DXN Organic FOOD & Cosmetic

DXN Organic FOOD & Cosmetic Health Wealth & Happiness is our main priority, so we try to help all the people in all over the world.

21/05/2023

Benefits of DXN ganozhi soap

30/04/2023

PRAY FOR ALL SSC EXAMINERS WISHING YOU A GOOD REASULT

HAPPY EID MUBARAK TO ALL
20/04/2023

HAPPY EID MUBARAK TO ALL

12/04/2023

" সব মেয়েদের পড়ার এবং সতর্ক থাকার অনুরোধ "

১। সবার আগে নিজের ক্যারিয়ার গড়বেন।
এই জিনিসে কোন কম্প্রোমাইজ করবেন না, মরে গেলেও না।

২। আত্মসম্মান, আত্মমর্যাদা কক্ষনো বিসর্জন দিবেন না। তাতে মরে যেতে হলে, যাবেন।

৩। চোখ বন্ধ করে পুরুষকে বিশ্বাস করবেন না। (গনহারে trust এর কথা বলছি, trustworthy man অবশ্যই আছে) পুরা ফেরেশতা মার্কা স্যার, বাবার বন্ধু, মামার ফ্রেন্ড, বড় ভাইয়ের বন্ধু, একদম ফ্যামিলি পার্সন, এরকম-এমন কারো সাথে একা কোথাও থাকবেন না।
Be careful who you trust, the devil was once an angel.

৪। বান্ধবীর বাড়ীতে যেতে হলে পরিবারকে জানান। ফোন নাম্বার মা, বাবা, বড় ভাই, বোন কে দিয়ে যান। সবসময় নিরাপদে যত দ্রুত সম্ভব বাড়ীতে ফিরবেন। রাতে চেষ্টা করবেন না থাকার। থাকলেও বাড়ির পরিবেশ দেখে নিয়েন।

৫। নিজের gut feelings -কে সব সময় প্রাধান্য দিবেন। দেখে কিছুই মনে হয় না, খুব ভাল মানুষ, কিন্তু মন কেন যেন ব্যাক্তিটাকে পছন্দ করে না। এমন হলে সেই ব্যাক্তি থেকে ১০০ হাত দূরে থাকেন।
trusting your 'Gut Feeling' is often the best strategy to save yourself.

৬। নিজের আবেগ সব সময় নিয়ন্ত্রণে রাখবেন। মেয়েরা আবেগের কারনে ভিক্টীম হয়।

৭। ফ্যামিলিকে সব সময় পাশে রাখবেন। ফ্যামিলিকে, বিশেষ করে মাকে বন্ধু বানান। তার সাথে সব যেন শেয়ার করা যায় এমন ভাবে সম্পর্ক করবেন বাবা মার গোপনে কিছু কইরেন না। victim হলে আপনি হবেন। তখন বাবা মা এটাই ভাববে "মেয়েটা আমাদের বলল না কেন!!"

৮।৷ কাউকে বিশ্বাস করার আগে ১০০ বার ভাববেন।
You read it right. ১০০ বার।

৯। নিজেকে ভালবাসেন। এটা খুব দরকার। আপনি কালো, শর্ট, মুখে ব্রন --বিলিভ মি এগুলা কিচ্ছু না। ঈশ্বর আপনাকে যেভাবে বানিয়েছেন আপনি সেভাবেই সুন্দর। আপনার মেধা, ব্যাক্তিত্ব দেখে যেন একটা ছেলে দীর্ঘশ্বাস ফেলে নিজেকে ঐভাবে তৈরি করেন।

১০। সব সময় সত্যকে পাশে রাখবেন। মিথ্যা অনেক সহজ। অন্যায় অনেক আনন্দ দেয়। কিন্তু তা সব সময় ক্ষণিকের জন্য। সত্য সব সময়ের জন্য। তা যত কষ্টের হোক।

১১। জীবন অস্বাভাবিক সুন্দর। হতাশা, unexpected crisis, unexpected incident এগুলা লাইফের পার্ট।
ও আচ্ছা, এমন হইল। ঠিকাছে। এরপর কি?-- লাইফের প্রতি এমন attitude রাখলে লাইফ আর সুবিধা করতে পারে না। পেইন দেবার আগে ভাবে এরে পেইন দিয়া লাভ নাই।

১২। মাটি এখন পায়ের নিচে। একদিন এটা আমি, আপনী মাটির উপরে শায়িত থাকবো। আমাদের জন্য একসময় অন্যরা প্রার্থনা করবে, তার আগেই নিজের প্রার্থনা নিজেই অন্তত যেন করি।

১৩। গাড়ির ড্রাইভার, এপার্টমেন্টের দারোয়ান এই দুই দলের সাথে খারাপ ব্যবহার করবেন না। এই দুই দলের মানুষ বিপদে চরম সাহায্য করে।

(বুদ্ধিমানরা এইখানে কি বলি নাই তাও বুঝবে।)

১৪। অতীত নিয়ে একদম ভাব্বেন না। তবে অতীত থেকে শিক্ষা নিবেন। সুন্দর একটা স্মৃতি কি দ্বিতীয় বার একইভাবে আনন্দিত করবে আপনাকে? nope, never. প্রথমবারের থেকে কম আনন্দের অনুভূতি দিবে। তাহলে অতীতের দুঃখ কেন বারবার কাঁদাবে? সময় নাই, অতীত নিয়ে ভাবার- এভাবে ভাবেন। ইউ উইল বি হ্যাপিয়া।
(সমাজের সমসাময়িক বাস্তবতা থেকে নেওয়া)
পৃথিবীর সকল নারী সুরক্ষিত থাকুক।
(সংগৃহীত)

একজন প্রকৃত দেশপ্রেমিক এর মৃত্যুতে আমরা গভীর ভাবে শোকাহত, তার শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানাই। এবং পরকালে তার জন্য আ...
11/04/2023

একজন প্রকৃত দেশপ্রেমিক এর মৃত্যুতে আমরা গভীর ভাবে শোকাহত, তার শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানাই। এবং পরকালে তার জন্য আল্লাহ যেন জান্নাত নছিব করেন দোয়া করি আমীন।

27/03/2023
28/02/2023

18/02/2023

Dxn happiness in Kuwait

আপনি যেই দেশে থাকেন না কেন? যেই চাকরি করেন না কেন? তাতে কোন সমস্যা নাই। চাকরি বা যে কোন কাজের পাশাপাশি অবসর সময় কে কাজে ...
09/02/2023

আপনি যেই দেশে থাকেন না কেন? যেই চাকরি করেন না কেন? তাতে কোন সমস্যা নাই। চাকরি বা যে কোন কাজের পাশাপাশি অবসর সময় কে কাজে লাগিয়ে আপনিও হতে পারেন একজন Direct selling business এর সফল ব্যবসায়ী। বিশ্বের ১৯০ টা দেশে 15 হাজারেরও অধিক অফিস আছে। প্রায় ১১ মিলিয়ন মানুষ এই direct selling business এর সাথে জড়িত। হতে পারেন। ফুল টাইম বেকার অথবা হাতে দিনে ১-২ ঘন্টা সময় থাকে এমন কর্মজীবি আপু ভাইদের জন্য. !🧑‍💻 So আপনি ও আপনার কাজের পাশাপাশি ও পড়াশোনা পাশাপাশি DXN ব্যাবসা করে জীবন পরিবর্তন করতে পারেন ইনশাআল্লাহ, Dxn বিজনেস সিরিয়াসলি করতে চাইলে ইনবক্সে যোগাযোগ করেন।
👇👇👇👇👇👇

WhatsApp Group Invite

10/01/2023

মানব জীবন 👫

বৃষ্টি থেমে গেলে ছাতাটাকেও বোঝা মনে হয়৷
কালি ফুরিয়ে গেলে কলমটাও আবর্জনার ঝুড়িতে জমা হয়। বাসি হয়ে গেলে প্রিয়জনের দেয়া ফুলটাও পরদিন ডাস্টবিনে পাওয়া যায়।

পৃথিবীর নিষ্ঠুরতম সত্য হলো, আপনার উপকারের কথা মানুষ বেশিদিন মনে রাখবে না। জীবনের সবচেয়ে নিদারুণ বাস্তবতা হলো, কার কাছে আপনি কতদিন প্রায়োরিটি পাবেন, সেটা নির্ভর করবে কার জন্য কতদিন কিছু একটা করার সামর্থ্য আছে তার উপর।

এই বাস্তবতা আপনি মানলেও সত্যি, না মানলেও সত্যি। আজ সকালে যে পত্রিকার দাম ১০ টাকা, একদিন পর সে একই পত্রিকার ১ কেজির দাম ১০ টাকা। হাজার টাকা খরচ করে একাডেমিক লাইফে বছরের শুরুতে যে বইগুলো গুরুত্ব দিয়ে কিনেন, বছর শেষে সেই বইগুলোই কেজি মাপে বিক্রি করে দেন।

সময় ফুরিয়ে গেলে এভাবেই মূল্য কমতে থাকে সবার, সবকিছুর। আমরা আপাদমস্তক স্বার্থপর প্রাণী। ভিখারিকে ২ টাকা দেয়ার আগেও মানুষ চিন্তা করে কতটুকু পূণ্য অর্জন হবে। বিনা স্বার্থে কেউ ভিক্ষুককেও ভিক্ষা দেয় না৷

এতকিছুর পরও চলুন একটু হেসে কথা বলি।
রাগটাকে কমাই। অহংকারকে ধ্বংস করে দেই।
যদি সুখী হতে চান তবে প্রত্যাশা কমান।

আপনি কারোর জন্য কিছু করে থাকলে সেটা চিরতরে ভুলে যান। কারণ সেটা যতদিন আপনি মনে রাখবেন ততদিন সেটা আপনাকে অহংকারী করে তুলবে।

আবার কেউ যদি আপনার জন্য খুব ছোট কিছুও করে থাকে, তবে সেটা আজীবন মনে রাখবেন। কারণ এটা আপনাকে বিনয়ী ও কৃতজ্ঞতাসম্পন্ন একজন ভালো মানুষ হিসেবে বাঁচিয়ে রাখবে।

সবাইকে জানাই সীমাহীন ভালোবাসা ও শুভ কামনা

বর্তমান যুগে যৌন সমস্যা টা বেড়িয়ে যাচ্ছে। আর যৌন সমস্যার কারণে সংসারের নানা রকম সমস্যা হচ্ছে এবং ডিভোর্সের মাত্রা বেড়ে য...
06/01/2023

বর্তমান যুগে যৌন সমস্যা টা বেড়িয়ে যাচ্ছে। আর যৌন সমস্যার কারণে সংসারের নানা রকম সমস্যা হচ্ছে এবং ডিভোর্সের মাত্রা বেড়ে যাচ্ছে। আমরা নিয়ে আসলাম অসাধারণ একটা ফুডসাপ্লিমেন্ট।এই ফুডসাপ্লিমেন্ট যৌন সমস্যা দুর করবে,সাথে শরীরের নানা রকম উপকার করবে।যেহেতু ফুডসাপ্লিমেন্ট তাই কোন সাইডএফেক্ট নাই।DXN potenzhi/ DXN Cordysceps,।

DXN potenzhi and DXN Cordysceps একটি উন্নত মানের প্রোডাক্ট। মাশরুম থেকে তৈরি মানব দেহের জন্য অনেক উপকার করে থাকে।

উপকারিতাঃ

👉পুরুষের পুর্নযৌবন ফিরিয়ে আনে।
👉রক্তচাপ নিয়ন্ত্রণ রাখে।
👉ব্লাড সুগারের মাত্রা সঠিক রাখে।
👉বীজের ঘনত্ব বৃদ্ধি করে।
👉সৃতিশক্তি বৃদ্ধি করে।
👉রক্ত পরিস্কার করে।
👉শরীরের শক্তি বৃদ্ধি করে।
👉শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ।
👉যৌবন ধরে রাখে।
👉শরীরের পুষ্টির মাত্রা সঠিক রাখে।
👉রক্ত সঞ্চালন উন্নত এছাড়াও আরো অনেক কাজ করে।

আরো অন্যান্য উপকারিতা আছে।
potenzhi সম্পর্কে বিস্তারিত জানতে অথবা প্রোডাক্টটি পেতে যোগাযোগ করুণ ইনবক্সে

1.Dxn Cocozhi শিশুদের বেড়ে উঠতে সাহায্য করে। 2. Dxn Cocozhi শিশুদের চিন্তা শক্তি বৃদ্ধি করে। 3. Dxn Cocozhi শিশুদের মেধা...
06/01/2023

1.Dxn Cocozhi শিশুদের বেড়ে উঠতে সাহায্য করে।

2. Dxn Cocozhi শিশুদের চিন্তা শক্তি বৃদ্ধি করে।

3. Dxn Cocozhi শিশুদের মেধা শক্তি বৃদ্ধি করে।

4.Dxn Cocozhi স্বাস্থ্যের জন্য খুব উপকারী।

5. Dxn Cocozhi অত্যন্ত পুষ্টিকর হিসাবে বিবেচিত।

6. Dxn Cocozhi মস্তিষ্কে অক্সিজেনের প্রবাহ সচল রাখে।

7. Dxn Cocozhi স্নায়ু কোষগুলির মধ্যে সংযোগের স্তরে সঞ্চালনের জন্য এটি পরিচিত।

8. Dxn Cocozhi শিশুরা মেমরি, যুক্তি এবং মানসিক সতর্কতা বাড়ায়।

9. Dxn Cocozhi বয়স্ক ব্যক্তিদের আল্জ্হেইমার, পারকিনসন্স এবং মৃগী রোগীদের মতো রোগ প্রতিরোধ করতে সাহায্য করে।

10.Dxn Cocozhi কর্মক্ষমতা আশ্চর্যজনক ভাবে বৃদ্ধি করে।

11.Dxn Cocozhi স্বাস্থ্যের জন্য খুব উপকারী।

12.Dxn Cocozhi আমাদের শরীরের শক্তির প্রধান উৎস সরবরাহ করে।

13. Dxn Cocozhi প্রোটিন শরীরের সামগ্রিক ভারসাম্য বজায় রাখার জন্য টিস্যু এবং পেশী বৃদ্ধি উদ্দীপিত করে।

14. Dxn Cocozhi কোলেস্টেরল মাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে।

15. Dxn Cocozhi হরমোন উৎপাদনে অবদান রাখে।

16.Dxn Cocozhi খনিজ পদার্থ প্রতিস্থাপন করে।

17.Dxn Cocozhi শিশুদের এবং বয়স্ক প্রাপ্তবয়স্কদের জন্য আদর্শ পানীয়।

18. Dxn Cocozhi এটি পুষ্টির পরিপূর্ণ একটি চমৎকার খাদ্য।

19. Dxn Cocozhi ভিটামিন সমৃদ্ধ যা ক্যালসিয়াম বৃদ্ধি করে।

20. Dxn Cocozhi হাড় মজবুত করে।

বিস্তারিত জানতে বা পন্যটি পেতে ইনবক্সে যোগাযোগ করুন।

Dxn Myco Veggie.২৪ টা হারবাল খাবারের সমন্বয়ে তৈরী খাবার।এর মাঝে আছে ইশ্ববকুলের ভুষি, ভুট্টার গুড়া এবং ৬প্রকার মেডিসিনাল ...
11/09/2021

Dxn Myco Veggie.
২৪ টা হারবাল খাবারের সমন্বয়ে তৈরী খাবার।এর মাঝে আছে ইশ্ববকুলের ভুষি, ভুট্টার গুড়া এবং ৬প্রকার মেডিসিনাল মাশরুম, ননি পাতা,স্পিরুলিনা, লবং সহ আর অনেক খাবার।
উপকারিতা:।।।
#চর্বি কমাবে
#পেট পরিষ্কার করবে
#শরীরের ওজন কমবে (যাদের ওজন মাত্রাতিরিক্ত)
#পায়খানা পরিষ্কার হবে
#নিয়মিত পায়খানা হবে
#শরীরে গ্রোথ বাড়বে
শরীরে শক্তি জোগাবে
#নিয়মিত প্রসাব হবে
#কোষ্ঠকাঠিন্য সমস্যা দূর করবে
#জমে থাকা চর্বি দূর করে শরীর কে হাল্কা রাখবে।
কেউ নিতে চাইলে ইনবক্স করুন। 009713295754 or visit https://www.dxnarabia.com/pws/141173401

Benefits of Dxn Protezhi1 / Brings back the rejuvenation of men.2 / Controls blood pressure.3 / Helps to keep blood suga...
11/09/2021

Benefits of Dxn Protezhi
1 / Brings back the rejuvenation of men.
2 / Controls blood pressure.
3 / Helps to keep blood sugar levels right.
4 / Helps to clean the blood.
5 / Increases the density of semen.
6 / Helps to increase memory.
7 / Increases physical strength.
6 / retains youth.
9 / Helps to increase liver and kidney function.
10 / Keeps the level of other physical nutrients right.
11 / A powerful male enhancer and tonic supplement to revive your emotions and vitality
Other benefits
(1) Improves blood circulation
(2) Increase strength levels and endurance
(3) Eliminates mental fatigue and lethargy
(4) Strengthen physical (sexual) performance
What's in Dxn Protenzhi
Your passion and vitality proteins include energy-packed, maximum energy and Jack Ricoma linifolia (Tan Ali) and Botaiya Superba Extractor values, which are well known for increasing male physical strength.

Dxn Protezhi উপকারীতা১/ পুরুষের পুর্নযৌবন ফিরিয়ে আনে।২/ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে।৩/ ব্লাড সুগারের মাত্রা সঠিক রাখতে সহায়ত...
11/09/2021

Dxn Protezhi উপকারীতা
১/ পুরুষের পুর্নযৌবন ফিরিয়ে আনে।
২/ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে।
৩/ ব্লাড সুগারের মাত্রা সঠিক রাখতে সহায়তা করে।
৪/ রক্ত পরিষ্কার করতে সহায়তা করে।
৫/ বীর্জের ঘনত্ব বৃদ্ধি করে।
৬/ সৃতিশক্তি বৃদ্ধিতে সহায়তা করে।
৭/ শারীরিক শক্তি বৃদ্ধি করে।
৮/ যৌবন ধরে রাখে।
৯/ লিভার ও কিডনির কার্য খমতা বৃদ্ধিতে সহায়তা করে।
১০/ অন্যান্য শারীরিক পুষ্টির মাত্রা সঠিক রাখে।
১১/ আপনার আবেগ এবং জীবনীশক্তি পুনরুজ্জীবিত করার জন্য একটি শক্তিশালী পুরুষ বর্ধক এবং টনিক সম্পূরক

অন্যান্য উপকার
(1) রক্ত সঞ্চালন উন্নত
(2) শক্তি স্তর এবং ধৈর্য বাড়ান
(3) মানসিক ক্লান্তি এবং নিস্তেজ দূর করে
(4) শারীরিক(যৌন) কর্মক্ষমতা জোরদার
Dxn Protenzhi তে যা আছে
আপনার আবেগ এবং জীবনীশক্তি প্রোটেনযী এর মধ্যে আছে শক্তি-প্যাকেড, সর্বোচ্চ শক্তি এবং ইরিকোমা লিনফোলিয়া জ্যাক (টংকাত আলী) এবং বোতাইয়া সুপারবা এক্সট্রাক্টর মান, যা পুরুষের শারীরিক শক্তি বৃদ্ধির জন্য সুপরিচিত।

06/07/2021

Address

Abu Dhabi

Alerts

Be the first to know and let us send you an email when DXN Organic FOOD & Cosmetic posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to DXN Organic FOOD & Cosmetic:

Share