ডাঃ মোখলেছার ডায়াগনস্টিক, বদরগঞ্জ

  • Home
  • Bangladesh
  • Badarganj
  • ডাঃ মোখলেছার ডায়াগনস্টিক, বদরগঞ্জ

ডাঃ মোখলেছার ডায়াগনস্টিক, বদরগঞ্জ স্বল্প খরচে নির্ভুল চিকিৎসা সেবা💝

প্রতি শুক্রবার চিকিৎসা পরামর্শ দিচ্ছেন, আমাদের প্রিয় শহর বদরগঞ্জে।🥰
28/11/2024

প্রতি শুক্রবার চিকিৎসা পরামর্শ দিচ্ছেন,
আমাদের প্রিয় শহর বদরগঞ্জে।🥰

খুব অভিজ্ঞতা সম্পন্ন ডাক্তার।
28/10/2024

খুব অভিজ্ঞতা সম্পন্ন ডাক্তার।

09/10/2024

শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা
---------------------------------------
প্রিয় শহর বদরগঞ্জের সকল সনাতন ধর্মাবলম্বী ভাই-বোনদের জানাই শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা। সাম্প্রদায়িক-সম্প্রীতির এই দেশে সকল সনাতন ধর্মাবলম্বীরা নির্বিঘ্নে উদযাপন করুক তাঁদের সকল ধর্মীয় অনুষ্ঠান। আমাদের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধন আরও সুদৃঢ় হোক, এই কামনা করি।

সবাইকে শারদীয় শুভেচ্ছা।

আগামী শুক্রবার রোগী দেখবেন আমাদের সম্মানিত ডাক্তারগণ।নবজাতক শিশু কিশোর রোগ বিশেষজ্ঞ 👨‍⚕️ডা: রফিকুল ইসলাম এবং রংপুরের নাম...
11/09/2024

আগামী শুক্রবার রোগী দেখবেন আমাদের সম্মানিত ডাক্তারগণ।
নবজাতক শিশু কিশোর রোগ বিশেষজ্ঞ
👨‍⚕️ডা: রফিকুল ইসলাম
এবং
রংপুরের নামকরা গাইনী বিশেষজ্ঞ ও সার্জন
👩‍⚕️ডা: শাহিন আরা বেগম
সিরিয়ালের জন্য: 01717600463

প্রতি শুক্রবার দুপুর ৩টা- সন্ধ্যা ৭টা পর্যন্ত রোগী দেখছেনঃগাইনী বিশেষজ্ঞ ও সার্জনডাঃ শাহীন আরা বেগম, এমবিবিএস, বিসিএস, এ...
06/07/2024

প্রতি শুক্রবার দুপুর ৩টা- সন্ধ্যা ৭টা পর্যন্ত রোগী দেখছেনঃ

গাইনী বিশেষজ্ঞ ও সার্জন
ডাঃ শাহীন আরা বেগম, এমবিবিএস, বিসিএস, এম এস- গাইনী এন্ড অবস,
পিজি হাসপাতাল ঢাকা, আবাসিক সার্জন, রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল।
রোগী দেখেনঃ প্রতি শুক্রবার দুপুর ৩টা হতে সন্ধ্যা ৭ টা পর্যন্ত।

বিস্তারিত জানতেঃ +8801717600463
চেম্বারঃ ডাঃ মোখলেছার ডায়াগনস্টিক, রহমান ফার্মেসী সংলগ্ন, শহীদ মিনারের সামনে, বদরগঞ্জ।

আসসালামু আলাইকুম, 📣📣📣একটি হারানো বিজ্ঞপ্তি📣📣📣গত বুধবার(১০/৪/২৪) দুপুর ১২টার দিকে বাসা থেকে বাইর হয়ে গেছে।নাম : জয়গুন বেগ...
14/04/2024

আসসালামু আলাইকুম,
📣📣📣একটি হারানো বিজ্ঞপ্তি📣📣📣
গত বুধবার(১০/৪/২৪) দুপুর ১২টার দিকে
বাসা থেকে বাইর হয়ে গেছে।

নাম : জয়গুন বেগম
বয়স: ৪০-৪৫বছর
ইনি মানসিক ভারসাম্যহীন, মাঝে মাঝে বাসা থেকে বাইর হয়ে যায়, নিকটস্থ আত্মীয়র বাসায় যায় আবার চলে আসে। কিন্তু গত বুধবার বাসা থেকে বের হয়ে এখনো ফিরে আসেনি।
আপনারা যদি কেউ উনাকে দেখে থাকেন তাহলে নিচের ঠিকানায় যোগাযোগ করার অনুরোধ রইলো।
👉ঠিকানা: ডা: মোখলেছার ডায়াগনস্টিক, শহীদ মিনারের পার্শ্বে, বদরগঞ্জ।
01717600463
01870-501000

তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। অর্থ: আল্লাহ আমাদের ও আপনাদের পক্ষ থেকে (যাবতীয় ভালো কাজ) কবুল করুন।
10/04/2024

তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম।
অর্থ: আল্লাহ আমাদের ও আপনাদের পক্ষ থেকে (যাবতীয় ভালো কাজ) কবুল করুন।

এখন নিয়মিত চিকিৎসা সেবা দিচ্ছেন ডাঃ মোখলেছার ডায়াগনস্টিক সেন্টারে ---আলহামদুলিল্লাহ।⏲️বৃহঃস্পতিবার বিকেল ৪ টা হতেগাইনী ও...
06/03/2024

এখন নিয়মিত চিকিৎসা সেবা দিচ্ছেন ডাঃ মোখলেছার ডায়াগনস্টিক সেন্টারে ---আলহামদুলিল্লাহ।

⏲️বৃহঃস্পতিবার বিকেল ৪ টা হতে
গাইনী ও গর্ভবতী বিশেষজ্ঞ, ঢাকা মেডিকেলের উচ্চতর ডিগ্রীধারী
👩‍⚕️ডাঃ মরিয়ম বেগম
এমবিবিএস, এমএস- গাইনী
বংগবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়, পিজি হাসপাতাল।
পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি ইন ইনফার্টিলিটি।
কন্সালটেন্ট - গাইনী বিভাগ

অ্যাপয়েন্টমেন্টের জন্য কল করুনঃ ০১৭৯৬৮৬২২০৭, ০১৭১৭৬০০৪৬৩

সম্রাট আওরঙ্গজেব ৪৯ বছর ধরে ভারত শাসন করেছেন। তাঁর সাম্রাজ্যের আয়তন ছিল ৪০ লক্ষ বর্গ কিলোমিটার। বলতে গেলে, ভারতবর্ষের প্...
26/02/2024

সম্রাট আওরঙ্গজেব ৪৯ বছর ধরে ভারত শাসন করেছেন। তাঁর সাম্রাজ্যের আয়তন ছিল ৪০ লক্ষ বর্গ কিলোমিটার। বলতে গেলে, ভারতবর্ষের প্রায় সম্পূর্ণ এলাকা ছিল তার রাজ্যের অন্তর্ভূক্ত। প্রজার সংখ্যা ছিল ১৫ কোটি ৮০ লক্ষ।

আওরঙ্গজেব বছরে রাজস্ব আদায় করতেন ৪৫০ মিলিয়ন ইউ এস ডলার। ঐ সময়ে ফ্রান্সের সম্রাট ছিলেন চতুর্দশ লুই। লুই এর চেয়ে আওরঙ্গজেব এর রাজ্যে দশগুণ বেশি রাজস্ব আদায় হত। তাঁর অধীনে ভারতবর্ষের অর্থনীতি ছিল পৃথিবীর সবচেয়ে বড় অর্থনীতি। ১৭০০ সালে তিনি ভারতবর্ষের অর্থনীতিকে ৯০ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করেন। ভারতবর্ষের জিডিপি ছিল পুরো পৃথিবীর জিডিপির চার ভাগের এক ভাগ।

১৭০৭ সালে বিশ্বের সবচেয়ে ধনী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান আওরঙ্গজেব ৮৮ বছর বয়সে নিজের সম্পত্তির একটা উইল তৈরী করলেন। মৃত্যুর পরে উইলে দেখা গেল- তাঁর কাছে ১৪ রুপি আর নিজ হাতে বোনা কিছু টুপি আছে। এগুলো বিক্রি করে তাঁর জানাযা আর দাফনে খরচ করতে বলেছেন। আর সারাজীবন কুরআন শরীফ নকল করে ৩০০ রূপি জমিয়েছেন - এই টাকাগুলো গরীবদের মাঝে দান করে দিতে বলেছেন।

দরবার আর রাজকোষে খোঁজ নিয়ে দেখা গেল- উইলের বাইরে সম্রাটের কোথাও কোনো সম্পদ নেই।

প্রতি মঙ্গলবার রংপুর মেডিকেলের বিশেষজ্ঞ ডাক্তাগণ চিকিৎসা দিচ্ছেন।👩‍⚕️গাইনী: ডাঃ শাহীন আরা👨‍⚕️মেডিসিনঃ ডাঃ সাইফুর রহমান 👨...
25/02/2024

প্রতি মঙ্গলবার রংপুর মেডিকেলের বিশেষজ্ঞ ডাক্তাগণ চিকিৎসা দিচ্ছেন।
👩‍⚕️গাইনী: ডাঃ শাহীন আরা
👨‍⚕️মেডিসিনঃ ডাঃ সাইফুর রহমান
👨‍⚕️নাক-কান-গলাঃ ডাঃ মুসা
👨‍⚕️নবজাতক, শিশুঃ ডাঃ রফিকুল ইসলাম।

আপনাদের প্রিয় শহর বদরগঞ্জেই।
সিরিয়ালের জন্য : 01717600463

11/02/2024

Address

শহীদ মিনারের পাশে, বদরগঞ্জ, রংপুর।
Badarganj
5430

Opening Hours

Monday 09:00 - 20:00
Tuesday 09:00 - 20:00
Wednesday 09:00 - 20:00
Thursday 09:00 - 20:00
Friday 09:00 - 20:00
Saturday 09:00 - 20:00
Sunday 09:00 - 20:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when ডাঃ মোখলেছার ডায়াগনস্টিক, বদরগঞ্জ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram