উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বাকেরগঞ্জ, বরিশাল

  • Home
  • Bangladesh
  • বরিশাল
  • উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বাকেরগঞ্জ, বরিশাল

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বাকেরগঞ্জ, বরিশাল GOVERNMENT OF PEOPLES REPUBLIC OF BANGLADESH

MINISTRY OF HEALTH AND FAMILY WELFARE,

OFFICIAL PAGE OF UHC, BAKERGANJ, BARISHAL.

বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অবসরপ্রাপ্ত স্বাস্থ্য পরিদর্শক(ইনচার্জ) জনাব তোফাজ্জল হোসেন সন্যামত অদ্য ২৬/০২/২৪...
26/02/2024

বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অবসরপ্রাপ্ত স্বাস্থ্য পরিদর্শক(ইনচার্জ) জনাব তোফাজ্জল হোসেন সন্যামত অদ্য ২৬/০২/২৪ইং তারিখ দুপুর ০২ঘটিকায় ইন্তেকাল করেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজেউন)। বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সকল কর্মকর্তা-কর্মচারীগণ তার মৃত্যুতে গভীরভাবে শোকাহত। মহান আল্লাহ তাকে বেহেস্তের উচ্চতর মাকাম দান করুন এবং তার পরিবারকে শোক সহ্য করার শক্তিদান করুন,আমিন৷

---- উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
বাকেরগঞ্জ,বরিশাল৷

বিভিন্ন কার্যক্রমের স্থির চিত্র
05/12/2021

বিভিন্ন কার্যক্রমের স্থির চিত্র

06/09/2021

সম্মানিত বাকেরগঞ্জবাসী,

চলমান কোভিড-১৯ টিকাদান কর্মসূচির আওতায় গত ৭ আগস্ট ২০২১ইং বাকেরগঞ্জ উপজেলার ১৪ টি ইউনিয়ন ও বাকেরগঞ্জ পৌরসভা সহ মোট ১৫টি কেন্দ্রে একযোগে গণটিকা কর্মসূচি পালিত হয়। সকল পর্যায়ের জনপ্রতিনিধি, উপজেলা প্রশাসন, পুলিশ, আনসার ও গ্রাম পুলিশ সহ বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা কর্মচারী ও গণমাধ্যম কর্মীদের আন্তরিক সহযোগিতায় এবং বাকেরগঞ্জবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহনে আমরা অত্যন্ত সুন্দরভাবে ঐ দিন টিকাদান কর্মসূচি সম্পন্ন করি।

অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, গণ টিকা কর্মসূচিতে যারা কোভিড-১৯ টিকার ১ম ডোজ পেয়েছেন, আগামী ৭ ও ৮ সেপ্টেম্বর, ২০২১ রোজ মঙ্গলবার ও বুধবার তাদের স্ব স্ব কেন্দ্রে ২য় ডোজ প্রদান করা হবে।
টিকার সিডিউলঃ
★কবাই,নলুয়া,কলসকাঠী,গারুড়িয়া,ভরপাশা,রঙ্গশ্রী, পাদ্রিশিবপুর,নিয়ামতি ও বাকেরগঞ্জ পৌরসভায় ০৭/০৯/২০২১ তারিখ মঙ্গলবার ১দিন টিকাদান করা হবে৷

★চরামদ্দি,চরাদি,দাড়িয়াল,দুধল,দুর্গাপাশা ও ফরিদপুর ইউনিয়নে ০৮/০৯/২০২১ বুধবার ১দিন টিকাদান কার্যক্রম চলবে৷
> যারা ক্যাম্পেইনের আওতায় ১ম ডোজ পেয়েছেন, শুধুমাত্র তাদেরকেই এই দিন ২য় ডোজ প্রদান করা হবে।

> কোন অবস্থাতেই কেন্দ্র পরিবর্তন করা যাবে না। যে কেন্দ্রে ১ম ডোজ পেয়েছেন, সেই কেন্দ্র থেকেই ২য় ডোজ নিতে হবে।

> সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ক্যাম্পেইন চলবে।

> টিকা গ্রহনের জন্য ১ম ডোজের সময় প্রদানকৃত টিকাকার্ড এবং জাতীয় পরিচয় পত্রের ফটোকপি অবশ্যই সাথে আনতে হবে। অনলাইন এন্ট্রির স্বার্থে জাতীয় পরিচয় পত্রের ফটোকপি জমা রাখা হবে।

সকলের সার্বিক সহযোগিতায় এই বিশাল কর্মযজ্ঞ পূর্বের ন্যায় এবারও সফলভাবে আমরা সম্পন্ন করতে সক্ষম হবো এই আশাবাদ ব্যক্ত করছি।

ধন্যবাদান্তে।

ডাঃ শংকর প্রসাদ অধিকারী
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা,
বাকেরগঞ্জ,বরিশাল।

যারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স,বাকেরগঞ্জ হইতে অ্যাস্ট্রাজেনেকার ১ম ডোজ ভ্যাকসিন নিয়েছিলেন তারা অতিশিঘ্র ২য় ডোজ গ্রহন নি...
23/08/2021

যারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স,বাকেরগঞ্জ হইতে অ্যাস্ট্রাজেনেকার ১ম ডোজ ভ্যাকসিন নিয়েছিলেন তারা অতিশিঘ্র ২য় ডোজ গ্রহন নিশ্চিত করুন৷

12/07/2021

সম্মানিত বাকেরগঞ্জ উপজেলার নাগরিকবৃন্দকে জানানো যাচ্ছে, সারাদেশের ন্যায় এই উপজেলাতেও পুণরায় ১ম ডোজ কোভিড-১৯ টিকা দেয়া অদ্য ১২/০৭/২০২১ ইং শুরু হয়েছে৷ যাদের মোবাইল নম্বরে প্রথম ডোজ টিকা নেয়ার টেক্স পাবেন শুধু তারাই টিকা দিতে হাসপাতালের টিকা কেন্দ্রে যাবেন।

মনে রাখবেনঃ
★ হাসপাতালে নিবন্ধনের সুযোগ নেই।
★ সুরক্ষা অ্যাপসের মাধ্যমে নিবন্ধন করতে হবে।
★ ৩৫ বছর ও তদুর্দ্ধ বয়স্করা নিবন্ধন করতে পারবেন।
★ হাসপাতালে টিকা নিতে আসার সময় অবশ্যই আপনার টিকা কার্ড সাথে নিতে হবে। টিকা কার্ড ও মোবাইলে টিকা নেয়ার জন্য হাসপাতালের টেক্সট মেসেজ না থাকলে টিকা দেয়া যাবেনা।
★ টিকা কার্ড ও মোবাইলে টিকা নেয়ার জন্য হাসপাতালের টেক্সট মেসেজ গুরুত্বের সাথে সংরক্ষণ করুন।
★ টিকা গ্রহনের জন্য কেন্দ্র পরিবর্তনযোগ্য নয়।
★ যার যে তারিখে টিকা নেয়ার জন্য টেক্সট পাবেন, সেই তারিখেই টিকা নিতে হবে।

অনলাইনে রেজিষ্ট্রেশন করুন, টিকা নিন।

মাস্ক পরুন।করোনাভাইরাস প্রতিরোধে সহায়তা করুন।

বিনীত
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
বাকেরগঞ্জ,বরিশাল৷

07/04/2021
কোভিড-১৯ ভ্যাকসিন সংক্রান্ত নির্দেশনা৷
07/04/2021

কোভিড-১৯ ভ্যাকসিন সংক্রান্ত নির্দেশনা৷

08/02/2021

বাকেরগঞ্জ বাসীর জ্ঞাতার্থে জানাচ্ছি,আপনাদের যাদের বয়স ৪০ বা তার বেশী আপনারা নিশ্চিন্তে ভ্যাকসিন নিতে পারবেন।তাই দ্রুত রেজিস্ট্রেশন করুন এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ টিকা নিতে আসুন।দেশকে করোনামুক্ত করুন!!!

22/05/2020

করোনা আপডেটঃ বাকেরগঞ্জ উপজেলায় ২১/০৫/২০২০ইং তারিখ পর্যন্ত শনাক্তকৃত করোনা রোগীর সংখ্যা ০৩জন৷ সকলেই পুরুষ রোগী এবং এদের মধ্য থেকে ০১জন বর্তমানে পুরোপুরি সুস্থ ও স্বাভাবিক জীবন যাপন করছেন৷ আর বাকি ০২ জন রোগী বর্তমানে হোম আইসোলেশনে আছেন এবং ভাল আছেন৷ সকলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এই অফিসিয়াল পেইজ ফলো করার জন্য এবং কোন ধরনের গুজবে কান না দেয়ার জন্য কর্তৃপক্ষ কর্তৃক অনুরোধ করা হলো৷

13/05/2020

গত ৭ই মে বাকেরগন্জ উপজেলা থেকে ৯জনের নমুনা সংগ্রহ করা হয়...তাদের সবার রিপোর্ট নেগেটিভ এসেছে...অাশা করি সবাই অামাদের সহযোগিতা করবেন... সবাই বাড়িতে থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।

Address

বরিশাল

Alerts

Be the first to know and let us send you an email when উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বাকেরগঞ্জ, বরিশাল posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বাকেরগঞ্জ, বরিশাল:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram