Md:Naim Hasan Ferdous

Md:Naim Hasan Ferdous Welcome...!!! It is a storybook page for everyone... Don't Forget to read story & like , comment an welcome

29/06/2025

Song 1

হো'ও হো'ও হো... ও ; আ'আ আ'আ আ.....'আ...
হু'উ হু'উ হু'....উ.... হা'আ হা'আ আ.....

বৃষ্টি এসেছে আজ হৃদয় জুড়ে
তুমি বর্ষার মতো এসে যাও চলে
আমার হৃদয়ে আজ কলো মেঘ -
আল্প বাতাসেই যায় ভিজে

কার কথা আমি খুঁজে যা-ই
সময়ের সাথে ফুরিয়ে
তোমার লেখা সকল কবিতা
আর আমার উপমা

তুমি এসো ক্লান্ত হৃদয়ের বিশ্রাম হয়ে
বহুদিন ধরে ঘুম আসে না
কাল রাতের বৈসাখের ঝড়ে
অদূর থেকে আমরা আজ দূরে

আমিতো ছিলাম তোমার নীল - নীলিমায়
তুমিও আমার নীল পদ্মে।
আমিতো ছিঁড়েছিলাম ফুল- ফুলে'র জন্য
সব গুলো আজ শুকিয়ে
হৃদয়ে'র.. সকল নীল ভালোবাসা- আজ কোথায় হরায়ে..

[2X]

তোমার হৃদয়ে যেন আমি আজীবন একটি দিয়াশলাই জ্বালিয়ে আগুনে মতো আমার জলন্ত ভালোবাসার ছায়া খুঁজে বেড়িয়েছি ।
চলে গেছো তুমি কত দূরে..

তুমি মেঘের মতোই শুন্যতা
তাই তোমার মুখে সমুদ্রের রং

প্রিয়তমা তুমি খুব সুন্দর কিন্তু মূল্যহীন।
প্রিয়তমা তুমি খুব সুন্দর কিন্তু মূল্যহীন।
প্রিয়তমা তুমি খুব সুন্দর কিন্তু মূল্যহীন।
প্রিয়তমা তুমি খুব সুন্দর কিন্তু মূল্যহীন।

বৃষ্টি এসেছে আজ হৃদয় জুড়ে
তুমি বর্ষার মতো এসে যাও চলে
আমার হৃদয়ে আজ কলো মেঘ -
আল্প বাতাসেই যায় ভিজে

কার কথা আমি খুঁজে যা-ই
সময়ের সাথে ফুরিয়ে
তোমার লেখা সকল কবিতা
আর আমার উপমা

তুমি এসো ক্লান্ত হৃদয়ের বিশ্রাম হয়ে
বহুদিন ধরে ঘুম আসে না
কাল রাতের বৈসাখের ঝড়ে
অদূর থেকে আমরা আজ দূরে

আমিতো ছিলাম তোমার নীল - নীলিমায়
তুমিও আমার নীল পদ্মে।
হৃদয়ে'র.. সকল নীল ভালোবাসা- আজ কোথায় হরায়ে।

28-06-25

28/05/2025

লাবণ্যসাগরের চোখ
✍️ Naim H Ferdous

আমার হৃদয়ে তুমি অনেক দিন করেছো সফর
এখনও নারী মনে তুমি, কত -কত কথা ফুরালো ;
তবে হে মানুষ, জানাে তুমি রূপ?-
জানো প্রেম?- জানো তুমি ভালোবাসা? -
জানাে তুমি কে তােমার?

নিশীথের ধূসর বাতাসের মতো একদিন এসেছিলে-
দিয়েছিলে এক রজনী দিতে পারে যত!
এক ঝাক অতিথি পাখি চ'লে যায়,আবার আসে!
তবু্ও দাড়িয়ে রয়েছি অনন্ত- তুমি বলোনি বলে।

বছর খানেক পরে দেখিলাম -লাবণ্যসাগর থেকে
তুমি নিজে জাগিয়েছ কুসুম সূর্যনীলিমায়
যেন শিমুল তুলোর চোখের পাপড়ি উড়ে
হরিণের মতো চোখ -অন্ধকার সিন্ধুক
যেন লুকিয়ে আছে তার মাঝে এক কোটি সমুদ্র
চুল তার নীলিমার নির্জন অন্ধকার যেন
দূর থেকে দূরে নক্ষত্রের পার - পৃথিবীতে খুঁজে পাই
যেন রৌদ্রময় উত্তাপের মাঝে অন্ধকার বৃষ্টি!
রূপ তার যেন সৌন্দর্য নামকরণের আবিষ্কার।
হাসি তার যেন রমজানের ঈদের চাঁদ
শিশিরে ভেজা প্রভাতের ঘাস'ফুলের মতো উজ্জ্বল।

তোমার চোখ কি এক নিষ্ঠুর সৌন্দর্য
কি যে ভয়ংকর ধরণ যা বসন্ত করে ঈর্ষা
যা আমাকে স্বরন করিয়ে দেয়
এক সারি সোনালী পাতা যা ঝরে যায় বাতাসে
পরনো সেই বই যা গল্প শুনাতে বলে
স্বাদ যেমন নিরবতাময় কফির পেয়ালা নিয়ে তুমি

আমি দেখি তাদের জলন্ত আগুনে
যা কখনো নিভে যাবে না
দেখি একটি জ্বলন্ত সৌন্দর্য
যা পুড়িয়ে দেয় যে তাকায় ঐ চোখে

যদি আমি পারতাম তাগলে সেই ছাই জমা করে
উড়িয়ে দিতাম আকাশে - পৃথিবীকে দেখতে দিতাম
যা আমি দেখেছি - কতটা শ্বাসরুদ্ধকর
তাই করুণা করো -যারা তাকায় ঐ চোখে

14/04/2025

“A Moment Before Sleep.”

✍️ মোঃ নাঈম হাসান ফেরদৌস

Love is a song.
And my heart feels like December.
I wish to stop time—
The Earth is so beautiful.

I am a moment.
When this moment ends,
Your love will end too.
Sitting on the shore,
You can't see the sea.

Beauty that has value
Does not lead to love.
I dislike the competition of trying—
To achieve something new
After achieving something.

Yet, as life went on, an age passed.
How easy it was to die, seeing you.
Then someone came into my heart—
Or perhaps no one did.
Now, there is no one here.

The culture of love is very strange—
You can't find it, and you can't lose it either.
Life has divorced me
With your sweet words.
And the whole world
Thought you were kind.

Now walk away, and live in the past,
Like dried flowers in a garden.
And you search for love’s pearl
Among successful people.
Perhaps you will find
This hidden treasure in vain.

The clouds seem to float away,
Making your face.
I have miles to go
Before I sleep.

14/04/2025

নাবিকের ভালোবাসা

✍️ Naim H Ferdous

তব যাতনা পেয়েছো কাঁটায় স্বয়ং মরেছি ফুলে
তোমার আয়না চাঁদ 'আমি বেঁচে মরেছি উসুলে।
কাগজের নৌকায় পাড়ি দিয়েছি সমুদ্র
তাহার চঞ্চল জল স্তব্ধ হয়ে কাঁপায় হৃদয়

মনে হয় হৃদয় এক স্বচ্ছ পানির মতো
ভালোবাসতে সমুদ্রের প্রয়োজন আছে
রাতের অন্ধকারে নিরুদ্দেশে হাড়িয়ে
প্রাণ যে এক জন্ম নিয়েছিলো কবে।

আয়নায় দেখে চাঁদ 'দুনিয়ায় দেখি চেহারা
এই যে কাঁচা বয়স 'কাঁচা ভালোবাসা
হয়তো আমার ম্যাহেবুবে মাসুম
আমি দিতে চাই নিজেকে নির্বাসন।

আমি ছেড়ে দিয়েছি যেন এক খন্ড মিথ্যে
সত্যের নীরবতায় সত্য 'আমি কে ;তার কে
অতঃপর কিছুই হারাবার বাকি নেই
যেন ভালোবাসা একটি বিকল্প,আর আমি মিথ্যে

মনেহয় যেন নিজেকে হাড়িয়ে অন্ধকারে
আমি বাঁধতে পারিনি হৃদয়ে
লিখতে পারিনি চয়নে - সম্মুখে
আমি আসিয়াছি ভুলে; প্রিয় চাহো মুখ তুলে

কোন সঠিক উত্তর নেই প্রণয়ের
কিছুই নেই স্বীকৃত হবার অনুরাগ
যেন নিরবতা হলো সত্য অনুরক্তি
ভালোবাসার নক্ষত্র - সমুদ্রের মতো

তবু কোন এক নাবিকের হৃদয়ে
তোমার অন্তরের ভালোবাসা অনর্থক
হিমশীতল বরফের মেঘনাদ আকাশে
সমুদ্রে প্রয়োজন নেই এতটুকু পানি

মেঘগুলো তোমার মুখ ধ’রে যেন ভেসে যায়
যেন কোনও কথা তার ছিল বলার
যে কথা থেমেছে ;তার স্মৃতি তবু বুকে জেগে রয়
আমার হৃদয়ের নিঃশব্দ কামনার মত।

তুমিও কতটা নাদান আমার কথা শুনে
আমাকেই লিখতে যাও;সবটুকু পড়তে চাও
আমিও বড় অদ্ভুত নিজেকেই গেছি ভুলে
আফসোস টুকু পর্যন্ত হলো না

সহজলভ্য ভালোবাসা তাই উপলব্ধি
হলো না তোমার নয়তো -
বুঝতেই পারতে না আমি পর নাকি উপহার।

14/04/2025

চোখের নেশা
✍️ Naim H Ferdous

আমি তার দেখেছি যে চোখে; গভীর নদীকান্ত।
যেন প্রথম কেউ দেখছে প্রেয়সীর চোখ।
যতবারই এ মন দেখতে যায় তাকে
আমাকে দেখেও যেন দেখেনা সে,
তবু জানি এই প্রমিকের তরে আমার অন্তরে
তুমি তোমার জগতে হারিয়ে যাও।

আমি দেখেছি তার যে চোখের মধ্যে সমুদ্র
আমিই ডুবে গিয়েছি আর ভালোবাসা কিভাবে বাঁচবে !
এই প্রেমে নেশাগ্রস্ত কে কোন কিছুই বেজার করে না,
আমাকে সে দেখুক বা না দেখুক
কোনকিছুই এই অনুভূতি অস্বীকার করে না।

আজ এই শীতের রাতে আমার হৃদয়ে ঘুম আসে
শুধু তোমার সপ্ন সম্পূর্ণ হোক
আর তোমার ঘুম ভাঙ্গুক আমি ঘুমিয়ে যাই।
আমি তো শুধু তার পিপাসা জেগে আছি
শুধু তার পিপাসা মিটুক ; আমি ঘুমিয়ে যাই।

এটাই অনেক যে চোখ তাকে খুজে পেয়েছে
দেরিতেই হোক তবুও দেখতে তো পেয়েছে।
কথা ছিল যেখানে এসে শেষ হবে এই রাস্তা,
রাস্তায় মোড় ছিলো- বেখবর হৃদয় এখন ঘুমিয়ে যা;
যা পেয়েছি তাই মনে রেখে যা পাইনি তা ভুলে যা
আজ এই শীতের রাতে তুই ঘুমিয়ে যা - ঘুমিয়ে যা।

14/04/2025

প্রলয় নৃত্য
✍️Naim H Ferdous

নৃত্য প্রদর্শনকারীরা নৃত্য শুরু করেছে
এ এক পিচাশ নৃত্য
এ এক অন্ধ পুতুল কারখানা
এখানে চলিতেছে সার্কাস
মৃত্যুর সার্কাস - শুধু সর্বনাশ
এক মহা আনন্দ উৎসব - আনন্দ ভৈরবী

চলিতেছে নৃত্য - এক উন্মাদ নৃত্য
এক আত্ম বিনাশ প্রতিযোগিতা
এক মৃত্যু উৎপাদন কারখানা
হায়নাদের হাতে আত্মহত্যার মহা উৎযাপন
নির্বোধ গুলো মরে গেলেই যেন বেঁচে যায়
- বেঁচে যায় মহাকাল থেমে যায় মহাপ্রলয়

চলিতেছে নৃত্য - মহা নৃত্য প্রদর্শন
এখানে শুধু হাকিমের হুকুম চলে
এখানে মানুষ পান করে অমৃত পানি
- রক্ত নামি কোকা কোলা
এ অমৃত তাদের অমরত্ব দান করে ততক্ষণ-
যতক্ষণ না মহাপ্রলয় তাদের সামনে আসে
বিদ্রহী রণ-ক্লান্ত - প্রলয় নৃত্য সেইদিন হবে শান্ত

নৃত্য প্রদর্শনকারীরা নৃত্য শুরু করেছে
চলিতেছে নৃত্য - এ এক পিচাশ নৃত্য
এই নৃত্য থামাতে হবে আমাদের সবাইকে
নয়তো সবাই মিলে শুরু হয়ে যাবে হায়না নৃত্য
ভেরবী মহাপ্রলয় নৃত্য - শেষ নৃত্য
বিদ্রহী রণ-ক্লান্ত - প্রলয় নৃত্য সেইদিন হবে শান্ত

14/04/2025

কথা
✍️ Naim H Ferdous
তোমাকে নিয়ে লিখতে বসেছি একটি কবিতা।
একটি সুর যা মৃত্যুর থেকেও জীবন্ত, ঘুমের মতোই সুস্পষ্ট।
একটি গান যা হ্যামলেট এর বাঁশির থেকেও তীক্ষ্ণ।
একটি গল্প যা আসহাবে কাহাফ এর মতোই সত্য ।

লিখতে বসেছি ভুমিকম্প যা হৃদয়ের মাঝে বিধ্বস্ত।
একটি কল্পনা যা গাছের মতোই বিসৃত।
একটি দুঃখ যা হিমালয় এর মতো স্তব্ধ।
একটি স্বাধীনতা যা মেঘের মতো মুক্ত।
একটি আনন্দ যা বৃষ্টির মতোই শুদ্ধ।

লিখতে বসেছি একটি রাগ যা বজ্রের মতো ক্রুদ্ধ।
একটি রাতের আকাস যা নক্ষত্রের মাঝে-ও শুন্য।
একটি বিসর্জন যা পাহাড় এর বুকে ঝর্না'র মতোই জিবন্ত।
লিখতে বসেছি একটি নিরবতা যা তোমার প্রত্যাখ্যান মুক্ত।

তোমাকে নিয়ে লিখতে বসেছি একটি কবিতা।
তোমাকে আমি দুর্ভাগ্যের মতো স্মরণ করি।

14/04/2025

নক্ষত্র
✍️ Naim H Ferdous

যেথা উদিত হয় তিমির আলো
সন্ধ্যার উষ্ন আশায় আমার ঘুম আসে
কোন প্রান্ত এর সবুজ ঘাসের রুপালি আভায়
আমি অপেক্ষ করি একটি কমলা রং এর
চাঁদ এর জন্য - যেন আজন্ম অপেক্ষা
দিঘীর প্রান্তরে উঁচু উঁচু এক সারি
সুপারি গাছ বাতাসের কানে দুলে দুলে ডাকছে নির্মল এক মেঘাল'য়ে
আমর রক্তে আজ ঘুম - আমি ঘুমাবো
যেমন ঘুমায় মিশরের চাঁদ

আকাশের সব নক্ষত্রগুলো জ্বলজ্বল করে
উঠেছে লাল বালুর মরুভূমি'তে
তাদের আলো ঝাপসা হয়ে আসে আমার চোখে - নতুন নক্ষত্র আসবে বলে।
তবুও বাতাসে প্রেম আসে -
হৃদয়ে গান আসে ; তুমি আসবে বলে
আমার রক্তে বিবর্ন জড়িত বিষ মিশে গেছে
কি করে প্রিয়তমা তাকে বলি আমি?
তোমার প্রেমে আসক্ত হতে গিয়ে
-ঘুমে জেগে উঠা এক পরাস্ত নাবিক ।
হয়তোবা আমার জন্য নয় - কিংবা
তোমার কোনদিন ছিল না হৃদয়।
শেষ হয়ে গেছে পারস্য, রোম ; আজ নেই বেবিলন - তোমার হৃদয়ে প্রেম নেই
নয়তো আমার নেই মন

নক্ষত্রগুলো সব নিভে যাচ্ছে ধুসর হয়ে
পৃথিবী হয়েছে শান্ত
আমার হৃদয়ে শান্তনা নেই কোন
-আমি বড্ড ক্লান্ত
কুড়িয়েছি অনেক জীবন; ঝিনুক -
সমুদ্রের ভিজে বালুর পরে
আমার চোখ ঝিনুকের ঘুম
পেয়ারা, নীম গাছ ;সবুজ ঘাসের প্রান্তর
কিংবা কাঁদা বালুর পাড়ে শুয়ে
কুসুম চাঁদের চাদরে শুয়েছি আমি
মম সব মায়া ত্যাগ করে

14/04/2025

আমি আসিব ফিরে

✍️ Naim H Ferdous

বাহিরে বৃষ্টির দিকে তাকিয়ে, মগজ টাকে
নিংড়ে নিয়ে -শীলা বৃষ্টির চাদরে
আর কথা বলবো না ভেবেই - পৃথিবীর
পরাগাছ এর মতো বুক দোলে -বাতাসে

হারিয়ে ফেলেছি আমি -আমাকেই
মুসাফিরের দেশে
আধার ছিন্ন করে - অসংকোচে
আমি তোমাকেই বলে দেবো
-কথার ভেতরে′র কথা

মানুষের ভিতরে মানুষ
তবুও ফিরে আসি- চোখের নালিশ নিয়ে
সে জানিতো না বলে
তৃষ্ণার্ত - আলাদা আকাশে
তবু হৃদয়ে গান আসে

তুমি তোমার মতোই থেকো নারী
হৃদয়ে রক্তক্ষরণ - আমি আর আসবো'′না
কাক এর চোঁখে′তে পানি - সংগত ভুলে
শেষে মূল্যহীন- কি অসহায়

নিখিল ঘন অন্ধকার আগুন ভরা -রাতে
আমার হৃদয়ে মৃত্যু আসে
বিক্ষত নারীর চোখে, তবুও আমি -
আমি আসিব ফিরে

হরিয়াল পাখি ভিড়ে

Address

Banaripara
Barishal

Telephone

+8801890539721

Alerts

Be the first to know and let us send you an email when Md:Naim Hasan Ferdous posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Md:Naim Hasan Ferdous:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram