21/09/2025
#জিতে_যাক_মানবতা,
েঁচে_থাক_প্রাণ”
বাইক এক্সিডেন্ট গুরুতর আহত রোগীর আর্থিক
#সহায়তা প্রদানঃ---
🌹অদ্য ১৯-০৯-২৫ ইং
Anulia Blood Bank - আনুলিয়া ব্লাড ব্যাংক এর উদ্যোগে।।
সাতক্ষীরা জেলার,,আশাশুনি থানার,,প্রতাপনগর ইউনিয়ানের ০৭ নং ওয়ার্ডের কল্যাণপুর গ্রামের সানা বাড়ির স্হায়ী :বাসিন্দা নাম মোঃ #কোহিনুর সানা !! তার ছেলে #মহিনুর রহমান বাইক এক্সিডেন্টে গুরুতর আহত ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় আছেন তার চিকিৎসা সহযোগিতার জন্য #আনুলিয়া ব্লাড ব্যাংক মানবতার একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য বৃন্দ বাইক এক্সিডেন্ট গুরুতর আহত রোগীর পিতার হাতে প্রবাসীদের আর্থিক সহযোগিতায় নগদ ৫০০০ হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান করা হলো।।
♠উক্ত টাকা প্রদানের সময় উপস্হিত ছিলেন পরিচালনা পরিষদের অন্যতম সদস্যবৃন্দ আমরা সকলেই বাইক এক্সিডেন্ট গুরুতর আহত রোগীর দ্রুত সুস্থতা কামনা করর
🥀 #কৃতজ্ঞতা স্বীকারঃ- সকল ডোনার কার্যনির্বাহী পরিষদ সদস্য ও পরিচালনা পরিষদ সহ সকল প্রবাসী রেমিটেন্স যোদ্ধা ও শুভাকাঙ্খীদের💞
"আনুলিয়া প্রিয় জন্মভূমি"
মা,মাটি ও মানবতার কথা বলে #স্যালুট জানাই সকল মানবিক ভাই ও বোন দেরকে।