'আ হা'আ আ.....
বৃষ্টি এসেছে আজ হৃদয় জুড়ে
তুমি বর্ষার মতো এসে যাও চলে
আমার হৃদয়ে আজ কলো মেঘ -
আল্প বাতাসেই যায় ভিজে
কার কথা আমি খুঁজে যা-ই
সময়ের সাথে ফুরিয়ে
তোমার লেখা সকল কবিতা
আর আমার উপমা
তুমি এসো ক্লান্ত হৃদয়ের বিশ্রাম হয়ে
বহুদিন ধরে ঘুম আসে না
কাল রাতের বৈসাখের ঝড়ে
অদূর থেকে আমরা আজ দূরে
আমিতো ছিলাম তোমার নীল - নীলিমায়
তুমিও আমার নীল পদ্মে।
আমিতো ছিঁড়েছিলাম ফুল- ফুলে'র জন্য
সব গুলো আজ শুকিয়ে
হৃদয়ে'র.. সকল নীল ভালোবাসা- আজ কোথায় হরায়ে..
[2X]
তোমার হৃদয়ে যেন আমি আজীবন একটি দিয়াশলাই জ্বালিয়ে আগুনে মতো আমার জলন্ত ভালোবাসার ছায়া খুঁজে বেড়িয়েছি ।
চলে গেছো তুমি কত দূরে..
তুমি মেঘের মতোই শুন্যতা
তাই তোমার মুখে সমুদ্রের রং
প্রিয়তমা তুমি খুব সুন্দর কিন্তু মূল্যহীন।
প্রিয়তমা তুমি খুব সুন্দর কিন্তু মূল্যহীন।
প্রিয়তমা তুমি খুব সুন্দর কিন্তু মূল্যহীন।
প্রিয়তমা তুমি খুব সুন্দর কিন্তু মূল্যহীন।
বৃষ্টি এসেছে আজ হৃদয় জুড়ে
তুমি বর্ষার মতো এসে যাও চলে
আমার হৃদয়ে আজ কলো মেঘ -
আল্প বাতাসেই যায় ভিজে
কার কথা আমি খুঁজে যা-ই
সময়ের সাথে ফুরিয়ে
তোমার লেখা সকল কবিতা
আর আমার উপমা
তুমি এসো ক্লান্ত হৃদয়ের বিশ্রাম হয়ে
বহুদিন ধরে ঘুম আসে না
কাল রাতের বৈসাখের ঝড়ে
অদূর থেকে আমরা আজ দূরে
আমিতো ছিলাম তোমার নীল - নীলিমায়
তুমিও আমার নীল পদ্মে।
হৃদয়ে'র.. সকল নীল ভালোবাসা- আজ কোথায় হরায়ে।
28-06-25