Bangladeshi matrimonial Australian

Bangladeshi matrimonial Australian Hey! Wanna hear a story? You want to watch a new video? This is my Facebook FN page Please Follow

17/02/2023

আমরা যদি একে অন্যকে ফলো করি তাহলে 200k হওয়া কোন ব্যাপার না।
এতে সকলের উপকার।
Follow To Follow back ☺️

07/09/2022

ভাইয়ারা আমি ছোট মানুষ একটা কথা বলি সবার উদ্দেশ্যে।BMA এর বেশিভাগ পাত্রীর পোস্ট চোখে পড়লে দেখতে পায় তারা প্রয়োজনের তুলনায় বেশি চাওয়া বা শর্ত দিয়ে থাকে যার কারণে অনেক ছেলে ইন্টারেস্ট থাকার পর ও সাহস পাইনা তাদের সাথে কথা বলার কারণ সে তার যোগ্য ব্যাক্তি হিসাবে মনে করেনা।

আরো অনেক কারণ আছে যার কারণে একজন আরেকজনকে মিলাতে কষ্ট হচ্ছে,আশা করি আপনারা চাওয়া পাওয়া সীমিত রাখলে বা শর্ত কম দিলে অনেকেই অনেকের মনের মানুষ খুজে পাবে।

আসুন না ভোগ-বিলাসিতাকে প্রধান্য না দিয়ে মানুষের মৌলিক চাহিদাটাকে প্রধান্য দিয়ে সামনের দিকে এগিয়ে যায় একটাইতো জীবন,যা ক-টা দিন বাঁচি পরিবার পরিজনকে সাথে নিয়ে সুন্দরভাবে বেঁচে থাকার চেষ্টা করি।
ধন্যবাদ।

আমার কথায় কেউ কষ্ট পেয়ে থাকলে ক্ষমা করবেন।

03/09/2022



** ডিভোর্সি পাত্র বেবি আছে বয়স ৪২-৫০,,,,তারা বিয়ে করতে চায় ৩০-৩৫ এজের মেয়ে,,,আবার অবিবাহিত চায়,,,,
কিন্তু অবিবাহিত কোয়ালিফাইড পাত্রী বয়স ৪০+ হলে না বলে দেয়,,,যে মেয়েটার বয়স ৪০+ তার দোষটা কোথায় ভাইয়া,,,,??

** কোন কোন পাত্রের অপিনিয়ন ৪০+ মেয়ে বিয়ে করলে কন্সিভ করা সো টাফ,,,কিন্তু কথা হচ্ছে ভাইয়া কত অষ্টাদশী তরুণীও কন্সিভ করে না এমন কি বিয়ের ১ যুগ পরও তার জীবন সন্তান ছাড়া চলমান পক্ষান্তরে অনেক ৪০+ মেয়ে বিয়ের ১ মাসেই কন্সিভ করে,,,,কন্সিভের বিষয়ে মানুষের কি কোন হাত আছে কাইন্ডলি বলবেন ভাইয়া।

** ৪০+ মেয়েকে অনেক জুনিয়র ছেলে বিয়ে করতে চায়,,,অবশ্যই মোস্ট জুনিয়র। তাদের যুক্তি বয়স্ক মেয়ে বিয়ে করা সুন্নত। মহানবী (সঃ) বয়স্ক রমণী খাজিদা (আঃ) বিয়ে করেছেন। এখন কথা হলো মহানবী (সঃ) ছিলেন মহামানব আর পাত্ররা সব মানব। আপনিই বলুন ভাইয়া মহামানব আর মানব কি এক??

** সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সিভি দেখে যোগাযোগ আলাপচারিতা হওয়ার পর পূর্ণাঙ্গ তথ্য চাইলে শেয়ার করতে চায় না,,,বিভিন্ন বাহানা শুরু করে,,,,আপনি বলুন ভাইয়া শুধুমাত্র অনলাইনের পরিচয়ে বিয়ের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া যায়,,,??

এবিষয়গুলো নিয়ে লাইভ করলে খুশি হবো

কেননা আপনার লাইভ অনেক মূল্যবান আর এর মূল্যায়নও বেশি।

সরি ভাইয়া ডিস্টার্ব করলাম ডন্ট মাইন্ড প্লিজ

ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে ক্ষমা করবেন।

ভালো থাকবেন

আল্লাহ হাফেজ"

13/08/2022

এরেঞ্জ ম্যারেজ!!! কাবিন ১০ লক্ষ টাকার কথা হয়েছিল এক মাস আগে । মেয়ের বাবা বলতেছে টাকার মান কমে গেছে তাই এখন কাবিন ১২ লক্ষ টাকা দিতে হবে নাহলে মেয়ে বিয়ে দিবে না!!
কার্ডও ছাপা হয়ে গেছে,কি করা যায় copyright

09/08/2022

পাত্রীদের বলতেছি,
পাত্র দেখার সময় আপনার সুন্দরী বান্ধবীকে সাথে নিয়ে আসবেন না।

21/07/2022

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পূর্ণিমা আবারও বিয়ে করেছেন। প্রায় দুই মাস আগেই পারিবারিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। পাত্রের নাম আশফাকুর রহমান রবিন।

www.dhakapost.com/entertainment/dhallywood/130106

Address

Sydney, NSW

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bangladeshi matrimonial Australian posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram