Dr. Kazi Hasanul-Homeopathy

Dr. Kazi Hasanul-Homeopathy "হোমিওপ্যাথি একটি অব্যর্থ চিকিৎসা ব্যবস্থা।"
--- ডা. স্যামুয়েল হ্যানিম্যান(জার্মানি)

25/11/2024

ডুমুরের উপকারিতা।

#ডুমুর #আনজির #ত্বীন #বহুমূত্র #আঁচিল #হোমিও #ডায়াবেটিস

10/11/2024

গান গাওয়ার সময় কাশি হয় বা কাশির গতি বৃদ্ধি পায়।ঔষধ- অ্যাম্ব্রাগ্রিসিয়া (ফার্স্ট গ্রেড)।

কেন্ট, সিনথিসিস এবং রবিন মর্ফির রেপার্টরিতে ঔষধটি প্রথম কাতারে অবস্থান করছে।

#অ্যাম্ব্রাগ্রিসিয়া #কাশি #গান #হোমিও

09/11/2024

দাঁতের যন্ত্রণার গাছ!
#বনগাঁদা

07/11/2024

পৃথিবীর প্রথম মানসিক রোগের ঔষধ তৈরি হয় এই গাছ থেকে!

01/11/2024

Homeopathic Medicine - Te**es Siccati 3x.

'অ্যাসিড বেঞ্জ'- বাত রোগ চিকিৎসার প্রধান একটি ঔষধ। ইহার অন্যতম আরেকটি গুরুত্বপূর্ণ লক্ষণ- প্রস্রাব (মূত্র) ঘোড়ার মূত্রের...
18/10/2024

'অ্যাসিড বেঞ্জ'- বাত রোগ চিকিৎসার প্রধান একটি ঔষধ। ইহার অন্যতম আরেকটি গুরুত্বপূর্ণ লক্ষণ- প্রস্রাব (মূত্র) ঘোড়ার মূত্রের চাইতেও দুর্গন্ধযুক্ত ও ঝাঁঝালো।

হোমিওপ্যাথি চিকিৎসা - বাংলাদেশ

বিবাহিত নারীদের মধ্যে যৌনাঙ্গে চুলকানিজনিত (Vaginal Itching) রোগ সম্প্রতি বৃদ্ধি পেয়েছে।আমার বেশকিছু পেশেন্ট এ-ই সমস্যায়...
18/10/2024

বিবাহিত নারীদের মধ্যে যৌনাঙ্গে চুলকানিজনিত (Vaginal Itching) রোগ সম্প্রতি বৃদ্ধি পেয়েছে।
আমার বেশকিছু পেশেন্ট এ-ই সমস্যায় আক্রান্ত।শুধু যৌনাঙ্গে চুলকানি নয়,বরং সেখানে ফুসকুড়ি/ঘামাচির মতো উদ্ভেদ উঠতে দেখা যাচ্ছে।

কেস স্ট্যাডি করে যা জানতে পারলাম তা-হল, অধিকাংশ ক্ষেত্রে হেয়ার রিমুভার ক্রিম/লোশন, লুব্রিকেন্ট জেল বা তৈলাক্ত ক*নড*ম ব্যবহারজনিত কারণ।
ক*নড*মে ব্যবহৃত তৈলাক্ত পদার্থ চুলকানিসহ নানা ধরণের চর্মরোগ সৃষ্টি করতে পারে।

যেহেতু সারাবিশ্বে নারীদের যৌনাঙ্গ বা জরায়ু সংক্রান্ত রোগের জটিলতা দিনদিন বৃদ্ধি পাচ্ছে, সেহেতু সকল বয়সের নারীদের মধ্যে সচেতনা, এবং যৌনাঙ্গের প্রতি যত্নবান হওয়া অত্যাবশ্যক।

অতএব, এগুলো পরিহার করে বিকল্প পদ্ধতি অবলম্বন করাই শ্রেয়।কারণ, রোগ চিকিৎসার পূর্বে অবশ্যই তার কার্যকারণ নির্ণয়, এবং তা পরিহার করা জরুরি।

#হোমিওপ্যাথি চিকিৎসাঃ ক্যালেন্ডুলা বা ইচেনিশিয়া মাদার ও ফুটানো ঠান্ডা পানি ৩০ঃ৭০ অনুপাতে মিশিয়ে দিনে ৩/৪ বার আক্রান্ত স্থান ওয়াশ করতে হবে।লক্ষণ অনুয়ায়ী হোমিওপ্যাথি চিকিৎসকের পরামর্শ নিতে হবে।ইনশাআল্লাহ,স্বল্পখরচে শতভাগ সুস্থ হওয়া সম্ভব।

ধন্যবাদ 💘💘💘
১২/১০/২৪-ইং
#হোমিওপ্যাথি #জরায়ু #যোনি #চুলকানি
হোমিওপ্যাথি চিকিৎসা - বাংলাদেশ

চেলিডোনিয়াম মেজাস- মূলত শরীরের ডান দিকের একটি ঔষধ।লিভারের উপর ইহার বিশেষ ক্রিয়া। লক্ষণসমূহ অধিকাংশই লাইকোপডিয়ামের কাছাকা...
18/10/2024

চেলিডোনিয়াম মেজাস- মূলত শরীরের ডান দিকের একটি ঔষধ।লিভারের উপর ইহার বিশেষ ক্রিয়া।
লক্ষণসমূহ অধিকাংশই লাইকোপডিয়ামের কাছাকাছি।

মূল লক্ষণসমূহের মধ্যে অন্যতম- চোখ, জিহ্বা, গায়ের চামড়া, মলমূত্র সবকিছুই হলুদ বর্ণ বা রঙ ধারণ করে।

ঔষধটি সবচেয়ে বেশি জণ্ডিসের চিকিৎসায় ব্যবহৃত হয়।শিশুদের 'নিউনেলাল জন্ডিস'-এর একটি উৎকৃষ্ট ঔষধ।

ধন্যবাদ 💘💘💘
১৮/১০/২৪-ইং

#চেলিডোনিয়াম #জন্ডিস #লিভার #হোমিও
হোমিওপ্যাথি চিকিৎসা - বাংলাদেশ

ডাঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর----------------------------------আমাদের অনেকেরই বিষয়টি অজানা যে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর শুধু ...
01/07/2024

ডাঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
----------------------------------
আমাদের অনেকেরই বিষয়টি অজানা যে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর শুধু একজন সমাজ সংস্কারকই ছিলেন না।বরং, প্রখ্যাত একজন হোমিওপ্যাথি চিকিৎসকও ছিলেন।

ক্ষুদিরাম বসুকে তিনি হোমিওপ্যাথি চিকিৎসা করেছিলেন।তিনি তাঁকে হোমিওপ্যাথি শেখার জন্য বলেছিলেন।কলকাতার বিখ্যাত এ্যালোপ্যাথি চিকিৎসক ডাঃ মহেন্দ্র লাল সরকার হোমিওপ্যাথির গুণে মুগ্ধ হয়ে হোমিওপ্যাথি চিকিৎসকে রুপান্তরিত হয়েছিলেন।

তিনি ভারতীয় তেলাপোকা থেকে হাঁপানির একটি গুরুত্বপূর্ণ ঔষধ আবিষ্কার করেন।যার নাম দেন 'Blatta Orientalis.'
উপমহাদেশে ঔষধটি ব্যবহারের বেশ সুনাম রয়েছে।

ভারতবর্ষের কলকাতা ছিলো হোমিওপ্যাথির স্বর্গরাজ্য।সেখান থেকেই পুরো ভারতে হোমিওপ্যাথি ছড়িয়ে পড়ে। বন্দ্যোপাধ্যায় পরিবারে প্রায় ১৫০ বছর ধরে হোমিওপ্যাথি প্র্যাকটিস চলছে।

(সংক্ষেপিত)

০১/০৭/২৪-ইং

💘 ভারতবর্ষে হোমিওপ্যাথি 💘-----------------------------------------ডাঃ জন মার্টিন হোনিগবার্গার,এমডি, রোমানিয়া। ভারতবর্ষে ...
01/07/2024

💘 ভারতবর্ষে হোমিওপ্যাথি 💘
-----------------------------------------
ডাঃ জন মার্টিন হোনিগবার্গার,এমডি, রোমানিয়া।

ভারতবর্ষে হোমিওপ্যাথির প্রতিষ্ঠাতা, প্রচার ও প্রসারের মহানায়ক। যিনি ডাঃ হ্যানিম্যান স্যারের একজন ছাত্র।রোমানিয়ান এই অর্থোডক্স চিকিৎসক হোমিওপ্যাথি রুপান্তরিত হয়েছিলেন।
যিনি আফগানিস্তান, মিশর,ইরান, রোমানিয়া, রাশিয়া, তুরস্ক, ভারত এবং পাকিস্তানে হোমিওপ্যাথি চালু করেছিলেন।

১৮৩৯ সালে ভারতে প্রবেশ করে মহারাজা রনজিৎ সিং (পাঞ্জাব)- এর প্যারালাইসিস ভালো করে চমৎকার আলোড়ন সৃষ্টি করেন। ১৮৬৭ সালে কলকাতার এ্যালোপ্যাথি চিকিৎসক ডাঃ মহেন্দ্র লাল সরকারকে হোমিওপ্যাথিতে রুপান্তরিত করতে সক্ষম হন।সেই থেকে কলকাতা হয়ে পড়ে ভারতীয় হোমিওপ্যাথির কেন্দ্রস্থলে।

হোমিওপ্যাথি এই দেশে দ্রত ছড়িয়ে পড়ে, বর্তমানে পৃথিবীর সবচেয়ে বেশি হোমিওপ্যাথি চিকিৎসক রয়েছে ভারতে। ১৯৭৪ সালে ভারত সরকার সেন্ট্রাল কাউন্সিল অব হোমিওপ্যাথির মনোনয়ন দিয়েছেন।

ধন্যবাদ 💘💘💘
০১/০৭/২৪-ইং

কুইজ💯------------চিত্রের উদ্ভিদটি হোমিওপ্যাথি ঔষধের জগতে একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। ইহা থেকে প্রস্তুতকৃত ঔষধটি...
06/06/2024

কুইজ💯
------------
চিত্রের উদ্ভিদটি হোমিওপ্যাথি ঔষধের জগতে একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। ইহা থেকে প্রস্তুতকৃত ঔষধটির নাম কী?

(ক) আর্নিকা (খ) পালসেটিলা

(গ) থুজা (ঘ) চায়না।

০৬/০৬/২৪-ইং

কুইজ💯------------রোগীকে সেবা করার ফলে অসুস্থতা, অনিদ্রা,  শারীরিক ও মানসিক দুর্বলতার জন্য কোন ঔষধটি ব্যবহার করা হয়?(ক) চ...
03/06/2024

কুইজ💯
------------
রোগীকে সেবা করার ফলে অসুস্থতা, অনিদ্রা, শারীরিক ও মানসিক দুর্বলতার জন্য কোন ঔষধটি ব্যবহার করা হয়?

(ক) চায়না (খ) থুজা
(গ) আর্নিকা (ঘ) ককুলাস ইন্ডিকা।

০৩/০৬/২৪-ইং

কুইজ💯------------পুরুষাঙ্গ নারীর যৌনিতে প্রবেশের সাথেসাথেই বীর্যপাত হয়ে যাওয়া কোন ঔষধটির শারীরিক লক্ষণ? (ক) সেলেনিয়াম  (...
26/05/2024

কুইজ💯
------------
পুরুষাঙ্গ নারীর যৌনিতে প্রবেশের সাথেসাথেই বীর্যপাত হয়ে যাওয়া কোন ঔষধটির শারীরিক লক্ষণ?

(ক) সেলেনিয়াম (খ) এসিড ফস
(গ) সালফার (ঘ) ফসফরাস।

২৬/০৫/২৪-ইং

কুইজ💯------------হোমিওপ্যাথি কোন ঔষধটি উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে ব্যবহৃত হয়?(ক) ফিউকাশ ভেশ   (খ) এভেনা স্যাট.(গ) রাউলফিয়া ...
19/05/2024

কুইজ💯
------------
হোমিওপ্যাথি কোন ঔষধটি উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে ব্যবহৃত হয়?

(ক) ফিউকাশ ভেশ (খ) এভেনা স্যাট.

(গ) রাউলফিয়া (ঘ) জিনসিং

হোমিওপ্যাথি চিকিৎসা - বাংলাদেশ

কুইজ💯-----------ধরুন, আপনার চেম্বারে একজন মা তাঁর বাচ্চা শিশুটিকে নিয়ে এসেছে চিকিৎসার জন্য। শিশুটি চেম্বারে আসার পর থেকে...
14/05/2024

কুইজ💯
-----------
ধরুন, আপনার চেম্বারে একজন মা তাঁর বাচ্চা শিশুটিকে নিয়ে এসেছে চিকিৎসার জন্য।

শিশুটি চেম্বারে আসার পর থেকেই 'মা, বাড়ী যাবো, বাড়ী চলো'- বলে কান্না করছে।অর্থাৎ, সে বাড়ী যাওয়ার প্রতি আকাঙ্ক্ষা প্রকাশ করছে।

শিশুটির জন্য কোন ঔষধটি নির্বাচন করবেন?

(ক) বেলেডোনা (খ) আর্নিকা

(গ) ব্রায়োনিয়া (ঘ) একোনাইট।

💮 বোরাক্স এবং শিশুর মুখের ঘা 💮-------------------------------------------------শিশুদের মুখের ঘা এরজন্য যে কয়েকটি গুরুত্ব...
09/05/2024

💮 বোরাক্স এবং শিশুর মুখের ঘা 💮
-------------------------------------------------
শিশুদের মুখের ঘা এরজন্য যে কয়েকটি গুরুত্বপূর্ণ ঔষধ ব্যবহার করা হয় তার মধ্যে বোরাক্স উল্লেখযোগ্য।

তবে, অধিকাংশ ক্ষেত্রেই চিকিৎসাবৃন্দ মার্কসল, এসিড নাইট, হিপার সালফার,ইথুজার সাথে মিশিয়ে ফেলেন।

আমরা বোরাক্সের শিশুর কয়েকটি গুরুত্বপূর্ণ মানসিক লক্ষণ মনে রাখার চেষ্টা করব।এ-ই লক্ষণ সমূহের উপর ঔষধ প্রয়োগ করলে সফলতা নিশ্চিত, ইনশাআল্লাহ।

💯 মানসিক লক্ষণ সমূহঃ
-----------------------------------
১/ শিশুর নিম্মগতিতে ভয় থাকে।অর্থাৎ, সে মায়ের কোলে গভীর ঘুম ঘুমালেও তার মা যখন তাকে বিছানাতে শোয়াতে যায় তখনই সে জেগে ওঠে।সিঁড়ি দিয়ে নিচে নামার সময় সে তার মাকে জড়িয়ে ধরে, ভাবে সে পড়ে যাবে।

২/ শিশুর মুখের ভিতর গরম থাকে।যখন সে তার মায়ের স্তন চুষে তখন তার মা সে-ই উষ্ণতা অনুভব করে।

৩/ বাচ্চার খাবার হজম হয় না।প্রত্যেকবার পায়খানার সাথে শ্লেষ্মা বা আমাশয় দেখতে পাওয়া যায়।

৪/ শব্দে তার ভীষণ ভীতি থাকে। তীব্র শব্দে চমকে-চমকে ওঠে।

৫/ প্রস্রাব ত্যাগের পূর্বে কান্না করে।

৬/ মুখে ব্যথা থাকার কারণে যখন দুধ মুখে নিয়ে চুষতে যায় তখন কান্না করে।

উক্ত মানসিক লক্ষণ সমূহের উপর ভিত্তি করে ঔষধ নির্বাচিত করলে আলহামদুলিল্লাহ দারুণ ফলাফল পাওয়া যায়।

✅ মূলঃ ডা. ই এ ফ্যারিংটন (যুক্তরাষ্ট্র) এবং ডা. জন হেনরি ক্লার্ক (যুক্তরাজ্য)।

ধন্যবাদ 💘💘💘

হোমিওপ্যাথি চিকিৎসা - বাংলাদেশ

27/04/2024

সাইলিশিয়া ও লাইকোপডিয়ামের মানসিক চরিত্রের মধ্যে মৌলিক পার্থক্য।

#সাইলিশিয়া #লাইকোপডিয়াম

🍁 ইচিনেশিয়া 🎀-------------------------রক্ত বিষাক্ততার ফলে সকল ধরনের চর্মরোগ, চুলকানি,  দাউদ-একজিমা, পচা ঘা।ইনফেকশন, ভাইর...
31/03/2024

🍁 ইচিনেশিয়া 🎀
-------------------------
রক্ত বিষাক্ততার ফলে সকল ধরনের চর্মরোগ, চুলকানি, দাউদ-একজিমা, পচা ঘা।ইনফেকশন, ভাইরাস, বিভিন্ন ফ্লু-তে ঔষধটি দারুণ কাজ করে থাকে।এক কথায় বলা যেতে পারে, প্রাকৃতিক উপায়ে রক্ত পরিষ্কারে ঔষধটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

Dr. W P W Romey বলেন, "ঘনঘন ফোঁড়া হওয়ার প্রবণতায় ঔষধটির ভূমিকা অতুলনীয়। ১০ ফোঁটা করে দিন ৪ বার।"

শরীরের বাহিরের অংশের বিভিন্ন ক্ষত।যেমনঃ-ফিস্টুলা, ভ্যাজাইনাল ইনফেকশন এসব রোগের ক্ষেত্রে বিশুদ্ধ পানির সাথে ঔষধটির মাদার টিংচার মিশিয়ে ওয়াশ করলে দ্রুত ফলাফল পাওয়া সম্ভব, ইনশাআল্লাহ।

ধন্যবাদ💘💘💘
৩১/০৩/২৪-ইং

Address

Alamdanga
7210

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Kazi Hasanul-Homeopathy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share