Asik Drug House

Asik Drug House এখানে সকল প্রকার দেশি বিদেশী ঔষুধ খুচরা ও পাইকারী পাওয়া যায়।ইনসুলিন ও বিভিন্ন ভ্যাকসিনও পাওয়া যায়

এখানে যাবতীয় ঔষধ,ইনসুলিন এবং ভ্যাক্সিন খুচরা এবং পাইকারী দামে বিক্রয় করা হয়

ল্যাম্বোরগিনি কিনার পর একজন টিকটকার তার ভিডিওতে এসে বললো “ল্যাম্বোরগিনি কিনতে হ্যাডম লাগে”।আমি আশ্চর্য হলাম। সে “হ্যাডম”...
30/07/2025

ল্যাম্বোরগিনি কিনার পর একজন টিকটকার তার ভিডিওতে এসে বললো “ল্যাম্বোরগিনি কিনতে হ্যাডম লাগে”।

আমি আশ্চর্য হলাম। সে “হ্যাডম” শব্দটা দিয়ে মূলত কোন জিনিসটা বুঝাতে চেয়েছে? যোগ্যতা?

হাস্যকর। চরম হাস্যকর। আজকাল একজন টিকটকার এসে আপনাকে আমাকে যোগ্যতার জ্ঞান দিচ্ছে। আবার তার স্বার্থকতার দৃশ্য দেখে অনেকে আবেগের বশে বলেই বসছে “ইশশশ যদি পড়াশুনা না করে টিকটকটা করতাম”।

কি অবাক করা বিষয়! নির্ঘাত রম্যক।

প্রকৃত যোগ্যতা কারে বলে জানেন? তাহলে আসেন একটা গল্প শুনেন।

রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে একটা চমৎকার ব্যাপার ঘটছে।

পা থেকে একটা ফিবুলা (পায়ের একটি হাড়) নিয়ে ৬ টা টুকরা করে স্ক্রু লাগিয়ে একটা ম্যান্ডিবল (মুখের নিচের চোয়াল) বানিয়ে দিয়েছেন একজন OMS সার্জন।

হ্যা...এটা একজন ডেন্টাল সার্জনের হাতে করা সার্জারি। এখন আপনি ভাবতে পারেন,,হয়তো পৃথিবীর অনেক উন্নত কোনো দেশে যেখানে চিকিৎসা ব্যবস্থা অনেক উন্নত সেখানে এই সার্জারি করা হয়েছে।

কিন্তু না,,,,মুখের চোয়াল হারিয়ে ফেলা এই মানুষটিকে এভাবে তার চোয়াল ফিরিয়ে দিয়ার সার্জারি হয়েছে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে যার নেতৃত্ব দিয়েছেন ডেন্টাল ইউনিটের প্রিয় শিক্ষক Dr.Nitish Krishna Das স্যার এবং তার টিম।❤️

This is called Talent.

This called Aura.

This is called “হ্যাডম”! ❤️

27/07/2025
বর্তমানে একটা ভয়াবহ ভাইরাস জ্বরের প্রকোপ চলছে। তীব্র জ্বর আসবে। ১০৩°/১০৪° এর মতো উঠে যাবে। সাথে শরীরের বিভিন্ন জায়গায় তী...
21/07/2025

বর্তমানে একটা ভয়াবহ ভাইরাস জ্বরের প্রকোপ চলছে। তীব্র জ্বর আসবে। ১০৩°/১০৪° এর মতো উঠে যাবে। সাথে শরীরের বিভিন্ন জায়গায় তীব্র ব্যথা হবে। আর ভয়াবহ রকমের দূর্বলতা থাকবে। প্রেসার লো করবে।
ব্লাড টেস্ট করালে দেখা যায় এটা ডেংগু ও না, চিকনগুনিয়া ও না। কিন্তু ভয়াবহ এক জ্বর। হসপিটালাইজড ও হওয়া লাগতে পারে। আর জ্বর সেরে গেলেও শরীরের ব্যথা সহজে সারে না।
সকলে সাবধানে থাকুন। সুস্থ থাকুন।

এই হলো ফালতু ডাক্তারদের অবস্থা, আপনার কি মনে হয় এরা ইংরেজি লিখতে পারেনা?বাস্তবে এদের আচরণটাই এমন, এভাবে কেনো প্রেসক্রিপশ...
29/06/2025

এই হলো ফালতু ডাক্তারদের অবস্থা, আপনার কি মনে হয় এরা ইংরেজি লিখতে পারেনা?
বাস্তবে এদের আচরণটাই এমন, এভাবে কেনো প্রেসক্রিপশন লিখতে হবে?

📌📌📌 ৭-৮ মাসের বাচ্চার ফুড চার্ট  📌📌📌👉 সকাল ৯ টা :আপেল পিউরি/ গাজর পিউরি/ মিষ্টি আলুর পিউরি/ কুমড়োর পিউরি/ কলার পিউরি👉 ব...
15/06/2025

📌📌📌 ৭-৮ মাসের বাচ্চার ফুড চার্ট 📌📌📌

👉 সকাল ৯ টা :
আপেল পিউরি/ গাজর পিউরি/ মিষ্টি আলুর পিউরি/ কুমড়োর পিউরি/ কলার পিউরি

👉 বেলা ১২ টা :
মুগ ডালের খিচুড়ি/ গাজর খিচুড়ি/ টমেটো খিচুড়ি/ ঘি ও সাদা ভাত/ পালং শাকের খিচুড়ি/ হরেক সবজির খিচুড়ি

👉 সন্ধ্যা ৬ টা :
বার্লির জাউ/ ওটসের উপমা/ রাগীর জাউ/ সুজির উপমা/ ওটসের ক্ষীর।

👉 রাত ৮ টা :
ভাত/ খিঁচুড়ি/ মাছ/ মাংস/ সবজি/ ডাল।

🔷 ৬ মাসের বাচ্চা যা খেতে পারে, ৭ মাসের বাচ্চাও সেটা খেতে পারবে। এক্ষেত্রে বাড়বে শুধু পরিমাণ বা খাবার সময়। এই রেসিপিগুলো ঘুরিয়ে ফিরিয়ে খাওয়ান। তাতে ওর মুখের স্বাদ বজায় থাকবে।

📌 প্রতিদিন রেসিপি ও টিপস পেতে পেইজটি ফলো দিয়ে রাখতে পারেন Manha Food Mart

চিকিৎসা সংক্রান্ত তথ্য, ক্যানোলা রঙ এবং তাদের ব্যবহার।আপনি কি জানেন ক্যানুলা বিভিন্ন রঙে আসে এবং প্রতিটি রঙের একটি নির্দ...
09/06/2025

চিকিৎসা সংক্রান্ত তথ্য, ক্যানোলা রঙ এবং তাদের ব্যবহার।

আপনি কি জানেন ক্যানুলা বিভিন্ন রঙে আসে এবং প্রতিটি রঙের একটি নির্দিষ্ট ব্যবহার আছে?

এখানে আমরা প্রতিটি রঙ মানে কি এবং কোথায় ব্যবহার করা হয় তা ব্যাখ্যা করছি

১. হলুদ রং।

এটি শিশু এবং শিশুদের জন্য ব্যবহার করা হয়, কারণ এটি ছোট এবং ছোট শিরা উপর প্রয়োগ করা হয়

২। নীল হল রঙ

বয়স্ক বা দুর্বল শিরা দের জন্য এটি ব্যবহার করা হয়, এবং এর মাধ্যমে ক্রমেই সমাধান দেওয়া হয়।

৩। গোলাপি রং

সবচেয়ে সাধারণত ব্যবহৃত রঙ, সাধারণ রোগীদের জন্য উপযুক্ত, এবং অ-জরুরি রক্ত ট্রান্সফিউশনের ক্ষেত্রে পছন্দ করা হয়।

৪. সবুজ হল রঙ

অপারেশনের সময় ব্যবহার করা হয়, কারণ এটা দ্রুত ঔষধ ও রক্ত দিতে পারে।

৫। ধুসর (অ্যাশ মত) রঙ

রোগীদের জন্য ব্যবহার করা হয় যাদের অবিলম্বে রক্তের প্রয়োজন, যেমন আহত বা দুর্ঘটনাবশত রোগীদের।

৬. লাল হল রঙ

এটা সেন্ট্রাল ভেনাস ক্যাথেটারের জন্য নির্দিষ্ট।

এটি পুরু এবং গভীর শিরা মধ্যে প্রতিস্থাপন করা হয়, এবং প্রায়ই তালুর পিছনে প্রয়োগ করা হয়

গুরুত্বপূর্ণ একটা কথা।

রঙ যত গাঢ়, ক্যানোলা ব্যাস তত বেশি এবং এভাবে সমাধান বা রক্ত দ্রুত দেওয়া যায়।

এটা মনে রাখবেন।

রোগীর অবস্থা অনুযায়ী সঠিক রঙ নির্বাচন করা উচিত।

02/06/2025

স্ক্যাবিস / চুলকানি কেন ভালো হচ্ছে না?

Ciprofloxacin এবং Zinc- এক  সাথে Drug Drug Interaction হয়।Ciprofloxacin এবং Zinc-এর Interaction বিস্তারিত:১. ইন্টারঅ্যাক...
29/04/2025

Ciprofloxacin এবং Zinc- এক সাথে Drug Drug Interaction হয়।

Ciprofloxacin এবং Zinc-এর Interaction বিস্তারিত:

১. ইন্টারঅ্যাকশন হওয়ার কারণ:
Ciprofloxacin যখন Zinc-এর সাথে একসাথে খাওয়া হয়, তখন দুটো মিলে চেলেট (Chelate) তৈরি করে। মানে Ciprofloxacin এবং Zinc পরস্পরের সাথে বাঁধনে যুক্ত হয়। এর ফলে Ciprofloxacin শরীরে ঠিকমতো শোষিত (absorb) হতে পারে না।
২. এর পরিণাম কী:
যেহেতু Ciprofloxacin ঠিকভাবে রক্তে পৌঁছাতে পারে না, তাই তার জীবাণু ধ্বংসের কার্যকারিতা (antibacterial efficacy) কমে যায়। ফলে সংক্রমণ ভালো না হওয়ার ঝুঁকি তৈরি হয়।

৩. সমস্যা কী হতে পারে:
ইনফেকশন দীর্ঘস্থায়ী হতে পারে।
ওষুধ কাজ না করতে পারে।
জীবাণু রেজিস্ট্যান্ট (Resistant) হয়ে উঠতে পারে।
৪. চিকিৎসা বা ব্যবস্থাপনার পরামর্শ:
Ciprofloxacin এবং Zinc একসাথে খাওয়া যাবে না।
Ciprofloxacin খাওয়ার অন্তত ২ ঘণ্টা আগে বা ২ ঘণ্টা পরে Zinc সাপ্লিমেন্ট বা Zinc যুক্ত খাবার খেতে হবে।
যদি Zinc খাওয়া জরুরি হয়, তবে এই সময়ের ব্যবধান অবশ্যই মেনে চলতে হবে।
প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
৫. অতিরিক্ত গুরুত্বপূর্ণ বিষয়:
Ciprofloxacin শুধু Zinc নয়, আরও কিছু মিনারেল যেমন আয়রন (Iron), ক্যালসিয়াম (Calcium), ম্যাগনেসিয়াম (Magnesium)-এর সাথেও একইভাবে চেলেশন করে এবং শোষণ কমে যায়। তাই এগুলো থেকেও দূরত্ব বজায় রাখতে হয়।

"ঔষধের" নামে বিষ! আমরা যখন গিনিপিগ! "ছয়মাস আগে প্রিয়াঙ্কা নামে দুই আড়াই বছরের ফুটফুটে একটা বাচ্চা মেয়েকে আমার কাছে নিয়ে ...
23/04/2025

"ঔষধের" নামে বিষ! আমরা যখন গিনিপিগ!

"ছয়মাস আগে প্রিয়াঙ্কা নামে দুই আড়াই বছরের ফুটফুটে একটা বাচ্চা মেয়েকে আমার কাছে নিয়ে আসে।বাচ্চার পিতা মাতার অভিযোগ,একমাস হচ্ছে ছোট্ট মেয়েটার ব্রেস্ট বড় হয়ে যাচ্ছে। আসলে সত্যি। বাচ্চাটার ব্রেস্ট বড় হয়ে যাচ্ছে।চিকিৎসা বিজ্ঞানে এটাকে বলে Gynecomastia.
আমি বাচ্চাটার হিস্ট্রি নেওয়ার চেষ্টা করি।বাচ্চা কিছু খেতে চায়না।এই কারণে মাস দুয়েক আগে শহরের এক বড় চিকিৎসক দেখিয়েছেন। চিকিৎসক ঔষধ দিয়েছেন।এখন বাচ্চা খাবার খায়।কিন্তু বাচ্চার অন্য সমস্যাটি ই দেখা যাচ্ছে।আমি ডাক্তারবাবুর প্রেসক্রিপশনটা দেখি।মেডিসিনে, সিরাপ মেজেস্টল লিখা।এক চামচ করে তিনবার।বাচ্চার পেরেন্টস'কে জিজ্ঞেস করি "এই সিরাপটা কয়টা খাওয়াইছেন? পিতা বলল,তিন চারটে হবে,এখনো চলছে।আমি সিরাপটা "না খাওয়ানোর" জন্য অনুরোধ করি।কয়েকটি হরমোনাল পরীক্ষা দেয়।বাচ্চার মেয়েলি হরমোন বেড়ে গিয়েছে।

একবছর ধরে ইয়াং ছেলেদের মধ্যে বিয়ের আগে ডাক্তার দেখানোর একটা প্রচলন দেখা যায়।প্রায় ইয়াং ছেলেগুলো আসে একটাই প্রবলেম নিয়ে,"তাদের জৈবিক চাহিদা কমে গেছে"।কাম উত্তেজনা হয়না বললেই চলে।অনেকের আবার দ্রুতপতন,স্থায়িত্ব কম,( Erectile dysfunction, premature ej*******on) ইত্যাদি রোগও দেখা যায়।আমি তাদের হিস্ট্রি জানার চেষ্টা করি।এই সব স্মার্ট, সুদর্শন,ছেলে গুলো এপেটিজ সিরাপ অথবা মেজেস্টল সিরাপ চিকিৎসকের পরামর্শে অথবা বিনাপরামর্শে স্বাস্থ্যবান হওয়ার জন্য দীর্ঘদিন সেবন করছে।তাই আজ তাদের এই অবস্থা।

চলুন,এই নীরব ঘাতক মেজেস্টল ও এপেটিজ সিরাপ সম্পর্কে সংক্ষেপে জেনে আসি...

"সিরাপ দুটোর জেনেরিক নাম মেজেস্ট্রল এসিটেট।এটা একধরনের হাইড্রক্সিপ্রজেস্টেরন হরমোন।স্টেরয়েড জাতীয়।এটা ব্রেস্ট ক্যান্সারে নির্দেশিত তবে কিছুক্ষেত্রে এইডস রিলেটেড কিংবা কেমোথেরাপি রিলেটেড ক্ষুধামন্দায় নির্দেশিত।"

কিন্তু চিকিৎসক, কোম্পানির,মেডিকেল রিপ্রেজেনটেটিভদের কথায় বিশ্বাস রেখে যে কোন ধরনের ক্ষুধামন্দায়,ভিটামিন হিসেবে যেকোন বয়সী মানুষকে দিয়ে দিচ্ছে।যদিও মেডিসিনটি ৬৫ বছরের উর্ধ্বে বয়স্কদের জন্য এবং ১২ বছরে নিচে
কোন ভাবেই ব্যবহার করার যাবেনা।

কিন্তু চিকিৎসকগন এসব না ভেবে, যাচ্ছেতাই ভাবে রোগিদেরকে ভিটামিন হিসেবে যেকোন ক্ষুধামন্দায় দিয়ে দিচ্ছে।"এই সিরাপ খেলে মোটা হয়" কথাটি একজন থেকে আরেকজন শুনে শুনে, মানুষ, "মারাত্মক" এই ঔষধটি খাচ্ছে।ফলে ঔষধের সাইডইফেক্ট ও মিসইউজ এর শিকার হচ্ছে।

যেসব সাইড ইফেক্ট হয়,
যেহেতু ঔষধটি হাইড্রক্সি প্রজেস্টোরন (একধরনের মেয়েলি হরমোন)তাই এই ঔষধ ব্যবহারে ৪৫ বছরের কম বয়সী মেয়েদের মেন্স সার্কেল অনিয়মিত হয়ে যায়।
দীর্ঘদিন মেন্স(ঋতু) না হওয়ায় জরায়ুতে Endometriosis হতে পারে।
এলবুমিনুরিয়া, লিউকোরিয়াও হতে পারে।

সবচেয়ে বেশি ক্ষতি হয় ছেলেদের।তাদের সেক্সুয়াল আসক্তি কমে যায়।উত্থান হয়না।দ্রুত আউট হয়ে যায়।এটা মেয়েলি হরমোন হওয়ার কারণে,অনেক ছেলেদের মেয়েলি স্বভাব চলে আসতে পারে,কন্ঠ মেয়েলি মেয়েলি হয়ে যেতে পারে,স্তন বড় হয়ে যেতে পারে,এমনকি! ইম্পোটেন্স impotence (বন্ধা) হয়ে যাওয়ার সম্ভাবনাও থাকে।

তাছাড়া মাথায় টাক হতে পারে,আবার চামড়া সাদা সাদা (আংশিক শ্বেতী) হতে পারে,চর্মরোগও হতে পারে,

আর যদি ঔষধ খাওয়া ছেড়ে দেওয়া হয়,
পূর্বের ন্যায় আবারও ক্ষুধামন্দা দেখা দেয়।যেটুকু স্বাস্থ্যবান হয়েছিল তার চেয়ে বেশি ওজন কমে যায়,শরীরের ভেতর জ্বর লেগেই থাকে,কলিজা কাপা বেশি হতে পারে(Tachycardia)

কলিজা ধুপধাপ করে, চোখ মুখ অন্ধকার হয়ে, নিশ্বাস স্লো হয়ে যেতে পারে।মনে হবে এই বুঝি প্রাণ বের হয়ে যাবে,অন্যরকম চটপটানি হবে,(Panic disorder)..
দিনে অনেকবার এই রকম চটপটানি হবে।

চিকিৎসকরা রোগ নির্ণয়ে বার বার ব্যর্থ হবেন।
এটাই "মেজেসট্রল এসিটেট" সাইডইফেক্ট। ঠিক স্টেরয়েড খাওয়ার মতন। ছেলেদের ক্ষেত্রে তার চেয়ে অনেক বেশি।

এই ঔষধ, মেজেস্টল নামে জিসকা ফার্মার,এপেটিজ নামে এরিস্টোফার্মার,মেজেস্ট নামে বিকন ফার্মার,মেস্ট্রল নামে ড্রাগ ইন্টারন্যাশনাল, মেজোক্সিয়া নামে এভারেস্ট ফার্মার পাওয়া যায়।

মনে রাখবেন,এটা ক্ষুধাবৃদ্ধির ভিটামিন নই।এই মেডিসিন এড়িয়ে চলুন।নিজে সচেতন হউন।অন্যকে সচেতন করুন।

🚩কোন রোগীকে কি স্যলাইন দিতে হবে, সহজ আলোচনা🌱 অসংখ্য রোগী তারল্য সংকট নিয়ে চিকিৎসার জন্য হাসপাতালে আসেন। সেই সংকট সমাধানে...
25/03/2025

🚩কোন রোগীকে কি স্যলাইন দিতে হবে, সহজ আলোচনা

🌱 অসংখ্য রোগী তারল্য সংকট নিয়ে চিকিৎসার জন্য হাসপাতালে আসেন। সেই সংকট সমাধানে তাদের শরীরে দিতে হয় বিভিন্ন প্রকার তরল! যেসব তরলের সাথে আমরা খুব বেশি পরিচিত সেগুলো হল - Hartsol, 5%DNS, 5%DA, 0.9%NS. দেখি একটু চিন্তা করে কোনটা কোথায় দেওয়া যায়! 🤔

🌹 মাত্র একটা লাইন যদি মনে রাখি তাহলেই পুরো টপিকসের অনেকটা পড়া হয়ে যাবে। অধিকাংশ ক্ষেত্রে রোগীর যে ফ্লুইড প্রয়োজন হয় সেটা isotonic fluid. আর Hartsol, 5%DNS, 0.9%NS যা সবই isotonic fluid. এদের মধ্যে plasma'র কাছাকাছি কোয়ালিটির ফ্লুইড হল Hartsol. কিন্তু 5%DA হল hypotonic, অন্য কিছু হাতের কাছে না থাকলে এটাই তখন শেষ ভরসা।
(একটা বিষয় নিয়ে কনফিউশন হতে পারে, আর সেটা হল 5%DNS শরীরে ঢোকার আগে hypertonic, আর ঢোকার পর isotonic. আর 5%DA ঢোকার আগে isotonic, আর ঢোকার পর hypotonic. এখানে পরবর্তী অবস্থা বুঝানো হইছে!)

🌴 এবার দেখবো বিভিন্ন প্রকার সমস্যা ও তার সম্ভাব্য সমাধান !

🍂 More than 15% Deep burn
🍃 burn এ plasma লস হয়। আর plasma এর কাছাকাছি কোয়ালিটির isotonic fluid হল Hartsol. না থাকলে 5%DNS > না থাকলে 0.9%NS > না থাকলে 5%DA

🍂 Fracture femur with severe anaemia
🍃 এখানেও সহজ চিন্তা। blood দরকার, কিন্তু নাই। এর কাছাকাছি ফ্লুইড Hartsol, তাই এটাই দিবেন। না থাকলে 5%DNS > না থাকলে NS > না থাকলে 5%DA

🍂 Head injury
🍃 এখানেও blood লস। দু রকম লস হতে পারে, এক- from body to outside, দুই- blood blood vessel to extravascular space. অর্থাৎ এ অবস্থায় blood খুব বেশি লস হয়ে রোগী শকে গেলে blood ই দিতে হবে। আর সেটা না পেলে blood এর মত যেকোন ফ্লুইড, অর্থাৎ কোন isotonic fluid. এখানে 5% DA বাদে বাকি সবই isotonic, তাই এটা বাদে বাকি যে কোনটাই দেওয়া যাবে। 5%DA হল hypotonic কারণ tone বাড়ানোর 0.9%NaCl এখানে নাই। আর এ কারণে 5%DA দিলে সেটা শুধু blood vessel এই থাকবে না, vessel থেকে বের হয়ে brain cell এ ঢুকবে, ফলে হবে cerebral oedema যা head injury হওয়ার ফলে সৃষ্টি হওয়া ICP কে আরো বাড়াবে, আর injured brain cell এ perfusion বাধাগ্রস্ত করবে। তাই head injury তে shock এর ট্রিটমেন্ট এর জন্য যেকোন isotonic fluid যেমন Hartsol, 5%DNS, 0.9%NS যে কোনটাই দেওয়া যাবে;।

"SMC: Taste Me Bangladesh "Asad Company: ভাই একটু সাইড দেন… আমরা আনছি – “Taste Ne” !মানে কী??ভাই, Taste তো হলো…Ne আবার ক...
25/03/2025

"SMC: Taste Me Bangladesh "
Asad Company: ভাই একটু সাইড দেন… আমরা আনছি – “Taste Ne” !

মানে কী??
ভাই, Taste তো হলো…
Ne আবার কিসের??
পাশের দোকানদারও কনফিউজড—"এটা নতুন ফ্লেভার নাকি বানান ভুল?"

একজন বানায় আসল স্বাদের গল্প,
আরেকজন বানায় ‘নকল স্বাদে’ হুল্লোড়!

প্যাকেটও এমন কপি, যেন গ্রাফিক ডিজাইনার বলছে:
“Ctrl+C, Ctrl+V দিয়েই হয়ে গেছে ভাই!”

এখন বাজারে দুই জিনিস চলছে –
১. Taste Me – খাওয়ার জন্য
২. Taste Ne – হাসার জন্য!

নখের ধরন দেখে রোগের লক্ষন বুঝুন
22/03/2025

নখের ধরন দেখে রোগের লক্ষন বুঝুন

Address

Nagethat To Shaympur Road In Nagerhat
Badarganj
5430

Website

Alerts

Be the first to know and let us send you an email when Asik Drug House posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Asik Drug House:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram