হ্যাপি হোম এন্ড হেলথকেয়ার প্রকাশনী - Happy Home & Healthcare Prokashoni

হ্যাপি হোম এন্ড হেলথকেয়ার প্রকাশনী - Happy Home & Healthcare Prokashoni স্বাস্থ্য ও হোম-কেয়ার বিষয়ক নির্ভরযোগ্য বইয়ের প্রকাশক। কেয়ারগিভিং, ফার্স্ট এইড ও স্বাস্থ্যশিক্ষা—সব এক জায়গায়।

‘হ্যাপি হোম এন্ড হেলথকেয়ার’ প্রকাশনীর ‘সুখী ও সুস্থ গৃহ’ এবং ‘সুখী মন ও সুস্থ দেহ’ এ দু’টি বই আপনার পুরো জীবনটাতে এনে দিতে পারে ইতিবাচক পরিবর্তন, সযতনে রাখতে পারে, আপনার এবং আপনার পরিবারের সবার জীবনকে সুস্থ এবং সুন্দর রেখে জীবনের গতিকে বহমান রাখতে পারে অনাবিল সুখ আর আনন্দে।

আপনি যে কোনো একটাও নিতে পারেন, তবে সবচেয়ে ভালো হবে দু’টো বই এক সাথে কিনলে। কারণ ‘সুখী ও সুস্থ গৃহ’ বইতে আছে, নারীস্বাস্থ্য, মা ও শিশুর পরিচর্যা, শিশু ও শিশুস্বাস্থ্য, শৈশব, কৈশোর ও তারুণ্য, স্বাস্থ্য ও রোগ প্রতিরোধ, খাদ্যাভ্যাস ও পরিপাকতন্ত্র, অর্থাৎ আপনার গৃহের সবার শারীরিক ও মানসিক স্বাস্থ্যের বিষয়ে বলা আছে।

দ্বিতীয় বই, ‘সুখী মন ও সুস্থ দেহ’ এ বইটিতে আছে, স্বাস্থ্য পরিচর্যা বিজ্ঞান, রক্ত, ত্বক ও ত্বকের পরিচর্যা, অস্থি, তরুণাস্থি ও অস্থিসন্ধি, মুখ ও দাঁতের পরিচর্যা, চোখ ও চোখের যতœ, নাক, কান ও গলা, মস্তিষ্ক ও মানসিক স্বাস্থ্য, হৃদযন্ত্র, ফুসফুস, যকৃত (লিভার), বৃক্ক (কিডনী), ডায়াবেটিস, স্থুলতা/মেদবাহুল্য, অর্থাৎ একজন মানুষের শরীরের মাথা থেকে পা পর্যন্ত সবকিছুর পরিচর্যা সম্পর্কে- এ বইতে জানতে পারবেন।

আপনার সন্তানের একদিনের দু’টো বার্গার কিংবা একটি পিৎজার টাকা দিয়ে এ দু’টো বই কিনলে বুঝতে পারবেন, সারাজীবনের জন্য কতোটা লাভবান আপনি হয়েছেন!

দু’টো বার্গার কিংবা একটা পিৎজা একদিন না খেয়ে কিংবা একটা আইটেম কম কেনা-কাটা করে এ দু’টো বই কিনে আপনার ঘরে রাখুন। প্রতিদিন একটু একটু করে পড়ে স্বাস্থ্য-পরিচর্যা করুন, আমরা নিশ্চিত দু’মাস পর আপনি বলবেন, এ দু’টো বই যদি আমি আগে পেতাম, আমার কতোই না ভালো হতো!!!

আপনার স্বাস্থ্য ভালো রাখার জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টিপস হলো প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে জল পান করা।জল পান শরীরকে হা...
13/10/2025

আপনার স্বাস্থ্য ভালো রাখার জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টিপস হলো প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে জল পান করা।

জল পান শরীরকে হাইড্রেটেড রাখে, যা শরীরের সমস্ত অঙ্গ-প্রত্যঙ্গের সঠিক কার্যকারিতার জন্য অপরিহার্য।

এটি পরিপাকতন্ত্রকে সচল রাখে এবং কোষ্ঠকাঠিন্য প্রতিরোধে সাহায্য করে।

পর্যাপ্ত জল পান ত্বককে উজ্জ্বল রাখতে এবং শরীরে শক্তি বজায় রাখতে সহায়ক।

বিশেষ করে ব্যায়ামের সময় বা গরম আবহাওয়ায় জল পান খুবই জরুরি।

দিনে অন্তত ৮-১০ গ্লাস (প্রায় ২-৩ লিটার) জল পান করার লক্ষ্য রাখুন। জল পানের জন্য আপনি আপনার কাছে একটি জলের বোতল রাখতে পারেন, যা আপনাকে নিয়মিত জল পানে উৎসাহিত করবে।

স্বাস্থ্য ভালো রাখার জন্য আপনার দৈনন্দিন রুটিনে জল পানের এই অভ্যাসটি যোগ করলে অনেক সুবিধা পাবেন।

দিনভর সতেজ আর চনমনে থাকতে চান? ✨এর রহস্য লুকিয়ে আছে রাতের ভালো ঘুমে!✅ শরীর রাখে পুনরুজ্জীবিত✅ মানসিক চাপ কমায়✅ রোগ প্রত...
12/10/2025

দিনভর সতেজ আর চনমনে থাকতে চান? ✨
এর রহস্য লুকিয়ে আছে রাতের ভালো ঘুমে!

✅ শরীর রাখে পুনরুজ্জীবিত
✅ মানসিক চাপ কমায়
✅ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়

তাই আর দেরি কেন? আজ রাত থেকেই নিশ্চিত করুন ৭-৮ ঘণ্টার শান্তির ঘুম। 😌

#সুস্থজীবন #ঘুমেরগুরুত্ব

আরে, কী যেন বলতে এসেছিলাম... ভুলে গেলাম!" — এই কথাটা কি আপনার আজকাল খুব পরিচিত মনে হচ্ছে?এই ভুলে যাওয়ার সমস্যা বা 'ব্রেন...
09/10/2025

আরে, কী যেন বলতে এসেছিলাম... ভুলে গেলাম!" — এই কথাটা কি আপনার আজকাল খুব পরিচিত মনে হচ্ছে?

এই ভুলে যাওয়ার সমস্যা বা 'ব্রেন ফগ' এখন আমাদের অনেকেরই সঙ্গী। এর পেছনের কারণগুলো হলো অপর্যাপ্ত ঘুম, দুশ্চিন্তা এবং পুষ্টির অভাব।

আসুন, কিছু ভালো অভ্যাস গড়ে তুলি:

রাতে ভালো ঘুম।

দিনে স্বাস্থ্যকর খাবার।

এবং মনকে শান্ত রাখার চেষ্টা।

আপনারা ব্রেন ফগ থেকে মুক্তি পেতে কোন উপায়টি সবচেয়ে কার্যকর বলে মনে করেন? কমেন্টে জানান!

#ভুলেযাওয়ারসমস্যা #মানসিকযত্ন #সুস্থজীবন

08/10/2025

আপনার সন্তানের ক্যারিয়ার নিয়ে আর কোনো চিন্তা নয়!

সঠিক একাডেমিক এবং ক্যারিয়ার গাইডলাইনের অভাবে আপনার সন্তান যেন পিছিয়ে না পড়ে, তা নিশ্চিত করুন। দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন কাউন্সেলর এ.এস.এম ওয়াহিদুজ্জামান-এর মাধ্যমে আপনার সন্তানকে দিন সঠিক পথের দিশা।

আমাদের সেবা:

একাডেমিক কাউন্সেলিং

ক্যারিয়ার কাউন্সেলিং

লক্ষ্য নির্ধারণ ও পরিকল্পনা

আজই রেজিস্ট্রেশন করে আপনার সন্তানের জন্য একটি ফ্রি কাউন্সেলিং সেশনের সুযোগ নিন!

নিচের "Apply Now" বাটনে ক্লিক করে ফর্ম পূরণ করুন অথবা আমাদের মেসেজ করুন অথবা কমেন্ট এ থাকা গুগল ফর্ম টা পূরণ করুন।

আপনার কিডনি কি সুস্থ আছে? 🤔আমাদের প্রতিদিনের কিছু খাবারের অভ্যাস কিডনির ওপর মারাত্মক প্রভাব ফেলে, যা কিডনিতে পাথর হওয়ার ...
08/10/2025

আপনার কিডনি কি সুস্থ আছে? 🤔

আমাদের প্রতিদিনের কিছু খাবারের অভ্যাস কিডনির ওপর মারাত্মক প্রভাব ফেলে, যা কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি বাড়াতে পারে। সামান্য সচেতনতাই পারে আমাদের এই গুরুত্বপূর্ণ অঙ্গটিকে সুস্থ রাখতে।

জেনে নিন কোন খাবারগুলো আপনার কিডনির জন্য ভালো এবং কোনগুলো ঝুঁকিপূর্ণ। সুস্থ থাকুন, সচেতন হোন।

#সচেতনতা #কিডনি_সুস্থ_রাখুন #স্বাস্থ্যকর_খাবার

বিশেষ দ্রষ্টব্য: কাউন্সেলিং সেশনের তারিখ পরিবর্তনআপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আমাদের ফ্রি কাউন্সেলিং সেশনটি ১১ ...
07/10/2025

বিশেষ দ্রষ্টব্য: কাউন্সেলিং সেশনের তারিখ পরিবর্তন

আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আমাদের ফ্রি কাউন্সেলিং সেশনটি ১১ অক্টোবরের পরিবর্তে নতুন তারিখ ১৮ অক্টোবর নির্ধারণ করা হয়েছে।

যারা ইতিমধ্যে রেজিস্ট্রেশন করেছেন বা করতে আগ্রহী, তাদের নতুন তারিখে অংশগ্রহণের জন্য অনুরোধ করা হচ্ছে। রেজিস্ট্রেশন লিংক কমেন্ট বক্সে দেওয়া আছে।

পিঠ ও কোমরের ব্যথা? আপনার দৈনন্দিন অভ্যাসই কি দায়ী?আধুনিক জীবনে দীর্ঘক্ষণ বসে থাকা বা ছোটখাটো ভুল ভঙ্গির কারণে মেরুদণ্ডে...
07/10/2025

পিঠ ও কোমরের ব্যথা? আপনার দৈনন্দিন অভ্যাসই কি দায়ী?

আধুনিক জীবনে দীর্ঘক্ষণ বসে থাকা বা ছোটখাটো ভুল ভঙ্গির কারণে মেরুদণ্ডের উপর চাপ পড়ে, যা ব্যথার মূল কারণ। তবে কয়েকটি অভ্যাস বদলালেই মিলবে দারুণ মুক্তি।

ব্যথা কমাতে আজই শুরু করুন এই ৩টি কাজ:

1. ভঙ্গি বদলান: কাজের সময় সোজা হয়ে বসুন। প্রতি ৩০-৪০ মিনিট পর পর উঠে একটু হাঁটুন। মনে রাখবেন, আপনার মেরুদণ্ড সোজা থাকতেই ভালোবাসে!

2. ব্যায়ামকে বন্ধু বানান: প্রতিদিন অন্তত ৩০ মিনিট হাঁটুন বা হালকা স্ট্রেচিং করুন। এটি মেরুদণ্ডকে সাপোর্ট দেওয়া মাংসপেশিগুলোকে শক্তিশালী করে তোলে।

3. ওজন ও জুতা খেয়াল রাখুন: শরীরের বাড়তি ওজন মেরুদণ্ডের উপর সরাসরি চাপ ফেলে। আর উঁচু হিলের জুতা শরীরের স্বাভাবিক ভারসাম্য নষ্ট করে ব্যথার কারণ হয়।

ছোট পরিবর্তনেই মিলবে বড় স্বস্তি। নিজের যত্ন নিন।

#কোমরেরব্যথা #স্বাস্থ্যটিপস

সারাদিন মোবাইল বা কম্পিউটারের স্ক্রিনে তাকিয়ে থাকতে থাকতে চোখে ব্যথা হয়? মাথা ধরে বা চোখ শুকিয়ে যায়?এগুলোই “ডিজিটাল আই স...
06/10/2025

সারাদিন মোবাইল বা কম্পিউটারের স্ক্রিনে তাকিয়ে থাকতে থাকতে চোখে ব্যথা হয়? মাথা ধরে বা চোখ শুকিয়ে যায়?
এগুলোই “ডিজিটাল আই স্ট্রেইন (Digital Eye Strain)”–এর সাধারণ লক্ষণ।
কিন্তু চিন্তা নেই! কয়েকটি সহজ নিয়ম মেনে চললেই আপনার চোখকে রাখা সম্ভব একদম ফ্রেশ ও সুস্থ। 🌿

চোখ ভালো রাখতে করণীয়:

২০-২০-২০ নিয়ম মেনে চলুন — প্রতি ২০ মিনিট পর ২০ সেকেন্ডের জন্য ২০ ফুট দূরে তাকান।

সুষম খাবার খান — সবুজ শাকসবজি, গাজর ও রঙিন ফল রাখুন প্রতিদিনের খাদ্যতালিকায়।

চোখের হালকা ব্যায়াম করুন — দিনে কয়েক মিনিট সময় দিন রিল্যাক্সেশনের জন্য।

স্ক্রিন সেটিংস ঠিক রাখুন — ব্রাইটনেস, দূরত্ব ও আলো ঠিকভাবে ব্যালান্স করুন।

পর্যাপ্ত পানি পান করুন — চোখ ও শরীর দুই-ই থাকবে হাইড্রেটেড।

আপনার মূল্যবান চোখকে সুরক্ষিত রাখতে আজ থেকেই এই ছোট অভ্যাসগুলো গড়ে তুলুন।
কারণ, সুস্থ চোখই রাখে জীবনকে আরও রঙিন!

#চোখেরযত্ন #ডিজিটালআইস্ট্রেইন #স্বাস্থ্যটিপস

একটি সভ্যতার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন একজন শিক্ষক। তাঁর হাত ধরেই তৈরি হয় আগামীর চিকিৎসক, প্রকৌশলী এবং নেতা। জাতি গড়ার...
05/10/2025

একটি সভ্যতার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন একজন শিক্ষক। তাঁর হাত ধরেই তৈরি হয় আগামীর চিকিৎসক, প্রকৌশলী এবং নেতা। জাতি গড়ার এই মহান কারিগরদের বিশ্ব শিক্ষক দিবসে জানাই অকৃত্রিম সম্মান ও ভালোবাসা।

আপনি ফ্রি কাউন্সেলিং সেশনের কথা ভুলে যাননি তো?হ্যাপি হোম এন্ড হেলথকেয়ার প্রকাশনী-এর ফ্রি কাউন্সেলিং সেশনটি অনুষ্ঠিত হবে...
05/10/2025

আপনি ফ্রি কাউন্সেলিং সেশনের কথা ভুলে যাননি তো?

হ্যাপি হোম এন্ড হেলথকেয়ার প্রকাশনী-এর ফ্রি কাউন্সেলিং সেশনটি অনুষ্ঠিত হবে আগামী ১১ই অক্টোবর, অনলাইন জুম প্ল্যাটফর্মে।

অংশগ্রহণের জন্য নিচের গুগল ফর্মটি পূরণ করে আপনার আসন নিশ্চিত করুন।
🔗 ফর্ম লিংক: https://forms.gle/Lnpm2LeGfNqHennh8

ব্যস্ততার মাঝে মনের যত্ন নিচ্ছেন তো? শারীরিক স্বাস্থ্যের পাশাপাশি মানসিক সুস্থতাও জরুরি। মনকে সতেজ ও চাপমুক্ত রাখতে প্রত...
05/10/2025

ব্যস্ততার মাঝে মনের যত্ন নিচ্ছেন তো?

শারীরিক স্বাস্থ্যের পাশাপাশি মানসিক সুস্থতাও জরুরি। মনকে সতেজ ও চাপমুক্ত রাখতে প্রতিদিন এই সহজ তিনটি কাজ করুন:

মানসিক চাপ কমান: মেডিটেশন বা গভীর শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে মনকে শান্ত রাখুন।

নিজের জন্য সময় দিন: বই পড়া, গান শোনা বা পছন্দের কোনো শখের জন্য কিছুটা সময় বের করুন।

প্রিয়জনের সাথে কথা বলুন: পরিবার ও বন্ধুদের সাথে সময় কাটান, যা মনকে হালকা রাখে।

আপনি আপনার মন ভালো রাখতে কী করেন?

#মানসিক #স্বাস্থ্য

ফ্রি কাউন্সেলিং সেশন!আমরা আছি আপনার পাশে। হ্যাপি হোম এন্ড হেলথকেয়ার আপনাদের জন্য নিয়ে এসেছে একটি ফ্রি কাউন্সেলিং সেশন, য...
04/10/2025

ফ্রি কাউন্সেলিং সেশন!

আমরা আছি আপনার পাশে। হ্যাপি হোম এন্ড হেলথকেয়ার আপনাদের জন্য নিয়ে এসেছে একটি ফ্রি কাউন্সেলিং সেশন, যেখানে আপনি বিশেষজ্ঞদের সাথে মন খুলে কথা বলতে পারবেন।

তারিখ: ১১ অক্টোবর
মাধ্যম: জুম (Zoom)

এই সেশনটি আপনার জন্যই। অংশ নিতে ভুলবেন না!

Address

ফ্লাট #এ-৩, বাড়ি #২১, রোড #১২
ধানমন্ডি আর/এ
ঢাকা১২০৫

Alerts

Be the first to know and let us send you an email when হ্যাপি হোম এন্ড হেলথকেয়ার প্রকাশনী - Happy Home & Healthcare Prokashoni posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to হ্যাপি হোম এন্ড হেলথকেয়ার প্রকাশনী - Happy Home & Healthcare Prokashoni:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram