Nursing Helping Centre

Nursing Helping Centre Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Nursing Helping Centre, Medical and health, Kholahati Nursing Institute, Hasina Nogor , Barunir Bajar, Bodorgoj , Rangpur, Badarganj.

১)আমরা এখানে বিভিন্ন ক্লাস ও শিক্ষা মুলক পোস্ট করি�
২) আপনার নার্সিং ছাত্র, ছাত্রী বন্ধু বান্ধবীদের পেজে ইনভাইড করে দিন।
৩)আপনি যেকোনো সমস্যা সমাধানের জন্য SMS করতে পারেন, সাধ্যমতো সাহায্য করতে চেষ্টা করা হয়।
৪)সমস্যা সমাধানের পর গোপনীয়তা রক্ষা হয়।

কম্প্রেহেনসিভ ও লাইসেন্স পরীক্ষায় পাসকৃত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন সংক্রান্ত নোটিশ।
06/10/2025

কম্প্রেহেনসিভ ও লাইসেন্স পরীক্ষায় পাসকৃত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন সংক্রান্ত নোটিশ।

Position: Nurse (Senior Staff Nurse) – NSU♥️♥️💰 Salary: Tk. 55,000 (Monthly)👥 Vacancy: 22 Positions
06/10/2025

Position: Nurse (Senior Staff Nurse) – NSU♥️♥️
💰 Salary: Tk. 55,000 (Monthly)
👥 Vacancy: 22 Positions

05/10/2025

Totally real

📌BMU Viva Exam Routine - দেখে নিন 👇
05/10/2025

📌BMU Viva Exam Routine - দেখে নিন 👇

04/10/2025

নতুন বেতন স্কেলে নার্সদের স্যালারি শুরু
৩৬,০০০ টাকা থেকে।😊
কথা হচ্ছে বেসরকারি হাসপাতালে ও ক্লিনিক এ
একটা বেতন কাঠামো করা উচিত,কি বলেন?

Types of shock,
03/10/2025

Types of shock,

সতর্কীকরণ পোস্ট।  নিয়ম না মানায় মহামারী আকার ধারণ করেছে স্ক্যাবিস।স্ক্যাবিস হলে পরিবারের সবাই একসাথে চিকিৎসা নিন। ব্যবহা...
03/10/2025

সতর্কীকরণ পোস্ট।

নিয়ম না মানায় মহামারী আকার ধারণ করেছে স্ক্যাবিস।
স্ক্যাবিস হলে পরিবারের সবাই একসাথে চিকিৎসা নিন। ব্যবহারের কাপড় বিছানার চাদর সব ধুয়ে রোদে শুকাতে হবে, প্রতিদিনের কাপড় গুলো ধুয়ে রোদে শুকাতে হবে,সাবান ব্যবহার করা যাবেনা। যদি করতে চান তাহলে এন্টিফাংগাল শ্যাম্পু ইউজ করতে পারেন (Nizoder shampoo
/Dancel plus shampoo)...

আর পারমিথ্রিন ( Lorix plus/Unix C,
/perosa/Scabex) পর পর ৩ দিন চোখ ও ঠোঁট ব্যাতিত পুরো শরীরে লাগিয়ে ১২ ঘন্টা রেখে গোসল করবেন। পরের সপ্তাহে ১ দিন করে আরো ৩ সপ্তাহ ব্যবহার করুন, চুলাকনির জন্য Fexo,Xyril, Alatrol যে কোন এন্টি-হিস্টামিন ব্যাবহার করুন।
কোন ধরনের স্টেরয়েড ক্রিম ব্যবহার করবেন না।

নিকটতম এমবিবিএস ডাক্তারের কাছে যান।

শেয়ার করুন, সেভ করে রাখুন,সচেতন হই,
ফলো করে থাকুন পেইজের সাথে, থাকুন স্বাস্থ্য সচেতন।

-Abdur Rahman
collected

02/10/2025

আমাদের কাজ আর আমাদের বেতন,,,,

👁️ চোখে কৃমি! অবিশ্বাস্য কিন্তু সত্যি কেন হয়?এক ধরনের পরজীবী কৃমি (Filarial worms) চোখে প্রবেশ করলে এ রোগ হয়। সাধারণত Lo...
02/10/2025

👁️ চোখে কৃমি! অবিশ্বাস্য কিন্তু সত্যি

কেন হয়?

এক ধরনের পরজীবী কৃমি (Filarial worms) চোখে প্রবেশ করলে এ রোগ হয়।

সাধারণত Loa loa, Onchocerca volvulus, Brugia species এই কৃমি দায়ী।

কিভাবে হয়?

মশা বা ব্ল্যাকফ্লাই যখন কামড়ায়, তখন তাদের শরীরের পরজীবী মানুষের রক্তে ঢুকে যায়।

এরপর রক্ত বা লিম্ফের মাধ্যমে কৃমি চোখে পৌঁছে যায়।

ফলে চোখে ব্যথা, লালভাব, দৃষ্টি ঝাপসা, এমনকি কৃমি চোখে দৃশ্যমানও হতে পারে।

করণীয়

মশার কামড় এড়ানোই সবচেয়ে বড় প্রতিরোধ – মশারি, রিপেলেন্ট, পরিচ্ছন্নতা বজায় রাখা।

এন্ডেমিক এলাকায় গেলে বাড়তি সতর্কতা।

চোখে অস্বাভাবিক ব্যথা, লালভাব বা ঝাপসা দেখলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হোন।

ডাক্তারি পরামর্শে অ্যান্টি-প্যারাসাইটিক ওষুধ (Ivermectin, Albendazole) সেবন।

প্রয়োজনে সার্জারির মাধ্যমে কৃমি অপসারণ।

মনে রাখুন,চোখে কৃমি হলে দেরি মানেই অন্ধত্বের ঝুঁকি। প্রতিরোধই সবচেয়ে নিরাপদ পথ।
শেয়ার করুন, ফলো করুন, থাকুন স্বাস্থ্য সচেতন সবসময়

Dr-Abdur Rahman
Collected

02/10/2025

✅ নার্সিং ভাইভা প্রশ্ন ১০০

🩺 মৌলিক নার্সিং (Fundamental Nursing)

1. নার্সিং কী?

2. ফ্লোরেন্স নাইটিঙ্গেল কে?

3. নার্সিং এর ৫টি মৌলিক নীতি বল।

4. নার্সিং প্রক্রিয়ার ধাপসমূহ কী কী?

5. ইনফেকশন কন্ট্রোল বলতে কী বোঝ?

6. হ্যান্ড ওয়াশিংয়ের ধাপগুলো বল।

7. স্টেরাইল ও এসেপটিক টেকনিকের মধ্যে পার্থক্য কী?

8. বেডসোর প্রতিরোধের উপায় কী?

9. বেড মেকিং এর ধাপগুলো বল।

10. ভায়টাল সাইনস (Vital signs) কী কী?

💉 মেডিকেল-সার্জিক্যাল নার্সিং

11. শক কী? কত প্রকার?

12. রক্তক্ষরণ (Hemorrhage) কী এবং কত প্রকার?

13. CPR এর পূর্ণরূপ কী? ধাপসমূহ বল।

14. অক্সিজেন থেরাপি কেন দেওয়া হয়?

15. ট্রাকিওস্টমি কেয়ার কিভাবে করবে?

16. IV fluid দেওয়ার সময় কী কী বিষয় খেয়াল রাখতে হবে?

17. রক্ত সঞ্চালনের আগে কোন বিষয়গুলো পরীক্ষা করতে হয়?

18. ইনজেকশনের প্রকারভেদ কী কী?

19. ওরাল মেডিসিন দেওয়ার নিয়ম বল।

20. ক্যানুলেশন করার নিয়ম কী?

👶 প্রসূতি ও স্ত্রীরোগ (Obstetrics & Gynae)

21. গর্ভধারণের লক্ষণ কী কী?

22. গর্ভকাল কতদিন?

23. ANC (Antenatal Care) কী?

24. নরমাল লেবার এর ধাপ কয়টি?

25. পোস্টনাটাল কেয়ার কেন গুরুত্বপূর্ণ?

26. একটোপিক প্রেগন্যান্সি কী?

27. PIH কী?

28. প্রসবের সময় নার্সের ভূমিকা কী?

29. সিজারিয়ান ডেলিভারি কেয়ার কিভাবে করবে?

30. মিসক্যারেজ কী?

🧸 শিশুবিদ্যা (Pediatric Nursing)

31. নবজাতকের ভায়টাল সাইনস কেমন থাকে?

32. নবজাতক রেসাসিটেশন কীভাবে করবে?

33. কলোস্ট্রাম (Colostrum) কী?

34. নবজাতকের কেয়ার কিভাবে করবে?

35. ভ্যাকসিনেশনের Expanded Program on Immunization (EPI) বাংলাদেশে কীভাবে চলে?

36. কাশি, সর্দি শিশুর ক্ষেত্রে কীভাবে নার্স কেয়ার করবে?

37. কৃমি হলে কী চিকিৎসা করা হয়?

38. খিঁচুনি শিশুর ক্ষেত্রে করণীয় কী?

39. ডায়রিয়ার ডেঞ্জার সাইনস কী কী?

40. ORS বানানোর নিয়ম বল।

🏥 কমিউনিটি হেলথ নার্সিং

41. প্রাইমারি হেলথ কেয়ার কী?

42. স্বাস্থ্য শিক্ষা (Health Education) কেন প্রয়োজন?

43. ইমিউনাইজেশনের গুরুত্ব কী?

44. মহামারি ও মহামারীর মধ্যে পার্থক্য কী?

45. স্যানিটেশন কী?

46. ফ্যামিলি প্ল্যানিং মেথড কয়টি?

47. কনডম ব্যবহারের নিয়ম বল।

48. টিউবারকিউলোসিস রোগ প্রতিরোধের উপায় কী?

49. কুষ্ঠ রোগ কী?

50. ম্যালেরিয়া প্রতিরোধের উপায় কী?

💊 ফার্মাকোলজি (Pharmacology)

51. ওষুধ কী?

52. ওষুধের ৫টি Rights কী?

53. এন্টিবায়োটিক কী?

54. পেইন কিলার কোন ওষুধকে বলে?

55. ডোজ ক্যালকুলেশন কেন গুরুত্বপূর্ণ?

56. ইন্ট্রামাসকুলার ইনজেকশনের সাইটগুলো কী কী?

57. ইনসুলিন কীভাবে দেওয়া হয়?

58. এন্টাসিড কী কাজে লাগে?

59. ডিউরেটিকস কোন রোগে ব্যবহার করা হয়?

60. ওষুধ দেওয়ার আগে কী কী পরীক্ষা করতে হয়?

🫀 ফিজিওলজি ও অ্যানাটমি

61. হার্টের চারটি চেম্বারের নাম বল।

62. লিভারের কাজ কী?

63. কিডনির কাজ কী?

64. মস্তিষ্কের প্রধান অংশগুলো কী কী?

65. ফুসফুসের কাজ কী?

66. ব্লাড প্রেসার কী?

67. স্বাভাবিক পালস রেট কত?

68. হিমোগ্লোবিন কী?

69. WBC এর কাজ কী?

70. ব্লাড গ্রুপ কয় প্রকার?

🧑‍⚕️ পেশাগত জ্ঞান (Professional Issues)

71. নার্স-ডাক্তার সম্পর্ক কেমন হওয়া উচিত?

72. রোগীর প্রতি নার্সের দায়িত্ব কী?

73. রোগীর অধিকার (Patient’s rights) কী কী?

74. নার্সিং এথিকস (Ethics) কী?

75. নার্সিং আইন কেন প্রয়োজন?

76. নার্স-রোগী সম্পর্ক কেমন হওয়া উচিত?

77. নার্সিং কেয়ার প্ল্যান (NCP) কী?

78. নার্সিং ডায়াগনোসিস কী?

79. হাসপাতালের ইনফেকশন কন্ট্রোল কমিটি কী কাজ করে?

80. নার্সের গোপনীয়তা রক্ষা কেন জরুরি?

⚕️ অন্যান্য গুরুত্বপূর্ণ প্রশ্ন

81. হাইপোগ্লাইসেমিয়া কী?

82. ডায়াবেটিসের লক্ষণ কী কী?

83. হাইপারটেনশন কী?

84. অ্যাজমা কী?

85. টিউবারকিউলোসিস রোগের চিকিৎসা কতদিন চলে?

86. ক্যান্সার কী?

87. এনিমিয়া কী এবং লক্ষণ কী কী?

88. স্ট্রোক রোগীর কেয়ার কিভাবে করবে?

89. ডায়রিয়া হলে করণীয় কী?

90. ফুড পয়জনিং হলে কী হয়?

91. বডি টেম্পারেচার নেয়ার ৪টি সাইট কী কী?

92. IV drip rate কিভাবে ক্যালকুলেট করে?

93. ORS এর পূর্ণরূপ কী?

94. BMI কীভাবে ক্যালকুলেট করে?

95. অপারেশনের আগে রোগী প্রস্তুতির ধাপ কী কী?

96. স্টেরাইল ইনস্ট্রুমেন্ট সংরক্ষণ কিভাবে করে?

97. এপিলেপসি রোগীর কেয়ার কিভাবে করবে?

98. ডিপ্রেশন হলে নার্স কিভাবে সাপোর্ট দেবে?

99. ICU কী?

100. নার্সিং পেশার সবচেয়ে বড় চ্যালেঞ্জ কী?

Address

Kholahati Nursing Institute, Hasina Nogor , Barunir Bajar, Bodorgoj , Rangpur
Badarganj
5250

Telephone

+8801618505740

Website

https://www.facebook.com/profile.php?id=61557699642967

Alerts

Be the first to know and let us send you an email when Nursing Helping Centre posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Nursing Helping Centre:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram