16/05/2023
৷৷ সচেতনতামূলক পোস্ট ।।
দুঃখজনক হলেও সত্যি, দাঁত ও মুখের চিকিৎসা কার কাছে করাবেন এটা নিয়ে সাধারন মানুষ তো বটেই, অনেক উচ্চশিক্ষিত, উচ্চপদস্থ ব্যাক্তিকেও দ্বিধাদ্বন্দে ভুগতে দেখি।
সামান্য কোন জ্বর সর্দি লাগলেই যারা প্রফেসর ছাড়া ডাক্তার দেখান না, ঘন্টার পর ঘন্টা সিরিয়াল দিয়ে দাঁড়িয়ে থাকেন, একটু অবস্থাসম্পন্ন হলে ইন্ডিয়া-সিংগাপুর চলে যান, তাঁরাই আবার দাঁতের কোন সমস্যা হলে দৌড়ান পাশের বাজারের হাবিল ডাক্তার বা কাবিল ডাক্তার এর কাছে অথবা অভিজ্ঞ! ফার্মেসিওয়ালার কাছ থেকে দামী এন্টিবায়োটিক আর ব্যাথার ঔষধ খেয়ে ব্যাথা কমিয়ে নেন। এর ফলে দেখা যায় যে দাঁতটি আগে সাধারণ ফিলিং করিয়ে নিলেই চলত, সেটিই পরবর্তীতে জটিল ও খরুচে কোন চিকিৎসা করানো লাগছে। আম ও গেল, ছালা ও গেল।
কার কাছে যাবেন?
দাঁতের সমস্যা ও চিকিৎসার ব্যাপারে কিছু জিনিস মাথায় রাখা সবার প্রয়োজন। দাঁতের বেশিরভাগ সমস্যায়, দাঁত শিরশির থেকে শুরু করে দাঁত তোলা ও প্রতিস্থাপন করা পর্যন্ত, চিকিৎসা দেয়ার জন্য ন্যুনতম যোগ্যতা বিডিএস। তবে জটিল সমস্যায় সংশ্লিষ্ট বিশেষজ্ঞের কাছে যাওয়া লাগতে পারে কিন্তু তাঁদের কাছে রেফার করবে বিডিএস ডাক্তাররাই।
মনে রাখতে হবে, "বিডিএস"- এই তিনটি অক্ষর না থাকলে নামের পাশে A to Z পুরো Alphabet লাগিয়ে ফেললেও সংশ্লিষ্ট ব্যাক্তিটি একজন কোয়াক বা প্রতারক। এরা চাইনিজদের মত। আপনার যেকোন সমস্যার সমাধান ই তাদের কাছে থাকে অতি স্বল্পমূল্যে। আপনি যে টাকা ই দিবেন তা দিয়েই তারা যেকোন চিকিৎসার নিশ্চয়তা দিয়ে দিবে। এবং মনে রাখবেন আপনি ওখানেই শেষ। এরা এমন কিছু ভয়ংকর ম্যাটেরিয়ালস দিয়ে আপনার দাঁতের (অপ)চিকিৎসা করবে যে সাময়িকভাবে আপনার সমস্যার (প্রধানত ব্যাথার) সমাধান হলেও কয়েকমাস পরেই এধরনের চিকিৎসা থেকে হতে পারে মারাত্মক ইনফেকশন, আলসার, ক্যান্সার সহ মরনঘাতী অসুখ। সবচেয়ে ভয়াবহ ব্যাপার হল এদের চেম্বারে জীবাণুমুক্ত করার কোন ব্যাবস্থা থাকেনা। ফলে আপনি বুঝতেই পারবেননা কিভাবে আপনি নীরবে হেপাটাইটিস বা এইডস এর মত জীবন সংহারী রোগে আক্রান্ত হয়ে গেলেন। এরকম প্রচুর রোগী আমাদের প্রতিদিন ডিল করতে হয়।
আরো একটি বাজে ব্যাপার হলো অতি চিকিৎসা। একজন দাঁতের রোগী সাধারণত তীব্র ব্যাথা নিয়ে চিকিৎসা নিতে যান এবং ওই মুহূর্তে ব্যাথা কমানোর জন্য চিকিৎসক যা বলেন, তাই করেন। আর এ সুযোগে ভন্ড চিকিৎসকরা রোগীকে এটা সেটা বুঝিয়ে বড় অংকের টাকা হাতিয়ে নেয়।
একটি ভালো ডেন্টাল চেম্বার সিলেক্ট করবেন কিভাবে?
কোন চেম্বারে দাঁতের চিকিৎসা নেয়ার পূর্বে অবশ্যই নিশ্চিত হয়ে নিনঃ
- ডাক্তার সাহেব "বিডিএস" পাশ করা কিনা এবং তার "বিএমডিসি" রেজিস্ট্রেশন নম্বর কত।
- ব্যাবহার্য যন্ত্রপাতি সম্পূর্ণ জীবানুমুক্ত কিনা এবং যন্ত্রপাতি কিভাবে জীবাণুমুক্ত করা হয় তা জেনে নিন। অটোক্লেভ ব্যাবহারের ব্যাপারে নিশ্চিত হয়ে নিন।
- লেটেস্ট ট্রিটমেন্ট প্রটোকল, গ্যাজেটস এবং ম্যাটেরিয়ালস ব্যাবহার করা হয় কিনা।
- ডাক্তার সাহেব নিজহাতে চিকিৎসা দেন কিনা।
সবাই সুস্থ্য থাকুন। সুন্দর হাসিতে.।