Hajrot Bhola Sha R Srity Shongshod, Komar Ali Bari.

Hajrot Bhola Sha R Srity Shongshod, Komar Ali Bari. Hajrot bhola sha -R srity shongshod, komar ali bari

ঘূর্ণিঝড় সিত্রাং নতুন করে মুখ নিয়েছে ভারত নই বাংলাদেশের উপকূলী দিকে টার্গেট করে।এটা গভীর সমুদ্রের মধ্যে থেকে নিম্ন চাপ ত...
24/10/2022

ঘূর্ণিঝড় সিত্রাং নতুন করে মুখ নিয়েছে ভারত নই বাংলাদেশের উপকূলী দিকে টার্গেট করে।

এটা গভীর সমুদ্রের মধ্যে থেকে নিম্ন চাপ তৈরি করে শক্তি প্রভাব করছে ঘূর্ণিঝড় সিত্রাং।

ভারতের আবহাওয়া অধিদপ্তরের থেকে জানা যায়।এ ঘূর্ণিঝড়টি ভারত নয় পুরাপরি চট্টগ্রাম উপকূলীয় সমুদ্র সৈকতে হয়ে ঘূর্ণিঝড় সিত্রাং সাতক্ষীরা জেলা পর্যন্ত আঘাত হানতে পারে বলে জানায়।

সমুদ্রের তলদেশ হইতে গভীর নির্ম্ন চাপ ঘূর্ণিঝড় রুপ নিয়ে ঘন্টায় ৯০-১১০ কিঃমি বেগে আঘাত হানতে পারে উপকূলীয় এলাকায় গুলোতে।

দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী ডাঃ মোঃ এনামুর রহমান জানায় এটা ৭৩০ কিঃ মি জায়গায় বিস্তার আঘাত হানবে। সিত্রাং ঘূর্ণিঝড় একযোগে ১৯ টি জেলায় উপর প্রভাব বিস্তার করবে।এতে ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি হবে বলে জানান।
তায় নদীতে টলার মাছ ধরার নৌকা গুলো কে নদীর কূলবর্তী পাশে তাকার জন্য জানানো হয়ছে।
আর উপকূলীয় অঞ্চলের জন সাধারনের নিরাপত্তা ব্যবস্থা জন্য তাদের শুকনা খাবার, জুরুরি জিনিস সাথে রখার নির্দ্দেশনা আবহাওয়া অধিদপ্তরের।
ঘূর্ণিঝড় সিত্রাং আজ রাতে কিছুটা সিতল মনে হলে আগামীকাল থেকে দক্ষিণ পশ্চিমে নিম্ন চাপ ঘূর্ণিঝড় আরো বড় আকার ধারণ করবে।

কিছু কিছু এলাকায় ঘুরি ঘুরি বৃষ্টি পাত হচ্ছে।
সেই সাথে জানা যায় এটি বিগত তিন বছরের মধ্যে সুপার সাইক্লোন গুলো থেকে ভয়াবহ। এটি সি আর ভি সাইক্লোন একযোগে ১৯ টি জেলায় আঘাত হানার সম্ভবনা বেশি।

আগামী সোমার, বুধবার পর্যন্ত বিরাজ করবে। কিন্তু আগামীকাল ২৪ অক্টোবর নিম্ন চাপ তৈরি করে।আগাত হানার সম্ভাবনা রয়েছে। আশে পাশে এলাকা গুলো তে ৩/৪ সতর্কসংকেত জানানো হয়ছে।

Address

Anowara
4000

Telephone

+8801815108650

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hajrot Bhola Sha R Srity Shongshod, Komar Ali Bari. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram