Anulia Blood Bank - আনুলিয়া ব্লাড ব্যাংক

Anulia Blood Bank - আনুলিয়া ব্লাড ব্যাংক Anulia Blood Bank "Humanity For Life"

Please Flow our Page
www.facebook.com/anuliabloodbankofficial

💉“ #জাতি_ধর্ম_ও_দল_নির্বিশেষে, #রক্ত_দিবো_হেসে_হেসে”🩸🩸🥀 #আলহামদুলিল্লাহ্ 🤲🏃‍️🏃‍মানবতার ডাকে সাড়া দিয়ে প্রিয় মানবিক মা...
31/08/2025

💉“ #জাতি_ধর্ম_ও_দল
_নির্বিশেষে, #রক্ত_দিবো_
হেসে_হেসে”🩸🩸
🥀 #আলহামদুলিল্লাহ্ 🤲

🏃‍️🏃‍মানবতার ডাকে সাড়া দিয়ে প্রিয় মানবিক মানবতার ফেরিওয়ালা রক্ত যোদ্ধা প্রিয়💞সুমন💞 #ভাই জরুরি মুহূর্তে ১৪ তম বারের মতন এক ক্যান্সার আক্রান্ত রোগীকে + #পজেটিভ রক্ত দান সম্পূর্ণ করলেন🩸
🌻Anulia Blood Bank - আনুলিয়া ব্লাড ব্যাংক
সদস্যের পক্ষ থেকে সম্মানিত রক্তদাতার জন্য রইল দোয়া এবং শুভ কামনা 🎀
👯‍এভাবেই সারাজীবন মানুষের পাশে দাঁড়াবেন আর মানুষকে সাহায্য করবেন❤️মানবতার জয়✌হোক।😍জয় হোক সেচ্ছাসেবীদের জয় হোক রক্তদাতার
#রক্তদানের স্থান: বিছট বাজার ক্লিনিক
🎈 #তারিখ:২১¶০৮¶২০২৫
🎈 #রেফারেন্স:Md. Ibrahim Hossen

পৃথিবীর সব ব্যাংকে টাকা জমা থাকে,কিন্তু Blood Bank-এ জমা হয় মানবতার ভালোবাসা🩸রাত ২টায় যখন কোটি টাকার মালিকও অসহায় হয়ে পড়...
29/08/2025

পৃথিবীর সব ব্যাংকে টাকা জমা থাকে,কিন্তু Blood Bank-এ জমা হয় মানবতার ভালোবাসা🩸
রাত ২টায় যখন কোটি টাকার মালিকও অসহায় হয়ে পড়ে,ATM কার্ড, আত্মীয়-স্বজন, বন্ধু—কেউ পাশে থাকে না,তখন এক ব্যাগ রক্ত হয়ে ওঠে জীবনের সবচেয়ে দামী সম্পদ।
এই কঠিন মুহূর্তে যারা ছুটে আসে,দিন-রাত খেটে যারা রক্ত ম্যানেজ করে,তারা-ই আমাদের প্রকৃত হীর🥰।
তাদের হাতে নেই বিলাসিতা,
কিন্তু আছে সাহস, মমতা আর নিঃস্বার্থ ভালোবাসা।
স্যালুট সকল স্বেচ্ছাসেবীকে,Anulia Blood Bank - আনুলিয়া ব্লাড ব্যাংক রক্ত যোদ্ধা পরিবারের পক্ষ থেকে তোমরাই মানবতার সত্যিকারের সৈনিক।🌹
রক্তদান করছেন আনুলিয়া ব্লাড ব্যাংক পরিবারের সম্মানিত যুগ্ম সাধারণ সম্পাদক মানবতার একান্ত ফেরিওয়ালা রক্ত যোদ্ধা প্রিয়🩸Md Ashraful Islam🩸ভাই

 #আমার_রক্তে_বাঁচে_যদি_প্রাণ👬  #তাহলে_আমি_কেনোকরবো_না_  #স্বেচ্ছায়_রক্তদান💉 #আলহামদুলিল্লাহ❤ইমারজেন্সি রক্তের প্রয়োজনে ...
28/08/2025

#আমার_রক্তে_বাঁচে_যদি_প্রাণ👬 #তাহলে_আমি_কেনো
করবো_না_ #স্বেচ্ছায়_রক্তদান💉
#আলহামদুলিল্লাহ❤
ইমারজেন্সি রক্তের প্রয়োজনে রক্তদানে এগিয়ে আসলেন Anulia Blood Bank - আনুলিয়া ব্লাড ব্যাংক পরিবারের রক্ত যোদ্ধা মানবতার ফেরিওয়ালা, প্রিয় ❤ #আশিক_হোসেন💓
ভাই জরুরী মুহূর্তে এক রক্তশূন্যতা রোগীকে স্বেচ্ছায় ৩ তম বারের মতন + #পজিটিভ এক ব্যাগ লাল #ভালোবাসা দান করলেন❤🥀Anulia Blood Bank- আনুলিয়া ব্লাড ব্যাংক এর পরিবারের পক্ষ থেকে প্রিয় ভাইয়ের জন্য রইল শুভকামনা 💖
#আসুন ...সেচ্ছায় নিজে রক্ত দেই #অন্যকেও রক্তদানে #উৎসাহিত করি
★প্রচারে নহে সচেতনতায় আমাদের মূল লক্ষ☝
#রক্তদানের তারিখ :-১৬/০৮/২৮
#রক্তদানের স্থান:-বিছট বাজার নাহার ক্লিনিক
#রেফারেন্স :-Md Ashraful Islam

👉 #যতদিন_মোদের_দেহে থাকিবে প্রাণ 👉  #হাঁসিতে  #হাঁসিতে_করিবো_মোরা রক্ত দান 😍রক্ত দেওয়া-নেওয়ার সাথে যুক্ত আছে যতো ভাই নিঃ...
27/08/2025

👉 #যতদিন_মোদের_দেহে থাকিবে প্রাণ 👉 #হাঁসিতে #হাঁসিতে_করিবো_মোরা রক্ত দান 😍
রক্ত দেওয়া-নেওয়ার সাথে যুক্ত আছে যতো ভাই নিঃসন্দেহে তারা অন্যের ভালো চায় ♥
#আলহামদুলিল্লাহ
মানবতার ডাকে সাড়া দিয়ে জরুরী মুহূর্তে রক্তদানে এগিয়ে আসলেন মানবতার ফেরিওয়ালা রক্ত যোদ্ধা প্রিয়♥ #মোঃমাছুদ_হোসে ♥ভাই স্বেচ্ছায় এক রক্তশূন্যতা রোগীকে তিতো তম বারের মতন এক ব্যাগ #এ+ #পজেটিভ লাল ভালোবাসা উপহার দিলেন♥
Anulia Blood Bank - আনুলিয়া ব্লাড ব্যাংক ভালোবাসা পরিবারের পক্ষ থেকে প্রিয় ডোনার জন্য রইল শুভকামনা সবাই রক্তদাতা এবং রোগীর জন্য দোয়া করবেন♥

#রক্তদানের স্হান: বিছট বাজার নাহার ক্লিনিক
#তারিক:১৮/০৮/২৫
#রেফারেন্স:Md Ashraful Islam

" #সৃষ্টির_সেবায়_স্রষ্টারসন্তুষ্টি"🔴 #এগিয়ে_আসুন_রক্তদানে  #ফুটবে_হাঁসি_নতুন_প্রাণে-👤💉  #আলহামদুলিল্লাহ🌹" #প্রান_লাভের_দ...
26/08/2025

" #সৃষ্টির_সেবায়_স্রষ্টার
সন্তুষ্টি"🔴 #এগিয়ে_আসুন_রক্তদানে #ফুটবে_হাঁসি_নতুন_প্রাণে-👤
💉 #আলহামদুলিল্লাহ🌹

" #প্রান_লাভের_দিনে_হোক_প্রান_বাঁচানোর_চেষ্টা"

🏃‍🏃‍মানবতার ডাকে সাড়া দিয়ে মানবতার ফেরিওয়া রক্ত যোদ্ধা Anulia Blood Bank - আনুলিয়া ব্লাড ব্যাংক এর সম্মানিত সদস্য প্রিয় 💖মোঃ #মেহেদী #হাসান💞ভাই ইমারজেন্সি এক পেসেন্টকে স্বেচ্ছাচায় ৫ তম বারের মতন + #পজেটিভ এক ব্যাগ লাল ভালোবাসা উপহার দিলেন।💞 আনুলিয়া_ব্লাড_ব্যাংক
এর পক্ষ থেকে মানবতার ফেরিওয়ালা প্রিয় ভাইয়ের প্রতি দোয়া,ভালোবাসা ও শুভ কামনা রইলো💞

💞 সবাই রোগী ও রক্তদাতার জন্য দোয়া করবেন💞
#রক্তদানের স্থান:-বিছট বাজার
#তারিক:-১৪/০৮/২৫
#রেফারেন্স:-Md Ashraful Islam

আনন্দ বেদনা মিলন বিরহ সংকটের প্রিয় ঠিকানা,, স্বপ্ন,সাহস ও মানবিক প্রেরণার উৎস, আমার ভালবাসার প্রিয় প্রাঙ্গণ ঐতিহ্যবাহী...
25/08/2025

আনন্দ বেদনা মিলন বিরহ সংকটের প্রিয় ঠিকানা,, স্বপ্ন,সাহস ও মানবিক প্রেরণার উৎস, আমার ভালবাসার প্রিয় প্রাঙ্গণ ঐতিহ্যবাহী আনুলিয়া ব্লাড ব্যাংক কর্তৃক আয়োজিত,,

আজকের অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ, সম্মানিত অভিভাবকবৃন্দ এবং আমাদের প্রিয় কৃতি শিক্ষার্থীবৃন্দ,সকল কে আন্তরিক সালাম, শুভেচ্ছা ও অভিবাদন জানায়।

আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানে অত্র এলাকার কৃতি শিক্ষার্থীদের উপস্থিতি দেখে আমি সত্যিই আনন্দিত ও গর্বিত। তোমরাই আমাদের এলাকার গর্ব, আমাদের ভবিষ্যতের আশার আলো।

প্রিয় শিক্ষার্থীরা, মনে রেখো—সাফল্য কখনোই হঠাৎ আসে না। এর পেছনে থাকে নিয়মিত প্রচেষ্টা, শৃঙ্খলা ও আত্মবিশ্বাস। আজকের এই সম্মান যেন তোমাদের আরও অনুপ্রাণিত করে, আরও বড় স্বপ্ন দেখতে শেখায়। তোমাদের প্রতিভা শুধু ব্যক্তিগত গৌরব নয়, আমাদের সমাজ ও দেশকেও আলোকিত করবে।

আমি তোমাদের প্রতি আহ্বান জানাই—

জ্ঞানকে কাজে লাগিয়ে সমাজের উপকারে আসো।

নৈতিকতা ও মানবিকতা জীবনের প্রতিটি পদক্ষেপে ধরে রাখো।

স্বপ্ন দেখো, কিন্তু সেই স্বপ্ন পূরণে কঠোর পরিশ্রম করতে ভুলো না।

তোমরা যারা আজ সংবর্ধিত হচ্ছো, তোমাদের দেখে আগামী দিনের শিক্ষার্থীরাও উৎসাহিত হবে। তোমাদের সাফল্য আমাদের সমাজে একটি ইতিবাচক বার্তা দিচ্ছে—"চেষ্টা করলে কিছুই অসম্ভব নয়।"
শেষে শুধু এটুকুই বলবো—আজ তোমরা যে সম্মান পাচ্ছো, তা যেন তোমাদের আরো দায়িত্বশীল করে তোলে। তোমাদের অর্জন হোক আমাদের এলাকার উন্নয়নের সোপান, আর তোমাদের সাফল্যের গল্প হোক আগামী প্রজন্মের প্রেরণা।

ধন্যবাদ সবাইকে।

 #রক্ত_দিয়ে_কিনবো_মোরা_কোটি_টাকার_হাঁসি😊 #রক্তদাতা_তোমায়_জানাই_শ্রদ্ধা_অনেক_ভালোবাসিস্যালুট_সকল_রক্তদাতাকে🌹Anulia Blood ...
25/08/2025

#রক্ত_দিয়ে_কিনবো_মোরা_কোটি_টাকার_হাঁসি😊
#রক্তদাতা_তোমায়_জানাই_শ্রদ্ধা_অনেক_ভালোবাসি

স্যালুট_সকল_রক্তদাতাকে🌹Anulia Blood Bank - আনুলিয়া ব্লাড ব্যাংক পরিবারের পক্ষ থেকে
🌷 নিঃস্বার্থ ভাবে যারা প্রতিনিয়ত অজানা-অচেনা মানুষের সাথে নতুন করে 'রক্তের বন্ধন' রচনা করছেন, বিপন্ন মানুষকে সুস্থতার পথ দেখাচ্ছেন, সেই সকল মানুষের প্রতি অভিনন্দন🎀
#আলহামদুলিল্লাহ
মানবতার ডাকে সাড়া দিয়ে জরুরী মুহূর্তে রক্তদানে এগিয়ে আসলেন মানবতার একান্ত ফেরিওয়ালা রক্ত যোদ্ধা সংগঠনিকভাবে দায়িত্বশীল সদস্য প্রিয়💞
MD Mohashin💞ভাই স্বেচ্ছায় এক পেশেন্টকে ২০ তম বারের মতন #বি #পজেটিভ লাল ভালোবাসা উপহার দিলেন💞
🌹Anulia Blood Bank - আনুলিয়া ব্লাড ব্যাংক
স্বেচ্ছাসেবী সংগঠন"এর পক্ষ থেকে রক্তদাতা ও রোগীর জন্য অনেক অনেক দোয়া আর শুভ কামনা রইলো। 🌻
#রক্তদানের স্হান:খুলনা মেডিকেল
#তারিক:২২/০৮/২৫
#রেফারেন্স:ডোনার নিজেই

24/08/2025

#আলহামদুলিল্লাহ🌹

সকল প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের।

🏃‍️🏃‍️একঝাঁক স্বপ্নচারী তরুনদের উদ্যোগে দক্ষিণ জনপদের পিছিয়ে পড়া জনগোষ্টীর সেবা করার ব্রত নিয়ে Anulia Blood Bank - আনুলিয়া ব্লাড ব্যাংক (মানবতার জন্য জীবন)
একটি সমাজ কল্যাণ সংগঠনের মাধ্যমে আজ ২৩¶০৮¶২০২৫ ইং তারিখ রোজ :শনিবার স্থান:সরদার মার্কেট আনুলিয়া ব্লাড ব্যাংক প্রদান কার্যালয় প্রাঙ্গণে আনুলিয়া ব্লাড ব্যাংক কর্তৃক আয়োজিত ২০২৫ সালের এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ- ৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থী ও প্রবাসী ২ জন সেরা দাতা সদস্যদের সংবর্ধনা অনুষ্টান, সফলভাবে সম্পূর্ণ হল

💖ধন্যবাদ জ্ঞাপন করছি আজকের অনুষ্ঠানে উপস্থিতি সকল স্বেচ্ছাসেবদেরকে
সকলের প্রতি আন্তরিক অভিনন্দন ও শুভ কামনা রইল
আপনাদের সর্বাত্মক সহযোগিতা সকলের দোয়া ও ভালোবাসা নিয়ে অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে চাই আমরা।

🤲চাই সেবক হয়ে মানুষের পাশে দাঁড়াতে। মহান আল্লাহ আমাদের সকল প্রচেষ্টা কবুল করুন।
ধন্যবাদ সবাইকে।

এক মুমূর্ষু রোগীর প্রানের টানে এগিয়ে আসলো রক্তদানে  #আনুলিয়া  #ব্লাড  #ব্যাংকের এক মহান পুরুষ গর্বিত সদস্য প্রিয় মানবি...
24/08/2025

এক মুমূর্ষু রোগীর প্রানের টানে এগিয়ে আসলো রক্তদানে #আনুলিয়া #ব্লাড #ব্যাংকের এক মহান পুরুষ গর্বিত সদস্য প্রিয় মানবিক
🩸Md Toha Islam🩸
ভাই তুমি পুরুষ 💪তুমি সাহসী,💪তুমি বীর💪তুমি রক্তযোদ্ধা
#তুমি_করেছো_এক_মহান_দান #যে_দানে_বেঁচে_গিয়েছে_একটি_প্রাঁণ।🌺

🌹 #আলহামদুলিল্লাহ🌹

💉স্বেচ্ছায় পেসেন্টকে +পজেটিভ এক ব্যাগ লাল ❤ ভালোবাসা দান করলেন🩸Anulia Blood Bank - আনুলিয়া ব্লাড ব্যাংক #সম্মানিত #সদস্য #প্রিয় 💁👉মোঃ #তরিকুল ইসলাম তুহা ভাই অফুরন্ত ভালোবাসা ও শুভ কামনা রইলো প্রিয় ভাইজানের জন্য🌹✌বেঁচে থাকুক হাজার বছর রক্তদানের মধ্যে দিয়ে নিজের মনুষত্ব 💝সবাই রক্তদাতা ও রোগীর জন্য দোয়া করবেন
#রক্তদানের স্থান:পাইকগাছায়
#তারিখ:২১/০৮/২০২৫
#রেফারেন্স:Faruk Hossain

 #দেহের_একটু_রক্ত_দিলে         #যদি_বাঁচে_একটি_প্রাণ"👬     #ধন্য_তোমার_পিতা_মাতা                  োমার_দান💉🌹💉  #আলহামদুল...
23/08/2025

#দেহের_একটু_রক্ত_দিলে #যদি_বাঁচে_একটি_প্রাণ"👬 #ধন্য_তোমার_পিতা_মাতা োমার_দান💉🌹

💉 #আলহামদুলিল্লাহ🌹

🏃‍🏃‍️মানবতার ডাকে সাড়া দিয়ে মানবতার ফেরিওয়া রক্ত যোদ্ধা প্রিয়💞 #মোজাম💞ভাই ভয়কে জয় করে প্রথম বারের মতন ইমারজেন্সি এক সিজারের রোগীকে + #পজেটিভ ৪৫০ মি:লি: লাল ভালোবাসা উপহার দিলেন💞
🌹অত্র Anulia Blood Bank - আনুলিয়া ব্লাড ব্যাংক এর পক্ষ থেকে মানবতার ফেরিওয়ালা প্রিয় ভাইয়ের প্রতি দোয়া,ভালোবাসা ও শুভ কামনা রইলো💞
💞সবাই রোগী ও রক্তদাতার জন্য দোয়া করবেন💞
#রক্তদানের:-খুলনা মেডিকেল
#তারিক:-২১/০৮/২০২৫
#রেফারেন্স:-MD Mohashin

 #আসসালামু_আলাইকুম এতদ্বারা Anulia Blood Bank - আনুলিয়া ব্লাড ব্যাংক এর পরিবারের সকল স্বেচ্ছাসেবী সদস্যবৃন্দদেরকে জানানো...
22/08/2025

#আসসালামু_আলাইকুম
এতদ্বারা Anulia Blood Bank - আনুলিয়া ব্লাড ব্যাংক এর পরিবারের সকল স্বেচ্ছাসেবী সদস্যবৃন্দদেরকে জানানো যাইতেছে যে আগামীকাল রোজ:শনিবার সকাল ৯.০০ ঘটিকায় #আনুলিয়া ব্লাড ব্যাংক কর্তৃক আয়োজিত ২০২৫ সালের #এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ- ৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থী ও #প্রবাসী ২ জন সেরা দাতা সদস্যদের #সংবর্ধনা_অনুষ্ঠানের #আয়োজন করা হয়েছে উক্ত #অনুষ্ঠানে যে সকল স্বেচ্ছাসেবী ভাই ও বোনেরা এলাকাতে অবস্থান করছেন সেই সকল সদস্যদের কে নিজ নিজ জায়গা থেকে অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য বিনীতভাবে অনুরোধ করছি
#স্থান: উত্তর একসরা সরদার মার্কেট
আনুলিয়া ব্লাড ব্যাংক প্রধান কার্যালয় প্রাঙ্গণে
#অনুরোধক্রমে:
আনুলিয়া ব্লাড ব্যাংক
পরিচালনা পরিষদ

 োক_মানবতার 🥀  োক_হাঁসি_ #বিক্রেতার।এক ব্যাগ রক্ত, একটি নতুন একটি জীবনের গল্প"🩸 #প্রিয়  ভাই.❤-প্রতিদিন ব্লাড মেনেজ করে অ...
22/08/2025

োক_মানবতার 🥀
োক_হাঁসি_
#বিক্রেতার।
এক ব্যাগ রক্ত, একটি নতুন একটি জীবনের গল্প"🩸

#প্রিয়
ভাই.❤-প্রতিদিন ব্লাড মেনেজ করে অচেনা মানুষের মুখে হাঁসি ফোটানো হাঁসি বিক্রেতা আজ নিজেই হাঁসতে হাঁসতে এক পেসেন্ট কে স্বেচ্ছায় +এক ব্যাগ লাল ❤ ভালোবাসা ডোনেট করলেন।
#স্থান:সাতক্ষীরা মেডিকেল
রক্তদান
#তারিখ :১৯/৮/২০২৫
#রেফারেন্স :Mohammad Ripon/Md Hafizul Islam

#আনুলিয়া #ব্লাড #ব্যাংক পরিবারের পক্ষ থেকে প্রিয় ভাইজানের জন্য রইল শুভ কামনা
ধন্যবাদ ভালোবাসা ভাই, এ ভাবে মানুষের পাশে যেন আপনাকে পাই সর্বদা।
(সবাই রোগী ও রক্তদাতার জন্য দোয়া করবেন

Address

আনুলিয়া
Assasuni
৯৪৬০

Alerts

Be the first to know and let us send you an email when Anulia Blood Bank - আনুলিয়া ব্লাড ব্যাংক posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Anulia Blood Bank - আনুলিয়া ব্লাড ব্যাংক:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category