জরুরী ফিজিওথেরাপিস্ট নিয়োগ বিজ্ঞপ্তি
শরীর নামক যন্ত্রটিও এক পর্যায়ে এসে সময়ের কাছে হার মানে যেমনটা কারখানার যন্ত্র গুলোতে সময়ের সাথে মরিচার প্রলেপ পরে যায় । শেষ বয়সে অর্ধ বিকল এই মানব যন্ত্রের সঠিক পরিচর্চায় পারে একে দীর্ঘদিন সুস্থ রাখতে ।
বার্ধক্যের সময়ে শরীরের বেশিরভাগ সমস্যার সমাধান ফিজিওথেরাপি । এটি যেনো জং ধরা শরীরকে পলিশ করে দীর্ঘদিন সুস্থ রাখার মত ।
যেখানে ঔষধের নানান পার্শ্ব প্রতিক্রিয়া শরীরকে ঝাঁঝরা করে ফেলছে সেখানে ফিজিওথেরাপি সম্পূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত ।
শুধুই তাই নয়, ঢাকা শহরের যে কোন লোকেশনে থেকেই উপভোগ করতে পারেন আমাদের দেশ সেরা ফিজিও সেবা , যেখানে আপনার সুস্থতাই কাজ করবে নারী ও পুরুষ কর্মীদের একটি সুদক্ষ দল।
আমাদের সেবা সম্পর্কে আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন :
📞 01777 209992
📞 01403 390060
#ফিজিও_সেবা #physiotherapy #physiotherapist #physiotherapyhome #physiosheba #physicaltherapy #bardhokkojonito_somossa #old_age_problems #বার্ধক্
ACL বা অ্যান্টেরিওর ক্রুশিয়েট লিগামেন্ট ইনজুরি। খেলাধুলা বা অ্যাক্সিডেন্টের কারণে এই ইনজুরি দেখা দেয়।
লক্ষণ:
• হাঁটু দীর্ঘক্ষণ ভাঁজ বা সোজা করে রাখলে অবস্থান পরিবর্তনে সমস্যা হয়
• হাঁটাচলা করার সময় ব্যথা হয়
• হাঁটুতে জোর পাওয়া যায় না
• হাঁটু ফুলে যায়
• মাঝে মাঝে হাঁটু ঘুরে যায়
শনাক্ত:
MRI এর মাধ্যমে নির্ণয় করা হয় আপনার কি ধরনের ACL ইনজুরি হয়েছে। তিন ধরনের ACL ইনজুরি হয়ে থাকে। গ্রেড-১, গ্রেড-২, গ্রেড-৩। এর মধ্যে গ্রেড-৩ এর ক্ষেত্রে সার্জারি করানো হয়।
কোন ক্ষেত্রে ফিজিওথেরাপির প্রয়োজন?
গ্রেড ১ এবং ২ এর ক্ষেত্রে ফিজিওথেরাপির মাধ্যমে সেরে উঠা সম্ভব। গ্রেড ৩ এর ক্ষেত্রে সার্জারি করা হলেও, সার্জারি পরবর্তী পুনর্বাসনে ফিজিওথেরাপি প্রয়োজন।
ইনজুরির ব্যথার জন্য ফিজিওসেবার মাধ্যমে ঘরে বসেই নিতে পারেন ফিজিওথেরাপি। দক্ষ থেরাপিস্ট এবং উন্নত সরঞ্জা
আইমান বেশ কিছু দিন ধরে কোমর ব্যথায় আক্রান্ত। ঔষধ গ্রহনের কারণে কিছুক্ষণের প্রশান্তি পেলেও কিছুদিন পর আবার সেই একই সমস্যা। এবার তিনি ফিজিওসেবার মাধ্যমে ঢাকার অভিজ্ঞ ফিজিওথেরাপিস্টের শরণাপন্ন হলেন এবং কিছুদিনের ফিজিওথেরাপি গ্রহণে এখন তিনি পুরোপুরি সুস্থ।
তাকে ফিজিওথেরাপি নিতে যেতে হয়নি কোনো ক্লিনিকে। ঘরে বসেই ফিজিওথেরাপি নিয়েছেন স্বাচ্ছন্দের সাথে।
আইমানের মত আপনিও ঘরে বসে দক্ষ ফিজিওথেরাপিস্ট এর মাধ্যমে উন্নত ফিজিওথেরাপি নিতে পারবেন নিজের সুবিধামত পরিবেশে। ঢাকা শহরের যেকোনো স্থানে থেকেই নেওয়া সম্ভব ফিজিওথেরাপি। তাহলে আর দেরি না করে যোগাযোগ করুন আমাদের সাথে।
বিস্তারিত জানতে এখনই যোগাযোগ করুনঃ
📞 01777 209992
📞 01403 390060
অথবা ভিজিট করুন আমাদের ওয়েবসাইট👇🏻
http://www.physioshebabd.com
২০/৩০ মিনিটের হাঁটাহাঁটি যেসব রোগের জন্য উপকারী:
• ডায়াবেটিস
• উচ্চরক্তচাপ
• আথ্র্রাইটিস
• স্থুলতা
• হৃদরোগ
• স্ট্রোক
কখন হাঁটবেন❓
হাঁটার সবচেয়ে ভালো সময় হলো ভোর বেলা। কারণ তখন পরিবেশ শান্ত থাকে, কোলাহল কম থাকে এবং পরিবেশ তুলনামূলকভাবে কম দূষিত থাকে। বিকেলে পরিবেশে দূষণের মাত্রা কম থাকে। তাই সকালে হাঁটা-ই অধিক উত্তম।
যেইসব অঙ্গের উপকার হয়
• হৃৎপিণ্ড
• ফুসফুস
• মস্তিষ্ক
• ত্বক
• চোখ
• রক্তকণিকা
কতক্ষণ হাঁটা উচিত❓
হাঁটার উপকারিতা পেতে হলে সপ্তাহে কমপক্ষে চার বা পাঁচ দিন হাঁটতে হবে এবং প্রতিদিন কমপক্ষে ২০-৩০ মিনিট হাঁটা জরুরি। তবে একনাগাড়ে ৩০ মিনিট হাঁটতে না পারলে মাঝখানে ১০ মিনিটের বিরতি নিতে পারেন। তবে ৩০ মিনিটের কম হাঁটা উচিত হবে না ।
_সুস্থ থাকুন ফিজিওসেবার সাথে_
_Stay healthy with Physiosheba_
#ফিজিওসেবা #ফিজিও_সেবা #physiosheba #physio_sheba #physiotherapy #physiotherapist #physiotherapyhome #physiotherapy_at_home #physicalther
আপনি যদি সম্প্রতি অর্থোপেডিক সার্জারি করিয়ে থাকেন, তাহলে আপনার ডাক্তার নিশ্চয় পুনর্বাসনের জন্য ফিজিওথেরাপি গ্রহনের পরামর্শ দিয়েছেন। কারণ, সার্জারি পরবর্তী রোগীকে আগের অবস্থায় ফিরিয়ে আনতে ফিজিওথেরাপি প্রয়োজন হয়।
আপনি এখন স্বল্পমূল্যে ঘরে বসেই ফিজিওথেরাপি গ্রহণ করতে পারবেন। জ্বি, ঠিক শুনেছেন। ফিজিওসেবার কাছ থেকে ঢাকা শহরের যেকোনো স্থানে থেকেই ফিজিওথেরাপি নিতে পারবেন দক্ষ ফিজিওথেরাপির কর্মী দ্বারা।
তাই দেরি না করে এখনই যোগাযোগ করুন :
📞 01777 209992
📞 01403 390060
অথবা ভিজিট করুন আমাদের ওয়েবসাইটে:
www.physioshebabd.com
#ফিজিওসেবা #ফিজিও_সেবা #physiosheba #physio_sheba #ফিজিওথেরাপি #physiotherapy #physiotherapist #physiotherapyhome #physiotherapy_at_home #physicaltherapy #অপারেশন_পূর্ববর্তী_ফিজিওথেরাপি #অপারেশন_পরবর্তী_ফিজিওথেরাপি #সার্জারী_পূর্ববর্তী_ফিজিওথেরাপি #সার্জারী_পরবর্তী_ফিজিওথেরাপি #সার্জারী_পরবর্তী_সমস্যা #post_surgery_problems #ph
ঘরে বসেই ফিজিওথেরাপি চিকিৎসা নিন এখনই >
অভিজ্ঞ ফিজিওথেরাপিস্ট এখন আপনার ঘরে।
ফ্রোজেন শোল্ডার, স্ট্রোক,প্যারালাইসিস, অস্টিওআথ্রাইটিস সহ নানা ধরনের ব্যথাজনিত সমস্যা নিয়ে চিন্তার সময় শেষ।
আপনার একটি ফোন কলে ফিজিওথেরাপিস্ট যাবে আপনার বাসায়।
📞01777209992
সায়াটিকা গুরুত্বপূর্ন একটি নার্ভের নাম।
এই নার্ভ কোমর থেকে পায়ের নিচ পর্যন্ত বিস্তৃত। এই নার্ভ যদি চাপের সম্মুখীন হয় তাহলে পায়ে বা কোমর থেকে পা পর্যন্ত ব্যথা হতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে রোগী দাঁড়াতে বা হাঁটতে খুব সমস্যায় ভোগেন। এই নার্ভ এতটাই গুরুত্বপূর্ণ যে এতে কোন সমস্যা হলে, যেকোনো সময় মানুষ অকেজো হয়ে যেতে পারে। তাই সমস্যার শুরু থেকে ফিজিওথেরাপি গ্রহণ করা প্রয়োজন।
আর আপনি যদি ঢাকা শহরের বাসিন্দা হয়ে থাকেন তাহলে আপনি নিতে পারবেন ফিজিওথেরাপির হোম সার্ভিস। বাড়িতে বসে ফিজিওথেরাপি নিতে এখনই যোগাযোগ করুন আমাদের সাথে। উন্নত প্রযুক্তি ও দক্ষ ফিজিওথেরাপিস্টের সমন্বয়ে সর্বোচ্চ সেবার নিশ্চয়তা পাচ্ছেন আমাদের থেকেই।
ফিজিওথেরাপির প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের ফেসবুক পেজের মাধ্যমে অথবা ফোন করুন নিন্মোক্ত নাম্বারে:
📞 01777 209992
📞 01403 390060
অথ
ট্রিগার ফিঙ্গার আঙুলের সমস্যা। এই সমস্যার কারণে আঙ্গুল নাড়াতে সমস্যা হয়। জোর করে নাড়লেও ব্যথা অনুভব হয়।আপনি যদি ডায়াবেটিস বা রিউমাটয়েড আর্থ্রাইটিসের রোগী হয়ে থাকেন তাহলে আপনিও এই ঝুকিতে রয়েছেন। এটি গুরুতর কোনো সমস্যা নয়, যদি সঠিক সময়ে ফিজিওথেরাপি নেওয়া হয়।
এখন আপনি ঘরে বসেই ফিজিওথেরাপি নিতে পারবেন ঢাকা শহরের যেকোনো প্রান্তে থেকে। দক্ষ ফিজিওথেরাপির কর্মী দ্বারা আমাদের এই সেবা পরিচালিত হয়।
এখনই যোগাযোগ করুন, ফিজিওসেবা পৌঁছে যাবে আপনার বাড়িতে।
বিস্তারিত জানতে এখনই যোগাযোগ করুনঃ
📞 01777 209992
📞 01403 390060
ভিজিট করুন: www.physioshebabd.com
#ফিজিওসেবা #ফিজিও_সেবা #physiosheba #physio_sheba #ফিজিওথেরাপি #physiotherapy #physiotherapist #physiotherapyhome #physiotherapy_at_home #physicaltherapy #triggerfinger #trigger_finger #ট্রিগারফিঙ্গার #ট্রিগার_ফিঙ্গার #treatment_of_trigger_finger #ট্রিগার_ফিঙ্গার_এর_চিকিৎসা #আঙ্গুল_না_খোলার_সমস্যা #আঙ্গুল_আটকে_যাওয়া #আঙ্গুল_আট
কনুইয়ের তীব্র এক ব্যথার নাম টেনিস এলবো। অনেক সময় হাত দিয়ে কাজ করতে গেলেই অনুভব হতে পারে যন্ত্রণা। কাজ করার ক্ষমতার উপর ব্যাপক প্রভাব ফেলে এই সমস্যা । নারী কিংবা ৩০ থেকে ৫০ বছর বয়সী মানুষের মধ্যে বেশি দেখা যায় এই সমস্যা। এই সমস্যার কার্যকরী সমাধান হচ্ছে ফিজিওথেরাপি ।
এখন দেশ সেরা ফিজিওথেরাপি সেবা উপভোগ করুন নিজের ঘরে বসেই । আপনি ঢাকা শহরের যেকোনো প্রান্তে অবস্থান করেও ঘরে বসেই পেয়ে যাচ্ছেন প্রশিক্ষিত ও সুদক্ষ মহিলা ও পুরুষ কর্মী দ্বারা সর্বোত্তম সেবার নিশ্চয়তা । এবং আপনার সুবিধা মতো সময়ে নিতে পারবেন ফিজিওথেরাপি ।
বিস্তারিত জানতে এখনই যোগাযোগ করুনঃ
📞 01777 209992
📞 01403 390060
www.physioshebabd.com
#ফিজিওসেবা #ফিজিও_সেবা #physiosheba #physio_sheba #ফিজিওথেরাপি #physiotherapy #physiotherapist #physiotherapyhome #physiotherapy_at_home #physicaltherapy #টেনিস_অ্যালবো #টেনিস_এলবো #tennis_elbow #physiotherapy_for_tennis_elbow #টেনিস_অ্যালবো_এ_ফিজিওথেরাপি #টেনিস_অ্যালবো