Molla Homeo Pharmacy

Molla Homeo Pharmacy Now a days there are many Homeo Pharmacy in Panti. Molla Homeo Pharmacy in panti is one of them. They always provides best quality service with our patients.

So In nut shell, we can say that Molla Homeo Pharmacy is the best Homeo Pharmay in Panti..

21/07/2025

আমি যখন হোমিওপ্যাথি ২য় বর্ষের ছাত্র, হঠাৎ আমি বাড়িতে টয়লেটে গিয়ে এদিকে আমাকে ডাকছে এমন কন্ঠ শুনে দ্রুত বের হয়ে আসলাম এমার্জেন্সি রোগিনী। তিনি আবার আমার পাশের বাড়ির বন্ধুর মা। কোন ডাক্তার এমার্জেন্সি না পাওয়ায় আমাকে ডাকা হল, কারন আমি তখন প্রেশার এবং ডায়াবেটিস পরীক্ষা করতাম বাড়িতে এবং বাজারে।গিয়ে শুনলাম কি হয়েছে?- হঠাৎ অসুস্থ মাথা ঘুরছে, গা হাত পা কাঁপছে।আমি গিয়ে দেখলাম প্রথমে ডায়াবেটিস পরীক্ষা করলাম নরমাল ছিল। প্রেশার পরীক্ষা করে দেখি খুবি কম। বললাম স্যালাইন খাওয়ান। ঠিক হয়ে যাবে, আর একজন এলোপেথিক ডাক্তারকে ডাকেন। কারন আমাকে প্রথম দেখেই রোগী কালেমা তৈয়বা পড়ছে, সবার কাছে মাফ চাচ্ছে, এবং পরিবারে যারা বাইরে আছেন তাদের ডাকতে বলছেন। সাথে অনুরোধ করছেন আমাকে ডাক্তার দেখানো লাগবে না পশ্চিম।দিকে মুখ দিয়ে শুয়ানো হক। এই কথাগুলো শুনে আমি এলোপ্যাথি ডাক্তার ডাকতে বলি। যাক ডাক্তার সাহেব আসলেন আমি তখনো সেখান উপস্থিত, তিনি প্রেশার দেখলেন দুটো ট্যাবলেট দিলেন, তারপর আমি তার কাছে রোগী বুঝিয়ে দিয়ে বাড়ি চলে আসলাম। তিনও আমার গোছাতে গোছাতে রোগির দেখা শেষ করে বললেন এগুলো খেতে থাক ঠিক হয় যাবে পরবর্তীতে সম্যা হলে স্যালাইন শরিরের দিতে হবে। সবাই তার কাজে জানতে চাইলো ভিজিট কত বললো ৩০০/= আমি চলে আসলাম ওনাকে ভিজিট নিয়ে প্রস্থান করলে।আমি।সব গুছিয়ে চলে আসলাম কেউ কিছু জানতে চাইনাই। আমি আমার মত চলে আসলাম। পড়ে রোগীর আরো খোজ নিলাম প্রতিবেশী হিসেবে। এলোপ্যাথি ডাক্তার পরে আরএকজন এসেছিলেন চিকিৎসা দিয়েছেন। তিনি সুস্থ আছেন। আসলে হোমিওপ্যাথি ডাক্তরদের মূল্যায়ন এদেশে কম। তাই আমার বাবা বলেন, " ইমতিয়াজ শোন তুমি ডাক্তার হয়ে যেদিন চিকিৎসা দিবা সেদিন কোন লোক যদি তোমাকে চিকিৎসা দিতে না বলে, নিজে গিয়ে এমার্জেন্সি চিকিৎসা দিবানা, কারন এলোপ্যাথি ডাক্তার রোগী মের ফেললেও কেউ কিছু বলবেনা, তোমার কাছে কিছু হলে সবাই বলবে তুমি মেরে ফেলেছ। এটা আমার স্যার বলেছে।" তিনি পাবনা হোমিওপ্যাথি মেডিক্যাল থেকে ১৯৮৭ সালে পাশ করে এসেছন, তার শিক্ষক তাকে এই উপদেশ দিয়েছেন। হোমিওপ্যাথি ডাক্তারদের উচিৎ নিজের মূল্যায়ন করা।। সেধে এবং কম ভিজিটে কউকে চিকিৎসা দেয়া যাবেনা।
বিদ্রঃ একজন হোমিওপ্যাথি ডাক্তার সবাইকে ক্যন্থারিজ,হিপার নিয়ে দিয়া বাড়ি বিমান বিদ্ধস্ত এলাকাই গিয়ে চিকিৎসা দিতে বলাই আমার অভিজ্ঞতা তুলে ধরলাম।

রেডিয়েশন এর মাঝে কোন একদিন,,,,,,,
18/07/2025

রেডিয়েশন এর মাঝে কোন একদিন,,,,,,,

17/07/2025

বাংলাদেশের উল্লেখযোগ্য কিছু বিষধর, এবং নির্বিষ সাপের ছবি এবং সাপ কামড়ালে কি কি করা উছিত তা নিচে লিখার চেস্টা করেছি: সাপে কামড়? সময় নষ্ট করলে মৃত্যু নিশ্চিত হতে পারে! প্রতি বছর বাংলাদেশে প্রায় ৮০,০০০ মানুষ সাপে কামড়ায়, আর তার মধ্যে হাজারের বেশি মানুষের মৃত্যু হয়। শুধু সঠিক চিকিৎসা না পাওয়ার কারণে। সাপে কামড়ের পর প্রথম ১০০ মিনিট সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই সময়ের মধ্যে যদি ভুল পদক্ষেপ নিই বা দেরি করি, তাহলে বিষ ধীরে ধীরে রক্ত, স্নায়ু ও হৃদযন্ত্রে ছড়িয়ে যায়, আর তখন অনেক কিছুই করার থাকে না! তাই সাপে কামড়ালে মাথা ঠাণ্ডা রেখে এই কাজগুলো করুন। জীবন বাঁচাতে পারে!সাপে কামড়ালে করণীয় ধাপগুলো: ১. তৎক্ষণাৎ রোগীকে নড়াচড়া বন্ধ করে দিন কামড় খাওয়া অঙ্গ যত কম নড়বে, তত কম বিষ ছড়াবে। ২. কামড়ের উপরের অংশে ঢিলেঢালা করে কাপড় দিয়ে বাঁধুন জোরে নয়, যেন রক্ত চলাচল একেবারে বন্ধ না হয়। শুধু বিষ ছড়িয়ে না পড়ে। ৩. কামড়ের জায়গা নিচে রাখুন যাতে বিষ হৃদয়ের দিকে উঠতে দেরি হয়। ৪. মাথা ঠাণ্ডা রাখুন, ভয় দেখাবেন না। ভয় আর উত্তেজনা বিষ ছড়িয়ে দিতে সাহায্য করে। ৫. সাথে সাথে নিকটস্থ সরকারি হাসপাতালে যান। বেশিরভাগ সরকারি হাসপাতালে সাপের অ্যান্টিভেনম মজুত থাকে। অন্য কোথাও সময় নষ্ট না করে সরাসরি চিকিৎসার ব্যবস্থা নিন।যেসব ভুল করবেন না (যা মানুষ বেশি করে থাকে): * ক্ষতস্থান কাটবেন না বা চুষে বিষ বের করবেন না * ঝাঁড়ফুঁক বা তাবিজ-কবজে ভরসা করবেন না * ঘরোয়া চিকিৎসা বা দুধ, তেল, পানি খাওয়াবেন না * বরফ বা গরম কিছু লাগাবেন না * হাত-পা শক্ত করে রশি দিয়ে বাঁধবেন না --- আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয়: সাপটি দেখলে দূর থেকে ছবি তুলুন (যদি নিরাপদ হয়), চিকিৎসক বুঝতে পারবেন কোন অ্যান্টিভেনম প্রয়োগ করতে হবে। সব সাপ বিষাক্ত নয়, কিন্তু অনুমান করে বসে থাকবেন না। সাবধানতা অবলম্বন করাই সবচেয়ে ভালো। বাচ্চা, বৃদ্ধ ও রোগীদের ক্ষেত্রে বিষ দ্রুত কাজ করে। তাদের দ্রুত হাসপাতালে নিতে হবে। সাপে কামড়ানোর ৩০-৪০ মিনিট পর থেকে লক্ষণ দেখা দিতে পারে। যেমনঃ ঝিমঝিম ভাব, মাথা ঘোরা, চোখে ঝাপসা দেখা, বমি, হাত-পা অবশ হয়ে যাওয়া ইত্যাদি। কিছু বিষধর সাপের কামড় প্রথমে ব্যথা না-ও করতে পারে! তবু চিকিৎসা না নিলে কয়েক ঘণ্টার মধ্যেই অবস্থা ভয়াবহ হয়। --- মনে রাখবেন, সাপে কামড় মানেই মৃত্যু নয়। সঠিক পদক্ষেপ নিলে ৯০%-এর বেশি মানুষ সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠে আল্লাহর ইচ্ছায়। তাই গুজব নয়, চিকিৎসা নিন। ভয় নয়, সচেতন হোন। আপনার একটু জ্ঞান, হয়তো কারো জন্য উপকারের কারন হতে পারে। --- নিজে জানুন, অন্যকে জানানোর চেস্টা করুন। #সাপে_কামড় #জরুরি_চিকিৎসা #জীবন_বাঁচান #সচেতনতা #বাংলাদেশের_সাপ

13/07/2025
10/07/2025

ইয়াসমিন হোমিও ফার্মেসি

12/06/2025

বিশ্বব্যাপী অসংখ্য মনীষী ও বিখ্যাত ব্যক্তি হোমিওপ্যাথি চিকিৎসা গ্রহণ করেছেন অথবা হোমিওপ্যাথির পক্ষে মত প্রকাশ করেছেন। নিচে কিছু প্রখ্যাত মনীষীর নাম দেওয়া হলো, যারা হোমিওপ্যাথি চিকিৎসার সঙ্গে যুক্ত ছিলেন বা চিকিৎসা গ্রহণ করেছেন:

🌍 বিশ্বের প্রখ্যাত মনীষী যারা হোমিওপ্যাথি চিকিৎসা গ্রহণ করেছেন বা সমর্থন করেছেন:

1. মহাত্মা গান্ধী (Mahatma Gandhi)
তিনি হোমিওপ্যাথিকে "Second greatest gift of God to mankind" বলে উল্লেখ করেছিলেন।
গান্ধীজী হোমিওপ্যাথির প্রবল সমর্থক ছিলেন এবং ভারতে এর প্রসারে ভূমিকা রাখেন।

2. জন ডি. রকফেলার (John D. Rockefeller)
মার্কিন ধনকুবের রকফেলার আজীবন হোমিওপ্যাথিক চিকিৎসা গ্রহণ করতেন।
তিনি বলতেন, হোমিওপ্যাথি হলো "A progressive and aggressive step in medicine"।

3. চার্লস ডারউইন (Charles Darwin)
"The Life and Letters of Charles Darwin" বইয়ে উল্লেখ আছে যে, ডারউইন হোমিওপ্যাথিক চিকিৎসায় উপকৃত হয়েছিলেন এবং এটি নিয়ে আগ্রহী ছিলেন।

4. ক্লিনটন পরিবার (Bill Clinton & Hillary Clinton)
হিলারি ক্লিনটন হোমিওপ্যাথির প্রতি সহানুভূতিশীল এবং একাধিক হোমিওপ্যাথিক প্রস্তুতকারক সংস্থার সঙ্গে যুক্ত ছিলেন।

5. মার্ক টোয়েন (Mark Twain)
খ্যাতিমান মার্কিন সাহিত্যিক, তিনি হোমিওপ্যাথির প্রকাশ্য সমর্থক ছিলেন এবং তার রচনায়ও এর উল্লেখ আছে।

6. রবীন্দ্রনাথ ঠাকুর
তিনি হোমিওপ্যাথির প্রতি সহানুভূতিশীল ছিলেন এবং পরিবারের অনেক সদস্য এই চিকিৎসা গ্রহণ করতেন।

7. জওহরলাল নেহরু
ভারতের প্রথম প্রধানমন্ত্রী নেহরু হোমিওপ্যাথির সমর্থক ছিলেন এবং ভারতে হোমিওপ্যাথির বিকাশে উৎসাহ প্রদান করেন।

8. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
হোমিওপ্যাথির প্রতি তার গভীর আগ্রহ ও সমর্থন ছিল।
বিদ্যাসাগর হোমিওপ্যাথির কার্যকারিতা সম্পর্কে বিশ্বাসী ছিলেন এবং এটি চর্চাও করতেন।

জানা যায়, তিনি নিজের পরিবারের সদস্যদের এবং দরিদ্রদের মাঝে নিজ হাতে হোমিওপ্যাথিক ওষুধ বিতরণ করতেন।

তিনি হোমিওপ্যাথিক চিকিৎসা বিষয়ক বইপত্র অধ্যয়ন করতেন।
দরিদ্র ও অসহায় মানুষদের প্রতি তার সহানুভূতির কারণে তিনি হোমিওপ্যাথিকে একটি কার্যকর ও মানবিক চিকিৎসা পদ্ধতি হিসেবে গ্রহণ করেছিলেন।

নিজের বাড়িতে একটি ছোট হোমিও চিকিৎসালয় পরিচালনা করতেন বলে জানা যায়, যেখানে তিনি সময় দিয়ে গরিব রোগীদের চিকিৎসা করতেন।
এবং তিনি একটি হোমিওপ্যাথি মেডিসিনের আবিষ্কারক।

---

সংগৃহীত

02/06/2025

সুস্বাস্থ্যের কিছু তথ্য
ডাঃ মোঃ আব্দুর রাজ্জাক
ডিএইচএমএস (পাঃহোঃকঃ)
চেম্বার:
মোল্লা হোমিও ফার্মেসি
পান্টি বাজার, কুমারখালি, কুষ্টিয়া।
রুগী দেখার সময়:
সকাল ৮টা থেকে ১২ টা
বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৭টা।
যোগাযোগ: +8801721326118

ক্যানসার আদেউ কোন রোগ না,,,সংগৃহীত
02/06/2025

ক্যানসার আদেউ কোন রোগ না,,,
সংগৃহীত

হোমিওপ্যাথিক নিয়েও গবেষণা হচ্ছে আলহামদুলিল্লাহ
27/05/2025

হোমিওপ্যাথিক নিয়েও গবেষণা হচ্ছে আলহামদুলিল্লাহ

17/02/2025

চুলের যত্ন ও প্রয়োজনীয়তা

ডাঃ মোঃ আব্দুর রাজ্জাক
ডিএইচএমএস (পাঃহোঃকঃ)

চেম্বার :

মোল্লা হোমিও ফার্মেসি পান্টি বাজার, কুমারখালি, কুষ্টিয়া।

রুগী দেখার সময় :
সকাল ৮টা থেকে ১২ টা বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৭টা।

যোগাযোগ :
+8801721326118

Address

পান্টি বাজার, কুমারখালী
কুষ্টিয়া
কুমারখালি

Telephone

+8801722669147

Website

Alerts

Be the first to know and let us send you an email when Molla Homeo Pharmacy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

About Molla Homeo

Hi, I am describing to you about Molla Homeo Pharmacy. It is situated in beside of panti Mosque, Panti, Kumarkhali. This organization is very nice and effective for those patients who are suffering with various disease. All of patients are so happy for their great service. Molla best Homeo Pharmacy in Panti because of their outstanding service. There is a great Homeo doctor who are experienced in this field about 25+ years. So it is assure that Molla Homeo Pharmacy is the best Homeo pharmacy in Panti.