06/09/2021
সম্মানিত বাকেরগঞ্জবাসী,
চলমান কোভিড-১৯ টিকাদান কর্মসূচির আওতায় গত ৭ আগস্ট ২০২১ইং বাকেরগঞ্জ উপজেলার ১৪ টি ইউনিয়ন ও বাকেরগঞ্জ পৌরসভা সহ মোট ১৫টি কেন্দ্রে একযোগে গণটিকা কর্মসূচি পালিত হয়। সকল পর্যায়ের জনপ্রতিনিধি, উপজেলা প্রশাসন, পুলিশ, আনসার ও গ্রাম পুলিশ সহ বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা কর্মচারী ও গণমাধ্যম কর্মীদের আন্তরিক সহযোগিতায় এবং বাকেরগঞ্জবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহনে আমরা অত্যন্ত সুন্দরভাবে ঐ দিন টিকাদান কর্মসূচি সম্পন্ন করি।
অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, গণ টিকা কর্মসূচিতে যারা কোভিড-১৯ টিকার ১ম ডোজ পেয়েছেন, আগামী ৭ ও ৮ সেপ্টেম্বর, ২০২১ রোজ মঙ্গলবার ও বুধবার তাদের স্ব স্ব কেন্দ্রে ২য় ডোজ প্রদান করা হবে।
টিকার সিডিউলঃ
★কবাই,নলুয়া,কলসকাঠী,গারুড়িয়া,ভরপাশা,রঙ্গশ্রী, পাদ্রিশিবপুর,নিয়ামতি ও বাকেরগঞ্জ পৌরসভায় ০৭/০৯/২০২১ তারিখ মঙ্গলবার ১দিন টিকাদান করা হবে৷
★চরামদ্দি,চরাদি,দাড়িয়াল,দুধল,দুর্গাপাশা ও ফরিদপুর ইউনিয়নে ০৮/০৯/২০২১ বুধবার ১দিন টিকাদান কার্যক্রম চলবে৷
> যারা ক্যাম্পেইনের আওতায় ১ম ডোজ পেয়েছেন, শুধুমাত্র তাদেরকেই এই দিন ২য় ডোজ প্রদান করা হবে।
> কোন অবস্থাতেই কেন্দ্র পরিবর্তন করা যাবে না। যে কেন্দ্রে ১ম ডোজ পেয়েছেন, সেই কেন্দ্র থেকেই ২য় ডোজ নিতে হবে।
> সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ক্যাম্পেইন চলবে।
> টিকা গ্রহনের জন্য ১ম ডোজের সময় প্রদানকৃত টিকাকার্ড এবং জাতীয় পরিচয় পত্রের ফটোকপি অবশ্যই সাথে আনতে হবে। অনলাইন এন্ট্রির স্বার্থে জাতীয় পরিচয় পত্রের ফটোকপি জমা রাখা হবে।
সকলের সার্বিক সহযোগিতায় এই বিশাল কর্মযজ্ঞ পূর্বের ন্যায় এবারও সফলভাবে আমরা সম্পন্ন করতে সক্ষম হবো এই আশাবাদ ব্যক্ত করছি।
ধন্যবাদান্তে।
ডাঃ শংকর প্রসাদ অধিকারী
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা,
বাকেরগঞ্জ,বরিশাল।